Logo
শিরোনাম

অভিনেত্রীর পরিচয়ে এগিয়ে যেতে চান মাহি

প্রকাশিত:সোমবার ২৮ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:শনিবার ০২ নভেম্বর 2০২4 |

Image

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ভালোবাসার রঙ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার বেশ কয়েক বছর দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি তার জনপ্রিয়তা দেখে দর্শক 

ভেবেছিল মৌসুমী-শাবনূর  পপি-পূর্ণিমাদের সুযোগ্য উত্তরসূরী হবেন মাহি কিন্তু মাহি কি তা হতে পেরেছেনআজ রবিবার ছিলো মাহিয়া মাহির জন্মদিন এক সময় অনেক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন মাহি এখনকার ব্যস্ততা সম্পর্কে গণমাধ্যমকে মাহি বলেনবেশ কয়েকটা কাজ নিয়ে কথা চলছে কোনোটাই চূড়ান্ত হয়নি দেশের যে অবস্থা ছিলতা একটু একটু করে উত্তরণের দিকে যাচ্ছে আস্তে আস্তে সব কিছু স্থিতিশীল হচ্ছে আশা করছি দ্রæ কাজ শুরু করতে পারবো মাহিয়া মাহি রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক ছিলেন অভিনেত্রী সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র চেয়েছিলেন দল তাকে মনোনয়ন দেয়নি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে জিততে পারেননি এখনকার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে জানতে চাইলে মাহি বলেনএই মুহূর্তে রাজনীতি নিয়ে কিছু বলতে চাই না এখন আমার পরিচয় শুধুই শিল্পীআমি এখন শুধুই একজন অভিনেত্রী

রাজনীতি নিয়ে কথা বলতে চাইলে এভাবেই বলতে হচ্ছে মাহিয়া মাহিকে অথচ বর্ণিল ছিল তার ক্যারিয়ার অল্প সময়ের মধ্যেই ঢালিউডে নিজের জায়গা করে নিয়েছিলেন বলা চলে অভিষেকেই বাজিমাত করেছিলেন এই অভিনেত্রী ঢালিউড পেয়েছিল দারুণ সম্ভবনাময়ী এক অভিনয়শিল্পী মাহির প্রথম সিনেমার ভূয়সী প্রশংসা করেছিলেন সবাই প্রযোজক-পরিবেশকেরা স্বপ্ন দেখেছিলেন মাহিকে নিয়েভবিষ্যতে তিনি সেরা নায়িকা হবেন সেই প্রশংসা  স্বপ্নের প্রতি কি সুবিচার করেছেন মাহিপ্রায়ই সে আলোচনা শোনা যায় ফিল্মের আড্ডাগুলোতে কেউ কেউ বলছেনমাহি আসলে তার গন্তব্যে পৌঁছতে গিয়ে ভুলে পথে হেঁটেছেন আবার কেউ বলছেনঅভিনয়ে মনোযোগী হলে আবারও ভালো ভালো সিনেমা উপহার দিতে পারবেন তিনি

মাহির প্রথম নায়ক বাপ্পি চৌধুরী


 এরপর রিয়াজশাকিব খানসাইমন সাদিকশিপন মিত্র কলকাতার সোহমঅংকুশওমদের বিপরীতে অভিনয় করেছেন তিনি এখন পর্যন্ত অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন এই তারকা সেগুলোর মধ্যে রয়েছে, পোড়ামন, অন্যরকম ভালোবাসা, ভালোবাসা আজকাল, তবুও ভালোবাসি, হানিমুন, অনেক সাধের ময়না, দবির সাহেবের সংসার, দেশা দ্য লিডার, অগ্নি, অগ্নি-, জান্নাত

মাহির পরিবারিক নাম শারমিন আক্তার নিপা তবে ঢালিউড তাকে মাহি নামে চেনে রাজধানীর উত্তরা হাইস্কুল থেকে মাধ্যমিক  সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন তিনি উচ্চশিক্ষার জন্য শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিংয়ে ভর্তি হয়েছিলেন শেষ করেছেন কি না সে কথা জানা হয়নি জন্মদিনে তার জন্য শুভ কামনা জানিয়েছেন তার অনুরাগীরা


আরও খবর



চট্টগ্রাম বন্দরে জাহাজে আগুন নিয়ন্ত্রণে ক্রুদের উদ্ধারসহ জরুরি চিকিৎসা সহায়তায় নৌবাহিনী

প্রকাশিত:রবিবার ০৬ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৮ অক্টোবর ২০২৪ |

