Logo
শিরোনাম

নিঃসন্দেহে আমরা ঐতিহাসিক মুহূর্তে আছি

প্রকাশিত:মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ জুন ২০২৫ |

Image

নিঃসন্দেহে আমরা একটি ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত আছি। বিএনপির সঙ্গে আলোচিত বিষয়ে কিছু সামঞ্জস্য ও মতনৈক্য উভয় আছে। আশা করি, আজ আলোচনার সমাপ্তি টানতে পারবো বলে মন্তব্য করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দফা বৈঠকের সূচনা বক্তব্য তিনি এসব কথা বলেন।

এসব বৈঠকের আলোচিত বিষয়গুলো প্রধান উপদেষ্টাকে অবহিত করা হচ্ছে এবং তিনি এ বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দিচ্ছেন বলেও জানান অধ্যাপক আলী রীয়াজ। তিনি আরও বলেন, ‘বিভিন্ন নতুন প্রস্তাব এসেছে, সেসব নিয়ে আমরা ঐকমত্য কমিশন নিজেদের সঙ্গে আলাপ শুরু করেছি। এখন সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে যা আলোচনা হচ্ছে, তা প্রাথমিক পর্যায়ের আলোচনা।’ দ্বিতীয় পর্যায়ের আলোচনায় ঐকমত্যে পৌঁছানো যাবে বলেও আশা প্রকাশ করেন কমিশনের সহ-সভাপতি।

বিএনপি স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আজ বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা সংস্কার জনপ্রশাসন ও দুর্নীতি দমন কমিশন সংস্কার নিয়ে আলোচনা হবে। রাষ্ট্রের বিষয় তাই তাড়াহুড়ো করে নয়, ধীরে-সুস্থে আলোচনা করছি।‘

যেসব সিদ্ধান্ত জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হবে, তা জাতীয় জীবনে মহান ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, স্প্রেডশিট নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হওয়ায় তা নিয়ে আলোচনা করা হয়নি। দফা-ওয়ারি বিস্তারিত আলোচনা করছি। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ যা হাইকোর্টে চ্যালেঞ্জ করেছে ও সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন করার কথা বলা হচ্ছে। এটা সহ-বিচার বিভাগের সব স্বাধীনতায় আমরা বিশ্বাস করি। কিন্তু সব কিছু যেন আইনানুগ ও সাংবিধানিকভাবে হয়। কোনও কিছু যেন অসাংবিধানিকভাবে না হয়।


আরও খবর



ঝালকাঠিতে১৬ আইনজীবীর সদস্যপদ বাতিল

প্রকাশিত:সোমবার ১৬ জুন ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ জুন ২০২৫ |

Image

হাসিবুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সম্পাদকসহ আওয়ামীপন্থী ১৬ জন আইনজীবীর সদস্যপদ বাতিল করেছে বর্তমান কার্যনির্বাহী পরিষদ।

সোমবার (১৬ জুন) দুপুরে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ও সাধারণ সম্পাদক মো. নাসিমুল হাসান স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, গত ২২ এপ্রিলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। তবে সদস্যপদ বাতিলের সুনির্দিষ্ট কারণ কিংবা সমিতির গঠনতন্ত্রের কোন ধারায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা স্পষ্ট করা হয়নি।

সদস্যপদ বাতিল হওয়া আইনজীবীদের মধ্যে রয়েছেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সমিতির সাবেক সভাপতি ও সাবেক পিপি আবদুল মান্নান রসুল, সাবেক সহসভাপতি মঞ্জুর হোসেন ও তাঁর পুত্র মোর্শেদ কামাল, সাবেক জিপি তপন কুমার রায় চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও এপিপি এম আলম খান কামাল, সাবেক সাধারণ সম্পাদক ও এপিপি আ.স.ম. মোস্তাফিজুর রহমান (মনু), সাবেক সভাপতি মো. মাহাবুবুর রহমান তালুকদার, বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সদস্য সচিব জি.কে মোস্তাফিজুর রহমান, সাবেক এপিপি সঞ্জয় কুমার মিত্র, মো. আনোয়ার হোসেন হাওলাদার, কার্তিক চন্দ্র দত্ত, সৈয়দ মো. জাহাঙ্গীর শামীম, তানজিলা হক, মো. আবুল বাশার এবং জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এস. এম. রুহুল আমীন রিজভী।

সদস্যপদ বাতিলের বিষয়ে কার্তিক চন্দ্র দত্ত বলেন, "আমাদের আইনজীবী সমিতির সদস্য পদ অন্যায় ভাবে বাতিল করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ  করবো।"

এ বিষয়ে সমিতির ভর্তি বিষয়ক সম্পাদক আক্কাস সিকদার বলেন, “শুধু আওয়ামীপন্থী নয়, আরও প্রায় ৩০ জনের সদস্য পদ বাতিল নিয়ে সভায় প্রাথমিক আলোচনা হয়েছে কিন্তু সর্বসম্মত সিদ্ধান্ত হয়নি। সাধারণ সভা ছাড়া আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি এভাবে বিপুল সংখ্যক  সদস্যদের পদ বাতিল করতে পারে না।  এ বিষয়টি সাধারণ সভায় আলোচনার কথা ছিল। তাছাড়া ভিজিলেন্স উপকমিটির মতামত ব্যতিত কারো বিরুদ্ধে  শাস্তিমূলক ব্যবস্থা নেয়া যায়না।'  

