Logo
শিরোনাম
তারেক রহমান লন্ডন বসে বিএনপিকে ক্ষমতায় নিতে পারবেন না! ২০ বছর পর সিএনজিচালিত অটোরিকশার অনুমোদন সোহাগ হত্যার বিচার দাবীতে নওগাঁয় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল গুম খুন রাজনীতি বন্ধ করতেই আমরা মাঠে নেমেছি’ - নাহিদ ইসলাম ‎ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে মাভাবিপ্রবি ছাত্রদলের মিছিল নওগাঁর সাপাহারে দেশে প্রথম বারের মতো “ম্যাংগো ফেস্টিভ্যাল” হচ্ছে গজারিয়ায় পঞ্চম বারের মতো দুটি চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস স্যার এবং ভাইয়ার প্রতি খোলা চিঠি! শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন সহ সকল ধরনের দুর্নীতির অবসান চাই ..নাহিদ ইসলাম বালুয়াকান্দীতে সন্ত্রাস,চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে মত বিনিময় সভা

নরসিংদীতে প্রতিবন্ধী যুবককে পিটানোর ঘটনায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা, দল থেকে অব্যাহতি

প্রকাশিত:সোমবার ০৩ জুন ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৪ জুলাই ২০২৫ |

Image

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে এক প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন যুবককে 

লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় সেই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে রবিবার রাতে মাধবদী থানায় মামলা দায়ের হয়েছে। 

 অভিযুক্ত মোস্তাফিজুর রহমান বাবু সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়ন ছাত্রলীগের আহব্বায়ক এবং সাবেক সাধারণ সম্পাদক।

 রবিবার রাতে মাধবী থানায় উপস্থিত হয়ে মামলাটি দায়ের করেন আহত যুবকের মা রেজি বেগম। 

সেই সাথে একই দিনে মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, দলীয় শৃঙ্খলা বঙ্গ ও অমানবিক কাজ করায় পাঁচদোনা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক পদ থেকে বাবুকে অব্যাহতি । সেই সাথে পাঁচদোনা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। 

 আহত বুদ্ধিপ্রতিবন্ধী এবং মৃগীরোগে আক্রান্ত সোহেল মিয়া (৪০) সদর উপজেলার চর-মাধবদী এলাকার মৃত সাইদ মিয়ার ছেলে। গত শুক্রবার সকাল ৯ টার দিকে চরমাধবদী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সোহেল মিয়ার মা রেজি বেগম বলেন, আমি আমার পরিবার নিয়ে আতংকের মধ্যে দিন কাটাচ্ছি। থানায় মামলা দায়ের করেছি। কখন যানি আবার বাবু হামলা চালায় ‌। সে এলাকার মধ্যে প্রভাবশালী কয়েকজন নেতা আশ্রয় প্রশ্রয় বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে । সাংবাদিকরা পাশে থাকলে  আমি একটু বিচার পাবো । আমার ছেলেকে চিকিৎসা করার পর্যন্ত টাকা আমার কাছে নেই। আমি বাবুকে গ্রেফতার চাই এবং সর্বোচ্চ বিচার দাবি করছি। তাকে যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তাদেরও বিচার চাই।


 স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার স্থানীয় জাকির হোসেনের মুদী দোকানে যায় সোহেল। এসময় ইউনিয়ন ছাত্রলীগ নেতা বাবুর বাবা প্রতিবেশী মোখলেছুর রহমানের সাথে বিস্কুট খাওয়া নিয়ে কথাকাটাকাটি হয় সোহেলের। পরবর্তীতে স্থানীয় এলাকাবাসীর সমন্বয়ে বিষয়টি  নিরসন করা হয়। এর আবার সোহেলের মামা বাবুল মোল্লাকেও মারধোর করে বাবু। শুক্রবার সোহেল একা বাজারে গেলে সাধারণ মানুষ এর সামনে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করে কলা বাগানে তাকে ফেলে চলে যান ছাত্রীলীগ নেতা বাবু। 


বাবুকে অব্যাহতির  বিষয়ে জানতে চাইলে মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি এসএম হাফিজুর রহমান সৈকত বলেন, কোন অপরাধীর দায় ছাত্রলীগ নিবে না। ছাত্রলীগের পদ নিয়ে কেউ অপরাজনীতি করবে সেটা আর সম্ভব না। বাবু অমানবিক কাজ করেছে তাই সংগঠন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। ভবিষ্যতের জন্য এটা একটি শিক্ষা। 

