

মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫
সোমবার ১০ ফেব্রুয়ারী ২০২৫
শীতকালীন শাক-সবজির পর্যাপ্ত সরবরাহ বজায় থাকায় এখন অনেকটাই স্থিতিশীল সবজির বাজার। সঙ্গে ডিম-মাছ-মাংসের বাজারেও দাম বাড়েনি নতুন করে।
এরপরও সাপ্তাহিক বাজার উপভোগ্য হয়ে উঠতে পারছে না ক্রেতা সাধারণের কাছে; চড়া দামে কিনতে হচ্ছে চাল আর মুরগি। আসন্ন রমজানে দাম আরো বৃদ্ধির আশঙ্কায় কপালে ভাঁজ পড়ছে অনেকের। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এ চিত্র।
বিক্রেতারা বলছেন, কয়েক মাস ধরেই চালের বাজার চড়া। আমনের ভরা মৌসুমের পাশাপাশি শুল্ক কমানো ও আমদানিসহ কয়েকটি উদ্যোগ নিলেও কোনো কাজে আসছে না। মানভেদে বিভিন্ন ধরনের চালের কেজিতে ৫-৬ টাকা বেড়েছে।
মধ্যবিত্তের চালখ্যাত সরু বা মিনিকেট চাল মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮২ টাকায়। গরিবের মোটা বা গুটি স্বর্ণা জাতের চালও কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৬০-৬২ টাকায়।
এ ছাড়া নাজিরশাইল জাতের চালের খুচরামূল্য মানভেদে ৮৫ থেকে ৯০ টাকা। মাঝারি বা ব্রি-২৮ ও পায়জাম জাতের চালের কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৬ টাকায়। মোটাদাগে বাজারে ৬০ টাকার নিচে মিলছে না কোনো চালই।
এদিকে চালের মতো কয়েক সপ্তাহ ধরে মুরগির বাজার ঊর্ধ্বমুখী। প্রতি কেজি ব্রয়লার মুরগি এখন বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। কেজিতে ৩০ টাকা বেড়েছে সোনালি জাতের মুরগির দামও। এ জাতের মুরগির কিনতে হলে এখন কেজিপ্রতি খরচ পড়ছে ৩৩০ থেকে ৩৫০ টাকা; যা আগে ৩০০-৩২০ টাকা ছিল।
তবে স্বস্তির খবর, বাজারে ফার্মের মুরগির ডিমের দাম স্থিতিশীল রয়েছে। বড় বাজারে ফার্মের প্রতি ডজন ডিম পাওয়া যাচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। পাড়া-মহল্লার দোকানে তা মিলছে ১৪০-১৪৫ টাকা।
অন্যদিকে বাজারে গত কয়েক মাস ধরে অস্বস্তি ছড়ানো আলুর দাম এখন ২০-২৫ টাকার মধ্যে চলে এসেছে। পেঁয়াজ কেনা যাচ্ছে ৪০-৫০ টাকার মধ্যে। এ ছাড়া প্রতিকেজি বেগুন ৪০ থেকে ৫০, শিম ৩০ থেকে ৫০, কাঁচা পেঁপে ২৫ থেকে ৩০ টাকা, শসা ২৫ থেকে ৩০ টাকা, করল্লা ৫০ থেকে ৬০ টাকা, মুলা ১৫ থেকে ২০ টাকা, বরবটি ৫০ থেকে ৬০ টাকা, গাজর ৪০ থেকে ৪৫ টাকা এবং মিষ্টি কুমড়ার কেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে বর্তমানে। প্রতি পিস ফুল ও বাঁধাকপি মানভেদে ১৫ থেকে ২০ টাকা এবং লাউয়ের পিস বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকায়।
মুদি বাজারেও দামের তেমন হেরফের দেখা যাচ্ছে না। প্রতি কেজি আমদানি করা মসুর ডাল ১০৫ থেকে ১১০ ও দেশি চিকন মসুর ডাল ১৩০ থেকে ১৩৫ থেকে টাকা, মুগডাল ১৬৫ থেকে ১৭০ ও ছোলার কেজি ১২৫ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
সোমবার ১৭ ফেব্রুয়ারী ২০২৫
বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫
চলতি বছরের জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় ৬০৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক হাজার ১০০ জন আহত হয়েছেন।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেসরকারি প্রতিষ্ঠান রোড সেফটি ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
নিহত ৬০৮ জনের মধ্যে নারী ৭২ জন ও শিশু ৮৪ জন। এ ছাড়া ২৭১ মোটরসাইকেল দুর্ঘটনায় ২৬৪ জনের মৃত্যু হয়েছ, যা মোট নিহতের ৪৩ দশমিক ৪২ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিহতদের মধ্যে সবচেয়ে বেশি ১৬১ জন ঢাকা বিভাগের। সবচেয়ে কম ৩০ জন বরিশাল বিভাগে।
এ ছাড়া একক জেলা হিসেবে সবচেয়ে বেশি ৩৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা জেলায় এবং সবচেয়ে কম অর্থাৎ পঞ্চগড় জেলায় কোনো মৃতু ঘটেনি।
দুর্ঘটনার কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা, ট্রাফিক আইন না মানা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাসহ বেশি কিছু বিষয় উল্লেখ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।