সমিতির নির্বাহী সদস্য ও যুবদল নেতা আনিসুর রহমান খান বলেন, “চিঠিতে যেটা বলা হয়েছে, যে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, সেটা সত্য নয়। কার্যনির্বাহী কমিটিতে এ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা সাধারণ সভায় বিষয়টি তোলার পরামর্শ দিয়েছিলাম।”

অন্যদিকে, সমিতির সাধারণ সম্পাদক ও শহর বিএনপির সভাপতি মো. নাসিমুল হাসান বলেন, "আমরা জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে উল্লেখিত ১৬ জন আইনজীবীর বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করেছিলাম। কমিটির প্রতিবেদনে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাঁদের বিভিন্ন অন্যায় কর্মকাণ্ডসহ আইনজীবীদের মারধর, মামলা হামলায় জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে। জেলা আইনজীবী সমিতির গঠনতন্ত্রের বিধি মোতাবেক তাঁদের সদস্যপদ বাতিল করা হয়েছে।

সদস্যপদ বাতিল নিয়ে ঝালকাঠি আইনজীবী মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলছেন, বিষয়টি রাজনৈতিক প্রভাবিত এবং গঠনতন্ত্র উপেক্ষা করে নেওয়া হয়েছে। 


আরও খবর



ভূমিকম্পের ক্রমবর্ধমান ঝুঁকি ও প্রস্তুতি

প্রকাশিত:মঙ্গলবার ২৭ মে ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ১৩ জুন ২০২৫ |

Image

 অধ্যাপক ড. আলা উদ্দিন :চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় :

গত ২৮ মার্চ, ২০২৫ দক্ষিণ-পূর্ব এশিয়ায় মিয়ানমারে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানি ঘটে। রিখটার স্কেলে ৭.৭ মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের মান্দালয় অঞ্চল। থাইল্যান্ড, ভিয়েতনাম, ভারত, লাওস, কম্বোডিয়া এমনকি বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোতেও কম্পন অনুভূত হয়েছিল। চট্টগ্রামে নিজেই অনুভব করেছি। তখন চেয়ারে বসা অবস্থায় টের পেয়েছিলাম। মিয়ানমার ও থাইল্যান্ডে আঘাত হানা শক্তিশালী এই ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা ৩০০০ ছাড়িয়েছে, থাইল্যান্ডেও বহু হতাহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরো অন্তত কয়েক হাজার। আমাদের এই বাংলা অঞ্চলে ১৯১৮ সালে ৭.৬ মাত্রার ভূমিকম্পের আঘাত ঘটেছিল সিলেটের শ্রীমঙ্গলে। ভৌগোলিক অবস্থানের বিবেচনায় ভূমিকম্পের জন্য সংবেদনশীল এই অঞ্চলে দীর্ঘকাল ধরে ভূমিকম্প না ঘটায় এবং পার্শবর্তী দেশ মিয়ানমারের এই সাম্প্রতিক ভূমিকম্পের পর বাংলাদেশ বর্তমানে ভূমিকম্পের চরম ঝুঁকিতে রয়েছে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা। এমতাবস্থায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে- ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ কি পরবর্তীতে ৭ এর অধিক মাত্রার ভূমিকম্পের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত? অতীত দুর্যোগ থেকে বাংলাদেশ কি কোনো শিক্ষা নেয়? পরিত্রাণেরই বা কী উপায়?

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প এবং এর তীব্র প্রভাব : মিয়ানমারে আঘাত হানা ভূমিকম্পটি স্থানীয় সময় দুপুর ১২:৫০ মিনিটে মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে আঘাত হানে, যার গভীরতা ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার। এর মাত্র ১২ মিনিট পরেই ৬.৪ মাত্রার একটি আফটারশক আঘাত হানে। মিয়ানমারে মৃতের সংখ্যা ৩০০০ ছাড়িয়েছে, আহত হয়েছেন কয়েক হাজার এবং ক্ষয়ক্ষতি ছিল ভয়াবহ। নেপিদো, মান্দালয় এবং সাগাইংয়ের মতো প্রধান শহরগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, অনেক ভবন ধসে পড়েছিল। শক্তিশালী সেতু ধ্বংস হয়েছে এবং পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মিয়ানমার ঘোষণা করেছিল জরুরি অবস্থা। অন্যদিকে প্রতিবেশী থাইল্যান্ডও গুরুতর পরিণতির মুখোমুখি হয়েছিল। ব্যাঙ্ককে ধসে পড়া ৩০ তলা ভবনের ধ্বংসস্তূপের নিচে কমপক্ষে তিনজন মারা গেছেন এবং ১০০ জনেরও বেশি মানুষ আটকা পড়েছিলেন। সৌভাগ্যবশত, ভবনটি নির্মাণাধীন ছিল। যদি এটি কোনো ব্যবহৃত আবাসিক ভবন বা অফিস হতো, তবে মৃতের সংখ্যা আরো অনেক বেশি হতে পারত।

