
সহজে খাবার গরম করার জন্য সাধারণত আমারা মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করি। কিন্তু কিছু কিছু খাবার ওভেনে গরম করা স্বাস্থ্যের ক্ষতিকর।
জেনে নিন যেসব খাবার মাইক্রোওয়েভ ওভেনে গরম করা ক্ষতিকর
১। সবজি : সবজি গরম করার জন্য মাইক্রোওয়েভ ওভেনের ভিতর ঢোকানো উচিত নয়। বিশেষ করে কাঁচা সবজি মাইক্রোওয়েভের ভিতরে ঢোকালে পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে।
২। সেদ্ধ ডিম : আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম খোসা সমেত কোনও মতেই ওভেনের ভিতর ঢোকানো যাবে না। এতে ডিমের খোসা ফেটে ছড়িয়ে পড়তে পারে ওভেনের ভিতর। যদি সেদ্ধ ডিম গরম করতেই হয়, তবে খোসা ছাড়িয়ে নিতে হবে।
৩। পানি : আপেক্ষিক তাপের কারণে পানি ঠান্ডা হতে যেমন বেশি সময় নেয়, তেমনই গরম হতেও বেশি সময় নেয়। এর ফলে যে পাত্রে পানি থাকে, তার এক এক দিকে এক এক রকমের উষ্ণতা তৈরি হতে পারে। ফলে পাত্রটি ফেটে যেতে পারে।
৪। ওয়েফার ও চিপস : ওয়েফার ও চিপস মুচমুচে না হলে খেতে ভাল লাগে না। কিন্তু মাইক্রোওয়েভ ওভেনের ভিতর ঢোকালে এই ধরনের খাবার সরাসরি ঢোকালে উল্টো নেতিয়ে যায়।
৫। ফ্রিজের মাংস : ফ্রিজ থেকে বার করা মাংস সরাসরি মাইক্রোওয়েভ ওভেনে গরম করলে মাংসের ভিতরের অংশ কাঁচা থেকে যেতে পারে। তা ছাড়া এতে ব্যাক্টেরিয়া সংক্রমণের আশঙ্কাও বেড়ে যায়।