
-ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী
তওবা একটি অনুগ্রহ, নতুন করে শুরু করার একটি সুযোগ। তওবা আমাদের স্রষ্টার সাথে সম্পর্ক বৃদ্ধি ও আরও দৃঢ় করার একটি মাধ্যম। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, অপরাধবোধ বা হতাশা যেন কখনোই আমাদেরকে আল্লাহর নিকট ক্ষমাপ্রার্থনা থেকে বিরত না রাখে। তওবার প্রতিটি পদক্ষেপ রবের অসীম রহমতের দিকে একটি সফল যাত্রা। জীবন একটি উত্থান-পতনের সফর, তাই নতুন বছর শুরু হোক রবের নিকট তাওবার মাধ্যমে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কুমিল্লা চান্দিনা বড় গোবিন্দপুর খানকা শরীফের বার্ষিক প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, মাইজভান্ডার দরবার শরীফের বর্তমান ইমাম ও বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি চেয়ারম্যান হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী। তিনি নতুন বছর উপলক্ষে নৈতিকতা বিবর্জিত সকল অপসংস্কৃতি চর্চা পরিহার করার আহবান জানান। চান্দিনা পৌরসভার সাবেক মেয়র খলিফা মোহাম্মদ আলমগীর হোসাইন মাইজভাণ্ডারীর সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া কেন্দ্রীয় পরিষদের মহাসচিব খলিফা শাহ্ মোহাম্মদ আলমগীর খাঁন মাইজভাণ্ডারী। মাহফিলে আলোচক ছিলেন, রাজধানী ঢাকার মিরপুর-১ মসজিদ-এ গাউছুল আজমের খতিব, মাওলানা মুফতি মাকসুদুর রহমান মাইজভাণ্ডারী, মাওলানা হাফেজ ক্বারী মুহাম্মদ কেরামত আলী মাইজভাণ্ডারী প্রমুখ। মিলাদ কিয়াম শেষে মুসলিম উম্মাহর কল্যাণ, দেশ ও বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় আখেরী মুনাজাত পরিচালনা করেন শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলী।