Logo
শিরোনাম
তারেক রহমান লন্ডন বসে বিএনপিকে ক্ষমতায় নিতে পারবেন না! ২০ বছর পর সিএনজিচালিত অটোরিকশার অনুমোদন সোহাগ হত্যার বিচার দাবীতে নওগাঁয় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল গুম খুন রাজনীতি বন্ধ করতেই আমরা মাঠে নেমেছি’ - নাহিদ ইসলাম ‎ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে মাভাবিপ্রবি ছাত্রদলের মিছিল নওগাঁর সাপাহারে দেশে প্রথম বারের মতো “ম্যাংগো ফেস্টিভ্যাল” হচ্ছে গজারিয়ায় পঞ্চম বারের মতো দুটি চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস স্যার এবং ভাইয়ার প্রতি খোলা চিঠি! শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন সহ সকল ধরনের দুর্নীতির অবসান চাই ..নাহিদ ইসলাম বালুয়াকান্দীতে সন্ত্রাস,চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে মত বিনিময় সভা

কোটাবিরোধীদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

প্রকাশিত:শনিবার ০৬ জুলাই ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৪ জুলাই ২০২৫ |

Image



বিডি টুডেস ডেস্ক:


কোটা সংস্কার ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 


এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে মহাসড়কে। 


শনিবার সকাল ১১টায় শহরের আশেকপুর বাইপাস এলাকায় অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা।



এসময় মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে। ফলে  দুর্ভোগে পরেছেন সাধারণ যাত্রীরা। 



বিক্ষোভরত শিক্ষার্থীরা বলেন, ‘আমরা শিক্ষার্থীরা কখনও সারাদিন রাস্তায় রাস্তায় আন্দোলন করতে চাই না, আমরা পড়াশোনা করতে চাই।



 কিন্তু আমাদের কিছু করার নাই। কারণ যে পরিমাণ কোটা, তাতে দেশের মেধাবীরা চাকরি না পেয়ে দেশের বাইরে চলে যাবে, দেশে সরকারি চাকরিতে মেধাবিরা আগ্রহও হারাবে।’



আরও খবর



আপনার ফোনে অ্যাপসগুলো থাকলে এখনই ডিলিট করুন

প্রকাশিত:মঙ্গলবার ১৭ জুন ২০২৫ | হালনাগাদ:সোমবার ১৪ জুলাই ২০২৫ |

Image

বিশ্বব্যাপী স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এক গুরুতর সতর্কবার্তা দিয়েছে সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান সাইবেল। প্রতিষ্ঠানটি সম্প্রতি এমন কিছু বিপজ্জনক অ্যাপের তালিকা প্রকাশ করেছে, যেগুলো মূলত ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট ব্যবহারকারীদের টার্গেট করে অর্থ চুরি করছে।

এই অ্যাপগুলো দেখতে জনপ্রিয় ডিজিটাল ওয়ালেট অ্যাপের মতো, যেমন- সুশিসোয়াপ, প্যানকেকসোয়াপ, হাইপারলিকুইড, রেডিয়াম ইত্যাদি। তবে এগুলো আসলে প্রতারণামূলক ফিশিং অ্যাপ, যা ব্যবহারকারীর ব্যক্তিগত মেমোনিক ফ্রেজ বা গোপন কোড চেয়ে নেয় এবং তারপর আসল ওয়ালেট থেকে সম্পূর্ণ অর্থ তুলে নেয়।

সাইবেল জানায়, এই অ্যাপগুলো গুগল প্লে স্টোরেও প্রবেশ করতে সক্ষম হয়েছিল। এতে ব্যবহার করা হয়েছে হুবহু আসল অ্যাপের নাম, আইকন এবং বিবরণ। এমনকি হ্যাক করা ডেভেলপার অ্যাকাউন্ট ব্যবহার করে এগুলো আপলোড করা হয়, যাতে ব্যবহারকারীদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়।

