Logo
শিরোনাম

মডেলিংয়ের নামে তরুণীদের দিয়ে অনলাইনে দেহ ব্যবসা, গ্রেপ্তার ৮

প্রকাশিত:বুধবার ২৬ জুন ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৪ জুন ২০২৫ |

Image



বিডি টুডেস:


আর্থিক সমস্যা রয়েছে তাদের টার্গেট করত। চক্রটি কাজের সুযোগ দেয়ার নামে ইন্টারভিউতে ডাকত। এরপর তাদের বিভিন্ন বিজ্ঞাপনে সুযোগ দেওয়ার কথা বলে আপত্তিকর ছবি নিতো। 


প্রাথমিকভাবে কাজে আগ্রহী তরুণীদের চাহিদা মতো টাকা ও প্রয়োজন মেটাতো তারা। এরপর ধীরে ধীরে অসামাজিক কাজ করতে বাধ্য করা হতো তরুণীদের।



সিআইডিপ্রধান আরও বলেন, চক্রের মূলহোতা মেহেদী হাসান এবং তার খালাতো ভাই শেখ জাহিদ বিন সুজন মিলে চক্রটি গড়ে তুলেছিল। তারা দুজনেই মেডিকেল শিক্ষার্থী। 



তারা চিকিৎসা বিদ্যার আড়ালে অল্প বয়সী তরুণীদের ফাঁদে ফেলে যৌন নির্যাতনের পাশাপাশি অ্যাডাল্ট কন্টেন্ট তৈরি ও টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ম্যাসেঞ্জারে নানা অসামাজিক কাজ করতে বাধ্য করত।



 এভাবে গত সাত বছরে অসামাজিক কার্যকলাপ করে প্রায় ১০০ কোটি টাকা আয় করেছে চক্রটি। এই টাকা দিয়ে তারা যশোর, সাতক্ষীরা, খুলনা এবং  ঢাকায় বিপুল পরিমাণ জমিও কিনেছে।



 নির্মাণ করেছে আলিশান বাড়ি। চক্রের সদস্যদের আত্মীয়-স্বজনের ব্যাংক আ্যকাউন্টেও বিপুল অর্থ জমিয়ে রাখার তথ্য মিলেছে।



অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী জানান, শুরুতে ফেসবুক ও অন্যান্য সামাজিকযোগাযোগ মাধ্যমে চাকরির বিজ্ঞাপন, কখনও মডেল তৈরি, কখনওবা ‘ট্যালেন্ট হান্ট’ শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করতো চক্রটি। এতে যারা সাড়া দিত তাদের নিয়ে টেলিগ্রামে গ্রুপ খুলতো। 


এরপর তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে বিদেশি বায়ারদের কাছে পাঠানোর কথা বলে মেয়েদের আপত্তিকর ছবি হাতিয়ে নিত চক্রটি। হাতিয়ে নেওয়া সেসব অর্ধনগ্ন ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে নগ্ন হয়ে ভিডিও কল বা সরসারি অসামাজিক কাজে বাধ্য করত।



তিনি আরও বলেন, চক্রটির টেলিগ্রাম গ্রুপে হাজার হাজার সাবস্ক্রাইবার রয়েছে। যারা একটি নির্দিষ্ট অর্থ দিয়ে ওই গ্রুপগুলোতে যুক্ত থাকতো। চক্রটি ভিডিওকলের সবকিছু গোপনে ধারণ করে রাখতো। এরপর তরুণীদের বাধ্য করা হতো চক্রটি ভুক্তভোগীদের যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করত।



 এভাবেই চক্রটির হাতে আধুনিক যৌন দাসীতে পরিণত হয়েছিল শত শত তরুণী। দীর্ঘদিন ধরে অনুসন্ধান করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার চক্রের মূলহোতা ও তার প্রধান সহযোগীদের শনাক্ত করে।


সিআইডিপ্রধান বলেন, সিআইডির প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, দেশ-বিদেশে চক্রটির রয়েছে শক্তিশালী একটি নেটওয়ার্ক। নানা নামে তাদের শতাধিক চ্যানেলে গ্রাহক সংখ্যা কয়েক লাখ। বিভিন্ন বয়সী নারীদের ভিডিওকল ও দেহ ব্যবসায় বাধ্য করে এবং গোপনে ধারণকৃত সেসব ভিডিও বিক্রি করে চক্রটি প্রায় ১০০ কোটি টাকা আয় করেছে।



 অর্থ লেনদেনের জন্য তারা ব্যবহার করতো এমএফএস বা মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস। এছাড়া ক্রিপ্টো কারেন্সিতেও তাদের হাজার হাজার ডলার লেনদেনের তথ্য পাওয়া গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে নিজেদের আড়াল করার সব কলা-কৌশলও এই চক্রের জানা ছিল। ফলে শত শত মোবাইল সিম ব্যবহার করলেও তাদের কোনোটিই প্রকৃত এনআইডি দিয়ে নিবন্ধন করা নয়।



 এক্ষেত্রে তারা নিম্ন আয়ের মানুষের অজ্ঞতার সুযোগ নিত। সামান্য অর্থ দিয়ে তুলেছে অনেক সিম কার্ড।


অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া জানান, কন্টেন্ট আদান-প্রদান ও সাবস্ক্রিপশনের জন্য ছিল টেলিগ্রাম প্রিমিয়াম আ্যকাউন্ট এবং বিভিন্ন পেইড ক্লাউড সার্ভিস। অল্প বয়সী ভয়ানক চতুর এই দুই মেডিকেল শিক্ষার্থীর জিম্মায় কয়েক হাজার নারী রয়েছে। 



আছে টিকটক, ফেসবুক, ইন্সটাগ্রাম সেলিব্রেটিরাও। অভিযুক্তদের মোবাইল ফোন এবং ল্যাপটপে গোপনে ধারণ করা প্রায় ১০ লাখ ন্যুড ছবি ও ২০ হাজার অ্যাডাল্ট ভিডিওর সন্ধান পাওয়া গেছে।


আরও খবর



ঝালকাঠিতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রকাশিত:শনিবার ১৪ জুন ২০২৫ | হালনাগাদ:রবিবার ২২ জুন ২০২৫ |

Image

হাসিবুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (১২ জুন) দুপুরে রাজাপুর-ভাণ্ডারিয়া আঞ্চলিক সড়কের পাকাপুল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপটি ভাণ্ডারিয়া থেকে রাজাপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি দ্রুতগামী বাস পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন নিহত হন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করার চেষ্টা করছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, “ঘটনার পর পরই পুলিশ গিয়ে মরদেহ উদ্ধারের চেষ্টা করছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আরও খবর



ঝালকাঠিতে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ

প্রকাশিত:বুধবার ১১ জুন ২০২৫ | হালনাগাদ:রবিবার ২২ জুন ২০২৫ |

Image

হাসিবুর রহমান,ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির কাঠলিয়ায় ঢাকা ক্যানভাসের জেলা প্রতিনিধি এম এ আজিজকে সংবাদ সংগ্রহের কারনে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। মো ময়নুল হাওলাদার (৩০) এর বিরুদ্ধে এ অভিযোগ উঠে। ময়নুল উপজেলার উত্তর বলতালা এলাকার আলমগীর হাওলাদারের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, আজিজ কাঠালিয়া উপজেলায় সংবাদ কর্মী হিসেবে দীর্ঘদিন যাবৎ কাজ করিয়া আসিতেছি। ময়নুল একজন চিহ্নিত বখাটে প্রকৃতির লোক হওয়ায় সংবাদ সংগ্রহ সংক্রান্ত বিষয় নিয়া আজিজকে ভয় ভীতি প্রদান করিয়া আসিতে থাকে।

তারই ধারাবাহিকতায় গত ৯ তারিখ সোমবার সকাল অনুমানিক সাড়ে নয়টার সময় আজিজ ০৫ নং শৌলজালিয়া ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের উত্তর বলতলার দোগনাহাট বাজারে আঃ মন্নান আকন এর খাবার হোটেলে সকালের নাস্তা করতে গেলে, ময়নুল আজিজকে দেখে পূর্ব বিরোধের জের ধরে অশ্লীল ভাষায় কথা বার্তা বলা শুরু করে। আজিজ ময়নুলকে অশ্লীল ভাষায় কথা বার্তা বলিতে নিষেধ করলে, ময়নুল উত্তেজিত হয়ে আজিজকে বিভিন্ন ভয় ভীতি ও খুন জখমের হুমকী দেয়।

