Logo
শিরোনাম

নওগাঁয় নিহত বিএনপি'র কর্মীর পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত:শুক্রবার ১৬ আগস্ট ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৩ অক্টোবর ২০২৪ |

Image

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ 

নওগাঁর মান্দায় নিহত বিএনপি'র কর্মী রমজান আলীর পরিবারকে জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

নওগাঁ জেলা (পূর্ব) জামায়াতের আমির খন্দকার মোঃ আব্দুর রাকিব গতকাল বিকেলে নিহতের স্ত্রী সামছুন্নাহারের হাতে আর্থিক সহায়তা বাবদ নগদ  এক লাখ টাকা তুলে দেন।

এসময় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, জেলা যুব জামায়াতের সভাপতি আবু শিহাব মন্ডল, উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম, সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস খান, মান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত রবিবার ১১আগস্ট দুপুরে মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের সোনাপুর ফকিরপাড়া গ্রামের বাসিন্দা ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপি'র সদস্য রমজান আলী (৭০) কে পিটিয়ে হত্যা করে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়েন। এ অবস্থায় জামায়াতের পক্ষ থেকে পরিবারকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

মান্দা উপজেলা জামায়াতের একটি সূত্র জানায়, এর আগে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত গার্মেন্টসকর্মী কসবের মোঃ রাসেল (১৫) এর পরিবারকেও এক লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে। এছাড়াও নওগাঁ’র অন্যান্য উপজেলার নিহত প্রতিটি পরিবারে  ১ লাখ টাকা করে প্রদান করা হয়।


আরও খবর



হত্যা মামলায় নওগাঁ থেকে আটককৃত আ.লীগ নেতা ডাবলু ৫ দিনের রিমান্ডে

প্রকাশিত:শনিবার ০৫ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১২ অক্টোবর ২০২৪ |

Image

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁ থেকে আটককৃত আ.লীগ নেতা ডাবলু সরকার ৫ দিনের রিমান্ডে।

রাজশাহীতে ছাত্র-জনতার আন্দোলনে দু'জন শিক্ষার্থী হত্যা মামলায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার সহ যুবলীগের অস্ত্রধারী সন্ত্রাসী জহুরুল হক রুবেল কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে। শনিবার শুনানি শেষে ডাবলু সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ আদালত। এছাড়া রুবেল এর ৩ দিন রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ আদালত।

শনিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফয়সাল তারেকের আদালতে তাদেরকে একে একে হাজির করা হয়।

এ সময় তাদের উপস্থিতিতেই পৃথক ভাবে রিমান্ড শুনানী শেষে রিমান্ড আবেদন মঞ্জুর করেন বিজ্ঞ আদালতের বিচারক।

শনিবার বিকেলে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে প্রিজন ভ্যানে ডাবলু সরকার ও রুবেলকে পৃথক ভাবে আদালতে আনা হয়। আদালতে নেওয়ার সময় তাদের মাথায় পুলিশের হেলমেট ও শরীরে বুলেট প্রুফ জ্যাকেট পড়ানো ছিলো।

গত শুক্রবার ৪ অক্টোবর নওগাঁ থেকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে আটক করেন র‌্যাব-৫, এর অভিযানিক দল। আটকের পর রাজশাহী নিয়ে এসে মহানগরের বোয়ালিয়া থানার দুটি হত্যা সহ মোট ৮টি মামলায় ডাবলু সরকারকে গ্রেফতার দেখানো হয়। অপরদিকে গত ১৩ সেপ্টেম্বর কুমিল্লা থেকে গ্রেফতার হোন রুবেল। তাকে দুটি হত্যা সহ ৪টি মামলায় গ্রেফতার দেখানো হয় ঐ সময়। গ্রেফতারের পর রুবেলকে দু'দফা পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছিলো। 

