Logo
শিরোনাম

নওগাঁয় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত:মঙ্গলবার ২৮ মে ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৩ অক্টোবর ২০২৪ |

Image

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় গুড়ি গুড়ি বৃষ্টি আর দমকা বাতাসের মধ‍্যে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চন্দনা রানী (৫৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে।  

সোমবার ২৭ মে বিকেল সারে ৪ টারদিকে নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর নতুন বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত চন্দনা রানী নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নান্দাস গ্রামের বিজয় চন্দ্রের স্ত্রী বলে জানাযায়। 

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলার আক্কেলপুর আত্মীয়ের বাসা থেকে জামাইয়ের সাথে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বদলগাছীর গোবরচাঁপা টু আক্কেলপুর সড়কের মিঠাপুর নতুন বাজার এলাকায় ধান বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৭০৭৮ এর সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী চন্দনা রানী ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যায়। ঘটনাটি দেখে স্থানীয় জনতা ট্রাক চালক এবং ট্রাক আটক করেন।খবর পেয়ে থানা পুলিশের এস আই নীহার চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ  মাহবুবুর রহমান (পিপিএ) বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ট্রাক ও চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ব‍্যপারে আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আরও খবর



সাকিবের সামনে নতুন ইতিহাস গড়ার হাতছানি

প্রকাশিত:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৩ অক্টোবর ২০২৪ |

Image

দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা বলা হয় সাকিব আল হাসানকে। ক্রিকেট বিশ্বেও বাংলাদেশের পোস্টার বয় হিসেবে পরিচিত তিনি। প্রায় ১৮ বছর ধরে লাল-সবুজের জার্সিতে জাতীয় দলের প্রতিনিধিত্ব করে আসছেন। লম্বা এই পথ চলায় দেশের তো বটেই বিশ্ব ক্রিকেটেরই অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন সাকিব।

বাংলাদেশ নিজেদের সবশেষ সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে। ওই সিরিজে উইকেট শিকারের দিক বাঁহাতি স্পিনারদের মধ্যে সবার ওপরে উঠে গিয়েছিলেন সাকিব। পেছনে ফেলেছিলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ড্যানিয়েল ভেট্টোরিকে

বল হাতে উইকেট পেলেও সাকিবের ব্যাটে রানের দেখা নেই অনেকটা দিন ধরেই। পাকিস্তান টেস্ট শেষ করে উড়াল দিয়েছিলেন ইংল্যান্ডে। সেখানে কাউন্টি ক্রিকেটে মাত্র এক ম্যাচ খেলে শিকার করেন ৯ উইকেট। ভারত সিরিজেও বল হাতে মাইলফলকের খুব কাছাকাছি আছেন সাকিব

ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে এর আগে কেবল চারজনই ক্রিকেটারই টেস্টে ৪০০০ রান করার পাশাপাশি ২৫০ উইকেট নেয়ার মাইলফলক স্পর্শ করেছেন। সাকিব আল হাসান আছেন সেই এলিট ক্লাবে যুক্ত হওয়ার অপেক্ষায়। রানের কোটা আগেই পূরণ করে ফেলেছিলেন। দরকার বল হাতে ৮ উইকেট

সাকিব ক্যারিয়ারের ৬৯ টেস্ট শেষে রান ৪ হাজার ৫৪৩ রান করেছেন। তবে ২৫০ উইকেটের মাইল ফলক স্পর্শ করার জন্য আরও ৮টি উইকেট প্রয়োজন। ভারতের বিপক্ষে দুটি টেস্টে ৮টি উইকেট নিতে পারলেই ৩৭ বছরের অলরাউন্ডার টেস্ট ক্রিকেটে ৪০০০ রানের পাশাপাশি ২৫০ উইকেট নেয়ার নজির গড়বেন

সাকিবের আগে এই কীর্তি করেছেন বিশ্ব ক্রিকেটের চার গ্রেট অলরাউন্ডার। ভারতের কপিল দেব, ইংল্যান্ডের স্যার ইয়ান বোথাম ছাড়াও এই ক্লাবে আছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস এবং নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরির। রানের দিক থেকে তালিকায় শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার। ১৬৬ টেস্ট খেলে ক্যালিস ১৩ হাজার ২৮৯ রান করেন এবং ২৯২টি উইকেট নেন

দ্বিতীয় স্থানে রয়েছেন কপিল দেব। ভারতকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক ১৩১টি টেস্টে ৫ হাজার ২৪৮ রান করার পাশাপাশি ৪৩৪টি উইকেট নিয়েছেন। তৃতীয় স্থানে আছেন বোথাম। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ১০২টি টেস্ট খেলে করেছিলেন ৫ হাজার ২০০ রান। নিয়েছিলেন ৩৮৩টি উইকেট। চতুর্থ স্থানে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। ১১৩টি টেস্ট খেলে ভেট্টরি ৪ হাজার ৫৩১ রান করেছেন। উইকেটের সংখ্যা ৩৬২


