Logo
শিরোনাম

নওগাঁয় তোপের মুখে পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান

প্রকাশিত:বৃহস্পতিবার ২২ আগস্ট ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৩ অক্টোবর ২০২৪ |

Image

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁর মান্দায় বিভিন্ন অনিয়ম, দূর্নীতি ও স্বেচ্ছাচারিতা এবং ক্ষমতার অপব্যাবহার করার অভিযোগে তোপের মুখে পদত্যাগ করতে বাধ্য  হয়েছেন পরানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান উজ্জল।আন্দোলনকারীদের তোপের মুখে বৃহস্পতিবার সকাল ১১ টারদিকে পদত্যাগ করতে বাধ্য হন তিনি।  এ সময় চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জলকে গ্রেপ্তারের দাবিতে অবরুদ্ধ করে বিক্ষোভ প্রদর্শন উত্তেজিত জনতা। সংবাদ পেয়ে সেনা সদস্যরা সেখান পৌছে চেয়ারম্যান উজ্জলকে উদ্ধার করে ইউএনওর কার্যালয়ে নিয়ে আসেন। পরে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। আন্দোলনের সমন্বয়ক আব্দুস সামাদ বলেন, ইউনিয়ন পরিষদ সংস্কার কাজের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। চেয়ারম্যান উজ্জ্বল এক লাখ টাকায় শুধুমাত্র রঙের কাজ করে সমুদয় টাকা আত্মসাৎ করেন। এ ছাড়া এলজিএসপির বরাদ্দকৃত অর্থের কোনো কাজ না করে আত্মসাৎ করেন তিনি। সমন্বয়ক আব্দুস সামাদ আরো বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজির চাল চেয়ারম্যান উজ্জ্বল তার নিজস্ব লোকদের দিয়ে কিনে পরে বেশি দামে বাজারে বিক্রি করেন। এ ছাড়া টিসিবি ও ভিজিডির চাল বিতরণ ক্ষেত্রেও ব্যাপক অনিময় করেন চেয়ারম্যান উজ্জল।

জানা গেছে, এডিপি, টিআর ও কাবিখা প্রকল্পের অনুকূলে বরাদ্দকৃত অর্থও নয়ছয় করা হয়েছে। হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স হতে প্রাপ্ত অর্থ ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন চেয়ারম্যান।  

পরানপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য কামরুজ্জামান সরদার বলেন, গোপালপুর হাটের উন্নয়নের জন্য ৮ লাখ টাকা ৮২ হাজার টাকা বরাদ্দ পাওয়া যায়। হাটের সিসি ক্যামেরা স্থাপন ও ড্রেন নির্মাণ প্রকল্পে আমাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এ দুটি প্রকল্পে বরাদ্দ ছিল ৪ লাখ টাকা। সিসি ক্যামেরা স্থাপনের কাজ সমাপ্ত হলেও ড্রেন নির্মাণ কাজটি এখন পর্যন্ত শুরু করা হয়নি। অথচ দু’টি প্রকল্পের বরাদ্দকৃত টাকা উত্তোলন করা হয়েছে। অবশিষ্ট ৪ লাখ ৮২ হাজার টাকারও কোনো হদিস নেই।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু বলেন, চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জ্বল পদত্যাগ পত্র দিয়েছেন। পরে সেনাসদস্যরা তাকে বাড়িতে পৌঁছে দেন।


আরও খবর



মালয়েশিয়ায় সব এজেন্সির জন্য বাজার উন্মুক্ত চায় বাংলাদেশ

প্রকাশিত:শনিবার ০৫ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৩ অক্টোবর ২০২৪ |

Image

প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে বাংলাদেশের সব রিক্রুটমেন্ট এজেন্সির (বৈধ) জন্য দেশটির শ্রমবাজার খুলে দিতে অনুরোধ করেছেন।

শনিবার (৫ অক্টোবর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও কল্যাণ বিষয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং মালয়েশিয়ার পারকেসার মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা জানান তিনি