সর্বশেষ ১০ দিনের রিমান্ড শেষে গত শনিবার বিকেলে রুবেলকে আবারও আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে ৩ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর রুবেলকে আদালতে হাজির করার প্রায় ২০ মিনিট আগে ডাবলু সরকারকেও একই আদালতে তোলা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একই আদালতের বিচারক।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এর কোর্ট পরিদর্শক (প্রসিকিউশন) আবদুর রফিক জানান, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ইসলামী ছাত্র শিবির নেতা আলী রায়হান হত্যা মামলায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আনজুম হত্যা মামলায় যুবলীগ নেতা রুবেলকে রিমান্ডে নেওয়া হয়েছে।

এ দু'জন ছাত্র হত্যা মামলার তদন্ত করছেন রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক মশিউর রহমান।


আরও খবর



এমপক্সের প্রথম টিকার অনুমোদন দিলো ডব্লিউএইচও

প্রকাশিত:শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ০৯ অক্টোবর ২০২৪ |

Image

বৈশ্বিক প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এমপক্সের প্রথম টিকার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সংস্থাটির প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস এক বিবৃতিতে এ তথ্য জানান।

আফ্রিকার গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র থেকে চলতি বছর এমপক্সের প্রাদুর্ভাব শুরু হয়েছে। দেশটিতে এমপক্সের প্রথম টিকা এমভিএ-বিএন পৌঁছানোর পর ডব্লিউএইচও এই টিকার অনুমোদন দিলো

বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, এমপক্সের প্রথম টিকার প্রাথমিক অনুমোদন ভাইরাসজনিত রোগটি মোকাবিলার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই রোগের সংক্রমণ, বিস্তার ও প্রাণহানি ঠেকাতে, আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে এমন দেশে সবার আগে টিকা পৌঁছাতে হবে

সংস্থাটির প্রাথমিক অনুমোদন থাকায় এই টিকা জাতিসংঘসহ সব আন্তর্জাতিক সংস্থা সংগ্রহ করতে পারবে

চলতি বছর কঙ্গো প্রজাতন্ত্রে প্রথম এমপক্স শনাক্ত হয়। গত জানুয়ারি থেকে দেশটিতে প্রায় ২২ হাজার মানুষের মধ্যে ভাইরাসটি শনাক্ত হয়েছে। রোগটিতে প্রাণ হারিয়েছেন ৭শ ১৬ জন। কঙ্গোর পর আফ্রিকার দেশগুলোতেও এমপক্স শনাক্ত হয়। পরে ইউরোপ ও এশিয়ার বেশ কয়েকটি দেশেও ছড়িয়ে পড়ে এটি

সাম্প্রতিক প্রাদুর্ভাবকে বিশ্বের জন্য উদ্বেগজনক হিসেবে উল্লেখ করে জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে ডব্লিউএইচও। ভাইরাসটি মোকাবিলায় এবার সংস্থাটি প্রাথমিকভাবে প্রথম মাঙ্কিপক্স টিকার অনুমোদন দিলো


আরও খবর



নওগাঁয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত:শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০24 | হালনাগাদ:রবিবার ১৩ অক্টোবর ২০২৪ |

Image

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়ন ছাত্র সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২০ সেপ্টেম্বর বিকেলে ১০ ভীমপুর ইউনিয়নের হাট চকগৌরি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। 

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন, ভীমপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শ্রী রাম প্রসাদ ভদ্র ও হাট চকগৌরি বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক রুবেল হোসেন।

উক্ত ফুটবল খেলায় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম,  হাফিজুর রহমান (রিপন), ভীমপুর ইউপি'র সাবেক ইউপি সদস্য আবদুল মজিদ এবং চৌমাসিয়া (নওহাটামোড়) মোড় বাজার শাখা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, রিপন হোসেন এবং ধারাভাষ্যকারে ছিলেন মোঃ জুয়েল হোসেন সহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন। 