মুছে ফেলতে বলা বিপজ্জনক অ্যাপগুলোর তালিকা:

প্যানকেকসোয়াপ (PancakeSwap)

সুশিসোয়াপ (SushiSwap)

হাইপারলিকুইড (Hyperliquid)

রেডিয়াম (Raydium)

বুলএক্স ক্রিপ্টো (BullX Crypto)

সুইয়েট ওয়ালেট (Suiet Wallet)

ওপেন ওসান এক্সচেঞ্জ (OpenOcean Exchange)

মিটিওরা এক্সচেঞ্জ (Meteora Exchange)

হারভেস্ট ফাইন্যান্স ব্লগ (Harvest Finance Blog)

প্রতিটি অ্যাপে একই ধরনের ফিশিং লিংক, কোড এবং গঠন লক্ষ্য করা গেছে, যা প্রমাণ করে এগুলো একটি সুসংগঠিত আন্তর্জাতিক সাইবার অপরাধ চক্রের অংশ।

কী করণীয় আপনার?

যদি আপনার ফোনে উপরের তালিকায় থাকা কোনো অ্যাপ থাকে, অবিলম্বে মুছে ফেলুন।

ক্রিপ্টো ওয়ালেট বা এক্সচেঞ্জ অ্যাপ ডাউনলোড করার সময় শুধুমাত্র তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রাপ্ত লিংক ব্যবহার করুন।

সবসময় গুগল প্লে প্রোটেক্ট চালু রাখুন।

সাইবেল আরও জানায়, এখন পর্যন্ত অন্তত ৫০টিরও বেশি ভুয়া ডোমেইন থেকে এই ধরনের প্রতারণামূলক অ্যাপ ছড়ানো হয়েছে। এরই মধ্যে বেশিরভাগ অ্যাপকে শনাক্ত করে গুগলকে রিপোর্ট করা হয়েছে।


আরও খবর

দেশে চালু হলো গুগল পে

মঙ্গলবার ২৪ জুন ২০২৫




মাঝ আকাশ থেকে ফিরে এলো বিমান

প্রকাশিত:শুক্রবার ২৭ জুন ২০২৫ | হালনাগাদ:সোমবার ১৪ জুলাই ২০২৫ |

Image

বাংলাদেশ বিমানের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইট উড্ডয়নের পরপর বার্ড হিটিংয়ের ঘটনায় মাঝ আকাশ থেকে ফেরত এসেছে। এ ঘটনায় ফ্লাইটটির ইঞ্জিন ক্ষতিগ্রস্থ হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর এই তথ্য নিশ্চিত করেছেন। 

বিমানের একটি সূত্র জানায়, সকাল ৮টা ২৬ মিনিটে ফ্লাইট বিজি ৫৮৪ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬০ জন যাত্রী নিয়ে উড্ডয়ন করে। এরপর ৮টা ৩৭ মিনিটে ফ্লাইটটিতে পাখির আঘাত আসে। পরে এটি বুঝতে পেরে মাঝ আকাশ থেকে ক্যাপ্টেন ফ্লাইটটিকে পূণরায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করান। 

সূত্র আরও জানায়, পাখির আঘাতের ফলে ফ্লাইটির ইঞ্জিনের সমস্যা হয়েছে। বর্তমানে ১৪ নম্বর বে তে বাংলাদেশ বিমানের প্রকৌশলীদের তত্ত্বাবধানে মেরামতের চেষ্টা চলছে। 

এদিকে বিমান সূত্র আরও জানায়, যাত্রীরা বিমানবন্দরেই রয়েছেন। দুপুরের দিকে অন্য একটি ফ্লাইটে করে তাদের সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাহমুদুল হাসান মাসুন গণমাধ্যমকে জানান, ফ্লাইটে মোট ১৫৪ জন যাত্রী এবং ৭ জন ক্রু সদস্য ছিলেন। ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে। সব যাত্রী ও ক্রু নিরাপদ ও সুস্থ রয়েছেন। 