আসিফ নজরুল জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আমরা তিনটি বিষয় বলেছি। একটা হচ্ছে বন্ধ বাজার ওপেন করা, যেন নতুন করে কর্মী যেতে পারে। দ্বিতীয় হচ্ছে ১০০ জনের যে সিন্ডিকেট ছিল সেটা সবার জন্য ওপেন করে দেওয়া, সব রিক্রুটমেন্ট এজেন্সির জন্য ট্রান্সপারেন্ট করা। আর কর্মীদের বেতন বাড়ানোর বিষয়ে বলেছি


আরও খবর



হত্যা মামলায় নওগাঁ থেকে আটককৃত আ.লীগ নেতা ডাবলু ৫ দিনের রিমান্ডে

প্রকাশিত:শনিবার ০৫ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১২ অক্টোবর ২০২৪ |

Image

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁ থেকে আটককৃত আ.লীগ নেতা ডাবলু সরকার ৫ দিনের রিমান্ডে।

রাজশাহীতে ছাত্র-জনতার আন্দোলনে দু'জন শিক্ষার্থী হত্যা মামলায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার সহ যুবলীগের অস্ত্রধারী সন্ত্রাসী জহুরুল হক রুবেল কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে। শনিবার শুনানি শেষে ডাবলু সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ আদালত। এছাড়া রুবেল এর ৩ দিন রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ আদালত।

শনিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফয়সাল তারেকের আদালতে তাদেরকে একে একে হাজির করা হয়।

এ সময় তাদের উপস্থিতিতেই পৃথক ভাবে রিমান্ড শুনানী শেষে রিমান্ড আবেদন মঞ্জুর করেন বিজ্ঞ আদালতের বিচারক।

শনিবার বিকেলে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে প্রিজন ভ্যানে ডাবলু সরকার ও রুবেলকে পৃথক ভাবে আদালতে আনা হয়। আদালতে নেওয়ার সময় তাদের মাথায় পুলিশের হেলমেট ও শরীরে বুলেট প্রুফ জ্যাকেট পড়ানো ছিলো।

গত শুক্রবার ৪ অক্টোবর নওগাঁ থেকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে আটক করেন র‌্যাব-৫, এর অভিযানিক দল। আটকের পর রাজশাহী নিয়ে এসে মহানগরের বোয়ালিয়া থানার দুটি হত্যা সহ মোট ৮টি মামলায় ডাবলু সরকারকে গ্রেফতার দেখানো হয়। অপরদিকে গত ১৩ সেপ্টেম্বর কুমিল্লা থেকে গ্রেফতার হোন রুবেল। তাকে দুটি হত্যা সহ ৪টি মামলায় গ্রেফতার দেখানো হয় ঐ সময়। গ্রেফতারের পর রুবেলকে দু'দফা পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছিলো। 

সর্বশেষ ১০ দিনের রিমান্ড শেষে গত শনিবার বিকেলে রুবেলকে আবারও আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে ৩ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর রুবেলকে আদালতে হাজির করার প্রায় ২০ মিনিট আগে ডাবলু সরকারকেও একই আদালতে তোলা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একই আদালতের বিচারক।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এর কোর্ট পরিদর্শক (প্রসিকিউশন) আবদুর রফিক জানান, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ইসলামী ছাত্র শিবির নেতা আলী রায়হান হত্যা মামলায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আনজুম হত্যা মামলায় যুবলীগ নেতা রুবেলকে রিমান্ডে নেওয়া হয়েছে।

এ দু'জন ছাত্র হত্যা মামলার তদন্ত করছেন রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক মশিউর রহমান।


আরও খবর



লালমনিরহাটে জেলা প্রশাসকের মতবিনিময়

প্রকাশিত:শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০24 | হালনাগাদ:শনিবার ১২ অক্টোবর ২০২৪ |

Image

নিজস্ব প্রতিবেদক : জেলা পর্যায়ে বিভিন্ন শ্রেণি পেশা ও গন্যমান্য ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক এইচ এম রাকিব হায়দার।