এ বিষয় জানতে অভিযুক্ত মায়নুল এর মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।

কাঁঠালিয়া থানার এসআই সজল খান বলেন, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি  করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


আরও খবর



গরুর গায়ে বিষাক্ত স্প্রে ! খামারে প্রবেশ করায় গবাদিপশুর সাথে অমানবিকতা

প্রকাশিত:শুক্রবার ৩০ মে ২০২৫ | হালনাগাদ:রবিবার ২২ জুন ২০২৫ |

Image

হাসিবুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের তারুলী গ্রামে মাছ ও সবজির খামারে গরু প্রবেশ করায় পাঁচটি গরুর শরীরে বিষাক্ত ভিক্সল জাতীয় রাসায়নিক স্প্রে করে চামড়া ঝলসে দিয়েছে স্থানীয় এক ধনাঢ্য ব্যবসায়ীর কর্মচারীরা। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী গরুর মালিক আ. হালিম ও মাইনুল ইসলাম জানান, “আমরা গরিব মানুষ, কিছু বলতে ভয় লাগে। টাকা-পয়সার জোরে আমাদের আরও ক্ষতি করবে বলেই আমরা চুপ থাকি। আল্লাহ ছাড়া বিচার চাওয়ার জায়গা নেই।

জানা গেছে, ঢাকার বনশ্রীতে বসবাসরত ব্যবসায়ী জাফর আহমেদ তার নিজ গ্রাম পূর্ব তারুলীতে সুউচ্চ প্রাচীরঘেরা বিলাসবহুল ডুপ্লেক্স বাড়িতে মাছ ও সবজির খামার পরিচালনা করছেন। সম্প্রতি তার খামারে স্থানীয় কয়েকটি গরু প্রবেশ করলে খামারের কর্মচারী এতোয়ার ও রিমন গরুগুলোর গায়ে বিষাক্ত ভিক্সল স্প্রে করে। এতে গরুগুলোর শরীর থেকে চামড়া খসে পড়ে এবং তারা যন্ত্রণায় ছটফট করতে থাকে।

এতোয়ার ও রিমন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “গরু ছেড়ে দিয়ে ঘাস খাওয়ানো নিষেধ করার পরও গরুগুলো ঘেরে প্রবেশ করে ফসলের ক্ষতি করেছে। তাই আমরা ভিক্সল স্প্রে করেছি। এতে গরুর চামড়া ছিলে গেছে। এটা আমাদের ভুল হয়েছে।

খামারটির কেয়ারটেকার আসাদুজ্জামান বাবু বলেন, “অনেকবার নিষেধ করার পরও গরু খামারে ঢুকেছে। তাই আমরা ভিক্সল স্প্রে করেছি।” তবে খামারের মালিক জাফর আহমেদের সাথে যোগাযোগের চেষ্টা করলে বাবু জানান, তিনি অপরিচিত কারো সাথে কথা বলেন না এবং সাংবাদিকদের এ বিষয়ে সংবাদ প্রকাশ না করার নির্দেশ দেন।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা বলেন, “নিরীহ পশুর উপর এমন অমানবিকতা সভ্য সমাজে কল্পনাও করা যায় না। গরুগুলোর বোবা কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল।

এলাকার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য জাহানারা বেগম বলেন, “এটি অত্যন্ত ন্যাক্কারজনক ও অমানবিক ঘটনা। যারা এ কাজ করেছে, তারা বড় অপরাধ করেছে। আমি এর তীব্র নিন্দা জানাই।

কেওড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হেমায়েত উদ্দিন হিমু বলেন, “এ ধরণের অমানবিক আচরণকারীদের কোনভাবেই ছাড় দেওয়া উচিত নয়। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে যেন ভুক্তভোগীরা সুবিচার পায়, সেই আহ্বান জানাই।

