Logo
শিরোনাম

কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে—স্পীকার

প্রকাশিত:বৃহস্পতিবার ১৩ অক্টোবর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ জুন ২০২৫ |

Image

রোকসানা মনোয়ার ঃ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে মেয়েদের উচ্চশিক্ষা গ্রহণ জরুরি। এক্ষেত্রে, মেয়েদের উচ্চশিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করার জন্য অভিভাবকবৃন্দ, শিক্ষকগণসহ সমাজের সকলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীগণ বাল্যবিবাহ প্রতিরোধ, মাতৃস্বাস্থ্য উন্নয়ন ইত্যাদি বিষয়ে আজ যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে, বাস্তব অভিজ্ঞতার নিরিখে কি ধরণের সহযোগিতা প্রয়োজন তা উপস্থাপন করেছে, তা এসপিসিপিডি প্রকল্পের ভবিষ্যৎ পন্থা নির্ধারণে সহায়ক হবে বলে উল্লেখ করেন স্পীকার।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, ইউএনএফপিএ ও তাড়াশ উপজেলা প্রশাসনের উদ্যোগে এসপিসিপিডি প্রকল্পের আওতায়  সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় আয়োজিত 'কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ' শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পীকার আজ এসব কথা বলেন। 

স্পীকার বলেন, বাল্যবিবাহের সাথে মেয়েদের স্বাস্থ্যঝুঁকি সরাসরি সম্পৃক্ত। বাল্যবিবাহ প্রতিরোধ ও মেয়েদের শিক্ষার সুযোগ বিস্তৃত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক কার্যক্রম সারা দেশে পরিচালনা করছেন। আজ মেয়েরা উপবৃত্তি পাচ্ছেন, যা তাদের শিক্ষাক্ষেত্রে উৎসাহিত করছে। মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে নানা পদক্ষেপ সরকার নিয়েছে। মায়েদের কাছে মেয়েদের উপবৃত্তির টাকা মোবাইলের মাধ্যমে পৌঁছে যাচ্ছে। 

ডা. মো. আব্দুল আজিজ এমপি-র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ডা. আ ফ ম রুহুল হক এমপি, ডা. হাবিবে মিল্লাত এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি, সৈয়দা রুবিনা মিরা এমপি, সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম, প্রকল্প পরিচালক যুগ্ম সচিব এম এ কামাল বিল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।


আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

মঙ্গলবার ১৭ জুন ২০২৫




ঢাকাসহ ৪৯ জেলায় তাপপ্রবাহ

প্রকাশিত:বুধবার ১১ জুন ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ জুন ২০২৫ |

Image

ঢাকাসহ দেশের ৪৯ জেলার ওপর দিয়ে মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ছয় বিভাগ ও দুই জেলার ওপর দিয়ে এ তাপপ্রবাহ বইছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

সংস্থাটি জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া নীলফামারী জেলার ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলাসহ রংপুর বিভাগের অবশিষ্টাংশ, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আগামী শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।


আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

মঙ্গলবার ১৭ জুন ২০২৫




ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান

প্রকাশিত:শুক্রবার ১৩ জুন ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ জুন ২০২৫ |

Image

ইসরায়েলে পাল্টা হামলা চালাতে প্রায় ১০০টি ড্রোন পাঠিয়েছে ইরান।ইসরায়েলি সামরিক বাহিনী শুক্রবার এই তথ্য জানিয়ে বলেছে, তারা এসব ইরানি ড্রোন ভূপাতিত করতে কাজ করছে।

এর আগে আজ ভোররাতে ইরানের বিভিন্ন স্থানে আকাশপথে হামলা চালায় ইসরায়েল।ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন সাংবাদিকদের বলেন, ইসরায়েলের ভূখণ্ডের দিকে প্রায় ১০০টি ড্রোন পাঠিয়েছে ইরান, যেগুলো আমরা প্রতিহত করার চেষ্টা করছি।