১৮ সেপ্টেম্বর বুধবার বিকেল সাড়ে তিনটায় লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় শিক্ষক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ছাত্র উপদেষ্টা সাংবাদিক, ধর্মীয় নেতা বিশিষ্ট নাগরিকদের সাথে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নানা পেশার মানুষ তাদের বিষয়ের সম্ভবনা ও সমস্যার বক্তব্য তুলে ধরেন। তুলে ধরা বক্তব্যের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল মাদক নির্মূল,আইন শৃঙ্খলার উন্নতি, বিদ্যমান সমস্যা।

মতবিনিময় বিভিন্ন প্রশ্নের জবাব জেলা প্রশাসক বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে তা দ্রুত সমাধান হবে। জেলার উন্নয়নের কার্যক্রম কীভাবে এগিয়ে নেয়া যায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। সভার মধ্যে যে আলোচনা হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রতিটি বিষয় প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হবে।

এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক টি এম এ মোমিন, সহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরও খবর



এজেন্সির সাহায্য ছাড়া নিজে যেভাবে ফিলিপাইনের ভিসা করবেন

প্রকাশিত:মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৩ অক্টোবর ২০২৪ |

Image

স্টেপ বাই স্টেপ গাইডলাইন  :-

১ - ট্যুরিস্ট ভিসায় আপনার আগ্রহ প্রকাশ করে ফিলিপাইন দূতাবাসে একটি ইমেল পাঠাবেন - ([email protected])


২ - ফিডব্যাক মেইলে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম সহ যে সকল ডকুমেন্টস লাগবে তার একটি চেকলিস্ট পাবেন। এবং তারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নেয়ার জন্য একটি লিংক দিবে‌। ওই লিংকে গিয়ে আপনার বেসিক ইনফরমেশন গুলো দিবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে ওখানে সাবমিট করবেন। 


৩ - এখন আসি আপনার যে সকল ডকুমেন্টস লাগবে - 


➡️‌ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম নির্ভুলভাবে পূরণ করবেন


➡️২*২" সাইজের ছবি; অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে।


➡️ ভিসা রিকোয়েস্ট লেটার - আপনি কে, কি করেন, কেন যেতে চান, কত দিন থাকবেন, কোন শহরগুলিতে যাবেন, আপনার সাথে পরিবারের কে কে যাচ্ছে - এসব লিখবেন, আপনার পূর্বের ট্রাভেল হিস্টোরি উল্লেখ করবেন। 


➡️ ব্যাংক স্টেটমেন্ট : এক জনের জন্য মিনিমাম ৩-৫লক্ষ টাকা ব্যালেন্স সহ লাস্ট ছয় মাসের স্টেটমেন্ট দেখাতে হবে। বিজনেস একাউন্টে অবশ্যই প্রতিমাসে ৫/১০ টা লেনদেন থাকতে হবে।

যদি ৩ জন ফ্যামিলি মেম্বার আবেদন করেন তাহলে একজনের স্টেটমেন্ট দেখালেই হবে এবং কমপক্ষে ৬-১০ লক্ষ প্লাস ব্যালেন্স দেখাতে হবে। সেই সাথে সল্ভেন্সি সার্টিফিকেট দিবেন


➡️ ফ্লাইট বুকিং: শেয়ারট্রিপ অথবা গো জায়ান থেকে নন পেইড টিকেট বুক করবেন আর পেমেন্ট মেথড দিবেন ক্যাশ অন ডেলিভারি। এটা প্রিন্ট করে নিলেই হবে। অন্যথায় কোন এজেন্সি থেকে করে নিবেন।


➡️ হোটেল বুকিং: বুকিং ডট কম অথবা অ্যাগোডা থেকে একটা ননপেইড বুকিং দিবেন; ফিল্টার থেকে বুক উইদআউট ক্রেডিট কার্ড সিলেক্ট করে। 