প্রতিবেদনটি নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
সোমবার ১৭ ফেব্রুয়ারী ২০২৫
সোমবার ১৭ ফেব্রুয়ারী ২০২৫
ঝিনাইদহের ১২৩ ফুট উঁচু বঙ্গবন্ধু টাওয়ারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর কালীগঞ্জ উপজেলার শমসের নগর এলাকায় উত্তাল ছাত্র জনতার রোষানলে পড়ে বঙ্গবন্ধু টাওয়ারটি। শত শত মানুষের ক্ষোভে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
জানা যায়, টাওয়ারটি বিশেষ স্থাপত্য ও বঙ্গবন্ধু পরিবারের প্রতীকী ছিল। ছয়তলা বিশিষ্ট এ টাওয়ারের বিভিন্ন ফ্লোরে বঙ্গবন্ধু পরিবারের ২০টি ভাস্কর্য ছিল। যার মধ্যে সর্বোচ্চ স্তরে স্থাপিত ছিল বঙ্গবন্ধুর বৃহৎ ভাস্কর্য।
স্থানীয় রাকিব হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বারবাজার এলাকার শমশের নগরে শুরু হয় ছাত্র জনতার জমায়েত। ক্রমেই উত্তেজনা বাড়তে থাকে। মুহূর্তের মধ্যে একের পর এক ভাস্কর্য ভেঙে ফেলা হয়। টাওয়ারটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।
সোহেল রানা বলেন, ঘটনার সময় বিক্ষুব্ধ ছাত্র জনতার কণ্ঠে শেখ হাসিনাবিরোধী নানা স্লোগান শোনা যায়।
এছাড়া, বুধবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমির সামনে স্থাপিত শেখ মুজিবের ম্যুরাল ভেঙে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
ঝিনাইদহ পায়রা চত্বরে ছাত্র-জনতা একত্রিত হয়ে মিছিল নিয়ে প্রথমে জেলা শিল্পকলা একাডেমির সামনে স্থাপিত ম্যুরালে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। তারপর মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে আসেন। সেখানে আগে থেকেই ভাঙচুর করা ম্যুরালটিতেও আন্দোলনকারীরা আগুন ধরিয়ে দেয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা বলেন, কালিগঞ্জ বারোবাজার এলাকার শমশের নগরের ১২৩ ফুট উঁচু টাওয়ারটি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। তবে কাদের নেতৃত্ব ভাঙচুর করা হয়েছে এখনো জানতে পারেনি। ঘটনার পর থেকে এলাকা শান্ত রয়েছে। ওই ঘটনা ছাড়া আর কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটেনি।
সোমবার ১৭ ফেব্রুয়ারী ২০২৫
শুক্রবার ১৪ ফেব্রুয়ারী ২০২৫
হরতাল দিয়ে নাশকতার চেষ্টা করা হলে কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী।
তিনি বলেছেন, হরতালসহ যেকোনো নাশকতা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ কেউ যদি হরতালসহ বিভিন্ন কর্মসূচি দিয়ে নাশকতার চেষ্টা করে কঠোর হস্তে দমন করা হবে।
শুক্রবার (৩১ জানুয়ারি) একুশে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
ডিএমপি কমিশনার জানান, ডিএমপির বাইরেও র্যাব, গোয়েন্দা সংস্থা থাকবে নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এবার টিএসসি থেকে দোয়েল চত্বর সড়ক সারাদিনই বন্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। ঢাবি এলাকায় মেলাচলাকালীন এক মাস কোন ভারী যানবাহন চলবে না।
এক প্রশ্ন উত্তরে তিনি বলেন, উস্কানিমূলক কোনো বই যেন বইমেলায় না থাকে এর জন্য বাংলা একাডেমিকে বলা হয়েছে।
এসময় সড়কে আন্দোলন থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন কমিশনার।
বিভিন্ন অপরাধে জামিন পাওয়া আসামিদের ব্যাপারে তিনি বলেন, যারা বিভিন্ন ঘটনা এখন পর্যন্ত জামিন নিয়ে বের হয়েছে আমরা তাদের খেয়াল রাখব।
নিষিদ্ধ বই মেলায় আসা ও আগামীতে কি ধরনের নিয়ম হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, আমরা সমন্বয় সভা করেছিলাম, আমরা বাংলা একাডেমির সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি তাদের অনুরোধ করেছি এমন ধরনের বই জন্য স্টলে না আসে। কোনো বইয়ে কোনো ধরনের উসকানিমূলক কিছু আছে কিনা তা যেন স্ক্রিন করে তারপর মেলার স্টলে তোলা হয়। আমরা আশা করি তারা তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করবে।