ব্রিগেডিয়ার জেনারেল ডেফরিন জানান, ইরানে ইসরায়েলি হামলায় ২০০টি যুদ্ধবিমান অংশ নেয়, যেগুলো দেশটির ভেতরে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

গত রাতের ইসরায়েলি হামলায় ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ, ইসলামিক রেভল্যুশনারি গার্ডের প্রধান ও ইরানের জরুরি কমান্ডের প্রধান নিহত হয়েছেন বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল ডেফরিন।

ইরানজুড়ে পাঁচটি ধাপে হামলা চালিয়েছে ইসরায়েল। অজ্ঞাতনামা একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা টাইমস অব ইসরায়েল পত্রিকাকে এ কথা জানিয়েছেন।

একই কর্মকর্তা বলেন, ইরানে শত শত হামলা চালানো হয়েছে। অন্তত আটটি শহরের লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। সূত্র : এএফপি


আরও খবর



ডেঙ্গু করোনা বায়ুদূষণে ত্রিশঙ্কু বিপদ

প্রকাশিত:শনিবার ১৪ জুন ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ জুন ২০২৫ |

Image

বিশেষজ্ঞরা আগে থেকেই বলে আসছেন, এবার ডেঙ্গু পরিস্থিতির অবনতি হতে পারে এবং পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। এর মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছে। একদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, আরেকদিকে পাল্লা দিয়ে বাড়ছে করোনা রোগী। আগে থেকেই খারাপ অবস্থা ঢাকার বায়ুমানের। সামনে ঈদুল আজহার ছুটি শেষে অফিস-আদালত খুললে বায়ুর মান আরও খারাপ হবে। রাজধানীতে চিরচেনা ভিড় বাড়লে করোনা ও ডেঙ্গু সংক্রমণের হারও বাড়তে পারে। ফলে তিন বিপদের আশঙ্কায় আছে ঢাকাবাসী।

ডেঙ্গু এখন আর শহরের রোগ নয়। এ বছর ডেঙ্গু সারাদেশে ছড়িয়ে পড়ছে। দেশের ৫৮টি জেলায় এটি দেখা দিয়েছে। সবচেয়ে বেশি রোগী দেখা যাচ্ছে বরিশাল বিভাগে এবং একই বিভাগের বরগুনা জেলায়। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সর্বশেষ হিসাবে এই তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মশাবাহিত রোগ ডেঙ্গুতে একদিনে মারা গেছেন ৫ জন। যার মধ্যে চারজনই বরগুনার, আর একজন ঢাকায় মারা গেছেন। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৯ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়াল ২৮ জনে। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে হয়েছে ৫ হাজার ৫৭০ জন।

শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৩, ঢাকা বিভাগে নয়জন, চট্টগ্রাম বিভাগে নয়জন, খুলনা বিভাগে তিনজন এবং বরিশাল বিভাগে ১২৪ জন ও সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছেন।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৩১ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১২৭ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে রয়েছেন ৪০৪ জন।

দেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন; মৃত্যু হয় ৫৭৫ জনের। ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তির এ সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। দুজনের মধ্যে একজন ঢাকা বিভাগের, আরেকজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা; দুজনই নারী। এ নিয়ে চলতি বছর করোনায় তিনজনের মৃত্যু হলো। এর আগে ৫ জুন একজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন বলা হয়, এদিন সকাল থেকে আগের ২৪ ঘণ্টায় ১৭৪টি নমুনা পরীক্ষা করে ১৫টিতে করোনা ভাইরাস পাওয়া যায়। শনাক্তের হার ১১ দশমিক ১৯ শতাংশ। এ বছর শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৫৫ জনে, যাদের ৯৭ জনই চলতি মাসে আক্রান্ত হয়েছেন। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি এই সংস্থা বুধবার করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ১১ দফা নির্দেশনা দিয়েছে।