আরও খবর



ভারি বৃষ্টির সতর্কতা, বন্দরে সংকেত

প্রকাশিত:মঙ্গলবার ১৭ জুন ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ১১ জুলাই ২০২৫ |

Image

অস্বস্তিকর গরমের মধ্যে ভারি থেকে অতি ভারি বৃষ্টির আভাস দিয়ে দেশের চার সমুদ্রবন্দরকে সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ভারি থেকে অতি ভারি বৃষ্টিসহ দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এর আগে রবিবার পর্যন্ত টানা বৃষ্টিপাতের আভাস দিয়েছিল আবহাওয়া অফিস। এর মধ্যে সোমবার সকাল থেকে পরবর্তী তিন দিনের জন্য সারা দেশের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সতর্কতাও জারি করা হয়েছে।


আরও খবর



সংস্কার কাজে আলোচনার চেয়ে খাওয়াদাওয়া বেশি হচ্ছে

প্রকাশিত:শুক্রবার ২৭ জুন ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৩ জুলাই ২০২৫ |

Image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে চলা সংস্কার কার্যক্রমে আলাপআলোচনার চেয়ে খাওয়াদাওয়া বেশি হচ্ছে। কিন্তু বিএনপি বিশ্বাস করে, চূড়ান্তভাবে আমরা একটি ঐকমত্যে পৌঁছাতে পারব।

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ কথা বলেন সালাহউদ্দিন আহমদ। নাগরিক ঐক্যের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিগত ফ্যাসিবাদী সরকারের পতনের বীজ বিএনপির যুগপৎ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা জানতাম ফ্যাসিবাদের পতন হবে। কিন্তু কবে, কখন ও কোন পদ্ধতিতে হবে, সেটা আমাদের জানা ছিল না।

সংস্কার প্রশ্নে বিএনপি সরকারকে সহযোগিতা করছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, দশ বছরের বেশি কোনো ব্যক্তি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন না, এ প্রস্তাবে বিএনপি একমত হয়েছে। এখানেই ফ্যাসিবাদকে রুখে দেওয়া হলো। এরপর বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কাজ করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হলে সেটি হবে গণতন্ত্রের রক্ষাকবচ।

গণতন্ত্র রক্ষা করতে হলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, গণমাধ্যমকর্মীরা যাতে মালিকের চাকরি না করে বিবেকের চাকরি করেন, সেদিকে খেয়াল রাখতে হবে। রাজনৈতিক দল হিসেবে বিএনপি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

নির্বাচন কমিশন সত্যিকারের নির্বাচন পরিচালনা করতে পারলে ফ্যাসিবাদকে রুখে দেওয়া যায় বলে মনে করেন বিএনপির এই নেতা। শুধু নির্বাহী বিভাগকে দুর্বল করলেই ফ্যাসিবাদী কাঠামো রুখে দেওয়া যায় না, বলেন তিনি।


আরও খবর



নওগাঁ টু আত্রাই সরু সড়ক, ৪৫ বছরেও প্রশস্ত করা হয়নি-ঘটছে দুর্ঘটনা

প্রকাশিত:রবিবার ২২ জুন ২০২৫ | হালনাগাদ:সোমবার ১৪ জুলাই ২০২৫ |

Image

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁ থেকে রাণীনগর-আত্রাই উপজেলা হয়ে নাটোর যাওয়ার আঞ্চলিক সড়ক হিসেবে পরিচিত নওগাঁ টু রাণীনগর টু আত্রাই সড়কটি। নওগাঁ শহরের কাঁঠালতলী মোড় থেকে আত্রাই উপজেলা পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য প্রায় ২৯কিলোমিটার। রেল লাইন সংলগ্ন নওগাঁ টু নাটোর জাতীয় আঞ্চলিক মহাসড়ক নির্মাণের পূর্ব পর্যন্ত এই সড়কটি নওগাঁ থেকে নাটোর যাতায়াতে প্রধান সড়ক হিসেবে ব্যবহার হতো। আবার আত্রাই টু রাণীনগর উপজেলার জনগণ এই সড়ক দিয়ে বগুড়া যাতায়াত করতেন।