আরও খবর



সংসদে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের দাবি ’৯৪ সাল থেকে বাম-প্রগতিশীল দলগুলোর

প্রকাশিত:বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৩ অক্টোবর ২০২৪ |

Image

অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর তৃতীয় দফা সংলাপকে কেন্দ্র করে আবারও সামনে এসেছে সংসদে ‘সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা’র বিষয়টি। সম্প্রতি কয়েকটি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিষয়টি উপস্থাপন করায় রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছে। ‘নব্বই দশক থেকে, বিশেষ করে ১৯৯৪ সালের পর তৎকালীন বাম গণতান্ত্রিক ফ্রন্টের আলোচনায় জাতীয় সংসদে আনুপাতিক পদ্ধতির নির্বাচনের কথা আছে। তখন থেকেই বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি ও বামজোট আনুপাতিক নির্বাচনের কথা তুলে ধরি তুলে ধরি।’ বলছিলেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল সিপিবির এই সাধারণ সম্পাদক আরও উল্লেখ করেন, ‘২০০৭ সালে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনার সময় আমরা তৎকালীন নির্বাচন কমিশনের সঙ্গে এবং সরকারের সঙ্গে আলোচনায় সুনির্দিষ্টভাবে সংখ্যানুপাতিক পদ্ধতির আলোচনা লিখিতভাবে তুলে ধরি। ২০০৮ সালে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত বইয়ে এটি লিপিবদ্ধ করা আছে।’

২০১৭ সালের ১২ অক্টোবর মুজাহিদুল ইসলাম সেলিমসহ সিপিবির নেতারা নির্বাচনে কমিশনে প্রস্তাব দেন। সেই প্রস্তাবেও ছিল, ‘যতদিন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু না হচ্ছে, ততদিন আরও তিনটি ব্যবস্থা’ রাখার সুপারিশ করে দলটি। সংরক্ষিত নারী আসনের সংখ্যা ১০০-তে উন্নীত ও সরাসরি ভোট; নির্বাচিত প্রতিনিধি দায়িত্ব পালনে ব্যর্থ ওই প্রতিনিধিকে প্রত্যাহারের বিধান; না ভোটের বিধান যুক্ত করা।

বামজোটের নেতারা জানান, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও দাবি তুলেছিল বাম, গণতান্ত্রিক ও প্রগতিশীল দল এবং জোটগুলো। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা প্রবর্তনসহ টাকার খেলা, পেশীশক্তি, সাম্প্রদায়িকতা, প্রশাসনিক কারসাজিনির্ভর বিদ্যমান গোটা নির্বাচনি ব্যবস্থার আমূল সংস্কারের দাবি করেছিলো তারা।

‘প্রয়োজনে দেড়শ আসনেও হতে পারে’

সিপিবি সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘স্থানীয় সরকারকে দক্ষ ও শক্তিশালী করা এবং সংবিধানের দেওয়া দায়িত্ব অনুযায়ী তাদের ভূমিকা পালন করার সঙ্গে সঙ্গে আনুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানটাও জরুরি হয়ে পড়েছে।’

এক্ষেত্রে প্রিন্সের পরামর্শ, ‘আলাপ-আলোচনার মধ্য দিয়ে যদি একবারে আমরা পুরো ৩০০ আসনে সংখ্যানুপাতিক পদ্ধতি নাও করতে পারি— ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনে এখন দেড়শ আসনে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন ও বাকি আসনে প্রচলিত ব্যবস্থায় নির্বাচন হতে পারে।’

রুহিন হোসেন জানান, ২০২৩ সালের ডিসেম্বরে নির্বাচন সংস্কার বিষয়ে কমিউনিস্ট পার্টি প্রকাশিত পুস্তিকায়ও সংখ্যানুপাতিক পদ্ধতির কথা সিপিবি প্রচার করেছে। সারাদেশে এ বিষয়ে দলটির ব্যাপক প্রচার অব্যাহত রয়েছে।


উল্লেখ্য, বিএনপির পক্ষ থেকে সংসদে দুই কক্ষ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দলটি গণভোট ফেরানো এবং পর-পর দুই বার একই ব্যক্তির প্রধানমন্ত্রী না হওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে।


সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতের পক্ষ থেকেও ১০ দফা প্রস্তাব দেওয়া হয়। সেখানে ‘প্রাণীর মূর্তিনির্ভর ভাস্কর্য নির্মাণ না করে দেশীয় প্রকৃতি, ঐতিহ্যকে বিভিন্ন চিত্রাঙ্কন-ভাস্কর্যে তুলে আনা’, জাতীয় সংসদ নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা চালু, কেয়ারটেকার সরকার ব্যবস্থা সংবিধানে স্থায়ীভাবে সন্নিবেশিত করা, ইভিএম ভোটিং ব্যবস্থা বাতিল, ২০০৮ সালে প্রবর্তিত রাজনৈতিক দলের নিবন্ধন প্রথা বাতিলসহ নানা প্রস্তাব


আরও খবর



ইরানের কয়লা খনিতে বিস্ফোরণে ৩০ শ্রমিক নিহত

প্রকাশিত:রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪ |

Image

ইরানের দক্ষিণাঞ্চলীয় রাজ্য খোরাসানে একটি কয়লার খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন।

স্থানীয় সময় শনিবার (২২ সেপ্টেম্বর) রাতে এই দুর্ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে আল-জাজিরা এই তথ্য জানিয়েছে

খবরে বলা হয়, রাজধানী তেহরান থেকে ৫৪০ কিলোমিটার দূরত্বের এই খনিতে বিস্ফোরণের সময় ৬৯ জন কর্মী কাজ করছিলেন। শনিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে ওই খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটে

খনির বি এবং সি ব্লকে মিথেন গ্যাসের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খনিটি মাদানজু কোম্পানি পরিচালনা করছে বলে জানা গেছে। খনির ভেতরে এখনো বেশ কয়েকজন শ্রমিক আটকে আছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আটকে পড়াদের উদ্ধার ও তাদের পরিবারকে সহায়তার জন্য সব ধরনের প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন

ইরানের খনিগুলো থেকে প্রতি বছর ১৮ লাখ টন কয়লা উত্তোলন করা হয়। কিন্তু খনি এলাকাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ও জরুরি পরিষেবা না থাকায় প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে থাকে। ২০১৩ সালে দুটি পৃথক খনি দুর্ঘটনায় ১১ জন শ্রমিক নিহত হন। ২০০৯ সালে বিভিন্ন ঘটনায় ২০ জন শ্রমিক নিহত হন। ২০১৭ সালে একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ৪২ জন নিহত হয়েছিল


আরও খবর

মিল্টনের আঘাতে লণ্ডভণ্ড ফ্লোরিডা

শুক্রবার ১১ অক্টোবর ২০২৪




রাজশাহীতে সাবেক এমপি ডা. মনসুর সহ ৭৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত:বুধবার ০৯ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১২ অক্টোবর ২০২৪ |

Image

রাজশাহীর দুর্গাপুরে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণায় ও নির্বাচনী অফিসে হামলা, ভাংচর, লুটপাট, অগ্নিসংযোগ, গুলি বর্ষন ও বোমাবাজির অভিযোগে আওয়ামীলীগের সাবেক এমপি ডা. মনসুর রহমান সহ আওয়ামীলীগের ৭৩ নেতাকর্মীর নামীয় ও ১৫/২০ জনকে অজ্ঞাত আসামী করে বিরুদ্ধে আদালতে মামলা।

মামলার এজাহার সূত্রে জানাযায়, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ জুলাই দুর্গাপুর উপজেলার হাটকানপাড়ায় আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মনসুর রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী এ্যাড. নাদিম মোস্তফার নির্বাচনী প্রচারনায় ও নির্বাচনী অফিসে আগ্নেয়াস্ত্র, বোমা, দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে নেতাকর্মীদের মারপিট, নির্বাচনী অফিস ভাংচুর, অগ্নিসংযোগ করে বিএনপি নেতাকর্মীদের বাড়ীঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালায় আওয়ামী সন্ত্রাসীরা। এঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর দুর্গাপুর উপজেলার ক্ষিদ্রখলশী গ্রামের মৃত ইয়াসিন আলী সরদারের পুত্র ইয়াদ আলী বাদী হয়ে ৭৩ জন নামীয় ও ১৫/২০ জন অজ্ঞাত আসামী করে রাজশাহীর আদালতে মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামীরা হলেন, দুর্গাপুর উপজেলা সাবেক চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফ, পৌর মেয়র সাজেদুর রহমান মিঠু, সবেক ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, মিজানুর রহমান, সাইফুল ইসলাম, মোজাহার আলী সহ ৭৩ জনকে মামলার আসামী করা হয়েছে।

আরও খবর



একটি মানবিক আহবান

প্রকাশিত:সোমবার ৩০ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৩ অক্টোবর ২০২৪ |

Image

ভালো নেই ভবেরচর কলেজ রোডের চা বিক্রেতা রবিউল

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে নাহ্! ভূপেন হাজারিকার বিখ্যাত সেই মানবিক গানের সুর ধরেই আজকের এই সংবাদধর্মী নিবন্ধটির প্রারম্ভিকা করতে চাই।


মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর কলিম উল্লাহ্ কলেজ রোড এলাকার চা বিক্রেতা মোহাম্মদ রবিউল।


ভবেরচর কলেজ রোড এলাকায় তথা কলিম উল্লাহ্ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রবিউলের রং চায়ের ব্যাপক সমাদৃত রয়েছে। সমাজে ভালো আচরনের মাধ্যমে সহজ সরল ও ভালো মনের মানুষ হিসেবে সুনাম কুড়িয়েছে। স্থানীয় এলাকবাসি রবিউলের সুস্থতা কামনা করে। মুমূর্ষু অবস্থায় তারাই প্রথম অচেতন রবিউলের চিকিৎসায় এগিয়ে আসে। 


ছোট্ট টং চায়ের দোকানদার রবিউলের অসুস্থ এক মেয়েসহ ০৪ জনের হতদরিদ্র পরিবার। এই দুঃসময়ের অসহনীয় দ্রব্যমূল্যের অস্থিরতার বাজারে ইতিমধ্যেই অভাব অনটনে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল তার সংসার। হঠাৎ'ই রবিউলের সংসারে নেমে আসে আচমকা অমানিশা!


গত এগারো'ই সেপ্টেম্বর বিদ্যমান প্রচন্ড তাপদাহে হিট স্টোক হয় রবিউলের। এর আগেও আরও দুইবার স্টোক হয়েছিলো তার। তবে এবারে যেন দূর্বিষহ আকার ধারণ করেছে তার শরীরে ও সংসারে।


সদাহাস্যজ্বল চা বিক্রেতা রবিউলের সহায়তায় এগিয়ে এসেছে স্থানীয়রা। সংকটাপন্ন অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় তাকে প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয় এখানেই প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই কি নিদারুণ অভিজ্ঞতায় অর্থাভাবে পরবর্তী চিকিৎসা হয়েছিলো তার নির্মম বর্ণনা করেছে দুস্থ রবিউলের পরিবার!


এই যাত্রায় রবিউল প্রাণে বেঁচে গেছে বটে তবে এখনো তার শরীরে রয়ে গেছে হিট স্টোকের ভয়াবহ ক্ষয়ক্ষতি চিহৃ। এমতাবস্থায় তার চিকিৎসকরা বলেছেন পরবর্তী চিকিৎসা চালাতে প্রয়োজন অর্থ! অসহায় দিনমজুর রবিউলের পরিবারের পক্ষে অর্থযোগান দুঃসাধ্য! আর তিলে তিলে যেন অসুখে হারিয়ে যাচ্ছে সবার প্রিয় রং চা রবিউল!


তাই সমাজের সহৃদয়বানদের কাছে রবিউলের এই সংকটে তার জন্য ও তার পরিবারের জন্য সহযোগিতা চেয়েছে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের কলেজ রোডের নানা শ্রেনী পেশার এলাকবাসি।


এই বিষয়ে ভবেরচর ইউনিয়নের ছয় নং ওর্য়াডের মেম্বার ওসমান গণি সরকার মানিকের সাথে কথা বলে বিষয়টির সত্যতা নিশ্চিত করি। তিনি বলেন রবিউল সত্যিই একজন ভালো মানুষ। এলাকার সবার সাথে তার রয়েছে অনন্য সখ্যতা। রবিউল এর অসুস্থতায় স্থানীয়রা মর্মাহত। সমাজের বিত্তবানরা যদি রবিউলের সহযোগিতায় এগিয়ে আসে তাহলে রবিউলের ভাল চিকিৎসা সম্ভব হবে।


স্থানীয়দের সহযোগিতায় ভবেরচর কলেজ রোড এলাকার বাসিন্দা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক শাফায়েতের সমন্বয়ে গঠন চলছে অসুস্থ রবিউলের পরবর্তী চিকিৎসার আর্থিক সহায়তা ফান্ড। এই বিষয়ে শাফায়েত গণমাধ্যমকে জানায় মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের কলেজ রোড এলাকায় চা বিক্রেতা  রবিউলের বসবাস এবং ০১৯৬৪৫০৬৪১৩ এইটা রবিউলের যোগাযোগ নাম্বার।


এই নিবন্ধের সমাপ্তিকা টানি এই বলে যে উদার হোক মানবতা, জয় হোক মানবতিকতার। আসুন যে যার অবস্থান থেকে বিপন্ন বিপদগ্রস্থ মানুষের বিপদে পাশে দাঁড়াতে এগিয়ে আসি।


নিবন্ধনকার, 

সৈয়দ মোহাম্মদ শাকিল, স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যম লেখক।


আরও খবর