এই বিধ্বংসী ঘটনাটি ওই অঞ্চলের দুর্বলতা তুলে ধরেছে। বিশেষ করে মিয়ানমার এবং থাইল্যান্ডের মতো দেশসমূহে, যেখানে প্রায়শই এত তীব্র ভূমিকম্পের প্রভাব সহ্য করার জন্য অবকাঠামো তৈরি করা হয় না। মিয়ানমারের কাছাকাছি অবস্থিত বাংলাদেশ তার নিজস্ব অনন্য চ্যালেঞ্জের মুখোমুখি। যদিও বাংলাদেশ অতীতে ছোট আকারের ভূমিকম্পের সম্মুখীন হয়েছে। তবে মিয়ানমারের সাম্প্রতিক ভূমিকম্প দুর্যোগের জন্য দেশের প্রস্তুতি নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করছে।

বাংলাদেশ ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ একটি দেশ : অবকাঠামোগত দুর্বলতা ছাড়াও, মিয়ানমারের জটিল ফল্ট লাইনের কাছাকাছি অবস্থানের কারণে বাংলাদেশ ভূমিকম্পের জন্য অত্যন্ত সংবেদনশীল। সাম্প্রতিক ভূমিকম্পের কম্পন সমগ্র বাংলাদেশে অনুভূত হয়েছে, যা ভূপৃষ্ঠের নিচে লুকিয়ে থাকা হুমকির কথা স্পষ্ট স্মরণ করিয়ে দেয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রায় ৫৯৭ কিলোমিটার দূরে, যা এই অঞ্চলের ভূমিকম্পের ঝুঁকির খুব কাছাকাছি অবস্থিত। বিশেষজ্ঞদের ধারণা, ৬ মাত্রার বেশি ভূমিকম্প মাঝারি বলে মনে হলেও, এটি ঢাকা এবং চট্টগ্রামের মতো ঝুঁকিপূর্ণ শহরগুলোতে ব্যাপক ক্ষতি করতে পারে, যেখানে দুর্বল অবকাঠামো এবং উচ্চ জনসংখ্যার ঘনত্ব ঝুঁকিকে প্রকট করে তুলবে।

বিশ্বের ২০টি ঝুঁকিপূর্ণ শহরের মধ্যে ঢাকা অন্যতম। দুই কোটিরও বেশি বাসিন্দার ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর একটি। শহরটি অপরিকল্পিত নগরায়ন, অপর্যাপ্ত অবকাঠামো এবং দুর্বলভাবে নির্মিত ভবন দ্বারা জর্জরিত। উচ্চ জনসংখ্যার ঘনত্বের আরেকটি প্রধান শহর চট্টগ্রামও একই ধরনের ঝুঁকির সম্মুখীন। যদি একটি উল্লেখযোগ্য ভূমিকম্প আঘাত হানে তবে উভয় শহরই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ১৯১৮ সালের পর বাংলাদেশ মূলত বড় ধরনের ভূমিকম্পের ঘটনা থেকে রক্ষা পেয়েছে। এ কারণে ঝুঁকি রয়ে গেছে এবং ভূতাত্ত্বিকরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন যে এই অঞ্চলে একটি বড় ভূমিকম্পের সমূহ সম্ভাবনা রয়েছে। সিলেট থেকে কক্সবাজারের মধ্যে মাটির নিচে অবস্থানগত কারণে ৮ মাত্রার ভূমিকম্প হওয়ার মতো শক্তি জমা আছে। সাম্প্রতিক ঘটনাবলী কেবল এই উদ্বেগকেই আরো বাড়িয়ে তোলে।

প্রস্তুতির প্রয়োজনীয়তা : বড় ভূমিকম্পের জন্য বাংলাদেশের ঝুঁকি গভীরভাবে এর অপর্যাপ্ত অবকাঠামোর সঙ্গে জড়িত। অনেক ভবন, বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রামের পুরোনো অংশগুলোতে, বড় ভূমিকম্পের ধাক্কা সহ্য করার জন্য ডিজাইন করা হয়নি। প্রকৃতপক্ষে, অনেক কাঠামো নিম্নমানের উপকরণ ব্যবহার করে নির্মিত, ভূমিকম্প প্রতিরোধের বিষয়টি খুব কমই বিবেচনা করা হয়। ফলে বড় ভূমিকম্পের ক্ষেত্রে এগুলো ধসে পড়ার সম্ভাবনা বেশি। ভবনগুলো এমনভাবে নির্মিত যে, কোনো ভবনে আগুন লাগলে দমকল বাহিনীর গাড়ি কিংবা জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স যাতায়াতের ব্যবস্থাও থাকে না। ইতোমধ্যে চট্টগ্রামে দেড় লাখ এবং ঢাকায় আরো কয়েকগুণ বেশি ভবন ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বলে চিহ্নিত হয়েছে। তবে নেই প্রয়োজনীয় পদক্ষেপ। এতো অবহেলা ও উদাসীনতার পর ভূমিকম্পের ফলে ব্যাপক প্রাণহানি ও সম্পদ বিনষ্ট হলে কেবল ভূমিকম্প, ভৌগোলিক অবস্থান বা দুর্ভাগ্যকে দোষারোপ করা সমীচীন হবে না। তদুপরি, বাংলাদেশের জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা তার চাহিদার তুলনায় অনুন্নত। যদিও দেশটি দুর্যোগ প্রস্তুতিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, বিশেষ করে বন্যা ব্যবস্থাপনা এবং ঘূর্ণিঝড় প্রতিক্রিয়ায়- তারপরও ভূমিকম্প প্রস্তুতি অপর্যাপ্ত। আধুনিক বিল্ডিং কোডের অভাব, সীমিত ভূমিকম্প মহড়া এবং স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে বৃহৎ আকারের জরুরি অবস্থা মোকাবিলা করার অপর্যাপ্ত সচেতনতা ও ক্ষমতা বিশেষভাবে উল্লেখযোগ্য। এই ঘাটতিসমূহ যদি একটি বড় ভূমিকম্প আঘাত হানে তাহলে ধ্বংস এবং প্রাণহানিকে আরো বাড়িয়ে তুলতে পারে।