স্থানীয় সূত্রে জানা যায় যে, আশির দশকের আগে সড়কটি ছিলো ইটের সোলিং করা। সাধারণ লোকজনের যাতায়াতের পাশাপাশি কৃষকরা গরুর গাড়িতে করে কৃষিপণ্য নিয়ে নওগাঁ, বগুড়া, জয়পুরহাটসহ অন্যান্য স্থানে এই রাস্তা দিয়ে যেতেন। পরবর্তী সময়ে সড়কটি এলজিইডির আওতায় আসার পর বিদ্যমান অবস্থাতেই পাঁকাকরণ করা হয়। এক দশক আগে সড়কটি চলে যায় সড়ক বিভাগের আওতায়। কিন্তু সড়কটি আর প্রশস্তকরণ হয় না। সড়কটি অনেক মরণ ফাঁদখ্যাত বাঁকের জন্য বিখ্যাত। এক সময় এই সড়ক দিয়ে বাস চলাচল করতো। সড়কটি পুরাতন হওয়ার কারণে দুই পাশ দিয়ে গড়ে উঠেছে জনবসতি, হাট-বাজার, ব্যবসা কেন্দ্র ও অসংখ্য ধানের চাতাল। নওগাঁ সদর, রাণীনগর ও আত্রাই উপজেলার প্রায় দুই শতাধিক গ্রামের লাখ লাখ মানুষ প্রতিনিয়তই এই সড়ক দিয়েই চলাচল করে। দুই দশকে তিন উপজেলার জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় ৪০ লাখ। বর্তমানে চাহিদার তুলনায় এই সড়ক দিয়ে চলাচলকারী ছোট-বড় যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে কয়েকগুন। সড়কের অধিকাংশ স্থানের প্রশস্ততা ১০-১২ফিট। বিভিন্ন সময়ে সড়কের গুরুত্ব অনুসারে ২-৩ ফিট প্রশস্ত  করা হলেও, যানবাহনের ধারণক্ষমতার জন্য তা খুবই নগণ্য। যার ফলে অনেক সরু জায়গায় এক সঙ্গে দুইদিক থেকে আসা ছোট ও বড় গাড়ি পারাপার হতে গিয়ে উল্টে যাওয়ার ঘটনা ঘটে পায় প্রতি নিয়তই। এছাড়া বিভিন্ন স্থানে ৯০ডিগ্রির সরু মোড়ে গিয়ে পারাপার হওয়ার সময় অজান্তেই ঘটছে দুর্ঘটনা। সময়ের তুলনায় সড়কটি প্রশস্তকরণ না করায় প্রতিনিয়তই ঘটছে দূর্ঘটনা, ঝরছে মানুষের প্রাণ।