২০২০ সালে করোনা ভাইরাস সংক্রমণ শুরুর পর দেশে ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ৩৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। করোনা ভাইরাস পাওয়া যায় ২০ লাখ ৫১ হাজার ৭৬০টি নমুনায়। মৃত্যু হয় প্রায় সাড়ে ২৯ হাজার মানুষের।

কোভিড মহামারী শুরুর পর প্রথম বছর ২০২০ সালে ৭ হাজার ৫৫৯ জনের প্রাণ কাড়ে করোনা ভাইরাস। সবচেয়ে বেশি ২০২১ সালে ২০ হাজার ৫১৩ জনের মৃত্যু হয়। এর পর ২০২২ সালে ১ হাজার ৩৬৮ জন, ২০২৩ সালে ৩৭ জন এবং ২০২৪ সালে ২২ জন মারা যান এ ভাইরাসে।

করোনা ও ডেঙ্গু আক্রান্ত রোগীর এই পরিসংখ্যান বলে দিচ্ছে সামনে আরও ভয়ংকর পরিস্থিতি অপেক্ষা করছে। ডেঙ্গু পরিস্থিতি এবার ঢাকার চাইতে অন্যান্য জেলা শহরে বেশি। যেহেতু ডেঙ্গু রোগীর চিকিৎসা ঢাকাকেন্দ্রিক বেশি, তাই চাপটা রাজধানীর ওপর বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর ঢিলেমিতে ডেঙ্গু ও করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন তারা। তবে ঢাকার দুই সিটি করপোরেশনের দাবি, ডেঙ্গু ও করোনা পরিস্থিতি মোকাবিলায় তারা বাড়তি নজর দিচ্ছে।

বাড়তি কীটনাশক প্রয়োগের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ বিষয়ে সংস্থাটির প্রশাসক মো. শাহজাহান মিয়া আমাদের সময়কে বলেন, গত কয়েক দিন কোরবানির বর্জ্য নিয়ে আমরা একটু বেশি ব্যস্ত ছিলাম। তাই বুধবার জরুরি সভা করে সংশ্লিষ্ট বিভাগকে বাড়তি সতর্কতা মেনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে দ্বিগুণ কীটনাশক প্রয়োগের সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, আক্রান্ত রোগীদের বেশির ভাগ ঢাকার বাইরের। তবে চিকিৎসা নিতে রোগীরা ঢাকায় আসছে। তাই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়েছে। এ জন্য তার দায় আমরা এড়াতে পারি না। এ জন্য বিশেষ অভিযানসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।

এবার ঢাকার চাইতে বরিশাল, বরগুনা, কক্সবাজার, চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি ভয়ানক হবে এমন তথ্য বহু আগে থেকেই দিয়ে আসছেন বিশেষজ্ঞরা। তবে মাঠপর্যায়ে জনপ্রতিনিধি না থাকায় যথাসময়ে কার্যকর ব্যবস্থা নিতে অনেকটাই পিছিয়ে সরকার। তাই এবার পরিস্থিতি ভয়ংকর হওয়ার আশঙ্কার কথা বলছেন বিশেষজ্ঞরা।

এ বিষয়ে কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার আমাদের সময়কে বলেন, ঢাকার বাইরে পরিস্থিতি খারাপ হবে এই বার্তা আমরা আগেও দিয়েছি। কিন্তু সংস্থাগুলো কার্যকর ব্যবস্থা নেয়নি। সামনে পরিস্থিতি আরও খারাপ হবে। এখনও ডেঙ্গুর ভরা মৌসুম শুরু হয়নি। পরিস্থিতি বেশি খারাপ হবে জুলাই-আগস্ট-সেপ্টেম্বরে। এ জন্য দ্রুত সার্ভে করে যেখানে আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে তার ২০০ গজের মধ্যে লার্ভিসাইডিং করতে হবে। উড়ন্ত মশা নিধনে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এখনই ব্যবস্থা না নিয়ে চাপ ঠেকানো কঠিন হয়ে যাবে বলেও মনে করেন এই বিশেষজ্ঞ।