একটি তীব্র ভূমিকম্পের ফলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটতে পারে, বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকায় যেখানে মানুষ দুর্বলভাবে নির্মিত ভবনে বসবাস করছেন। তাছাড়া, জল, বিদ্যুৎ এবং পরিবহনের মতো প্রয়োজনীয় পরিষেবাগুলো ব্যাহত হলে উদ্ধার ও ত্রাণ প্রচেষ্টা ব্যাহত হবে, যা ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য সাহায্য সরবরাহকে জটিল করে তুলবে সন্দেহাতীতভাবে।

আঞ্চলিক প্রেক্ষাপট- মিয়ানমার এবং বাংলাদেশ : সাম্প্রতিক ভূমিকম্পের সঙ্গে মিয়ানমারের অভিজ্ঞতা বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোকে বৃহত্তর ভূমিকম্পের ঝুঁকি স্মরণ করিয়ে দেয়। মিয়ানমার, যদিও গত দুই দশকে বড় আকারের ভূমিকম্পের সম্মুখীন হয়নি, তবুও ভূমিকম্পের দিক থেকে সক্রিয় হিমালয় বৃত্তের মধ্যে অবস্থিত। এই টেকটোনিক অঞ্চলটি ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে এবং সাম্প্রতিক ভূমিকম্প থেকে বোঝা যায় যে এই অঞ্চলে ভূমিকম্পের কার্যকলাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

মিয়ানমারের চলমান অভ্যন্তরীণ সংঘাত এবং মানবিক সংকট ভূমিকম্পের প্রতিক্রিয়ায় মুখোমুখি চ্যালেঞ্জকে আরো জটিল করে তুলেছে। ত্রিশ লাখেরও বেশি বাস্তুচ্যুত মানুষ এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতির সঙ্গে, মিয়ানমার এখন দ্বৈত সংকটের মুখোমুখি হচ্ছে- চলমান সংঘাত এবং প্রাকৃতিক দুর্যোগের পরিণতি। মিয়ানমারের সঙ্গে সীমান্ত ভাগ করে নেওয়া বাংলাদেশ, একটি বড় ভূমিকম্পের ক্ষেত্রে একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার ঝুঁকিতে রয়েছে। তাছাড়া, মিয়ানমার এবং বাংলাদেশ উভয়ের ঘন জনসংখ্যা ও দুর্বল অবকাঠামোর অর্থ হলো একটি বৃহৎ আকারের দুর্যোগের ভয়াবহ পরিণতির সমূহ সম্ভাবনা। উভয় দেশেই মানবিক প্রতিক্রিয়া, লজিস্টিক চ্যালেঞ্জ, সীমিত সম্পদ এবং বিদ্যমান রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক অস্থিতিশীলতার কারণে ব্যাহত হবে। কারণ নানা প্রেক্ষাপট পর্যবেক্ষণে দেখা যায়, বাংলাদেশ সাধারণত অতীতের কোনো দুর্যোগ থেকে শিক্ষা গ্রহণ করে না এবং ভবিষ্যতের দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নেয় না। তাৎক্ষণিক মানবিক ব্যবস্থাপনাই যেন ভরসা।

অতীত থেকে শিক্ষা এবং ভবিষ্যৎ পরিকল্পণা : সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ এখনো কোনো বড় ভূমিকম্পের মুখোমুখি হয়নি। তবে মিয়ানমার এবং থাইল্যান্ডের সাম্প্রতিক ঘটনা বাংলাদেশ সরকার এবং নাগরিকদের জন্য একটি জাগরণের সংকেত হিসেবে কাজ করা উচিত। এই দুর্যোগ থেকে প্রাপ্ত শিক্ষাগুলো ভবিষ্যতের অনিবার্য ভূমিকম্পের জন্য বাংলাদেশ কীভাবে আরো ভালোভাবে প্রস্তুতি নিতে পারে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি প্রদান করে। প্রথমত, ঢাকা এবং চট্টগ্রামের মতো ঘনবসতিপূর্ণ শহরগুলোতে ভবনগুলো যাতে ভূমিকম্পের কার্যকলাপের জন্য আরো স্থিতিশীল হয় তা নিশ্চিত করার জন্য বাংলাদেশকে বিল্ডিং কোড এবং নির্মাণ অনুশীলন শক্তিশালী করতে হবে। আধুনিক ভূমিকম্প-প্রতিরোধী প্রযুক্তি বাস্তবায়ন এবং নিয়মিত ভবন পরিদর্শন পরিচালনা ভূমিকম্পের সময় কাঠামোগত ধসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে।

