Logo
শিরোনাম

মাভাবিপ্রবি টেক্সটাইল ক্লাবের নেতৃত্বে সাকিব- রাকিব- হ্নদয়

প্রকাশিত:বুধবার ২৬ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ২৩ এপ্রিল ২০২৫ |

Image

মাভাবিপ্রবি প্রতিনিধি:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের টেক্সটাইল ক্লাবের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়েছে।

আজ বুধবার   (২৬ ফেব্রুয়ারি) ক্লাবটির দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়েছে। এতে সভাপতি পদে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ সেশনের  চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব হোসাইন খান এবং সাধারণ সম্পাদক পদে একই বিভাগের ২০২০-২১ সেশনের তৃতীয় বর্ষের  শিক্ষার্থী মো মেহেদী হাসান রাকিব  নির্বাচিত হয়েছেন। এতে সভাপতি পদে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ সেশনের  চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব হোসাইন খান এবং সাধারণ সম্পাদক পদে একই বিভাগের ২০২০-২১ সেশনের তৃতীয় বর্ষের  শিক্ষার্থী মো মেহেদী হাসান রাকিব  নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত  অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি পদে মো: হ্নদয় হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাদিয়া আফরোজ শাওরিন, সাংগঠনিক সম্পাদক পদে আশিষ সরকার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে মার্জিয়া মেহেরীন,দপ্তর সম্পাদক পদে  শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ  পদে মো: রিজওয়ান আহমেদ তৌসিফ,ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মো: ফৈরদাউস, ইভেন্ট  বিষয়ক সম্পাদক পদে সৈয়দ সিয়ামুল হক, নির্বাহী সদস্য পদে সৌরভ পূর্ণকর, রেজোয়ান আল ওয়াসি, আশিক আরফিন ঐশিক,গোলাম রাব্বি, মো:  সাইফুল ইসলাম সাইফুল্লাহ,আজহারুল  ইসলাম, মো: বাদল মিয়া, মেহেরাব হাসান নিবিড়, মো: আরমান ইসলাম ও বিএম শহীদ মাহমুদ নির্বাচিত হয়েছেন।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, নবগঠিত টেক্সটাইল ক্লাবের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন  এবং বিগত কমিটির সকলকে ধন্যবাদ জানাচ্ছি। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহ-শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ আয়োজনসহ এ বিভাগের শিক্ষা এবং গবেষণা কার্যক্রমকে ত্বরান্বিত করতে টেক্সটাইল ক্লাব উল্লেখযোগ্য ভুমিকা পালন করবে বলে আমি আশা করছি। সেই সাথে দেশ ও জাতির যে কোন প্রয়োজনে টেক্সটাইল ক্লাব অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।


সংগঠনটির  সভাপতি সাকিব হোসাইন খান বলেন,ক্লাবের দায়িত্বপ্রাপ্ত সকলের প্রতি অভিনন্দন এবং একসাথে কাজ করার আহ্বান জানিয়ে এটা স্পষ্ট করতে চাই যে, আমাদের লক্ষ্য থাকবে বর্তমান প্রযুক্তি এবং বৈশ্বিক চাহিদার সাথে তাল মিলিয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, মাভাবিপ্রবি কে সামনের দিনে আরও সুউচ্চ মর্যাদায় নিয়ে যাওয়া। নানামুখী কার্যক্রমের মাধ্যমে কিভাবে আরও টেকনিক্যালি সাউন্ড প্রকৌশলী হয়ে উঠা যায় সেই মর্মে আমাদের সকলকে মিলে মিশে কাজ করতে হবে। পরিশেষে বলতে চাই, এই নতুন দায়িত্ব আমাদের কাধে কর্তব্যের সাথে বেশ কিছু সুযোগও এনে দিয়েছে দেশের এই চলমান উন্নতিতে আমাদের বিভাগের ছাত্র-ছাত্রীদের সামনে থেকে নেতৃত্ব দেবার জন্য। ক্লাবের কার্যক্রমকে সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য সকলের কাছে দোয়া এবং নানা সময়ে সুপরামর্শ কাম্য।

সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাকিব বলেন, ক্লাবের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।এই ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের ও চ্যালেঞ্জিং একটি বিষয়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ক্লাবের উন্নয়ন ও কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে নিষ্ঠার সঙ্গে কাজ করার আপ্রান চেষ্টা করব। বাস্তব জীবনের অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধির জন্য করার জন্য সেমিনার, গবেষণা কার্যক্রম ও শিল্প সংযোগ বাড়ানোর চেষ্টা  করব।আমাদের লক্ষ্য হলো টেক্সটাইল ক্লাবকে কেবলমাত্র একটি শিক্ষামূলক প্ল্যাটফর্ম হিসেবে নয়, বরং উদ্ভাবন, নেতৃত্ব ও পেশাগত উন্নয়নের একটি কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা,যাতে সকলে একসাথে আমরা টেক্সটাইল ক্লাবকে আরও কার্যকর, গতিশীল ও সমৃদ্ধ করে তুলতে পারি। সকলের সহযোগিতায় টেক্সটাইল ক্লাব হবে উদ্ভাবনের বাতিঘর।ক্লাবের প্রতিটি সদস্যই আমাদের শক্তি, তাদের সমর্থন ও অংশগ্রহণই আমাদের সফলতার চাবিকাঠি।সকলকে ঐক্যবদ্ধ হয়ে ক্লাবকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া  এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করার আহ্বান জানাচ্ছি।

নির্বাচিত সহ সভাপতি  মো. হৃদয় হোসাইন বলেন,মাভাবিপ্রবি টেক্সটাইল ক্লাবের সহ সভাপতি নির্বাচিত হতে পেরে আমি উচ্ছ্বাসিত। আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীর দিকনির্দেশায়, টেক্সটাইল বিভাগের সকলকে সাথে নিয়ে, ক্লাব এবং বিভাগের উন্নয়নের লক্ষ্যে কাজ করতে চাই।  যে মহৎ লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মাভাবিপ্রবি টেক্সটাইল ক্লাবের অগ্রযাত্রা, সেই শুভযাত্রাকে ত্বরান্বিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ।

প্রসঙ্গত, টেক্সটাইল ক্লাব বস্ত্র প্রকৌশলীদের ব্যবসা সম্পর্কিত ধারণা বৃদ্ধি, তাদের মধ্যে নেতৃত্বের গুনাবলি বিকাশ, পেশাদারিত্ব জাগ্রত করার পাশাপাশি পেশাদারিত্ব বিকাশের সুযোগ তৈরি করার জন্য নেতৃস্থানীয় টেক্সটাইলের পেশাদারদের সাথে শিক্ষার্থীদের সেতুবন্ধন তৈরি করবে এবং শিক্ষার্থীদের উদ্যোক্তার গুনাবলি অর্জন করতে করতে সাহায্য করবে।


আরও খবর



মাভাবিপ্রবিতে শহিদ স্মৃতি পাঠচক্র নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

প্রকাশিত:মঙ্গলবার ২৫ মার্চ 20২৫ | হালনাগাদ:বুধবার ২৩ এপ্রিল ২০২৫ |

Image

মাভাবিপ্রবি প্রতিনিধি:

টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বারের মত শহীদ স্মৃতি পাঠচক্র নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। 

আজ ২৫ শে মার্চ (সোমবার) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তৌকির আহমেদকে সভাপতি এবং সিপিএস বিভাগের শিক্ষার্থী মো. মাকসুদুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।


মাভাবিপ্রবি শহীদ স্মৃতি পাঠচক্র সংগঠনে বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টামণ্ডলীর সর্বসম্মতিতে কমিটি ঘোষণা করা হয়েছে। এতে উপদেষ্টা হিসাবে রয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সঞ্জয় কুমার সাহা, এফটিএনএস বিভাগের অধ্যাপক ড. মো. আজিজুল হক, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. দেলোয়ার জাহান মলয়, সিপিএস বিভাগের সহকারী অধ্যাপক, মো: আওরঙ্গজেব আকন্দ, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আব্দুল হালিম, সহকারী রেজিস্ট্রার আজাদ খান ভাসানী।


