
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোসণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।এবার ওয়ানডে থেকেও বিদায় নিলেন। তাই বাংলাদেশের জার্সিতে আর বাইশ গজে দেখা যাবে না এই অলরাউন্ডারকে। বুধবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর ঘোষণা করলেন।
মুশফিকুর রহিম বিদায় বলে দিয়েছেন আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটকে। ‘পঞ্চপাণ্ডবের’ মধ্যে তামিম ইকবালও অবসরে চলে গেছেন আগেই। সাকিব আল হাসানের দলে ফেরার সম্ভাবনাটা নানা কারণেই ক্ষীণ। বাকি শুধু মাহমুদউল্লাহ। তবে তিনিও সে ভাবনাটা ভাবছেন, জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।
গেল
সোমবার ২০২৫ সালের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২২ ক্রিকেটারের নাম জানিয়েছিল
বিসিবি। এরপর এই তালিকা থেকে সরে দাঁড়ান মাহমুদউল্লাহ।
চলতি
মাসের শুরু থেকে তিনি সরে গেছেন চুক্তির বাইরে। তার ফলে মাহমুদউল্লাহর অবসর নিয়ে
গুঞ্জনটা আরও বেড়েছে।
টেস্ট আর
টি-টোয়েন্টিকে বহু আগেই বিদায় বলেছেন তিনি। এবার বাকি কেবল ওয়ানডে। সে নিয়েও ভাবনা
শুরু করে দিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। এমনটাই ধারণা বিসিবি পরিচালক নাজমুল আবেদিন
ফাহিমের।
সংবাদ
মাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানিয়েছেন তিনি। তার কথা, ‘যেহেতু
সেন্ট্রাল কন্টাক্টে না থাকার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে (মাহমুদউল্লাহ), এ থেকে
বোঝা যায় সে এসব (অবসর) নিয়ে চিন্তাভাবনা করছে।
তিনি আরও
যোগ করেন, ‘আমার মনে হয় চিন্তা ভাবনার একটা সলিড জায়গায় আসলে এটা নিয়ে আমরা
আলাপ করতে পারব। মিডিয়াতেও নিয়ে আসতে পারব পরে। তখনই স্পেসিফিক কিছু (আনুষ্ঠানিক
বিদায়ের) প্লান-প্রোগ্রাম আমরা প্রকাশ করতে পারব।