
কুমিল্লা ব্যুরো ঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্ত্রী নিহত হয়েছেন। স্বামী আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে মহাসড়কের কুমিল্লার বুড়িচং এলাকার ময়নামতি ক্যান্টনমেন্ট পূবালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ছিটকে পড়ে আহত হয়েছেন মোটরসাইকেল চালক ও নিহত হয়েছেন আরোহী চালকের স্ত্রী ।
নিহতরা হলেন ইভা আক্তার (২৫)। আহত স্বামী রবিউল ইসলাম (৩২)। তাদের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার আজ্ঞাপুর গ্রামে। রবিউল ময়নামতি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহত রবিউলকে হাসপাতালে পাঠিয়েছি। স্বজনরা আসলে আইনগত প্রকৃয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর লরিটি দ্রুত বেগে চলে যায় বলে জানতে পেরেছি। দুর্ঘটনার কারণ জানতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
এদিকে মঙ্গলবার বিকেলে কুমিল্লার গৌরীপুর -হোমনা সড়কের মোস্তাক হাজারী বাড়ির সামনে কুমিল্লা গামী (কুমিল্লা- জ-১১-০২৮০) নাম্বারের একতা সার্ভিস পরিবহনের একটি বাস একপথচারি ভিক্ষুককে ধাক্কা দেয়। এসময় মৃত্যু ঘটে ঘটনাস্থলেই মৃতু্য হয় পথচারি ভিক্ষুক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় সড়কের পশ্চিম দিক থেকে পার হয়ে পূর্ব দিকে আসার সময় বাসটি ধাক্কা দেয়।
আহত ছেনোয়ারাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৌরীপুর নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ভিক্ষুক মোঃ সানোয়ার (৬৫) ।তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা দাউদকান্দি উপজেলার বার পাড়া ইউনিয়নের রাঙ্গাশিমুলিয়ায়। নিহতের লাশের পাশে আহাজারি করতে দেখা যায় তাঁর মেয়েকে।
এ ঘটনার পরপর ঘাতক বাস ও চালক পলাতক রয়েছে।