দেশের অনূর্ধ্ব-২০ ফুটবল দলের গোল রক্ষক আসিফ। পরিবারের অনুপ্রেরণায় ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি প্রবল আকর্ষণ অনুভব করতেন মোহাম্মদ আসিফ ভূইয়া।
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতি গ্রামের সন্তান হলেও বাবার চকুরীর সুবাধে চট্টগ্রামের হাটাজারীতে সেখানের এক স্থানীয় ফুটবল ক্লাব হাটাজারী ফুটবল একাডেমী থেকে ফুটবল খেলা শুরু করেন তরুন এই ফুটবলার।
বাবা সুলতান ভূইয়াও একজন ভালো ফুটবলার ছিলেন আর চাচাকে ফুটবলের কোচ পেয়ে ফুটবল খেলাকে নিজের করে পেতে খুব একটা কষ্ট হয়নি আসিফ ভূইয়ার। ছোট বেলা থেকে বাবার প্রবল ইচ্ছা ছিল যে তার ছেলে যেন গোলরক্ষক হয় মূলত সেখান থেকে ফুটবলের গোল রক্ষক হিসাবে নিজেকে তৈরি করেন তরুন এই ফুটবলার আসিফ ভূইয়া।
বাফুফের এলিট একাডিমে থেকে সবচেয়ে চওড়া দামে কিনে নেন বসুন্ধরা কিংস ক্লাব। বর্তমানে তিনি বসুন্ধরা কিংস ক্লাবের হয়ে খেলছেন। জাতীয় দলে খেলার জন্য তিনি এখন নিজেকে তৈরি নিয়ে ব্যস্ত থাকছেন। এই বিষয়ে তার কাছে জানতে চাওয়া হলে তিনি জানান নিজের সব্বোর্চ দিয়ে দেশর ফুটবলকে আন্তর্জাতিক অঙ্গনে মেলে ধরাই আমার লক্ষ।