অন্যদিকে, ডেঙ্গু ও করোনা দুই আপদ থেকে ঢাকাবাসীকে সুরক্ষা দিতে বিশেষ কর্মসূচি নিয়েছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সংস্থাটির প্রশাসক মোহাম্মদ এজাজ আমাদের সময়কে বলেন, সর্বশেষ বুলেটিনের তথ্যানুযায়ী ডিএনসিসিতে কোনো ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া যায়নি। তার পরও আমরা বাড়তি সতর্কতা জারি করেছি। হট স্পট হিসেবে চিহ্নিত ডিএনসিসির ২৫টি ওয়ার্ডে বাড়তি গুরুত্ব দিয়ে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, উৎসে মশার বিস্তার রোধে যা যা করণীয়, তা করা হচ্ছে।

ডেঙ্গু, করোনার পাশাপাশি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জ্যৈষ্ঠের তাপপ্রবাহ ও বায়ুদূষণ। ঈদুল আজহার মধ্যে জ্যৈষ্ঠের তাপে ঢাকাসহ সারাদেশের মানুষ পুড়ছে। ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা জনজীবনে। যদিও গত মঙ্গলবার রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মাঝারি বৃষ্টি হওয়ায় সাময়িকভাবে তাপপ্রবাহ কিছুটা কম ছিল।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্যানুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার পাশাপাশি রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে এই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টি হয়ে যা কিছু জায়গায় কমে আসতে পারে। আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, আগামী কয়েক দিনেও বৃষ্টি অব্যাহত থাকতে পারে, তবে তাপমাত্রা খুব একটা কমবে না।

এই তাপপ্রবাহের মধ্যে ঢাকার বায়ু গতকাল বৃহস্পতিবার দূষণের দিক দিয়ে বায়ুর মান মাঝারি মাত্রায় ছিল। ঈদের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস বন্ধ থাকায় মানুষের আনাগোনাও কম ছিল। যে কারণে বায়ুদূষণ কিছুটা স্বস্তিকর ছিল বলে মনে করেন বিশ্লেষকরা। রবিবার থেকে অফিস, আদালত চালু হলে দূষণের মাত্রাও বেড়ে যেতে পারে বলে মনে করেন তারা।


আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

মঙ্গলবার ১৭ জুন ২০২৫




তাপপ্রবাহ বইছে দেশের ২৬ জেলায়

প্রকাশিত:শনিবার ১৪ জুন ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ জুন ২০২৫ |

Image

দেশের তিন বিভাগ ও ছয় জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মোট ২৬ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। ১৩ জুন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামীকাল সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া টাঙ্গাইল, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

শনিবার (১৪ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী রোববার (১৫ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আগামী সোমবার (১৬ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আগামী মঙ্গলবার (১৭ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।


আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

মঙ্গলবার ১৭ জুন ২০২৫




ফুলবাড়ী সীমান্তে আটক-২৪ বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর

প্রকাশিত:রবিবার ২৫ মে 20২৫ | হালনাগাদ:শনিবার ১৪ জুন ২০২৫ |

Image

উত্তম কুমার মোহন্ত ফুলবাড়ী (কুড়িগ্রাম) :