রাণীনগর উপজেলার বাসিন্দা ও আমাদের সহকর্মী সাংবাদিক আব্দুর রউফ রিপন জানান, সড়কটি ৩টি উপজেলার কয়েক লাখ মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নওগাঁ থেকে রাণীনগর ও আত্রাই উপজেলার দূরত্ব কম হওয়ার কারণে এই সড়ক দিয়েই পথচারীরা বেশি চলাচল করে এবং পণ্য পরিবহন করে থাকেন। সড়কের কাঁঠালতলী মোড় থেকে রাণীনগর উপজেলার ত্রিমোহনী বটতলা পর্যন্ত প্রায় ১২কিলোমিটার অংশ নওগাঁ সড়ক বিভাগের আওতায়। আর সড়কের রাণীনগর উপজেলার নগরব্রিজ থেকে আত্রাই উপজেলা পর্যন্ত প্রায় ১৭কিলোমিটার ছোট যমুনা নদীর বেরিবাঁধ। তাই বেরিবাঁধের অংশ নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের আওতায়। যার ফলে একই সড়কের দপ্তর দুইটি হওয়ায় সড়কটি প্রশস্তকরণের জন্য জমি অধিগ্রহণ করতে গিয়ে নানা জটিলতার কারণে বছরের পর বছর ধরে সড়কটি প্রশস্তকরণ করা সম্ভব হয়ে উঠছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগন। তবে জনগুরুত্বপূর্ণ এই সড়কটি প্রশস্তকরণের মাধ্যমে আধুনিয়কায়ন করতে সংশ্লিষ্ট দপ্তর রবাবর ইতিমধ্যেই দাপ্তরিক ভাবে যোগাযোগ শুরু করেছেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল জানান, “রক্তদহ-লোহচূড়া বিল নিষ্কাশন স্কীম” প্রকল্পের আওতায় ৩৫.০০কিঃমি বন্যা নিয়ন্ত্রণ বাঁধটির রাণীনগর উপজেলার ত্রিমোহনী নামক স্থান হতে  আহসানগঞ্জ কলেজ মোড় পর্যন্ত নওগাঁ-আত্রাই সংযোগ সড়ক হিসেবে ব্যবহৃত হয়। বাঁধটির দুর্বল স্থানগুলো মেরামত করা হয়েছে, তবে বাঁধটিতে ভূমি অধিগ্রহণ না থাকায় বাঁধ প্রশস্তকরণ করা সম্ভব হয়নি। ইতিমধ্যেই ২৮কিলোমিটার বাঁধ পুনরাকৃতিকরণ কাজ অর্ন্তভূক্ত করে ডিপিপি প্রেরণ করা হয়েছে। ডিপিপিটি অনুমোদিত হলে কাজগুলো দ্রুত বাস্তবায়িত হওয়ার আশ্বাস প্রদান করেন এই কর্মকর্তা।

নওগাঁ সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দীক জানান, বেশ কয়েক বছর আগে সড়কের কাঁঠালতলী মোড় থেকে রাণীনগর উপজেলার বাসস্ট্যান্ড পর্যন্ত অংশ খানাখন্দকে ভরা ছিলো। সেই অংশ পর্যন্ত নতুন করে পাঁকাকরণ করায় কোন দুর্ভোগ নেই। এছাড়া পুরো সড়ক জুড়ে আমাদের মেরামত ও সংস্কারের কাজ অব্যাহত রয়েছে। যেহেতু বহু বছরের পুরাতন তাই সড়কটি ঘিরে লাখ লাখ মানুষের জনবসতি গড়ে উঠেছে। তাই দ্রুতই সড়কটি প্রশস্তকরণের মাধ্যমে আধুনিকায়ন করার কোন বিকল্প নেই। এই কাজের জন্য উপর মহল বরাবর আবেদন প্রেরণ করা হবে। পরবর্তিতে অনুমোদন সাপেক্ষে অর্থ বরাদ্দ পেলে প্রশস্তকরণের কাজ শুরু করার কথা জানান এই কর্মকর্তা।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান জানান ৩টি উপজেলার কয়েক লাখ মানুষের জন্য এই সড়কটি কত যে গুরুত্বপূর্ণ তা প্রকাশের ভাষা নেই। সময়ের তুলনায় সড়কটি এতই সরু যে বড় আকারের একটি গাড়ি চলাচল করাও অনেক ঝুঁকিপূর্ণ। এই অঞ্চলের জনপদের সার্বিক উন্নয়ন ও এই অঞ্চলের মানুষের জীবনমানে আমূল পরিবর্তন আনতে হলে এই সড়কটির প্রশস্তকরণের মাধ্যমে আধুনিকায়নের কোন বিকল্প নেই। এমন বিষয়টি উপলব্ধি করে তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলো বরাবর প্রশস্তকরণের জন্য দাপ্তরিক ভাবে যোগাযোগ শুরু করেছেন। এমন কাজে উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সার্বিক সহযোগিতা করতে সর্বদাই প্রস্তুত আছে বলে জানান এই কর্মকর্তা।


আরও খবর