এ সময় ভীমপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শ্রী রাম প্রসাদ ভদ্র জানান, খেলাধুলা মানসিক এবং শারীরিক বিকাশের অপরিসীমাহীন ভূমিকা রাখে। ছাত্র এবং যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলায় আগ্রহী করে গড়ে তুলতে হবে এতে করে ছাত্র- যুব সমাজ মাদক থেকে এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। এই ধরনের খেলাধুলা মাঝে মধ্যে আয়োজন করা উচিত বলে মনে করছি এবং আমি ইউপি চেয়ারম্যান হিসাবে খেলাধুলা বিষয়ে সার্বক্ষণিক আমার সহযোগিতা থাকবে বলে জানান। 

৬০ মিনিট খেলার মধ্যে কোন দল গোল করতে না পারায় পরবর্তীতে ট্রাইফিকারের মাধ্যমে ৪-৩ এর ব্যবধানে উজানী ফুটবল দলকে হারিয়ে সান্তাহার ফুটবল দল ১-০ গোলে এগিয়ে বিজয়ী হয়। বিজয় ফুটবল দলকে প্রথম পুরস্কার হিসেবে একটি খাসি ছাগল পুরস্কার দেয় এবং পরাজিত দলকে দুইটি রাজহাঁস পুরস্কার দেয়।


আরও খবর



বাংলাদেশ জাসদ জাতীয় কমিটির সভায়

সংবিধান সংস্কার প্রসঙ্গে ঐক্যমতের জন্য রাজনৈতিক দলসমূহের সাথে মত বিনিময়ের সিদ্ধান্ত

প্রকাশিত:শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ |

Image

২০ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল – বাংলাদেশ জাসদ জাতীয় কমিটির তৃতীয় সভা ঢাকাতে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে দলের সভাপতি জনাব শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন দলের সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সর্বজনাব মুশতাক হোসেন, আবদুল কাদের হাওলাদার, নুরুল আলম মন্টু, হেমায়েতুল্লাহ হিরো, এটিএম মহব্বত আলী, শহীদুল ইসলাম মিরন, করিম সিকদার, রফিকুল ইসলাম খোকন, বাদল খান, আনোয়ারুল ইসলাম বাবু, নাসিরুল হক নওয়াব, মনজুর আহমেদ মনজু প্রমুখ। সভা পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী সাজু। সভায় ৩০ টি জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে জুলাই-আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানে শহীদ ও সাম্প্রতিককালে মৃত্যুবরণকারী দলের সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় জাসদ (ইনু) যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাসদে যোগদানের জন্য জনাব রোকনুজ্জামান রোকনকে সম্বর্ধিত করা হয়।


সভায় গৃহীত প্রস্তাবাবলীঃ

১। ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থান বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ ও একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলে এ সভা মনে করে। স্বৈরতন্ত্র, কর্তৃত্ববাদ ও ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন স্তরে শুধুমাত্র ব্যক্তি পরিবর্তন নয়, ব্যবস্থা-কাঠামো-দর্শন বদলের মাধ্যমেই তা হতে পারে। তবে ছাত্র গণঅভ্যুত্থানের সুযোগে বিভিন্ন স্থানে সুযোগসন্ধানীরা যেভাবে লুটপাট, দখল, পিটিয়ে হত্যা, আইন নিজের হাতে তুলে নেয়ার মত ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। বিশেষ করে, সম্প্রতি এক দল হীনমন্য দুর্বৃত্ত কর্তৃক বাংলাদেশ জাসদের সাবেক কার্যকরী সভাপতি সাবেক সংসদ সদস্য জনাব মইন উদ্দীন খান বাদলের সমাধি ভাংচুর ও আগুন দেয়ার ঘটনা একটি জঘন্য অপরাধ। ক্লোজ সার্কিট ক্যামেরায় চিহ্নিত দুর্বৃত্ত ও তাদের হুকুমদাতাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। একই সাথে এ সভা হিন্দু সম্প্রদায় ও পাহাড়ী জনগোষ্ঠীর ওপর  সংঘবদ্ধ হামলা, মাজার-মন্দির-বৌদ্ধ মন্দিরে হামলার কঠোর নিন্দা ও তা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছে। ছাত্র গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ও সামাজিক শক্তিসমূহ যদি এ ধরণের নৈরাজ্য প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে জনজীবনে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ব্যাপারে কার্যকর ভূমিকা পালনে ব্যর্থ হয়, তাহলে গণঅভ্যুত্থানের গৌরব মুখ থুবড়ে পড়বে এবং দেশে ভিন্ন চেহারার দীর্ঘস্থায়ী প্রাতিষ্ঠানিক স্বৈরশাসনের কবলে পড়তে পারে।

২। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বাংলাদেশ জাসদ নেতৃবৃন্দের সাথে বৈঠকে মাননীয় প্রধান উপদেষ্টা রাষ্ট্রের সংস্কারের বিষয়ে দলের মতামত সম্পর্কে অবহিত হবার আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশ জাসদের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টাকে সংক্ষিপ্ত আকারে ৮ দফা প্রস্তাবনা পেশ করা হয়। তিনি ও উপস্থিত অন্যান্য উপদেষ্টা এ বিষয়ে আরো বিশদ প্রস্তাবনা কামনা করেন। পরবর্তীতে মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে রাষ্ট্র সংস্কার বিষয়ে ৬টি কমিটি গঠনের ঘোষণা দেন। এ সব বিষয় ও দলের রাজনৈতিক কর্তব্য বিবেচনা করে এ সভা এ ৬টি বিষয় সহ শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে নীতিগত প্রস্তাবনা প্রস্তুত করার সিদ্ধান্ত গ্রহণ করে। সে সাথে এ সব বিষয়ে বিশেষ করে সংবিধান সংস্কার প্রশ্নে ঐক্যমত সৃষ্টির জন্য সকল রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মত বিনিময় করার জন্য এ সভা সিদ্ধান্ত গ্রহণ করছে।

৩। ছাত্র গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র নেতৃত্ব কর্তৃক নতুন রাজনৈতিক দল গঠনকে এ সভা স্বাগত জানায়। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারে অংশগ্রহণ করে রাষ্ট্রীয় আনুকূল্যে নতুন রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা গ্রহণযোগ্য নয় বলে এ সভা মনে করে। সেটা স্বার্থের সংঘাত সৃষ্টি করবে। বিষয়টি স্বচ্ছতার সাথে ছাত্র নেতৃত্ব খোলাসা করবেন বলে আমরা আশা করি।

৪। আগামী ৩১ অক্টোবর ২০২৪ দলের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক আকারে উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


আরও খবর



উৎপাদনে ফিরেছে আশুলিয়ার পোশাক কারখানা

প্রকাশিত:সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ |

Image

সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত হওয়ায় আজ ছুটির দিনেও ১৪০০ পোশাক কারখানায় কাজ চলছে। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন বলে জানা গেছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন

পুলিশ সুপার বলেন, টানা কয়েকদিন পোশাক খাতে শ্রমিক অসন্তোষের কারণে কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। তাই এক হাজার ৮৩৬টি পোশাক কারখানার মধ্যে এক হাজার ৪০০টি পোশাক কারখানায় শ্রমিকরা কাজ করছেন। ওইসব পোশাক কারখানায় উৎপাদন কাজ চলছে। তবে রেডিয়েন্ট নামে একটি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে গেলেও ম্যানেজমেন্টের লোক না আসায় এখন কর্মবিরতি পালন করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবিলায় শিল্প পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি

প্রসঙ্গত, টানা ১৫ দিনের বেশি সময় ধরে শিল্পাঞ্চল আশুলিয়ায় বিভিন্ন দাবি নিয়ে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ পোশাক রপ্তানিকারক ও প্রস্তুতকারক সমিতি (বিজিএমইএ) কয়েক দফায় কারখানার মালিক, শ্রমিক রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে বৈঠক ও শ্রমিক সমাবেশ করেছে। তবে গত সপ্তাহের তুলনায় এ শিল্পখাতে চলতি সপ্তাহে অবস্থার উন্নতি হয়েছে


আরও খবর

কমেছে ডিম-পেঁয়াজ-আলুর দাম

শুক্রবার ১১ অক্টোবর ২০২৪