দ্বিতীয়ত, বাংলাদেশের জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা উন্নত করার জন্য বিনিয়োগ করা উচিত। এর মধ্যে রয়েছে ভূমিকম্পের প্রতিক্রিয়া জানাতে স্থানীয় কর্তৃপক্ষের ক্ষমতা উন্নত করা, নিয়মিত ভূমিকম্প মহড়া পরিচালনা করা এবং বৃহৎ আকারের দুর্যোগ মোকাবিলায় জরুরি পরিষেবাগুলো সুসজ্জিত রয়েছে তা নিশ্চিত করা। ভূমিকম্পের জন্য কীভাবে প্রস্তুতি নিতে হবে এবং প্রতিক্রিয়া জানাতে হবে সে সম্পর্কে নাগরিকদের শিক্ষিত করার জন্য জনসচেতনতামূলক প্রচারণাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া, সরকারের উচিত ভূমিকম্প প্রস্তুতির জন্য নির্দিষ্ট কৌশলসহ একটি বিস্তৃত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরিকে অগ্রাধিকার দেওয়া। এই পরিকল্পনায় জরুরি সাহায্য বিতরণের জন্য পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা, সরিয়ে নেওয়ার পথ এবং আকস্মিক কৌশলের উন্নয়নের রূপরেখা থাকা উচিত। সর্বোপরি দুর্যোগ প্রতিক্রিয়া এবং প্রস্তুতি উন্নত করার জন্য বাংলাদেশ, মিয়ানমার এবং প্রতিবেশী দেশসমূহের মধ্যে আঞ্চলিক সহযোগিতা অপরিহার্য। এই অঞ্চলের আন্তঃসংযুক্ত প্রকৃতির কারণে, জ্ঞান, সম্পদ এবং দক্ষতা ভাগাভাগি ভূমিকম্প এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের জন্য সম্মিলিত স্থিতিস্থাপকতা বৃদ্ধি করবে।

কার্যকর পদক্ষেপ গ্রহণ : মিয়ানমারে সাম্প্রতিক ভূমিকম্প এবং এর ব্যাপক প্রভাব বাংলাদেশের মুখোমুখি ভূমিকম্পের ঝুঁকির স্পষ্ট স্মারক হিসেবে কাজ করবে। যদিও দেশ সাম্প্রতিক সময়ে বড় আকারের ভূমিকম্পের সম্মুখীন হয়নি, তবে এই অঞ্চলটি এমন সংকটের মুখোমুখি হওয়া সম্ভবত সময়ের ব্যাপার। মিয়ানমারের দুর্যোগ থেকে প্রাপ্ত শিক্ষা বাংলাদেশে ভূমিকম্পের প্রস্তুতি এবং স্থিতিস্থাপকতা উন্নত করার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের জন্য উৎসাহিত করবে।

অবকাঠামো শক্তিশালীকরণ, জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা উন্নতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে, বাংলাদেশ তার নাগরিকদের একটি বড় ভূমিকম্পের বিধ্বংসী প্রভাব থেকে আরো ভালোভাবে রক্ষা করতে পারে। এখনই পদক্ষেপ নেওয়ার সময়। দেশের ঘনবসতিপূর্ণ জনসংখ্যা এবং দুর্বল অবকাঠামো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মুখোমুখি করে। সম্মিলিত প্রচেষ্টা এবং সক্রিয় পরিকল্পনার মাধ্যমে, বাংলাদেশ নিশ্চিত করতে পারে যে এটি ভবিষ্যতের অনিবার্য চ্যালেঞ্জের জন্য আরো ভালোভাবে প্রস্তুত।

ভূমিকম্পপ্রবণ দেশ জাপান ইতোমধ্যে ভূমিকম্প-প্রতিরোধী নকশায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, এয়ার ড্যানশিনের ভাসমান ভবন উদ্ভাবন, যা ভূমিকম্পের সময় কাঁপুনি রোধ করার জন্য লেভিটেশন ব্যবহার করে। এই প্রযুক্তি জাপানকে ভূমিকম্প-প্রতিরোধী নির্মাণের অগ্রভাগে রেখেছে। ভূমিকম্পের সময় মাটি থেকে ভবন উপরে ভাসমান করে রাখার বিষয়েও তারা অগ্রগতি সাধিত করেছে। যদিও বাংলাদেশে এখনো এই ধরনের অগ্রগতি সম্ভব না হলেও, কাছাকাছি ধরনের অনুশীলন বাস্তবায়ন বড় ভূমিকম্পের ক্ষেত্রে জীবন বাঁচাতে পারে। ভবিষ্যতের ভূমিকম্পের ঝুঁকি থেকে জনগণকে রক্ষা করার জন্য বাংলাদেশের নিজস্ব, উদ্ভাবনী এবং সম্প্রদায়ভিত্তিক সক্রিয় পদক্ষেপ গ্রহণ এখন সময়ের চূড়ান্ত দাবি।



আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

মঙ্গলবার ১৭ জুন ২০২৫




গাজায় ১৯ মাসে ১৭ হাজারের বেশি শিশু নিহত

প্রকাশিত:শুক্রবার ২৩ মে ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১২ জুন ২০২৫ |