এদিকে মাধবদী থানার ওসি মোঃ কামরুজ্জামান বলেন, মানসিক ভারসাম্যহীন যুবকে পিটিয়ে আহত করার ঘটনাটি দুঃখজনক। সোহেল এর মা আমাদের কাছে অভিযোগ দায়ের করেছেন। সাথে সাথে আমরা মামলা নিয়েছি। আসামিকে ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছি। সে এখন পলাতক রয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা হবে। 


আরও খবর



হামলার আগেই সরিয়ে নেওয়া হয়েছিল পারমাণবিক উপকরণ

প্রকাশিত:রবিবার ২২ জুন ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ১১ জুলাই ২০২৫ |

Image

ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার কথা নিশ্চিত করে ইরান জানিয়েছে, নাতাঞ্জ ও ইস্পাহানেও পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে। তবে মার্কিন হামলার আগেই তিনটি পরমাণু কেন্দ্রের পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়েছিল। তাই তিন পারমাণবিক স্থাপনায় কোনো পদার্থ নেই, যা তেজস্ক্রিয়তা সৃষ্টি করে।

বাংলাদেশ সময় রবিবার (২২ জুন) সকালে লন্ডনভিত্তিক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ইরানে চালানো এ হামলায় যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান অংশ নেয়। এরপর ইরানের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়টি জানানো হয়।

ইরানের রাষ্ট্রীয় টিভির উপ-রাজনৈতিক পরিচালক হাসান আবেদিনি বলেন, আগেই আমরা তিনটি পরমাণু কেন্দ্র আগেই খালি করে ফেলেছিলাম। আমরা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির মুখে পড়িনি।


আরও খবর



চোখের যত্নে পেশাদার শিক্ষা

অপটোমেট্রি কোর্স ও আমাদের চিকিৎসা শিক্ষা ব্যবস্থা

প্রকাশিত:শুক্রবার ২০ জুন ২০25 | হালনাগাদ:সোমবার ১৪ জুলাই ২০২৫ |

Image

বাংলাদেশের চিকিৎসা শিক্ষাব্যবস্থায় ‘অপটোমেট্রি’ একটি অপেক্ষাকৃত কম পরিচিত অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা। অপটোমেট্রি মূলত চক্ষু ও দৃষ্টির যত্ন, রোগ নির্ণয় ও ব্যবস্থাপনা বিষয়ক বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্য পেশা। চিকিৎসা ব্যবস্থার অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে বিশ্বের বহু দেশে অপটোমেট্রিস্টরা স্বীকৃত স্বাস্থ্যসেবা প্রদানকারী হিসেবে কাজ করছেন। কিন্তু বাংলাদেশে এই পেশাটি এখনও অবহেলিত ও সুশৃঙ্খল কাঠামোবদ্ধ অবস্থানে পৌঁছাতে পারেনি।

বর্তমানে বাংলাদেশে অপটোমেট্রি শিক্ষা খুবই সীমিত আকারে পরিচালিত হচ্ছে। বেশ কিছু বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটে ‘বিএসসি ইন অপটোমেট্রি’ এবং কিছু ক্ষেত্রে ‘ডিপ্লোমা’ কোর্স চালু থাকলেও, এদের অধিকাংশ আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে না। চক্ষু চিকিৎসা বলতে এখনও অনেকেই শুধু চক্ষু বিশেষজ্ঞ (অফথালমোলজিস্ট) বা চশমার দোকানদার (অপটিশিয়ান)-কে বোঝে, অথচ এ দুটির মাঝখানে রয়েছে অপটোমেট্রিস্ট—যিনি একজন প্রশিক্ষিত চক্ষু পেশাজীবী।


অপটোমেট্রিস্টরা চোখের দৃষ্টিশক্তি পরীক্ষা, রিফ্রাকশন, কন্ট্যাক্ট লেন্স ফিটিং, লো ভিশন রিহ্যাবিলিটেশন, বায়োমাইক্রোস্কপি, টোনোমেট্রি, ফান্ডাস্কপি, কর্নিয়াল টপোগ্রাফি এবং অপটিক্যাল কেরাটোমেট্রি ইত্যাদি গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল কাজ দক্ষতার সাথে সম্পাদন করেন। কিন্তু বাংলাদেশে অপটোমেট্রিস্টদের যথাযথ কর্মপরিধি, স্বীকৃতি ও পেশাগত অধিকার এখনো অনুপস্থিত।