ভারতের দিল্লিতে কাজের সন্ধানে গিয়ে ফিরে আসার সময় ভারতীয় বিএসএফের হাতে আটক হত্তয়া নারী-পুরুষ শিশু সহ-২৪ জন বাংলাদেশিকে ফিরত এনে পরিবারের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শুক্রবার ২৩(মে)রাত দেড়টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ী সীমান্তের ৯৩২ নম্বর সীমানা পিলারের পাশে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ এর পক্ষে ভারতীয় ৩ বিএসএফ ব্যাটালিয়নের এসি,এসএইচ এল সিমতি এবং বিজিবির পক্ষে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন নেতৃত্ব দেন। এসময় নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী ইউপি সদস্য আব্দুল আলিম ইউপি সদস্য মহির উদ্দিন,বালার হাট বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমান সহ- বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। ঘন্টাব্যাপী এ বৈঠক শেষে বিএসএফ আটক ২৪জন বাংলাদেশিকে আনুষ্ঠানিক ভাবে বিজিবির কাছে হস্তান্তর করে।পরে বিজিবি তাদেরকে ক্যাম্পে নিয়ে এসে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বালার হাট বিওপির প্রতিপক্ষ ভারতীয় ৩ বিএসএফ ব্যাটালিয়নের করলা ক্যাম্পে ভারতে অভিবাসনরত কিছু নাগরিক কে বাংলাদেশে পুশইন করার জন্য জড়ো করা হয়েছে মর্মে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে,কর্নেল মেহেদী ইমাম,পিএসসি জানতে পারেন। তখন অবৈধভাবে কোন নাগরিক কে বাংলাদেশে পুশইন না করার জন্য প্রতিপক্ষ ভারতীয় বিএসএফ কে কঠোর বার্তা প্রদান করা হয়। বার্তায় বিএসএফকে আরও জানানো হয় প্রকৃত অর্থে বাংলাদেশি নাগরিক হলে তাদের সঠিক পরিচয় নিশ্চিত সাপেক্ষে প্রচলিত নিয়ম অনুযায়ী তাদেরকে গ্রহণ করা হবে। কিন্তূ কোন অবস্থাতেই বাংলাদেশি নয় এমন কোন ব্যক্তিকে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকতে দেওয়া হবে না।এর প্রেক্ষিতে বিএসএফ প্রাথমিকভাবে ২৪ জনের (পুরুষ-১২জন শিশু ৪জন মহিলা- ১২জনের) নামের তালিকা লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নে প্রদান করে। উক্ত তালিকা যাচাই-বাছাই করে পরিচয় নিশ্চিত হওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে গ্রহণ করা হয় পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে তাদেরকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

ভারত থেকে ফেরত আসা ওই ২৪ জন হলেন, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাশিয়ারছড়া সমন্বয়পাড়া গ্রামের জসীমউদ্দীনের ছেলে তাজুল ইসলাম (২৫)তার স্ত্রী আম্বিয়া বেগম(১৯) মেয়ে তসলিমা খাতুন (৭)মা তানেকা বেগম (৪৭) বোন তাহেরা খাতুন (৭)একই এলাকার কামালপুর গ্রামের আছর আলীর ছেলে,মানব আলী(২৪) স্ত্রী রুমি বেগম (২০) নবীর হোসেনের ছেলে আব্দুল কাদের (৩১) স্ত্রী সাথী বেগম (২৮) ছেলে শহিদুল ইসলাম (৯) মেয়ে কাজলি (২) উপজেলার আরজি নেওয়াশি গ্রামের কাজী উদ্দীনের ছেলে জাহিদুল হক (৫৫) স্ত্রী আনজুমা বেগম (৩৩) ছেলে আশিক বাবু (১৪) মেয়ে জান্নাতি খাতুন (১৯) জামাতা রবিউল ইসলাম (২২)ও দশমাস বয়সের নাতি জুনায়েদ, ভাঙ্গা মোড় ইউনিয়নের বটতলা গ্রামের নজির হোসেনের ছেলে হাসেন আলী (৩৫) স্ত্রী আলমিনা বেগম (২৯) মেয়ে হাসিনা খাতুন (১৩) ছেলে আরিফ (৪) আরমান (২) এবং জেলার নাগেশ্বরী উপজেলার গোপালপুর গ্রামের আব্দুর ছালাম (৫০)।

এবিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন জানান ,যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পতাকা বৈঠকের মাধ্যমে ২৪ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুদেরকে ফেরত আনা হয়েছে। পরবর্তীতে স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সহায়তায় তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরও খবর