Logo
শিরোনাম

নোবিপ্রবির ভিসি-প্রোভিসি-রেজিস্ট্রারকে অবাঞ্ছিত ঘোষণা

প্রকাশিত:রবিবার ১১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ জুন ২০২৫ |

Image
নোয়াখালী প্রতিনিধি::


শিক্ষার্থীদের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রারকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (নোবিপ্রবি) সমন্বয়করা।

শনিবার (১০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করে তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
 
এর আগে গত ৭ আগস্ট উপাচার্যসহ অন্য কর্মকর্তাদের পদত্যাগ চেয়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ে পদত্যাগ না করায় শুক্রবার (৯ আগস্ট) উপাচার্য ড. দিদারুল আলম উপ-উপাচার্য ড. আবদুল বাকি, কোষাধ্যক্ষ ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং রেজিস্ট্রার মো. জসীম উদ্দিনের কক্ষের প্রধান গেটে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর পদত্যাগ করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বনী ইয়ামিন বলেন,‘আন্দোলকারী শিক্ষার্থীদের আলটিমেটামের পর নির্লজ্জ উপাচার্য (ভিসি), উপ-উপাচার্য (প্রোভিসি) ও রেজিস্ট্রারকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। তারা আর কখনো এ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। ক্যাম্পাসের সব সমস্যা আমরা নিজেরাই সমাধান করব।  

আরও খবর



রাণীনগরে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উদযাপন

প্রকাশিত:শুক্রবার ৩০ মে ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ জুন ২০২৫ |

Image

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :

নওগাঁর রাণীনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উদযাপন করা হয়েছে। উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার জেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি মো: এছাহক আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লেঃ কর্ণেল (অবসরপ্রাপ্ত) আব্দুল লতিফ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন।অন্যদের মধ্যে, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহমুদুল হাসান বেলাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, সদস্য সচিব নওশাদুজ্জামান, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন টনিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরও খবর



ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ফের কাঁপল ইসরায়েল

প্রকাশিত:সোমবার ১৬ জুন ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ জুন ২০২৫ |

Image

পাল্টাপাল্টি হামলার মধ্যেই সোমবার (১৬ জুন) ভোরে ইরানের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে আঘাত হেনেছে। যার ফলে দেশজুড়ে রকেট সতর্কতা সাইরেন বেজে ওঠে।

নতুন হামলায় এখন পর্যন্ত তিনজন নিহত ও ৬৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি স্বেচ্ছাসেবক-ভিত্তিক জরুরি চিকিৎসা পরিষেবা সংস্থা ইউনাইটেড হাটজালাহ। টাইমস অব ইসরায়েল ও জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইসরায়েলের কেন্দ্রীয় অংশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং পেতাহ তিকভা শহরের একটি ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাত হানে। তেল আবিবেও দুটি স্থানে ক্ষেপণাস্ত্রের আঘাতের খবর পাওয়া গেছে। এরই মধ্যে আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) জনগণকে সতর্ক করে বলেছে, কেউ যেন হামলার স্থান বা ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার না করেন, কারণ শত্রুপক্ষ এসব তথ্য নজরে রেখে পরবর্তী হামলার দক্ষতা বাড়ানোর চেষ্টা করতে পারে।

ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা ম্যাগান ডেভিড এডাম (এমডিএ) জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র হামলার চারটি স্থান চিহ্নিত করেছে এবং সেখানে জরুরি সেবা দিচ্ছে। এ পর্যন্ত অন্তত ২৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা মাঝারি এবং বাকিরা হালকা আহত হয়েছেন। এছাড়া অনেকেই আতঙ্ক ও উদ্বেগে মানসিক চাপে ভুগছেন।

এদিকে হাইফা শহরেও হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানায় ইসরায়েলি সংবাদমাধ্যম কান। একই সময়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে ইসরায়েলের কিছু অঞ্চলে হুতিদের হামলার সতর্কতা সাইরেনও সক্রিয় হয়ে ওঠে।

হামলার কিছুক্ষণ পরেই ইসরায়েলের উত্তরাঞ্চল, বিশেষ করে রোশ হানিকরা এলাকায় ড্রোন অনুপ্রবেশের সতর্কতা সাইরেন বেজে ওঠে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।


আরও খবর



৭ মাস পর অনুশীলনে ফিরলেন মেসি

প্রকাশিত:মঙ্গলবার ০৩ জুন ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ জুন ২০২৫ |