বাংলাদেশের একটি সরকারি মেডিকেল  বিশ্ববিদ্যালইয়ে বিএসসি ইন অপটোমেট্রি কোর্স চালু থাকলেও এই কোর্স এর অ্যাকাডেমিক কাঠামো ও কারিকুলাম আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে তুলনামূলকভাবে দুর্বল। ভারতের AIIMS, আমেরিকার ASCO (Association of Schools and Colleges of Optometry), এবং ব্রিটেনের GOC (General Optical Council) তাদের দেশে অপটোমেট্রি কোর্সকে সর্বোচ্চ মানদণ্ডে নিয়ে গেছে। সেখানে চার বছর ব্যাচেলর প্রোগ্রামের সঙ্গে এক বছর ইন্টার্নশিপ বাধ্যতামূলক, সাথে রয়েছে নিয়মিত লাইসেন্সিং পরীক্ষা।

বাংলাদেশে মেডিকেল শিক্ষা ব্যবস্থায় অপটোমেট্রি কোর্সকে স্বাধীন একটি শাখা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। অধিকাংশ ক্ষেত্রেই অপটোমেট্রিস্টদের ‘চক্ষু সহকারী’ বা ‘চশমা পরীক্ষক’ হিসেবে দেখানো হয়, যা পেশার মর্যাদাকে অবমূল্যায়ন করে।

অপটোমেট্রি একটি লাইসেন্সভিত্তিক পেশা হওয়া উচিত। উন্নত দেশগুলোতে অপটোমেট্রিস্ট হিসেবে কাজ করতে হলে জাতীয় বা আঞ্চলিক লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। যেমন, আমেরিকায় NBEO (National Board of Examiners in Optometry), কানাডায় CACO, অস্ট্রেলিয়ায় OCANZ এবং ভারতে Optometry Council of India (OCI) দ্বারা নিবন্ধন পেতে হয়।

বাংলাদেশে এখন পর্যন্ত অপটোমেট্রিস্টদের কোনো স্বতন্ত্র রেজিস্ট্রেশন কাউন্সিল বা বোর্ড নেই। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC) বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে অপটোমেট্রিস্টদের নিবন্ধনের ব্যবস্থা না থাকায় দেশে দক্ষ পেশাজীবীদের কর্মপরিধি অনিশ্চিত থেকে যাচ্ছে। ফলস্বরূপ, অনেক অপটোমেট্রি গ্র্যাজুয়েট প্রাতিষ্ঠানিক স্বীকৃতি না পেয়ে বিদেশে উচ্চশিক্ষা বা কর্মসংস্থানের জন্য দেশ ত্যাগ করছেন।


বিশ্বের উন্নত দেশে অপটোমেট্রি একটি উচ্চ মর্যাদাসম্পন্ন পেশা। যেমন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে অপটোমেট্রিস্টরা ডাক্তার উপাধি (Doctor of Optometry) পান এবং স্বাধীনভাবে চক্ষু পরীক্ষা ও ব্যবস্থাপত্র দেওয়ার অধিকার রাখেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, বাংলাদেশ থেকে পাশ করা অনেক অপটোমেট্রি শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষায় গিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে দেশে ফিরে আসেন অথবা বিদেশেই সেবা প্রদান করছেন। কিন্তু দেশে তাদের সনদের মূল্যায়ন ও কর্মপরিধি প্রতিষ্ঠার উদ্যোগ নেই বললেই চলে।

সরকারি ও বেসরকারি খাতে অপটোমেট্রিস্টদের জন্য কোনো নির্দিষ্ট বেতন কাঠামো নেই। অনেক সময় অপটোমেট্রি পেশাজীবীরা মাত্র ৮,০০০ থেকে ১৫,০০০ টাকা মাসিক বেতনে কাজ করতে বাধ্য হন। যেখানে একজন দক্ষ অপটোমেট্রিস্ট চিকিৎসা পেশায় উল্লেখযোগ্য অবদান রাখেন, সেখানে তার আর্থিক সম্মান ও নিরাপত্তা থাকা উচিত। উন্নত দেশে একজন লাইসেন্সধারী অপটোমেট্রিস্ট বার্ষিক ৫০,০০০ থেকে ১,২০,০০০ মার্কিন ডলার আয় করেন। ভারতেও অভিজ্ঞ অপটোমেট্রিস্টরা মাসে ৫০,০০০ থেকে ১,০০,০০০ রুপি পর্যন্ত আয় করে থাকেন।

