মো: হ্নদয় হোসাইন মাভাবিপ্রবি প্রতিনিধি :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফ্রেসারস' রিসিপশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২.৩০ টায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০৯ নম্বর ক্লাস রুমে নবীনদের বরণ অনুষ্ঠান শুরু হয়।
এতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ছুটিকালীন দায়িত্ব) অধ্যাপক ড. জয়কৃষ্ণ সাহা'র
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাভাবিপ্রবি উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজীম আখন্দ এবং স্বাগত বক্তাঃ সহযোগী অধ্যাপক মোঃ আবু বকর সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম, প্রক্টর অধ্যাপক ড. মোঃ ইমাম হোসেন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ সহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকবৃন্দ।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাইস-চ্যান্সেলর বলেন, তোমরা কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করার সুযোগ পেয়েছ। তোমরা কখনও নিজেদেরকে একা ভাববে না, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুন্দর ও গোছানো ক্যাম্পাসে তোমাদের স্বাগত জানাই। বিশ্ববিদ্যালয় হলো উন্মুক্ত জ্ঞানচর্চার জায়গা। এখানে জ্ঞান সৃষ্টি ও বিতরণ করা হয়। তোমরা এ ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের আইন মেনে চলবে এবং শিক্ষকদের সাথে সমন্বয় করে জ্ঞান অর্জন ও গবেষণামূলক কর্মকান্ডে অংশগ্রহণ করবে। তোমাদের বিভাগের সম্মানিত শিক্ষকরা ও আমরা যারা প্রশাসনিক দায়িত্বে আছি তোমাদের অভিভাবক হিসেবে কাজ করব। আমাদের দ্বার তোমাদের জন্য উন্মুক্ত। তাছাড়া আরো বলেন টেক্সটাইল আমাদের বাংলাদেশের সবচেয়ে ইকোনোমিকাল একটা বড় সেক্টর। গার্মেন্টস সেক্টরে পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. জয়কৃষ্ণ সাহা বলেন- নবীন শিক্ষার্থীদের নৈতিক এবং মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রতি আলোকপাত করেন। এসময় তিনি শিক্ষার্থীদের মাদকের মত সামাজিক ব্যাধি থেকে দূরে থাকার আহবান ব্যক্ত করেন।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আবু বকর সিদ্দিকী বলেন,টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিদ্যমান সুযোগ সুবিধাদি, উক্ত বিষয়ে কাজের পরিধি এবং সংশ্লিষ্ট বিষয়ে গবেষণার ওপর আলোকপাত করে ছাত্রছাত্রীদের ভালোভাবে পড়াশুনা করার উপদেশ প্রদান করে বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো: তারেক রহমান বলেন-পোশাকখাত, বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় এবং রপ্তানীতে নেতৃত্ব দানকারী একটি খাত। বিশ্ব দরবারে "Made in Bangladesh" ট্যাগকে আরো সাফল্যমন্ডিত করার জন্যে, একাডেমিক জীবনে আজকের এই নবীন শিক্ষার্থীরাই আগামীদিনের অগ্রযোদ্ধা হবে বলে আমি দৃঢ়চিত্তে বিশ্বাস করি। তাদের সার্বিক মঙ্গল ও সাফল্য কামনা করছি। প্রত্যাশা করছি, এই নতুন প্রাণের উদ্দীপনায় প্রিয় ক্যাম্পাস মুখরিত থাকবে।
প্রবীণ শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়। প্রোগ্রামে অতিথিদের বক্তব্যের পাশাপাশি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য প্রবীণ শিক্ষার্থীরাও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শেষে নবীনদের ক্লাস রুটিন, কারিকুলাম বিতরণ ও দুপুরে খাবারের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।