Image

দীর্ঘ ৭ মাসের বিরতির পর আর্জেন্টিনা জাতীয় দলের অনুশীলনে ফিরেছেন অধিনায়ক লিওনেল মেসি। সোমবার বুয়েনোস এইরেসের বাইরে অবস্থিত এসেইজা প্রশিক্ষণ কেন্দ্রে তিনি দলের সঙ্গে অনুশীলনে অংশ নেন। এটি ছিল তার ২০২৪ সালের নভেম্বরে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার পর প্রথম জাতীয় দলের অনুশীলন।

মেসি সোমবার সকালে এসেইজা প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছান এবং দলের সঙ্গে জিমে স্টেশনারি বাইক অনুশীলনে অংশ নেন। এরপর কোচ লিওনেল স্কালোনির নেতৃত্বে মাঠে কৌশলগত অনুশীলন হয়, যেখানে আক্রমণ ও প্রতিরক্ষা রূপান্তর, ফিনিশিং, এবং ছোট দলের গেমে অংশ নেন মেসি।

আর্জেন্টিনা আগামী বৃহস্পতিবার চিলির বিপক্ষে সান্তিয়াগোতে এবং ১০ জুন কলম্বিয়ার বিপক্ষে বুয়েনোস এইরেসে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে। মেসির প্রত্যাবর্তন দলের জন্য গুরুত্বপূর্ণ, কারণ তিনি ইনজুরির কারণে মার্চের ম্যাচগুলোতে খেলতে পারেননি।

মেসির সঙ্গে দলে নতুন করে ডাক পেয়েছেন ১৭ বছর বয়সী ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো (রিভার প্লেট), ডিফেন্ডার কেভিন লোমোনাকো (ইনডিপেন্ডিয়েন্তে) এবং মারিয়ানো ট্রোইলো (বেলগ্রানো)। তাদের মধ্যে মাস্তান্তুয়ানো ইউরোপের বড় ক্লাবগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

দলে কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনজুরি ও নিষেধাজ্ঞার কারণে অনুপস্থিত থাকবেন। নিকোলাস ওতামেন্দি (বেনফিকা) নিষিদ্ধ। এনজো ফার্নান্দেজ (চেলসি) এবং লিয়ান্দ্রো পারেদেস (রোমা) হলুদ কার্ডের কারণে এক ম্যাচ নিষিদ্ধ। আলেক্সিস ম্যাক অ্যালিস্তার (লিভারপুল) ইনজুরির কারণে দলে নেই।

ইন্টার মায়ামির হয়ে মেসি সম্প্রতি দুর্দান্ত ফর্মে রয়েছেন। গত শনিবার কলম্বাস ক্রুর বিপক্ষে ৫-১ গোলের জয়ে তিনি পাঁচটি গোলের সবকটিতে অবদান রাখেন এবং টানা দ্বিতীয়বারের মতো এমএলএস 'প্লেয়ার অব দ্য উইক' নির্বাচিত হন।


আরও খবর



মাভাবিপ্রবিতে টেক্সটাইল ক্লাবের উদ্যোগে “Tex Quiz – 01” অনুষ্ঠিত

প্রকাশিত:সোমবার ২৬ মে ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ জুন ২০২৫ |

Image

‎মাভাবিপ্রবি প্রতিনিধি ‎:

‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে “Tex Quiz – 01” শীর্ষক একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে টেক্সটাইল ক্লাব।‎

‎সোমবার (২৬ মে) দুপুর ২টায় বিভাগের নির্ধারিত কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে টেক্সটাইল বিভাগের বিভিন্ন বর্ষের প্রায় শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে আয়োজনটি অত্যন্ত উৎসবমুখর হয়ে ওঠে।

‎প্রতিযোগিতাটি দুইটি ক্যাটাগরিতে বিভক্ত ছিল — সিনিয়র ও জুনিয়র। প্রতিটি ক্যাটাগরি থেকে সেরা তিনজন করে মোট ছয়জন শিক্ষার্থীকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। কুইজে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্বপূর্ণ শাখা যেমন— স্পিনিং, উইভিং, নিটিং, ডাইং, ফিনিশিং ও গার্মেন্টস সংক্রান্ত বিষয়ে প্রশ্ন রাখা হয়।

‎অনুষ্ঠানের পুরস্কার বিতরণী পর্বে বিভাগের সকল শিক্ষক উপস্থিত ছিলেন।

‎টেক্সটাইল বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, “এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান অর্জনে সহায়তা করে এবং তাদের মধ্যে পেশাগত মনোভাব গড়ে তোলে।”

‎টেক্সটাইল ক্লাবের সভাপতি সাকিব বলেন,Tex Quiz – 01 আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান চর্চার সুযোগ করে দিয়েছি। তারা খুব উৎসাহ নিয়ে অংশ নিয়েছে, যা আমাদের অনুপ্রাণিত করে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করতে চাই, যাতে সবার অংশগ্রহণ নিশ্চিত হয়।