প্রস্তাবিত উদ্যোগ ও করণীয়

১. স্বতন্ত্র অপটোমেট্রি কাউন্সিল গঠন: বাংলাদেশে ‘বাংলাদেশ অপটোমেট্রি কাউন্সিল’ নামে একটি স্বতন্ত্র নিবন্ধন ও নিয়ন্ত্রণকারী সংস্থা গঠন করা অত্যন্ত জরুরি। এতে পেশাজীবীদের রেজিস্ট্রেশন, লাইসেন্স প্রদান ও পেশাগত অধিকার সংরক্ষণ নিশ্চিত হবে।

২. আন্তর্জাতিক মানের কারিকুলাম চালু: বিএসসি ইন অপটোমেট্রি কোর্সকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। এর মধ্যে থাকবে গবেষণা, প্র্যাকটিক্যাল ক্লিনিক্যাল রোটেশন, কমিউনিটি অপটোমেট্রি, এবং পেডিয়াট্রিক আই কেয়ার।

৩. পেশাগত স্বীকৃতি ও বেতন কাঠামো নির্ধারণ: সরকারিভাবে অপটোমেট্রিস্টদের জন্য পেশাগত পদ ও বেতন স্কেল নির্ধারণ করতে হবে। স্বাস্থ্য ক্যাডারে অপটোমেট্রিস্ট পদ অন্তর্ভুক্ত করা সময়ের দাবি।

৪. উচ্চশিক্ষা ও গবেষণা সুযোগ: দেশে অপটোমেট্রিতে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের উচ্চশিক্ষা চালু করতে হবে, যাতে করে দেশীয়ভাবে গবেষণায় অবদান রাখা যায়।

৫. সচেতনতামূলক কার্যক্রম: সাধারণ জনগণের পাশাপাশি চিকিৎসক ও প্রশাসনিক মহলে অপটোমেট্রিস্টদের ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য সেমিনার, ওয়ার্কশপ ও গণমাধ্যমে প্রচারণা চালানো জরুরি।

চোখের চিকিৎসা ব্যবস্থায় অপটোমেট্রিস্টরা একটি অপরিহার্য অংশ। বাংলাদেশে এই পেশার সম্ভাবনা বিপুল, তবে সঠিক কাঠামো, স্বীকৃতি ও সরকারি উদ্যোগের অভাবে তা পূর্ণতা পাচ্ছে না। যদি এখনই জাতীয় পর্যায়ে অপটোমেট্রিস্টদের স্বীকৃতি ও উন্নয়ন পরিকল্পনা গ্রহণ না করা হয়, তাহলে এই পেশার উন্নয়ন বাধাগ্রস্ত হবে এবং দেশ অভিজ্ঞ মানবসম্পদ হারাবে।

চোখের সুরক্ষা, দৃষ্টির পরিচর্যা এবং জনস্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে অপটোমেট্রি শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করে একটি সুদৃঢ় কাঠামোর মধ্যে আনা এখন সময়ের দাবি।


লেখক : ডক্টর মহাম্মদ মিজানুর রহমান 

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ম্যানেজমেন্ট এন্ড সাইন্স ইউনিভার্সিটি , মালয়শিয়া


আরও খবর



ভারি বৃষ্টির সতর্কতা, বন্দরে সংকেত

প্রকাশিত:মঙ্গলবার ১৭ জুন ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ১১ জুলাই ২০২৫ |

Image

অস্বস্তিকর গরমের মধ্যে ভারি থেকে অতি ভারি বৃষ্টির আভাস দিয়ে দেশের চার সমুদ্রবন্দরকে সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ভারি থেকে অতি ভারি বৃষ্টিসহ দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এর আগে রবিবার পর্যন্ত টানা বৃষ্টিপাতের আভাস দিয়েছিল আবহাওয়া অফিস। এর মধ্যে সোমবার সকাল থেকে পরবর্তী তিন দিনের জন্য সারা দেশের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সতর্কতাও জারি করা হয়েছে।


আরও খবর



তারেক রহমান লন্ডন বসে বিএনপিকে ক্ষমতায় নিতে পারবেন না!

প্রকাশিত:সোমবার ১৪ জুলাই ২০২৫ | হালনাগাদ:সোমবার ১৪ জুলাই ২০২৫ |

Image

পলাশ রহমান, সিনিয়র সাংবাদিক :

সোহাগকে হত্যা করা হয়েছে ইতিহাসের জঘন্যতম নৃশংসভাবে। বিএনপি এই হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনকে দল থেকে বহিষ্কার করেছে। দলের শীর্ষ নেতা তারেক রহমান বলেছেন, দেশে তো সরকার আছে, প্রশাসন আছে, তারা কেনো ব্যবস্থা নিচ্ছে না?