সংগঠনের বাকি সদস্যরা হলেন সহ-সভাপতি মো. আক্তারুজ্জামান সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মোছা. সুখী আক্তার, সাংগঠনিক সম্পাদক অভিষেক চৌধুরী, মো. আশরাফুল ইসলাম, সাকিব আল হাসান রাব্বি, আশরাফুল আলম হৃদয়, কোষাধ্যক্ষ মো. কামাল মিয়া, উপ-কোষাধ্যক্ষ 

মো. সজিব শেখ, দপ্তর সম্পাদক এস. এম. জাহিদ হোসেন, উপ-দপ্তর সম্পাদক সমাপ্তী খান, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক মো. হৃদয় হোসাইন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. নাজমুল হাসান ভূঁইয়া, উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবিদ ফেরদৌস মিয়া, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাইস আক্তার সারা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদকমিজানুর রহমান ইমন, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান শুভ, কার্যনির্বাহী সদস্য, তুষার আহমেদ,অনিক ইসলাম অপু, মেহেদী হাসান রাকিব, ইসরাত জাহান এ্যাথি, ইসরাত জাহান ঈশা, সাদিয়া জান্নাত, সিদ্দিক আল ছোয়াদ, মো. নাঈম ইসলাম, নুসরাত জাহান অর্পি, তাসনিম খান অয়োমী, সিফাত,নাসিমুল হাসনাত চৌধুরী আকিব, আমজাদ হোসেন, জিসান রহমান, ফারিয়া আক্তার, মো. ইমরান হোসেন, নোমান হাসান।


সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি তৌকির আহমেদ বলেন, "আজ শহিদ স্মৃতি পাঠচক্র, মাভাবিপ্রবি এর নির্বাহী কমিটি (২০২৪-২৫) এর যাত্রা শুরু হলো। এ কমিটি করার পিছনে আমাদের সম্মানিত উপদেষ্টা স্যারদের অগ্রণী ভূমিকা রয়েছে। ২০২৪ এর ডিসেম্বরের ২৪ তারিখ আমাদের সংগঠনের উদ্ধোধনী যাত্রা শুরু করেছিলাম। প্রথম কমিটি আহ্বায়ক কমিটি করে যাত্রা শুরু করেছিলাম। বর্তমানে সংগঠনের পূর্ণ রূপ দিতে এবং নতুন নেতৃত্ব বের করে আনার জন্য এই নির্বাহী কমিটির প্রয়োজন। আমাদের সংগঠনের মূল লক্ষ্য হলো বুদ্ধিবৃত্তিক জ্ঞান চর্চা করা। সকলের মাঝে ইতিহাসে ঘটে যাওয়া শহিদদের ঘটনা নিরপেক্ষ ভাবে বিশ্লেষণ ও সঠিক তথ্য প্রচার করা। সত্যনিষ্ঠ গবেষণা ও আলোচনার মাধ্যমে সঠিক ইতিহাসের জ্ঞান বিস্তার করা। ইতিহাস ও সংগ্রামের শিক্ষাকে আধুনিক সমাজে স্থান দেয়া। আমি চাই, এ সংগঠন আজকের পর থেকে এভাবে ধারাবাহিকভাবে ধারা অব্যাহত রাখুক। সকল সদস্য স্বতঃস্ফূর্তভাবে নিজের জ্ঞান ও বুদ্ধির চর্চায় এগিয়ে যাক।"

প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মো. মাকসুদুল হাসান বলেন, "জ্ঞানচর্চার মাধ্যমে সত্যকে জানা এবং সত্যকে জানানোই আমাদের লক্ষ্য। এর দ্বারা সবার মাঝে যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করবে তা ভবিষ্যৎ সংগ্রামের জন্য উৎসাহ যোগাবে ইন শাহ আল্লাহ।

