Logo
শিরোনাম

নতুন জঙ্গি সংগঠনের সন্ধান, বড় হামলার পরিকল্পনা

প্রকাশিত:শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ |

Image

তাওহীদুল উলূহিয়্যাহ (আল-জিহাদী) নামে নতুন আরও একটি জঙ্গি সংগঠনের সন্ধান পেয়েছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। ২০২৪ সালে দেশে বড় হামলার পরিকল্পনা ছিল সংগঠনটির।

১৬ সেপ্টেম্বর দুপুর ১২টায় রাজধানীর বারিধারায় অ্যান্টি টেরোরিজম ইউনিট হেড কোয়ার্টারের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এটিইউয়ের ডিআইজি (অপারেশন্স) মোহা. আলীম মাহমুদ।

তিনি বলেন, গোয়েন্দা সূত্রে এসব তথ্য জানার পর সংগঠনটির শীর্ষ নেতা মো. জুয়েল মোল্লাসহ (২৯) তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজন হলেন মো. রাহুল হোসেন (২১) ও মো. গাজিউল ইসলাম (৪০)।

ডিআইজি মোহা. আলীম মাহমুদ বলেন, গত ১৩ সেপ্টেম্বর থেকে অভিযান পরিচালনা করে জুয়েলকে বাগেরহাট থেকে, জয়পুরহাট থেকে রাহুলকে ও রাজধানীর ভাসানটেক এলাকা থেকে গাজীউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে জুয়েল এই সংগঠনের প্রধান। বাকি দুই জন শীর্ষ পর্যায়ের নেতা। সংগঠনটি ২-৩ মাস তাদের কার্যক্রম শুরু করেছে। তাদের পরিকল্পনা ছিল ২০২৪ সালে দেশে বড় ধরনের জঙ্গি হামলা করা।

তিনি আরও বলেন, আমরা গত কয়েক মাস ধরে গোয়েন্দা তথ্যের মাধ্যমে খবর পাচ্ছিলাম কিছু উগ্রবাদী মানুষ একত্রিত হচ্ছে। যারা দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে বিশ্বাস করে না। গণতান্ত্রিক ব্যবস্থাকে বানচাল করে উগ্রবাদী ব্যবস্থা কায়েমের জন্য তারা একত্রিত হচ্ছিল। গ্রেপ্তাররা সবাই আগে কোনো না কোনো জঙ্গি সংগঠনের সদস্য ছিল। কিন্তু তারা নতুন লক্ষ্য নিয়ে এক ব্যানারে সবাই নতুন করে একত্রিত হচ্ছিল।

তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও ও পোস্টের মাধ্যমে নতুন সদস্য সংগ্রহ করে আসছিল। এই দলের প্রতিষ্ঠাতা ও প্রধান নেতা হলেন জুয়েল। আমরা প্রথমে জুয়েলকে বাগেরহাটের রামপাল থেকে গ্রেপ্তার করি। পরে তার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে বাকি দুই শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়। তাদের গ্রেপ্তারের সময় নতুন সংগঠনের ৮টি ব্যানার জব্দ করা হয়।

নির্বাচনকে সামনে রেখে তাদের কোনো হামলার পরিকল্পনা ছিল কি না জানতে চাইলে ডিআইজি মোহা. আলীম বলেন, এ বিষয়ে তাদের আমরা জিজ্ঞাসাবাদ করব। নির্বাচনকে কেন্দ্র করে হামলার পরিকল্পনা ছিল কি না সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ২০২৪ সালে বড় একটি জঙ্গি হামলার পরিকল্পনা ছিল।

সংবাদ সম্মেলনে এটিইউয়ের পুলিশ সুপার (অপারেশনস্) ছানোয়ার হোসেন বলেন, নতুন জঙ্গি সংগঠনটির মূল পরিকল্পনাকারী জুয়েল মোল্লা নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য ছিলেন। পরবর্তীতে র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়। ৯ মাস কারাগারে ছিলেন। এই সময়ে কারাগারে বসেই নিজের একটি সংগঠন করার পরিকল্পনা করে। মাত্র ক্লাস সেভেন পাস জুয়েল মোল্লা পেশায় একটি বেকারি কর্মী ছিলেন। আর বাকি গ্রেপ্তার দুই জন হিজবুত তাওহীদের সদস্য ছিলেন।


আরও খবর

সাগরে লঘুচাপ, তিন নম্বর সতর্ক সংকেত

শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪




বেলকুচিতে ভারতের সঙ্গে নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত:শনিবার ২৪ আগস্ট 20২৪ | হালনাগাদ:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ |

Image

এম. এ মান্নান পলক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশেপ্রণোদিতভাবে ডুম্বুর বাঁধ খুলে দিয়ে দেশে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বেলকুচিতে বিক্ষোভ ‘মিছিল ও সমাবেশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। 

শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ হতে জুমা নামাজ শেষে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে শিক্ষার্থীরা উপজেলার প্রধান সড়ক হয়ে মুকুন্দগাতী যাত্রীছাউনিতে এসে শেষ করে।সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এ সময় শিক্ষার্থীরা ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ভারতীয় পণ্য, বর্জন কর’ করতে হবে ‘ভারতের আগ্রাসন, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আমার নদীর অধিকার, ফিরিয়ে দাও দিতে হবে’ প্রভৃতি স্লোগান দেন। 

 ভারতীয় আগ্রাসনে কোন প্রকার সতর্কবানী না দিয়ে মাঝ রাতে ভারতের ডুম্বুর বাঁদ খুলে দিয়ে বাংলাদেশে আকস্মিক ব্ন্যা সৃষ্টি করায় বেলকুচি উপজেলার ছাত্র-জনতা ও মুসল্লিগণ জুমার নামাজ শেষে রাজপথে নেমে আসে। ভারতের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন, বিক্ষোভ মিছিল ও সমাবেশে ভারতীয় সকল প্রকার পন্য বয়কটের ঘোষণা দেন ভিক্ষোবকারীরা।

এসময় বেলকুচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক মুসা হাসেমী প্রধান উপদেষ্টাকে আহবান জানান তাদের (ভারতের) কর্মকান্ডের বিরুদ্ধে পদক্ষেপ নিন।এছাড়া তিনি আরো ববেল কেউ যদি আমাদের ভুখন্ডের দিকে শকুনের চোখে তাকায় তাহলে তার চোখ তুলে ফেলব এবং সেভেন সিষ্টারের নিরাপত্তা থাকবেনা।
মুকুন্দগাতী বাজার মসজিদের সাবেক ইমাম হাফেজ মোঃ আতিকুল ইসলাম বলেন ভারত আমাদের উপর জুলুম করছে আমরা জুলুম কারী হিসেবে আরেকবার ভারতে সাথে যু্দ্ধ করব। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমন্বয়ক ইকবাল এইচ রিপন, মুছাব্বির হোসেন। উপস্থিত ছিলেন ওবায়দুল ইসলাম, মনিরুজ্জামানসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য নেত্রীবৃন্দ।

আরও খবর



১৮৮৫ অস্ত্র ও ৩ লাখ গোলাবারুদ এখনও উদ্ধার হয়নি

প্রকাশিত:শনিবার ০৭ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ |

Image

গত আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ হামলা চালায় এরই মধ্যে থানা ফাঁড়িতে হামলার পর অস্ত্র-গোলাবারুদ লুট করে নেয় দুর্বৃত্তরা সেপ্টেম্বর ছিল সেই অস্ত্র-গোলাবারুদ জমা দেওয়ার শেষ দিন এরপর সেপ্টেম্বর থেকে লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ঢাকাসহ সারাদেশে লুট হওয়া বিভিন্ন অস্ত্রের সংখ্যা হাজার ৮১৮টি। এর মধ্যে সেপ্টেম্বর পর্যন্ত উদ্ধার হয়েছে হাজার ৯৩৩টি অস্ত্র। তবে রাইফেল, এসএমজি, এলএমজি পিস্তলসহ এখনও উদ্ধার করা যায়নি হাজার ৮৮৫টি অস্ত্র। এছাড়া প্রায় লাখ লুট হওয়া গোলাবারুদ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি

লুট হওয়া অস্ত্রের মধ্যে চায়না রাইফেল উদ্ধার ৮৩৯টি, উদ্ধার হয়নি ২৯৬টি। বাংলাদেশি রাইফেল উদ্ধার ৯টি, উদ্ধার হয়নি ১টি। এসএমজি উদ্ধার ১৯১টি, উদ্ধার হয়নি ৬০টি। এলএমজি উদ্ধার ২১টি, উদ্ধার হয়নি ১১টি। পিস্তল উদ্ধার ৭৩১টি, উদ্ধার হয়নি ৮২৫টি

x১৯ মি.মি. এসএমজি/এসএমটি উদ্ধার ৩২টি, উদ্ধার হয়নি ১টি। শটগান উদ্ধার ১৬২৪টি, উদ্ধার হয়নি ৬৭টি। গ্যাস গান ৪৭৬টি উদ্ধার, উদ্ধার হয়নি ১১৭টি। টিয়ার গ্যাস লঞ্চার (সিক্স শট) উদ্ধার ৯টি, উদ্ধার হয়নি ৫টি এবং সিগন্যাল পিস্তল উদ্ধার ১টি, উদ্ধার হয়নি ২টি