বিএনপি দাবি করছে, তারা আইন প্রয়োগে কোনো বাধা সৃষ্টি করছে না। অন্যান্য সিনিয়র নেতারাও একই ধরনের বক্তব্য দিয়েছেন।


এর আগেও, বিএনপি নানা অপরাধে জড়িত নেতাকর্মীদের বহিষ্কার করেছে। হুঁশিয়ারি দিয়েছে, কিন্তু কিছুতে কিছু হয়নি, হচ্ছে না। পরিস্থিতি আরো বেশি খারাপের দিকে যাচ্ছে। অপরাধ বেড়েছে, নৃশংসতা বেড়েছে। এর অর্থ হলো, বিএনপি'র বহিষ্কার বা হুঁশিয়ারি কাজ করছে না।


কেনো বিএনপি দলের শৃঙ্খলা ধরে রাখতে পারছে না? ঘাটতি কোথায়?


ফ্যাসিনার আমলে বিএনপির নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারেনি। তখন অপকর্ম করার সুযোগ ছিলো না। কিন্তু বর্তমান বাস্তবতা ভিন্ন। দীর্ঘদিনের দমন-পীড়নের পর নেতাকর্মীরা সুযোগ পেয়ে অনেকেই লাগামহীন হয়ে পড়েছে। সুবিধাবাদীরা নানা অপরাধে জড়িয়ে পড়ছে। এই অবস্থার পেছনে সবচেয়ে বড় কারণ, বিএনপিতে কার্যকর নেতৃত্বের অভাব।


সরকারের ব্যর্থতা তুলে ধরলেই বিএনপি দায়মুক্ত হবে না। জনগণ তা গ্রহণ করবে না। জনগণ বলতে শুরু করেছে, যে দল নিজের নেতাকর্মীর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনা, সেই দল দেশের নিয়ন্ত্রণ কিভাবে রক্ষা করবে?!


দলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে- তারেক রহমানকে দেশে আসতে হবে। সরকারের সাথে প্রশাসনের সাথে এসব বিষয়ে আন্তরিক বৈঠক করতে হবে।


তিনি কেনো দেশে ফেরেননি বা ফিরতে পারছেন না- তার পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে। 


অন্যদিকে, ফ্যাসিবাদ বিরোধী যারা বিএনপিকে দুর্বল করার চেষ্টা করছেন, তারা ভুল করছেন।


আরও খবর



৩ নির্বাচনের অভিযোগ তদন্ত ও সুপারিশ প্রণয়নে কমিটি

প্রকাশিত:শুক্রবার ২৭ জুন ২০২৫ | হালনাগাদ:শনিবার ১২ জুলাই ২০২৫ |

Image

পতিত আওয়ামী লীগ সরকারের অধীনে ২০১৪, ২০১৮ ও ২০২৪ অনুষ্ঠিত তিন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনের ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের তদন্ত এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশ প্রণয়নে একটি কমিটি গঠন করেছে  সরকার। আজ নবৃহস্পতিবার এ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

কমিটিতে হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামীম হাসনাইনকে সভাপতি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সাবেক অতিরিক্ত সচিব শামীম আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক (সুপণ), জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসাইন ও নির্বাচন বিশেষজ্ঞ ড. মো. আব্দুল আলীম।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে তিনটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই তিনটি নির্বাচন নিয়ে দেশে-বিদেশে ব্যাপক সমালোচনা হয়েছে এবং এসব নির্বাচনে নানা কৌশলে জনগণের ভোট প্রদানের অধিকার ভুলুণ্ঠিত করে সাজানো প্রক্রিয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগকে নির্বাচিত করার জোরালো অভিযোগ রয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশের সংবিধানে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার যে বাধ্যবাধকতা রয়েছে তা লঙ্ঘনের গুরুতর অভিযোগও এসব নির্বাচন পরিচালনাকারীদের বিরুদ্ধে রয়েছে। এতে দেশে আইনের শাসন, গণতন্ত্র এবং মৌলিক মানবাধিকার বিপন্ন হয়েছে বলে আশঙ্কা রয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে, দেশে গণতন্ত্রকে সুরক্ষিত করতে এবং ফ্যাসিবাদ ও কর্তৃত্বপরায়ণ শাসনের আশঙ্কাকে প্রতিহত করতে এসব নির্বাচনে সংঘটিত দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে উত্থাপিত অভিযোগের তদন্ত এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে।


আরও খবর