প্রসঙ্গত জ্ঞান, ভ্রাতৃত্ব, সংগ্রাম” এই মূলনীতিকে সামনে রেখে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে “শহীদ স্মৃতি পাঠচক্র, মাভাবিপ্রবি”র অফিসিয়াল যাত্রা শুরু হয়েছে।"


আরও খবর



উখিয়ায় পাহাড়ের মাটি পাচার! দুই রেঞ্জের যৌথ অভিযানে ড্রাম ট্রাক জব্দ

প্রকাশিত:সোমবার ১৪ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:বুধবার ২৩ এপ্রিল ২০২৫ |

Image

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জ ও ইনানী রেঞ্জের যৌথ অভিযানে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে বন-বিভাগ।

গতকাল রবিবার(১৩ এপ্রিল) দিবাগত রাত পৌনে তিনটার দিকে রত্নাপালং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

বন বিভাগ জানান, "উখিয়া রেঞ্জ ও ইনানী রেঞ্জের যৌথ টহলে রাত পৌনে তিনটার দিকে রত্নাপালং ঝাউতলা এলাকায় একটি ডাম্পারের দেখা মেলে। পাহাড়ের মাটি পাচারকালে ধাওয়া করলে পালং আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ডাম্পারটি রেখে পালিয়ে যান চালক। পরে সেখান থেকে ডাম্পারটি জব্দ করে উখিয়া রেঞ্জ কার্যালয় হেফাজতে নিয়ে আসা হয়েছে।"


অভিযানে উখিয়া রেঞ্জ কর্মকর্তা( সহকারী বন সংরক্ষক) মো. শাহিনুর ইসলাম, ইনানী রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন, ভালুকিয়া বিট কর্মকর্তা আব্দুল মান্নান,ইনানী সদর বিট কর্মকর্তা কামরুল হাসান পাটোয়ারী, দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান ও জালিয়াপালং বিট কর্মকর্তা রোকনুজ্জামান সহ স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয় একটি সুত্র জানান, পাহাড়ি মাটি গুলো উপজেলার রাজা পালং ইউনিয়নের তুতর বিল এলাকার মৃত নাছির উদ্দিনের পুত্র আবদুল হাকিম (৩৫) এর মালিকানাধীন ড্রাম ট্রাকের মাধ্যমে উপজেলার রাজা পালং তুতর বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে মকবুল মিস্ত্রীর পুত্র আবুল হাশেম (৪০) দখলীয় বন বিভাগের পাড় থেকে এখন স্কুলের পূর্ব পাশে ( ইউনিয়ন বিএনপি সভাপতি) মৃত ছৈয়দ আলম মেম্বারের পুত্র নুরুল আলম (৬৫) দখলিয় ভিটে থেকে স্কুলের উত্তর পাশে চলাচলের উত্তর পাশের মৃত খুইল্যা মিয়ার পুত্র ছৈয়দ আলম মিস্ত্রী (৫০) ও নুরুল আলম (৩৫) এখই এলাকার নজির আহম্মদের পুত্র আলী হোছন (৪৫) এই চারটি স্থান থেকে নিয়মিত পাহাড় কেটে উপজেলার বিভিন্ন স্থানে বন বিভাগের জায়গার মাটি মাটি গুলো পাচার করছে। 


আরও খবর



ঝালকাঠিতে চীনের বিশেষায়িত হাসপাতাল স্থাপনের দাবীতে মানববন্ধন

প্রকাশিত:মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:বুধবার ২৩ এপ্রিল ২০২৫ |

Image

হাসিবুর রহমান ঝালকাঠি প্রতিনিধি :

চীনের উপহারের একটি হাসপাতাল দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে নির্মাণ এবং ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন সড়ক বাস্তবায়নের দাবিতে নলছিটি বাসস্ট্যান্ডের চায়না কবরস্থানের সামনে মানববন্ধন ও বাংলাদেশে চীনা দূতাবাস বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