বিভিন্ন বোরের গুলি উদ্ধার হয়েছে লাখ ১২ হাজার ৮৫৭টি, উদ্ধার করা যায়নি লাখ ৯৪ হাজার ৪০৫টি। টিয়ারগ্যাসের শেল উদ্ধার ২৩ হাজার ১৯৪টি, উদ্ধার করা যায়নি হাজার ৮১১টি। টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার ৭০৪টি, উদ্ধার করা যায়নি ৭৫১টি। সাউন্ড গ্রেনেড উদ্ধার হাজার ১২৮টি, উদ্ধার সম্ভব হয়নি হাজার ৫৬৪টি

কালার স্মোক গ্রেনেড উদ্ধার ২১৩টি, উদ্ধার করা যায়নি ৭৮টি। মাল্টিপল ব্যাং স্টান গ্রেনেড উদ্ধার ১৮টি, উদ্ধার করা যায়নি ৩৭টি

ফ্ল্যাশ ব্যাং গ্রেনেড উদ্ধার ৫৩৩টি, উদ্ধার করা যায়নি ৩৬০টি। গ্যান্ড হেল্ড টিয়ার গ্যাস স্প্রে (ক্যানিস্টার) উদ্ধার ৯৪টি, উদ্ধার করা সম্ভব হয়নি ৮৩টি

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, চলমান যৌথ অভিযানে অংশ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্টগার্ড এবং ্যাব


আরও খবর

সাগরে লঘুচাপ, তিন নম্বর সতর্ক সংকেত

শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪




এক মাস অতিবাহিত হলেও দিরাইয়ে মুতিয়া হত্যা মামলার আসামী গ্রেফতার হয়নি

প্রকাশিত:শুক্রবার ০৬ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ |

Image

সুনামগঞ্জ প্রতিনিধি : :


৫ সপ্তাহ অতিবাহিত হওয়ার পরও সুনামগঞ্জের দিরাই থানায় বিধবা মুতিয়া বিবি (৮০) হত্যা মামলার আসামীদের গ্রেফতার করেনি পুলিশ। এ অভিযোগ জানান, দিরাই থানার জগদল ইউনিয়নের পুকিডহর গ্রামের মৃত আসাদ খান ও নিহত বিধবার পুত্র মোঃ ফরমান খান। নিহত মুতিয়া বিবির পুত্র ফরমান খান (৫৯) একই দিন প্রতিপক্ষের বন্দুকের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে জখম হন।


সেদিন ছিল সোমবার ২৯ জুলাই বিকেল ৩ ঘটিকা। ওইদিন পুকিডহর গ্রামে প্রতিপক্ষরা গ্রামের দুদিক থেকে ঘেরাও করে দা,লাঠি,রামদা,ছুলফিসহ দেশীয় অস্ত্র ও বন্দুক দ্বারা গুলি করে ফরমান খানসহ তার পরিবারের মোট ২১ জনকে আহত করে। আহতদেরকে ঘটনার পরপরই দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে কর্তব্যরত চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে সিলেটস্থ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।


সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফরমান খানের বিধবা মাতা মুতিয়া বিবি (৮০) একইদিন রাত ১১টায় মারা যান। এ ঘটনায় শান্তিগঞ্জ উপজেলার নায়নগর গ্রামের মৃত আব্দুল বারিকের পুত্র দুলাল মিয়া (৪১) এবং পুকিডহর  গ্রামের মৃত আলিম উদ্দিনের পুত্র শেলাল আহমদ,গুল আহমদ ও আবদাল নূর,মৃত রছদ খানের পুত্র নজমুল খান ও সুয়েব খান,আব্দুল আওয়ালের পুত্র মনাফ,রুপ উদ্দিন,খোকন ও ছাইদ উল্লা,মৃত মাহমুদ খানের পুত্র কামাল খান,এলমান খানের পুত্র নুহান খান,ছমরু খানের পুত্র আনছার খান ও দরছত খান,নাজির খানের পুত্র রুপন খান ও ইছাক খান,মৃত শফিক উল্লার পুত্র সৈয়দ উল্লাহ,মুছন উল্লা ও শরিফ উল্লাহ এবং মৃত আমিন খানের পুত্র আবুবকর সায়েদ খান ও সালামত খানসহ মোট ৩৭ জনকে আসামী করে ফরমান খান দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ৪ (জিআর ১২০/২৪) তাং ১৬/০৮/২০২৪ইং।