এ বিষয়ে ঝালকাঠি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন জানান, “বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর



ভেনিসে বাংলা স্কুলের আয়োজনে ১৯তম গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

প্রকাশিত:রবিবার ২২ জুন ২০২৫ | হালনাগাদ:সোমবার ২৩ জুন ২০২৫ |

Image

ইতালি প্রতিবেদক:

ইতালির জলকন্যা ভেনিসে রোববার বাংলা ভাষা ও সংস্কৃতির প্রাণকেন্দ্র ভেনিস বাংলা স্কুলের আয়োজনে অনুষ্ঠিত হয়- ১৯তম গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন। 

সকাল সাড়ে দশটায় কামপালতো মাঠে আয়োজিত অনুষ্ঠানটি- প্রবাসী খেলাপ্রেমীদের অংশগ্রহণে এক মিলনমেলায় রূপ নেয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেনিস প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন, সৈয়দ কামরুল সরওয়ার। এছাড়া বাংলা স্কুলের উপদেষ্টা বেল্লাল হোসেন, সোহেলা আক্তার বিপ্লবী ও বিদ্যালয়ের শিক্ষিকা দিলরুবা জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রারম্ভেই মুখরিত হয় কামপালতো মাঠ। খেলাধুলা ও সাংস্কৃতিক ঐতিহ্যের সম্মিলনে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ। শিশু-কিশোরদের কোলাহল, খেলোয়াড়দের আত্মবিশ্বাসী ও দর্শকদের উচ্ছ্বাসে মাঠজুড়ে তৈরি হয় এক প্রাণবন্ত দৃশ্যপট।

ক্রিকেট টুর্নামেন্টের এ আয়োজন শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ ছিল না; এটি হয়ে ওঠে সামাজিক-সাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক। প্রবাসের মাটিতে নতুন প্রজন্মকে দেশের সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার এ প্রয়াস সত্যিই প্রশংসনীয়।

ভেনিস বাংলা স্কুলের উপদেষ্টা পলাশ রহমান বলেন, গোটা বিশ্ব অস্থির যুদ্ধ বিগ্রহ নিয়ে। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। আমাদের প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব রেখে যেতে চাই। জাতিগোষ্ঠীর ভেদাভেদ ভুলে- আমরা সুস্থ খেলাধুলার মাধ্যমে সম্প্রীতির বিশ্ব গড়ে তুলতে চাই।

বাংলা স্কুলের এমন একটি উদ্যোগ শুধু খেলাধুলার উন্নয়ন নয়, বরং সমগ্র কমিউনিটির মধ্যে সামাজিক বন্ধনকে আরো দৃঢ় করে। আশা করা যায়, পুরো টুর্নামেন্ট জুড়েই এই উদ্দীপনা বজায় থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন আরও বিস্তৃত আকারে অনুষ্ঠিত হবে।


আরও খবর



চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে ঈদুল আজহা উদযাপন

প্রকাশিত:শুক্রবার ০৬ জুন ২০২৫ | হালনাগাদ:রবিবার ২২ জুন ২০২৫ |

Image

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে আজ শুক্রবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। এর আগে গতকাল বৃহস্পতিবার দরবার শরিফের পীরজাদা মাওলানা মুফতি আরিফ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শুধুমাত্র সৌদি আরব নয়, কোরআন ও হাদিসের আলোকে চাঁদ দেখার ওপর নির্ভর করে আমরা রোজা পালন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উদযাপন করে থাকি। এ উপলক্ষে কুরবানির পশু ক্রয়সহ আনুষঙ্গিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এছাড়া হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলায়ও আজ সকালে ঈদ উদযাপন হচ্ছে।

উল্লেখ্য, ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবসহ অন্য আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের প্রথা চালু করেন। তার অনুসারী মুসল্লিরা চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় একই সঙ্গে ঈদুল আযহা উদযাপন করেন।

হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলাসহ অর্ধশত গ্রামে আজ ঈদুল আজহা উদযাপন হচ্ছে। 


আরও খবর