
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :
নওগাঁয় দাদুর সাথে বাজারে এসে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাহিন (১০) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। নিহত শিশু শিক্ষার্থী নওগাঁর পত্নীতলা উপজেলার চকখান্দই গ্রামের সানোয়ার হোসেন এর ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী ছিলো। তার মৃত্যুতে গ্রাম তথা এলাকা জুড়ে লোকজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মর্মান্তিক এসড়ক দূর্ঘটনাটি ঘটে শুক্রবার বেলা সারে ১১টারদিকে নওগাঁ টু পত্নীতলা সড়কের খিরসিন বাজার নামক স্থানে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে শিশু মাহিন তার দাদুর সাথে খিরশিন বাজারে যায়। এক পর্যায়ে বেলা আনুমানিক সারে ১১ টারদিকে শিশু মাহিন সড়ক পারাপাড় হওয়ার সময় বদলগাছীর দিক থেকে পত্নীতলা অভিমুখি একটি দ্রুতগামী ট্রাক শিশু মাহিন কে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় শিশু মাহিন সড়কের উপর ছিটকে পড়ে এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দূর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সড়ক দূর্ঘটনায় শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করে
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুল বলেন, খবর পেয়ে দূর্ঘটনাস্থলে পৌছার পর থানা পুলিশ ঘটনাস্থলে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করেন। এক পর্যায়ে নিহত শিশুর পরিবার বা স্বজনরা কারো কোন অভিযোগ নেই বলে জানিয়ে মৃতদেহ নিতে চাইলে কোন অভিযোগ না থাকায় এবং পরিবারের অনুরোধে মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।