কিন্তু ঘটনার ২৫ দিন অতিবাহিত হওয়ার পরও এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যা মামলার কোন আসামীকে গ্রেফতার করা হয়নি। বাদী ফরমান খান বলেন, আমার চাচাতো ভাই সাবাজ খান আর ভাতিজা আলম খান ছাই দিয়ে হাওরে মাছ ধরতে গেলে প্রতিপক্ষরা নৌকাযোগে দলবেধে তাদের কাছে গিয়ে মাছ ধরতে নিষেধ করে। এতে মৌখিক বাদানুবাদের জের ধরে আধিপত্য বিস্তার করতে গিয়ে প্রভাবশালী ইউপি সদস্য দুলাল মিয়ার নির্দেশে তারা একতরফাভাবে আমাদের বসতবাড়ীর দুদিকে ঘেরাও করত: অতর্কিত হামলা চালায়। মায়ের খুনের ঘটনায় দুলাল মিয়াকে প্রধান আসামী করে মোট ৩৭ জনের বিরুদ্ধে আমি দিরাই থানায় একটি অভিযোগ দায়ের করি।


কিন্তু পুলিশ প্রধান আসামী দুলাল মিয়াকে বাধ দিয়ে গত ১৬ আগস্ট মামলাটি এফআইআর করেছে। জানা  গেছে, পুকিডহর গ্রামের প্রবাসী আরজু খান ও হোসেন খানের মধ্যে জমিজমা ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। দু’পক্ষের মধ্যে একাধিক মামলাও রয়েছে। গত বছরের ২৫শে অক্টোবর দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে আরজু খানের পক্ষের দুলাল মিয়া নামের এক যুবক খুন হন।


দিরাই থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন,বিদেশী টাকার গরমে পুকিডহর গ্রামের দুপক্ষের মধ্যে দীর্ঘস্থায়ী বিরোধ আছে। তবে বৃদ্ধা মুতিয়া বিবি খুনের অভিযোগের বিষয়টি সঠিক বলেই আমরা তদন্ত জেনেছি এবং ঘটনাস্থলে গিয়ে শান্তি শৃঙ্খলা রক্ষা করেছি। মামলার তদন্ত কর্মকর্তা দিরাই থানার এসআই মোঃ রাজু মিয়া বলেন, আমরা হত্যা মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।



আরও খবর



দেশে আজও বেশি বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে কাল

প্রকাশিত:বৃহস্পতিবার ২২ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ |

Image


 নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ও লঘুচাপের প্রভাবে আজ বৃহস্পতিবারও বৃষ্টি বেশি হতে পারে। তবে আগামীকাল শুক্রবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির তথ্য মতে, গতকাল বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় শুধু দক্ষিণ-পূর্বের জেলা ফেনীতেই ৩১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গতকাল রাতে কালের কণ্ঠকে বলেন, ‘আগামীকালও (আজ) বৃষ্টি বেশি থাকতে পারে।

তবে এর পরদিন থেকে বৃষ্টিপাতের পরিমাণ ও বিস্তৃতি ধীরে ধীরে কমতে পারে। ২৫ বা ২৬ আগস্টের দিকে বৃষ্টি কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে বাড়লেও গত কিছুদিনের মতো অতটা বেশি হবে না। মাসের শেষের দিকে অনেকটাই কমে যেতে পারে বৃষ্টি।

এদিকে দেশের মধ্যাঞ্চল ও সংলগ্ন এলাকায় অবস্থিত লঘুচাপটি গতকাল গুরুত্বহীন হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়ে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফলে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকা থেকে তিন নম্বর সতর্কসংকেত গতকাল উঠিয়ে নেওয়া হয়েছে। তবে দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আজও দেশে বৃষ্টি বেশি থাকতে পারে


আরও খবর

সাগরে লঘুচাপ, তিন নম্বর সতর্ক সংকেত

শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪




ঢাবি অধ্যাপক ড. আ.ক.ম জামাল উদ্দিন সন্ত্রাসী হামলায় গুরুতর আহত

প্রকাশিত:বৃহস্পতিবার ১৫ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ |

Image



১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী বুধবার দিবাগত রাত ৯টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ.ক.ম জামাল উদ্দীন আওয়ামীলীগের নেতাকর্মী সহ মোমাবাতি প্রজ্জলনের জন্য ধানমন্ডি ৩২ নাম্বার রোডের মাথায় পৌছালে চারদিক থেকে সন্ত্রাসীরা ঘিরে ফেলে । 


এসময় দেশীয় অস্ত্রসহ তাকে এবং তার সাথে থাকা নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে অধ্যাপক ড. আ.ক.ম জামাল উদ্দীনকে এলোপাতারিভাবে মারতে থাকে। এতে তার মাথার একাংশ ফেটে যায় এবং বাম হাত ভেঙ্গে যায়। 


এছাড়াও শরীরের অনন্য অংশে প্রচন্ড আঘাত প্রাপ্ত হন। সন্ত্রাসীরা তার হাতে থাকা মোবাইল ফোন এবং কাছে থাকা টাকা পয়সা ছিনিয়ে নেয়। 


আরও খবর