২০ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল – বাংলাদেশ জাসদ জাতীয় কমিটির তৃতীয় সভা ঢাকাতে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে দলের সভাপতি জনাব শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন দলের সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সর্বজনাব মুশতাক হোসেন, আবদুল কাদের হাওলাদার, নুরুল আলম মন্টু, হেমায়েতুল্লাহ হিরো, এটিএম মহব্বত আলী, শহীদুল ইসলাম মিরন, করিম সিকদার, রফিকুল ইসলাম খোকন, বাদল খান, আনোয়ারুল ইসলাম বাবু, নাসিরুল হক নওয়াব, মনজুর আহমেদ মনজু প্রমুখ। সভা পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী সাজু। সভায় ৩০ টি জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে জুলাই-আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানে শহীদ ও সাম্প্রতিককালে মৃত্যুবরণকারী দলের সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় জাসদ (ইনু) যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাসদে যোগদানের জন্য জনাব রোকনুজ্জামান রোকনকে সম্বর্ধিত করা হয়।
সভায় গৃহীত প্রস্তাবাবলীঃ
১। ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থান বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ ও একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলে এ সভা মনে করে। স্বৈরতন্ত্র, কর্তৃত্ববাদ ও ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন স্তরে শুধুমাত্র ব্যক্তি পরিবর্তন নয়, ব্যবস্থা-কাঠামো-দর্শন বদলের মাধ্যমেই তা হতে পারে। তবে ছাত্র গণঅভ্যুত্থানের সুযোগে বিভিন্ন স্থানে সুযোগসন্ধানীরা যেভাবে লুটপাট, দখল, পিটিয়ে হত্যা, আইন নিজের হাতে তুলে নেয়ার মত ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। বিশেষ করে, সম্প্রতি এক দল হীনমন্য দুর্বৃত্ত কর্তৃক বাংলাদেশ জাসদের সাবেক কার্যকরী সভাপতি সাবেক সংসদ সদস্য জনাব মইন উদ্দীন খান বাদলের সমাধি ভাংচুর ও আগুন দেয়ার ঘটনা একটি জঘন্য অপরাধ। ক্লোজ সার্কিট ক্যামেরায় চিহ্নিত দুর্বৃত্ত ও তাদের হুকুমদাতাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। একই সাথে এ সভা হিন্দু সম্প্রদায় ও পাহাড়ী জনগোষ্ঠীর ওপর সংঘবদ্ধ হামলা, মাজার-মন্দির-বৌদ্ধ মন্দিরে হামলার কঠোর নিন্দা ও তা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছে। ছাত্র গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ও সামাজিক শক্তিসমূহ যদি এ ধরণের নৈরাজ্য প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে জনজীবনে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ব্যাপারে কার্যকর ভূমিকা পালনে ব্যর্থ হয়, তাহলে গণঅভ্যুত্থানের গৌরব মুখ থুবড়ে পড়বে এবং দেশে ভিন্ন চেহারার দীর্ঘস্থায়ী প্রাতিষ্ঠানিক স্বৈরশাসনের কবলে পড়তে পারে।
২। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বাংলাদেশ জাসদ নেতৃবৃন্দের সাথে বৈঠকে মাননীয় প্রধান উপদেষ্টা রাষ্ট্রের সংস্কারের বিষয়ে দলের মতামত সম্পর্কে অবহিত হবার আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশ জাসদের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টাকে সংক্ষিপ্ত আকারে ৮ দফা প্রস্তাবনা পেশ করা হয়। তিনি ও উপস্থিত অন্যান্য উপদেষ্টা এ বিষয়ে আরো বিশদ প্রস্তাবনা কামনা করেন। পরবর্তীতে মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে রাষ্ট্র সংস্কার বিষয়ে ৬টি কমিটি গঠনের ঘোষণা দেন। এ সব বিষয় ও দলের রাজনৈতিক কর্তব্য বিবেচনা করে এ সভা এ ৬টি বিষয় সহ শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে নীতিগত প্রস্তাবনা প্রস্তুত করার সিদ্ধান্ত গ্রহণ করে। সে সাথে এ সব বিষয়ে বিশেষ করে সংবিধান সংস্কার প্রশ্নে ঐক্যমত সৃষ্টির জন্য সকল রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মত বিনিময় করার জন্য এ সভা সিদ্ধান্ত গ্রহণ করছে।
৩। ছাত্র গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র নেতৃত্ব কর্তৃক নতুন রাজনৈতিক দল গঠনকে এ সভা স্বাগত জানায়। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারে অংশগ্রহণ করে রাষ্ট্রীয় আনুকূল্যে নতুন রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা গ্রহণযোগ্য নয় বলে এ সভা মনে করে। সেটা স্বার্থের সংঘাত সৃষ্টি করবে। বিষয়টি স্বচ্ছতার সাথে ছাত্র নেতৃত্ব খোলাসা করবেন বলে আমরা আশা করি।
৪। আগামী ৩১ অক্টোবর ২০২৪ দলের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক আকারে উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।