Image

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইল ভূখণ্ডে আকস্মিক হামলা চালায়। ওই হামলায় ১২শ’র ও বেশি ইসরাইলি নিহত হন। একইসঙ্গে ২৫০ ইসরাইলিকে আটক করে গাজায় নিয়ে আসে হামাস সদস্যরা। একইদিন গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরাইলি সেনাবাহিনী। টানা সাড়ে ১৯ মাসের এই হামলায় ৫৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তার মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। জাতিসংঘের মানবাধিকার কমিশনের এক প্রতিবেদনে এই চিত্র ওঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় ১৬ হাজার ৫শ’ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। এরমধ্যে এক বছরের কম বয়সি রয়েছে ৯১৬ জন। এক থেকে পাঁচ বছর বয়সের মধ্যে রয়েছে ৪ হাজার ৩৬৫ জন। ছয় থেকে ১২ বছরের মধ্যে রয়েছে ৬ হাজার ১০১ জন। আর নিহতদের মধ্যে ১৩ থেকে ১৭ বছরের মধ্যে ৫ হাজার ১২৪ জন।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ভোর থেকে গাজা উপত্যকাজুড়ে ইসরাইলি হামলায় কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন।

অন্যদিকে বুধবার পশ্চিমতীরের জেনিনে শরণার্থী শিবিরের প্রবেশপথে একটি বিদেশি কূটনৈতিক প্রতিনিধিদলকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরাইলি বাহিনী। ৩৫ জন রাষ্ট্রদূত, কনসাল এবং কূটনীতিকের প্রতিনিধিদল অবরুদ্ধ ক্যাম্পের কাছে পৌঁছালে ইসরাইলি সেনাবাহিনী নিয়ম লঙ্ঘন করে গুলি চালায়। কূটনীতিকদের সফরের সময় এই ধরনের হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। ইসরাইলের গুলিবর্ষণকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কলাস। এই ঘটনার তদন্ত এবং দায়ীদের জবাবদিহি করার আহ্বান জানিয়েছেন।


আরও খবর



বিশৃঙ্খলা ও ক্ষোভ থেকে পদত্যাগ ভাবনা ড. ইউনূসের!

প্রকাশিত:শনিবার ২৪ মে ২০২৫ | হালনাগাদ:সোমবার ১৬ জুন ২০২৫ |

Image

২০২৪ সালের ৮ আগস্ট মুহাম্মদ ইউনূস ফ্রান্স থেকে বাংলাদেশে পৌঁছলে বিমানবন্দরে তাকে স্বাগত জানান সে সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা নাহিদসহ অন্যান্যরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এক সংকটময় পরিস্থিতিতে উপনীত হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পদত্যাগের আলোচনা সামনে আসায় এ সরকারের ভবিষ্যৎ নিয়েই অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।

কিন্তু অধ্যাপক ইউনূসকে কেন পদত্যাগের চিন্তা করতে হচ্ছে, সক্রিয় সব রাজনৈতিক দলের সমর্থনে গঠিত এই সরকারকে কেন এমন সংকটে পড়তে হলো-এসব প্রশ্ন এখন সব মহলে আলোচনার কেন্দ্রে রয়েছে।

এ ঘটনা এমন সময়ে ঘটছে যখন বিএনপি রাজপথে কর্মসূচি রেখেছে এবং এ সরকারের প্রতি তাদের সমর্থন আর অব্যাহত না রাখার ইঙ্গিতও দিচ্ছে। বিএনপি, জামায়াত ও এনসিপি, এই তিনটি দলের মধ্যে সম্পর্কের টানাপোড়েন বেড়েছে।

অন্যদিকে, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গত বুধবার বাহিনীর কর্মকর্তাদের নিয়ে এক বৈঠকে নির্বাচন, রাখাইনের জন্য মানবিক করিডর প্রসঙ্গ এবং মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়সহ সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন। যা সংবাদমাধ্যমেও প্রকাশ হয়েছে।

এমন এক পটভূমিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বৃহস্পতিবার অন্য উপদেষ্টাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে তার পদত্যাগের ভাবনার কথা বলেছেন। সে ক্ষেত্রে নানা পক্ষের প্রতিবন্ধকতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অসহযোগিতায় তার সরকার কাজ করতে পারছে না বলে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তিনি।

অধ্যাপক ইউনূসের এমন ভাবনার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলেন। নাহিদ ইসলামের মাধ্যমেই প্রধান উপদেষ্টার এই ভাবনার কথা সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে।

রাজনৈতিক দলগুলো পরিস্থিতিটাকে নানাভাবে বিশ্লেষণ করছে। বিএনপি বলছে, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ও তিনজন উপদেষ্টার পদত্যাগের তাদের দাবি এড়াতে প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনার কথা সামনে আনা হয়েছে।

দলটির নীতিনির্ধারণী পর্যায়ের একজন নেতা বিবিসি বাংলাকে বলেন, "দেশ পরিচালনা করতে গিয়ে আবেগ সৃষ্টি করার কিছু নেই"।

বিএনপিসহ বিভিন্ন দলের নেতারা এ-ও বলছেন, সরকারের দুর্বলতার কারণে পরিস্থিতি সামলাতে যখন ব্যর্থতার প্রশ্ন আসছে, তখন পদত্যাগের এই ভাবনার কথা রাজনৈতিক দলগুলোর প্রতি এক ধরনের হুমকি বা সতর্কতা বলে তারা মনে করছেন।

