
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।
কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নির্বাচনে নৌকার মাঝি হলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।
শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই বোর্ড সভায় আরফানুল হক রিফাতকে মনোনয়ন দেওয়া হয়।মনোনয়ন বোর্ডের সদস্য ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এড,জাহাঙ্গীর কবির নানক নিশ্চিত করেছেন।
এর আগে ক্ষমতাসীন আওয়ামী লীগের ‘স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা শুরু হয় বিকাল সাড়ে চারটায়।
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন পেতে ১১ মে বিকালে শেষ সময় পর্যন্ত মনোনয়ন আবেদন সংগ্রহ ও জমার দিয়েছেন কুমিল্লার ১৪ জন নেতা। মনোনয়নের আবেদন জমা দেওয়াদের মধ্যে ছিলেন প্রয়াত বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আফজল খানের কন্যা মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা,কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন আহবায়ক কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি সফিকুর ইসলাম শিকদার, মহানগর আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন, ,কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক নূর উর রহমান মাহমুদ তানিম, প্রয়াত বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আফজল খানের পুত্র ও এফবিসিসিআইয়ের পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম শিকদার, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনিসুর রহমান মিঠু, পৌর আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্যামল চন্দ্র ভট্টাচার্য্য ,আওয়ামী লীগের দপ্তর উপকমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান বিপ্লব, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান রুবেল,জেলা আওয়ামী লীগের সদস্য শফিউর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা কাজী ফারুক আহমেদ।
এদিকে সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আ ক ম বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় উপস্থিত সদস্যদের সমর্থনে একক প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন আরফানুল হক রিফাত ।
আরফানুল হক রিফাত আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় খুশি দলটির নেতাকর্মী ও সমর্থকরা। এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আরফানুল হক রিফাতের ছবি সম্বলিত অভিনন্দনের জোয়াড়ে ভরপুর সামাজিক মাধ্যম। নগরের আনন্দ-উল্লাসে মেতে উঠেছে মহানগর আওয়ামীলীগ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। আওয়ামীলীগের নেতাকর্মীরা আশা প্রকাশ করছেন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের হাতছাড়া কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদটি ফিরিয়ে আনবেন আরফানুল হক রিফাত।
এদিকে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নিয়েছেন জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক বর্তমান মেয়র মনিরুল হক সাক্কু ও বিএনপির অঙ্গসহযোগী সংগঠন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার, নাগরিক ফোরামে কামরুল আহসান বাবুল ,জাতীয় পার্টির মোঃ মামুনুর রশিদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মোঃ রাশেদুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ নিয়ে মোট ০৫ জন মেয়র পদে, সাধারন কাউন্সিলর পদে ১৪৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৭ জনসহ মোট ১৮৮জন মনোয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র দাখিল করেছেন মেয়র পদে একজন, সাধারন কাউন্সিলর পদে ৫ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩জনসহ মোট ৬জন ।
কুমিল্লা সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় তথ্য জানায় আগামী ১৭ মে পর্যন্ত সম্ভাব্য প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দিতে পারবেন। ১৯ মে জেলা শিল্পকলা একাডেমিতে মনোনয়ন পত্র যাচাই বাছাই এবং ২৭ মে একই স্থানে প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ১৫ই জুন কুমিল্লা সিটি নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
এদিকে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সব কেন্দ্রে-কক্ষে সিসি ক্যামেরা থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে একটি এবং প্রতিটি ভোটকক্ষে (ভোটাররা যেখানে ভোট দেন সেই গোপন স্থান ছাড়া) একটি করে সিসি টিভি থাকবে। যাতে সেখানে কোনও অনিয়ম হলে পরে পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া যায়।