২২ এপ্রিল, মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় সাধারণ মানুষ এই মানববন্ধনের আয়োজন করেন। এতে বক্তব্য রাখেন ইজিবাইক শ্রমিক নেতা আল-আমিন হাওলাদার, বিডি ক্লিন সমন্বয়কারী মারজান, সমাজকর্মী বালী তূর্য প্রমুখ।

বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের বিশাল জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিতে বরিশাল পটুয়াখালী মহাসড়কের পাশে নলছিটি উপজেলার দপদপিয়া এলাকায় অথবা কুমারখালি মরা নদীর ১২০ একর খাসজমিতে চীনের উপহারে একটি ১০০০ শয্যার “চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল” স্থাপন সময়ের দাবি। তারা আরও বলেন, মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন সড়ক বাস্তবায়ন এই অঞ্চলের পর্যটন, ব্যবসা ও সাধারণ মানুষের জন্য অত্যন্ত প্রয়োজন।

সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য তার বক্তব্যে বলেন, ভারত সবসময় বন্ধু পরিচয়ে আমাদের শোষণ করেছে, কিন্তু চীন বরাবরই বাংলাদেশের প্রকৃত বন্ধু হিসেবে পাশে থেকেছে। নলছিটির সঙ্গে চীনের সম্পর্ক প্রায় দেড় হাজার বছরের পুরনো—যার সাক্ষ্য মেলে “চায়না বাজার”, “চায়না ফিল্ড” এবং “চায়না কবর” এর অস্তিত্বে।

জনশ্রুতি অনুযায়ী, সপ্তম শতাব্দীতে চীনের তাং রাজবংশের এক ব্যবসায়ী নলছিটিতে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন এবং তাঁকে চায়না ফিল্ড সংলগ্ন স্থানে দাফন করা হয়। সেই কবরস্থান আজও স্থানীয়রা শ্রদ্ধার সঙ্গে সংরক্ষণ করে আসছেন।

এছাড়া বক্তারা স্মারকলিপিতে উল্লেখ করেন, দপদপিয়া এলাকাটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী, বরিশাল বিভাগের বিভিন্ন জেলার সঙ্গে সংযুক্ত ও একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্রস্থল হওয়ায় হাসপাতাল নির্মাণের জন্য উপযুক্ত স্থান। তারা জানান, হাসপাতাল স্থাপনে জমি ও স্থানীয় সহযোগিতা প্রদানে নলছিটির জনগণ প্রস্তুত রয়েছে।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি বাংলাদেশে চীনা দূতাবাসে প্রেরণ করা হয়। প্রায় শতাধিক লোকের অংশগ্রহণে এই কর্মসূচি ঘন্টাব্যাপী অনুষ্ঠিত হয়।


আরও খবর



নওগাঁয় ধান ক্ষেতের ভেতর থেকে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার

প্রকাশিত:বুধবার ০২ এপ্রিল 2০২5 | হালনাগাদ:বুধবার ২৩ এপ্রিল ২০২৫ |

Image

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় আব্দুল জব্বার (৫৯) নামে এক ব্যক্তির গলাকাটা অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত জব্বার নওগাঁর মান্দা উপজেলার নূরুল্যাবাদ গ্রামের মৃত ফজর আলীর ছেলে। বুধবার দুপুর ১টারদিকে মান্দা উপজেলার কশব ইউনিয়নের ভোলাগাড়ি (কশব মধ্যপাড়া) গ্রামের তালপুকুড়িয়া বিলের মধ্যে ধান ক্ষেতের ভেতর থেকে মৃতদেহটি উদ্ধার করেন থানা পুলিশ। 


এ ঘটনায় অত্র এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অর্ধগলিত মৃতদেহের সাথে থাকা জুতা এবং জামা দেখে সনাক্ত করে নিহত জব্বারের ছোট ভাই আজহারুল ইসলাম জানান, তার ভাই গত শুক্রবার সকাল ১০টারদিকে ভোলাগাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বুলবুলের কাছে পাওনা ৫০ হাজার টাকা নেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে এসেছিল। এরপর থেকে তার কোন খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ ছিল। তিনি সন্দেহ পোষণ করে বলেন, টাকার জন্যই তার ভাই খুন হয়ে থাকতে পারেন।

এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করার জন্য ঘটনাস্থলে এসেছি। মৃতদেহ অর্ধগলিত এবং গলাকাটা হওয়ায় সিআইডি এবং পিবিআইকে বিষয়টি জানানো হয়েছে। তারা এলে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


আরও খবর



বাংলাদেশের দর্শকের প্রতি ভীষণ কৃতজ্ঞ

প্রকাশিত:শুক্রবার ১১ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:বুধবার ২৩ এপ্রিল ২০২৫ |

Image

বাংলাদেশের দর্শকের প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ। তাদের ভালোবাসার কাছে ঋণী হয়ে গেলাম। কথাগুলো বলছিলেন শাকিব খানের বরবাদ সিনেমার নায়িকা ওপার বাংলার ইধিকা পাল।

এই সিনেমার সাফল্যে তিনি অনেকটাই আবেগাপ্লুত। বললেন, প্রিয়তমায় কাজ করার অভিজ্ঞতাটা আসলে আলাদা। কারণ ওটা ছিল আমার প্রথম সিনেমা, খুবই আবেগের। যেহেতু প্রথম সিনেমা ছিল, তাই এই ভাবনাটা মাথায় রাখতে হয়েছে যে, খুব ভালো করতে হবে, যেন দর্শকের ভালোবাসাটা পাই। আমাকে ঘিরে দর্শকের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেটি যেন ছুঁতে পারি- এমনটাই মাথায় কাজ করেছে বরবাদ-এ কাজের সময়। আর শাকিব খানের সঙ্গে এটা আমার দ্বিতীয় সিনেমা। এই জুটিকে দর্শক যে ভালোবাসা দিয়েছেন, বরবাদ-এ যেন সেই ভালোবাসা আরও বেড়ে যায়, এমনটাও ভাবনায় ছিল। সব মিলিয়ে সিনেমা মুক্তির পর যে সাড়া পাওয়া যাচ্ছে, তাতে এটা বলতে পারি- যা প্রত্যাশা ছিল, তার সবই পূরণ হয়েছে।

২০২৩ সালের ২৯ জুন মুক্তিপ্রাপ্ত হিমেল আশরাফ পরিচালিত এবং আরশাদ আদনান প্রযোজিত প্রিয়তমা সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় ইধিকা পালের। সিনেমা মুক্তির মধ্য দিয়ে বেশ সফলতার সঙ্গেই নিজের নামের আগে নায়িকা যুক্ত করতে পেরেছেন তিনি। প্রিয়তমা বাংলাদেশের সিনেমার, বিশেষত শাকিব খানের ক্যারিয়ারের ইউটার্ন হিসেবে বিবেচিত হয়। আর এই সিনেমায় ঢালিউড সুপারস্টারের বিপরীতে অভিনয় করে প্রথম সিনেমা দিয়েই বাংলাদেশের দর্শকের মনে ইধিকা জায়গা করে নেন। প্রিয়তমার জনপ্রিয়তায়ই দুই বাংলার দর্শকের কাছে তিনি তারকায় পরিণত হন। এ ছাড়া গেল বছর কলকাতায় দেবের বিপরীতে মুক্তিপ্রাপ্ত খাদান সিনেমায় অভিনয় করেও আলোচনায় ছিলেন অভিনেত্রী।

ইধিকা জানান, এরই মধ্যে সোহমের বিপরীতে আকাশ মালাকারের বহুরূপ সিনেমার কাজ শেষ করেছেন। এই মুহূর্তে রঘু ডাকাত সিনেমার কাজ নিয়ে ব্যস্ত, যাতে তার বিপরীতে আছেন দেব। এটি নির্মাণ করছেন ধ্রুব ব্যানার্জি। আসছে দুর্গাপূজায় সিনেমাটি মুক্তি পাবে বলে জানান ইধিকা।


আরও খবর