‎টেক্সটাইল ক্লাবের সাধারণ সম্পাদক রাকিব বলেন, “শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের সাফল্যের মূল ভিত্তি। আমরা চাই তারা নিয়মিতভাবে এ ধরনের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণ করুক।

‎টেক্সটাইল ক্লাবের সহ-সভাপতি মো. হ্নদয় হোসেন বলেন,“Tex Quiz – 01 ছিল আমাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা। অংশগ্রহণকারীদের ব্যাপক সাড়া আমাদের ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের জন্য উৎসাহিত করেছে।”

‎উল্লেখ্য, টেক্সটাইল ক্লাব বস্ত্র প্রকৌশল শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকাশ, পেশাদারিত্বের উন্নয়ন, উদ্যোক্তা মনোভাব গড়ে তোলা এবং দেশের শীর্ষস্থানীয় টেক্সটাইল পেশাজীবীদের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।


আরও খবর



আপনার ফোনে অ্যাপসগুলো থাকলে এখনই ডিলিট করুন

প্রকাশিত:মঙ্গলবার ১৭ জুন ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ জুন ২০২৫ |

Image

বিশ্বব্যাপী স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এক গুরুতর সতর্কবার্তা দিয়েছে সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান সাইবেল। প্রতিষ্ঠানটি সম্প্রতি এমন কিছু বিপজ্জনক অ্যাপের তালিকা প্রকাশ করেছে, যেগুলো মূলত ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট ব্যবহারকারীদের টার্গেট করে অর্থ চুরি করছে।

এই অ্যাপগুলো দেখতে জনপ্রিয় ডিজিটাল ওয়ালেট অ্যাপের মতো, যেমন- সুশিসোয়াপ, প্যানকেকসোয়াপ, হাইপারলিকুইড, রেডিয়াম ইত্যাদি। তবে এগুলো আসলে প্রতারণামূলক ফিশিং অ্যাপ, যা ব্যবহারকারীর ব্যক্তিগত মেমোনিক ফ্রেজ বা গোপন কোড চেয়ে নেয় এবং তারপর আসল ওয়ালেট থেকে সম্পূর্ণ অর্থ তুলে নেয়।

সাইবেল জানায়, এই অ্যাপগুলো গুগল প্লে স্টোরেও প্রবেশ করতে সক্ষম হয়েছিল। এতে ব্যবহার করা হয়েছে হুবহু আসল অ্যাপের নাম, আইকন এবং বিবরণ। এমনকি হ্যাক করা ডেভেলপার অ্যাকাউন্ট ব্যবহার করে এগুলো আপলোড করা হয়, যাতে ব্যবহারকারীদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়।

মুছে ফেলতে বলা বিপজ্জনক অ্যাপগুলোর তালিকা:

প্যানকেকসোয়াপ (PancakeSwap)

সুশিসোয়াপ (SushiSwap)

হাইপারলিকুইড (Hyperliquid)

রেডিয়াম (Raydium)

বুলএক্স ক্রিপ্টো (BullX Crypto)

সুইয়েট ওয়ালেট (Suiet Wallet)

ওপেন ওসান এক্সচেঞ্জ (OpenOcean Exchange)

মিটিওরা এক্সচেঞ্জ (Meteora Exchange)

হারভেস্ট ফাইন্যান্স ব্লগ (Harvest Finance Blog)

প্রতিটি অ্যাপে একই ধরনের ফিশিং লিংক, কোড এবং গঠন লক্ষ্য করা গেছে, যা প্রমাণ করে এগুলো একটি সুসংগঠিত আন্তর্জাতিক সাইবার অপরাধ চক্রের অংশ।

কী করণীয় আপনার?

যদি আপনার ফোনে উপরের তালিকায় থাকা কোনো অ্যাপ থাকে, অবিলম্বে মুছে ফেলুন।

ক্রিপ্টো ওয়ালেট বা এক্সচেঞ্জ অ্যাপ ডাউনলোড করার সময় শুধুমাত্র তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রাপ্ত লিংক ব্যবহার করুন।

সবসময় গুগল প্লে প্রোটেক্ট চালু রাখুন।

সাইবেল আরও জানায়, এখন পর্যন্ত অন্তত ৫০টিরও বেশি ভুয়া ডোমেইন থেকে এই ধরনের প্রতারণামূলক অ্যাপ ছড়ানো হয়েছে। এরই মধ্যে বেশিরভাগ অ্যাপকে শনাক্ত করে গুগলকে রিপোর্ট করা হয়েছে।


আরও খবর