এখন অন্তর্বর্তী সরকারের এই সংকট সামলাতে জামায়াতে ইসলামী সর্বদলীয় বৈঠক ডাকার পরামর্শও দিয়েছে। তবে পরিস্থিতি নিয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো দেওয়া হয়নি।

কেন সংকটে সরকার

জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের পর অধ্যাপক ইউনূসের নেতৃত্বে গঠিত এই অন্তর্বর্তী সরকারের প্রতি সেই আন্দোলনের ছাত্র নেতৃত্ব, বিএনপি ও জামায়াতসহ সব দল এবং সেনাবাহিনীসহ রাষ্ট্রের সব প্রতিষ্ঠান সর্বাত্মক সমর্থন দিয়েছিল।

এতবড় সমর্থন পাওয়ার পরও সেই সরকারের ব্যর্থতার অভিযোগ কেন আসছে, এমন প্রশ্ন তুলছেন রাজনীতিক ও বিশ্লেষকেরা।

তারা বলছেন, জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের প্রতি অধ্যাপক ইউনূসের দুর্বলতা রয়েছে; যা তিনি নিজে বিভিন্ন সময় প্রকাশও করেছেন।

সেই ছাত্র নেতৃত্ব যখন রাজনৈতিক দল এনসিপি গঠন করল, এই দলের প্রতিও তার পক্ষপাতিত্ব রাজনীতির বিভিন্ন ক্ষেত্রে প্রকাশ পেয়েছে। যা বিএনপিকে ক্ষুব্ধ করেছে।

যদিও উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র প্রতিনিধিদের একজন পদত্যাগ করে দলটির হাল ধরেছেন। কিন্তু আরও দুজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা পদে রয়ে গেছেন। তাদের পদত্যাগের দাবিতে এখন রাজপথে কর্মসূচি রেখেছে বিএনপি।

সরকারের গত নয় মাসে প্রথম দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পরে এনসিপির ব্যানারে বিভিন্ন ইস্যু তুলে রাজপথে অবস্থানসহ নানা কর্মসূচি পালন করতে দেখা গেছে। সর্বশেষ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভনের সামনেও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সেই পরিস্থিতিতে সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করে। বিএনপি বিভিন্ন সময় সরকারের বিরুদ্ধে এনসিপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ করেছে। এখন তারা সেই অভিযোগকে সামনে এনেছে।

অন্যদিকে, বিভিন্ন গোষ্ঠীর মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়টি আলোচিত। বিশ্লেষকেরা বলছেন, কোনো কোনো ক্ষেত্রে মব সৃষ্টি করে রাজনৈতিকসহ বিভিন্ন ইস্যুতে দাবি তুলে তা আদায়ের চেষ্টাও করা হয়েছে। এ ব্যাপারে সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছে। কোনো কোনো ক্ষেত্রে সরকারের পৃষ্ঠপোষকতা বা সমর্থনের বিষয়ও বিভিন্ন সময় আলোচনায় এসেছে।

বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতার অভিযোগ যেমন রয়েছে। অন্যদিকে, রাজনৈতিক দলগুলোর অসহযোগিতার বিষয়ও আলোচনায় আসছে।

সরকারের একাধিক উপদেষ্টা জানিয়েছেন, প্রধান উপদেষ্টা গত বৃহস্পতিবার তাদের সঙ্গে যে বৈঠক করেছেন, সেখানে অধ্যাপক ইউনূস নিজেও অংশীজনদের অসহযোগিতার কথা বলে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

বিশ্লেষকেরা রাজনীতিতে বিভক্তি, দলগুলোসহ সরকারের অংশীজনদের বিভিন্ন পক্ষের স্বার্থ নিয়ে বিরোধ এখন দৃশ্যমান হচ্ছে। সেকারণে অসহযোগিতার বিষয় প্রকট হয়েছে।

লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি, জামায়াত ও এনসিপি, এই তিনটি দলের এখন প্রভাব রয়েছে। তিনটি দলের মধ্যে সম্পর্কের টানাপোড়েন বেড়েছে। ফলে রাজনীতিতে বিভক্তি দেখা যাচ্ছে।

তিনি মনে করেন, সরকারের দিক থেকেও করিডর ইস্যুসহ বিভিন্ন বিষয়ে বিএনপিসহ দলগুলো ও অন্য অংশীজনদের সঙ্গে আলোচনা করা হয়নি। ফলে বিএনপি ও অন্য গুরুত্বপূর্ণ অংশীজনরা ক্ষুব্ধ হয়েছে।

একইসঙ্গে মহিউদ্দিন আহমদ বলেন, প্রধান উপদেষ্টার রাজনৈতিক পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে দক্ষতার ঘাটতি আছে। সবমিলিয়ে সরকার কাজ করতে পারছে না। আর সেকারণে সরকারের জন্য সংকট গভীর হয়েছে বা সরকার চ্যালেঞ্জের মুখে পড়েছে।

সরকারের ভেতর থেকেও করিডরসহ বিভিন্ন বিতর্কিত ইস্যু যখন সামনে আনা হচ্ছে, তখন সরকারের ভেতরেও কোনো গোষ্ঠী স্বার্থ বা ব্যক্তি স্বার্থ কাজ করছে কিনা- সেই প্রশ্নও রয়েছে বিশ্লেষকদের।

