
কুমিল্লা ব্যুরো :
বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০২২-২৩ আসরের ম্যাচে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি হয় ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ফর্টিস ফুটবল ক্লাব।
প্রথমার্ধের ২১তম মিনিটে মিনাজুল ফ্রি-কিক থেকে গোল করলে ম্যাচে প্রথম গোলের দেখা পায় সাদাকালো মোহামেডান। ১ - ০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সাদা কালোরা।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৪৬তম মিনিটে সোলেমান দিয়াবেতের গোলে ২ - ০ তে এগিয়ে যায় মোহামেডান। ম্যাচের ৫৬তম মিনিটে বোরহান গোল করলে প্রথম গোলের দেখা পায় ফর্টিস৷ এরপর ম্যাচের ৬৪তম মিনিটে জনি ও ৭০তম মিনিটে শরিফি গোল করলে ৩-২ গোলে এগিয়ে যায় ফর্টিস এফসি।
তবে ম্যাচের ৭৭তম মিনিটে আরিফ গোল করে ম্যাচে সমতায় ফেরায় মোহামেডানকে। তবে ম্যাচের ৭৯তম মিনিটে দানিলো গোল করলে ম্যাচে জয় পায় ফর্টিস এফসি।