➡️ ট্রাভেল আইটেনারি : যেহেতু আপনাকে ম্যানিলাতেই ল্যান্ড করতে হবে আপনি সহজে ভিসা পাওয়ার জন্য শুধু মাত্র ম্যানিলারই ৪/৫ দিনের ট্রাভেল আইটেনারি দিবেন। ধরেন আপনার অন্য সিটিতে যাওয়ার প্লান আছে, আপনি ট্রাভেল আইটেনারিতে উল্লেখ করলেন কিন্তু ওই সিটিতে যাওয়ার এয়ার টিকেট/বাস টিকেট দিলেন না, এ কারনেই আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে। আপনি ভিসা পাওয়ার পর যেখানে মন চায় যান সমস্যা নেই। 


➡️ পেশাগত প্রমান : আপনি জব হোল্ডার হলে অবশ্যই এনওসি, অফিস আইডি কার্ডের ফটোকপি লাগবে। 

আর বিজনেস করলে ট্রেড লাইসেন্স এর নোটারাইজড কপি এবং ভিজিটিং কার্ড ও পেড লাগবে।


➡️ সঙ্গে বাচ্চা থাকলে অবশ্যই বাচ্চার বার্থ সার্টিফিকেট লাগবে এবং পাসপোর্ট ইনফরমেশন পেজ ফটোকপি।


➡️স্পাউস সঙ্গে থাকলে স্পাউসের নাম যদি পাসপোর্টে মেনশন না থাকে তাহলে ম্যারেজ সার্টিফিকেট নোটারাইজড কপি লাগবে। 


৪- সকল ডকুমেন্টস রেডি হলে ফিলিপাইন দূতাবাসের মেইলের রিপ্লাই করবেন ডকুমেন্টস গুলো অ্যাটাচ করে এবং অ্যাপয়েন্টমেন্ট চাইবেন। ওরা ৭/১০ দিনের মধ্যেই  আপনাকে মেইল করবে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে।

৫- ফ্যামিলি হলে যে কোন একজন গিয়ে সকলের পাসপোর্ট এবং ডকুমেন্টস জমা দিয়ে আসতে পারবেন।

৬- ভিসা ফি: আগে ৪৬০০ ছিলো রিসেন্টলি ৫০০০ হয়েছে ।

যেকোন দেশের ভিসা প্রসেসিং নিজে নিজেই করা সম্ভব।


আরও খবর



নেতানিয়াহু মঞ্চে ওঠতেই খালি জাতিসংঘ!

প্রকাশিত:রবিবার ২৯ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ |

Image

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তিনি মঞ্চে ওঠার পরই সেখানে উপস্থিত অনেক রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধিরা বের হয়ে গেছেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) তিনি এ ভাষণ দেন। খরব বার্তাসংস্থা আনাদোলোর

প্রতিবেদনে জানা যায়, প্রথমে তুরস্কের স্থায়ী দূত অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান। এরপর একে একে তার পেছনে অন্যরাও বের হয়ে যেতে থাকেন

নেতানিয়াহু প্রায় আধা ঘণ্টার মতো কথা বলেন। ওই সময় তিনি হামাস ও হিজবুল্লাহকে নিয়ে আলোচনা করেন। নেতানিয়াহু বলেন, যতদিন পর্যন্ত তারা তাদের লক্ষ্য অর্জন না করবেন ততদিন যুদ্ধ অব্যাহত রাখবেন

এদিকে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহুর ভাষণ প্রত্যাখ্যানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছিল। এক বিবৃতিতে তারা বলেছে, নেতানিয়াহু ৪১ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছেন। তার জাতিসংঘে ভাষণ নয় কারাগারে থাকা উচিত

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আরব বিশ্বের প্রতিনিধিরাও নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান করে অধিবেশন কক্ষ থেকে বের হয়ে গেছেন

সাধারণ পরিষধের সরাসরি প্রচারিত অনুষ্ঠানে দেখা গেছে, নেতানিয়াহু বক্তব্য শুরু করার পর অধিবেশন কক্ষের বেশিরভাগ আসনই খালি পড়ে আছে


আরও খবর

মিল্টনের আঘাতে লণ্ডভণ্ড ফ্লোরিডা

শুক্রবার ১১ অক্টোবর ২০২৪