বিএনপিসহ দলগুলোর অবস্থান কী

দলগুলো পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং সতর্কতা অবলম্বন করছে বলে মনে হচ্ছে।তবে প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনাকে তার আবেগের বিষয় হিসেবে বর্ণনা করছে বিএনপি।

দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্র পরিচালনায় আবেগ সৃষ্টি করার কিছু নেই। তারা মনে করছেন, যখন নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করা হচ্ছে, তখন এ ধরনের আবেগের কথা বলা হচ্ছে।

এদিকে, বৃহস্পতিবার উপদেষ্টাদের সঙ্গে অনির্ধারিত বৈঠকে প্রধান উপদেষ্টা তার পদত্যাগের ভাবনার কথা বলতে গিয়ে গত সপ্তাহে বিএনপির রাজপথের কর্মসূচি নিয়েও হতাশা প্রকাশ করেছেন বলে একজন উপদেষ্টা বিবিসিকে জানান।

তবে বিএনপি নেতারা বলছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসাবে বিএনপি নেতা ইশরাক হোসেন আদালতের রায় পেয়েছেন। এরপরও তাকে সেই দায়িত্ব দেওয়া হচ্ছে না। সেকারণে তারা আন্দোলনে নেমেছেন। সরকারের পক্ষ থেকে এ দাবি মানার ক্ষেত্রে আইনি জটিলতার কথা বলা হচ্ছে।

বিএনপি অবশ্য উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম, এই দুই ছাত্র প্রতিনিধির পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগের দাবি তুলেছে। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার দাবির সঙ্গে অন্যান্য দাবি যুক্ত করে আন্দোলন অব্যাহত রাখার কথা বলছে বিএনপি।

দলটির নেতারা বলছেন, এনসিপি বিভিন্ন সময় রাস্তায় অবস্থান নিয়ে চাপের মুখে দাবি আদায়ের সংস্কৃতি তৈরি করেছে। সেখানে বিএনপির যৌক্তিক দাবি মানা হচ্ছে না। এনসিপির নেতারা এ ধরনের অভিযোগ অস্বীকার করছেন।

তবে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, দুজন ছাত্র প্রতিনিধি সরকারে থেকে যেসব কর্মকাণ্ড করছে, তারা দায় এখন সরকারকেই বহন করতে হবে।

এছাড়া নির্বাচনসহ বিএনপির সব দাবি যৌক্তিক বলে উল্লেখ করে তিনি বলেন, এসব দাবি এড়িয়ে বিভিন্ন বক্তব্য দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন দলের ভেতরেও নানা আলোচনা রয়েছে। জামায়াতের আমির শফিকুর রহমান সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে সংকট উত্তরণে সর্বদলীয় বৈঠক ডাকার পরামর্শ দিয়েছেন।

তবে দলগুলোকে বেশ সতর্ক মনে হয়েছে। নেতারা বিভিন্ন বক্তব্য তুলে ধরলেও দলগুলো দলগতভাবে কোনো বক্তব্য এখনো দেয়নি।

রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, অধ্যাপক ইউনূস চলে যেতে পারেন অথবা দলগুলোসহ অংশীজনদের আস্থায় এনে নির্বাচনের দিকে যেতে পারেন, এই দুটি পথ খোলা রয়েছে।

লেখক মহিউদ্দিন আহমদ বলেছেন, সরকার এখন নির্বাচনমুখী হলে বিএনপিসহ দলগুলো আবারও সহযোগিতা বাড়াবে এবং সংকট থেকে উত্তরণ সম্ভব বলে তিনি মনে করেন।


আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

মঙ্গলবার ১৭ জুন ২০২৫




জাহান্নামের দরজা খুলে যাবে

প্রকাশিত:শনিবার ১৪ জুন ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ জুন ২০২৫ |

Image

ইসরায়েলি হামলার জবাবে শিশু হত্যাকারী জায়নবাদী শাসকের ওপর শিগগিরই জাহান্নামের দরজা খুলে যাবে বলে মন্তব্য করেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির নতুন প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর।

শুক্রবার তিনি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি এক বার্তায় এ মন্তব্য করেছেন। ইরানের বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে।

পাকপুর বলেন, ইসরায়েলি হামলায় নিহত আমাদের সামরিক কমান্ডার, বিজ্ঞানী ও সাধারণ নাগরিকদের রক্তের বদলা নিতে এবং সর্বোচ্চ নেতার নির্দেশ পালন করতে আমরা প্রস্তুত। ইসরায়েলি শাসকের জন্য কঠিন ও বেদনাদায়ক পরিণতি অপেক্ষা করছে।

শুক্রবার ভোররাতে ইসরায়েল তেহরানসহ একাধিক শহরে ব্যাপক সামরিক হামলা চালায়। হামলায় নিহত হন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি, আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি, আইআরজিসির অ্যারোস্পেস বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরআলি হাজিজাদে এবং খাতাম আল-আনবিয়া সদর দফতরের প্রধান মেজর জেনারেল গোলাম আলী রাশিদ।

এই আক্রমণের পরই সর্বোচ্চ নেতা খামেনি পাকপুরকে নতুন আইআরজিসি প্রধান হিসেবে নিয়োগ দেন। ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা পাল্টা জবাবের জন্য প্রস্তুতি নিচ্ছে।


আরও খবর