এসময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের আহুত কর্মসূচি নিয়ে কমিশনার বলেন, আমরা নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের অনেক নেতাকর্মীকে গ্রেফতার করেছি, তারা এখন কারাগারে আছেন। তারা যদি কর্মসূচি দিয়ে নাশকতার চেষ্টা চালায় তবে আমরা অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। তবে আপাতত দৃষ্টিতে আমরা তেমন কোনো আশঙ্কা দেখছি না।
নগরীতে আন্দোলন সম্পর্কে তিনি বলেন, ঢাকার ট্রাফিক ব্যবস্থা বড় ভঙ্গুর, নাজুক, মানুষ কষ্ট পাচ্ছে। আমি নিজেও কষ্ট পাই। আমি অনেকবার অনুরোধ করেছি, আপনারাও করুন। আপনাদের দাবি থাকলে রাস্তা নয়, ফুটপাতে করুন। বিনীতভাবে অনুরোধ করছি।
এদেশের লোক আমরা। আমরা কারো গায়ে হাত তুলতে চাই না। কাউকে মারতে চাই না। আমি কোনো ব্রিটিশ কমিশনার না। আমার ডানে-বামে আমার সহকর্মীরা ব্রিটিশ না। আমরা ব্রিটিশ থেকে আসি নাই। আমরা কোনোলিয়ান পুলিশ না। আমি ক্রোমোলিয়ন পুলিশ কমিশনারের মতো আচরণ করতে পারব না। আমি আমার লোককে লাঠি দিয়ে পেটাতে চাই না।
ইবতেদায়ী শিক্ষকদের লাঠিচার্জ করা প্রসঙ্গে তিনি বলেন, আমি আমার সহকর্মীদের বলেছি টোটালিভাবে কোনো লাঠিচার্জ করা যাবে না। আমি প্রতিদিন আমার লোকজনকে ট্রেইন আপ করছি। তাদের ট্রেইন আপ করা আছে, আমি এদেশের মানুষ, আমি এদেশের মানুষের উপর লাঠিচার্জ করব না।
সংবাদ সম্মেলনে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, আগামী বছর থেকে বইমেলায় যেসব বই তোলা হবে সেগুলোর পাণ্ডুলিপি আগেই বাংলা একাডেমির কাছে জমা দিতে হবে বলে এমন প্রস্তাব দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। তারা সেই লেখাগুলো যাচাই-বাছাই করবেন। যাতে এমন কোনো কনটেন্ট বইয়ের স্থান না পায় যেটা আমাদের সোশ্যাল লাইফকে বিতর্কের মাঝে ফেলে। আমাদের দেশদ্রোহী কোনো ধরনের প্রকাশনা যেন না তোলা হয় এটা আমরা অনুরোধ করেছি। বই প্রকাশের আগে পাণ্ডুলিপি তাদের জমা দিতে হবে। তারা অনুমতি দিলে তবেই সেই বই মেলায় উঠবে।
সোমবার ১৭ ফেব্রুয়ারী ২০২৫
সোমবার ১৭ ফেব্রুয়ারী ২০২৫
মাভাবিপ্রবি প্রতিনিধি:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের "রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানী টাঙ্গাইল এবং রোটারি ক্লাব অব টাঙ্গাইলের" যৌথ উদ্যোগে "Unlocking Your Potential: Research, Global Education, Career Growth" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
আজ ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১০টায় হ্যাবিটের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা এবং চতুর্থ শিল্পবিপ্লবের জন্য নিজেদের প্রস্তুত করার উপায় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন মাভাবিপ্রবির সহযোগী অধ্যাপক ও সাইবার সেন্টারের পরিচালক ড. জিয়াউর রহমান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “নিজেকে মানুষের কল্যাণে নিবেদিত করতে হবে। সাফল্য মানে শুধু নিজের উন্নয়ন নয়, বরং সমাজ ও অন্যদের উপকারে আসা।” তিনি শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ এবং স্কলারশিপের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, যেমন ভালো IELTS বা TOEFL স্কোর, গবেষণা প্রকাশনা এবং অন্যান্য যোগ্যতার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব টাঙ্গাইলের সেক্রেটারি রোটারিয়ান সাব্বির আহমেদ পল। রোটারেক্ট ক্লাব প্রেসিডেন্ট পলাশ হোসেন অনুষ্ঠানের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন রোটারেক্টর আবু বক্কর সিদ্দিক ওসামা। পুরো সেমিনার টি হোস্টিংএর দায়িত্ব পালন করেন HABHIT.
সেমিনারের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়। সেমিনারে প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নেন।
মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫
সোমবার ১০ ফেব্রুয়ারী ২০২৫