সদরুল আইনঃ
গাজীপুর-৩ আসনের এমপি ও জেলা আ.লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন সবুজ'র চাঁদাবাজি বন্ধে প্রশংসিত যুগান্তকারি সোনালী অর্জনকে মুছে দিতে শ্রীপুরের সর্বত্র পরিবহন সেক্টরে আবার নতুন করে আইনী মোড়কে শুরু হয়েছে অবাধ চাঁদাবাজি।
একাদশ সংসদ নির্বাচনে প্রথমবারের মত আ.লীগের মনোনয়ন পেয়ে ইকবাল হোসেন সবুজ'র এক হুংকারে বন্ধ হয়ে গিয়েছিল গাজীপুর-৩ আসন থেকে পরিবহন সেক্টরসহ সব জায়গা থেকে চাঁদাবাজি,ভূমিদ্যূতা ও মাদকের প্রকাশ্য বিকিকিনি এবং জুলুম নির্যাতনের লোমহর্ষক রাজনৈতিক নিপীড়ন।
রক্তাত্ব জনপদ শ্রীপুরের জনপদে নেমে এসেছিল উন্নয়ন, অগ্রগতি এবং শান্তি, সহাবস্থানের পরম সৌহার্দ্য।এসেছিল নিরাপদে বেঁচে থাকার বাস্তবভিত্তিক আশ্বাস।জীবনের অনুরনণে বহুকাল পরে দৃশ্যমান হয়েছিল পরম শান্তির সু-বাতাস।
কিন্তু উপজেলা সম্মেলণের পর রাজনৈতিক বিভাজন স্পষ্ট ও প্রকাশ্যে আসায় এতদিন দলের মধ্যে অনুসারি সেজে থাকা একটি চক্র আশাহত হয়ে এসব চাঁদাবাজির নেপথ্য গডফাদার সেজে কোথাও আইনী মোড়কে আবার এর বাইরেও চাঁদাবাজি শুরু করেছে বলে বিস্তর অভিযোগ রয়েছে এই জনপদের মানুষের মধ্যে।
দ্বাদ্বশ সংসদ নির্বাচনের আগে এখানকার শান্ত পরিবেশ কূলষিত,অস্থিতিশীল করে জনমনে এমপি সবুজ'র বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে জনমনকে এমপি'র বিরুদ্ধে বিষিয়ে তোলার অপচেষ্টা করছে একটি মহল এমন অভিযোগ এখন সর্বত্র।
শ্রীপুর উপজেলার উপজেলা সদর,গড়গড়িয়া মাস্টারবাড়ির সিএন্ডজি ও অটো স্ট্যান্ড,মাওনার বাস ভ্যান অটো পিকআপ,ট্রাক স্ট্যান্ড,নয়নপুর, বরমী,এলাকা থেকে আসা পরিবহনগুলো থেকে ২০ থেকে ৬০ টাকা পর্যন্ত গাড়ি প্রতি চাঁদা তোলা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
কোথাও কোথাও পরিবহন প্রতি ২'শ টাকা পর্যন্ত চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।বিশেষ করে বালি ও মাটির লরি,ইট বালি পরিবহনের গাড়ি থেকে মোটা অংকের টাকা গ্রহনের অভিযোগ রয়েছে।
এসব স্পটসমুহ থেকে বন্ধ হয়ে যাওয়া চাঁদা আদায়ের অতিত ইতিহাস উপজেলা সম্মেলণের পর নতুন করে আইনী ও রাজনৈতিক মোড়কে আবার ফিরে আসার পেছনে যেমন রাজনৈতিক দূরাভিসন্ধি রয়েছে তেমনি এগুলো নতুন করে চালু হওয়ার নেপথ্য কারন জনগনের কাছে অজানা না থাকলেও এতে জন-ক্ষুব্ধতা পরিলক্ষিত হচ্ছে সর্বত্রই।
অনেকেই বলছেন,জেলা আ.লীগের কমিটি ঘোষণার পর এবং দ্বাদ্বশ সংসদ নির্বাচনের পূর্বে এখানকার আ.লীগ রাজনীতি মূখ্যতঃ সুস্পষ্টভাবে দুই শিবিরে বিভক্ত হয়ে পড়বে।একই সাথে মুখোশের আড়ালে থাকা অনেক নেতার এতদিনের চাতুরিও জনসমুখে চলে আসবে।
পরিবহন সেক্টরসহ এই অঞ্চলের স্থতিশীল রাজনীতি অশান্ত করে ফায়দা লুটা এবং এসব কর্মকান্ডের মাধ্যমে বর্তমান সাংসদ ইকবাল হোসেন সবুজ'র জনপ্রিয়তা ও ইমেজ নষ্ট করার মহাপরিকল্পনার অংশ হিসেবেই পরিবহন সেক্টরে চাঁদা প্রথা চালু করা হয়েছে বলে দল নিরপেক্ষ বৃহত্তর জনগোষ্ঠির ধারনা।