Image

 চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে শুক্রবার (০৪-১০-২০২৪) দিবাগত রাতে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) মালিকানাধীন ‘এমটি বাংলার সৌরভ’ নামে আরো একটি তেলবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাÐের ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় নৌবাহিনীর ০৩ টি বিশেষায়িত টাগশীপ, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষের ০৪ টাগশীপ মিলে অত্যন্ত দক্ষতা ও  পেশাদারিত্বের সাথে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় জাহাজটিতে থাকা ৪৮ নাবিকের মধ্যে ৪৭ জনকে জীবিত উদ্ধার করা গেলেও ০১ জন মৃত্যুবরণ করেন। এর মধ্যে আহত কয়েকজনকে নৌবাহিনী হাসপাতাল বানৌজা পতেঙ্গায় চিকিৎসা প্রদান করা হয়। 


এর ঠিক পাঁচ দিন আগে বন্দরের ৭ নম্বর ডলফিন জেটিতে প্রথমে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) মালিকানাধীন আরেকটি জাহাজ ‘এমটি বাংলার জ্যোতি’। এ ঘটনায় ০৩ জন মৃত্যুবরণ করেন। অগ্নিকান্ডের সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে ছুটে যায় বাংলাদেশ নৌবাহিনীর একাধিক বিশেষ অগ্নীনির্বাপন ক্ষমতা সম্পন্ন টাগশীপ। সাথে যুক্ত হয় কোস্টগার্ড ও চট্টগ্রাম বন্দরের একাধিক টাগশীপসহ ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি দল। 


মাননীয় নৌবাহিনী প্রধানের নির্দেশনায় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলসহ চট্টগ্রামের নৌবাহিনী কর্মকর্তাগণ সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণের দিকনির্দেশনা প্রদান করেন। বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, চট্টগ্রাম বন্দর ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের তাৎক্ষণিক পদক্ষেপে দ্রæত আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি অন্যান্য নাবিকদের জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। সম্মিলিত প্রচেষ্টায় দ্রæত পদক্ষেপ গ্রহণের ফলে বড় রকমের ক্ষতি ও প্রাণহানি থেকে রক্ষা পেয়েছে দেশ। ডলফিন জেটিতে অবস্থানরত ‘এমটি বাংলার জ্যোতি’ জাহাজটির আগুন নিয়ন্ত্রণ ও বড় ধরনের বিস্ফোরণ প্রতিরোধ করা না গেলে হুমকির মুখে পড়তে হতো দুর্ঘটনাস্থলের কাছাকাছি থাকা রাষ্ট্রীয় তেল বিপণনকারী সংস্থা পদ্মা, মেঘনা যমুনা ও তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি, চট্টগ্রাম শাহ্ আমানত বিমানবন্দর। স্থবির হয়ে পড়তো দেশের প্রধান বাণিজ্যিক বন্দর, চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। আগুন লাগার আগে বাংলার জ্যোতি জাহাজে ১১ হাজার ৭০০ মেট্রিক টন এবং বাংলার সৌরভ জাহাজে ১১ হাজার মেট্রিক টন ক্রুড অয়েল ছিলো। জাহাজগুলোতে থাকা বিপুল পরিমাণ এই তেল পানিতে ছড়িয়ে পড়লে হুমকির মুখে পড়তে হতো কর্ণফুলী নদীসহ বঙ্গোপসাগরে জীব বৈচিত্র্য। 


এছাড়া বিশাল আকারের এই জাহাজ দুটি বিস্ফোরণে ডুবে গেলে বন্ধ হয়ে যেত চট্টগ্রাম বন্দরের জাহাজ আসা-যাওয়া, স্থাবির হয়ে পড়তো দেশের আমদানি ও রপ্তানি কার্যক্রম। নৌবাহিনীর সফলভাবে অগ্নিনির্বাপণ এর কারণে অর্থনীতির বিরূপ প্রভাব সৃষ্টির হাত থেকে রক্ষা পেল দেশ। মূলত এটি সম্ভব হয়েছে মেরিটাইম সেক্টরের ঊধর্¡তন পর্যায়ে বাংলাদেশ নৌবাহিনীর দক্ষ কর্মকর্তাদের পদায়নের ফলে। তাদের দক্ষ নেতৃত্বে সমন্বিত প্রচেষ্টার ফলেই বড় রকমের বিপর্যয় থেকে রক্ষা পেল দেশ এবং বেঁচে গেলো হাজারো মানুষের প্রাণ। বাংলাদেশ নৌবাহিনী দেশের যেকোনো বিপর্যয় মোকাবেলায় আস্থা ও সফলতার সর্বদা তার দায়িত্ব পালন করে আসছে। ভবিষ্যতেও বাংলাদেশ নৌবাহিনীর এ ধরণের কার্যক্রম চলমান থাকবে।


আরও খবর

মানুষের প্রত্যাশা মেটানো কঠিন কাজ

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪




এমপি কোটার ২৪ বিলাসবহুল গাড়ি নিলামে উঠছে

প্রকাশিত:রবিবার ২৭ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:শনিবার ০২ নভেম্বর 2০২4 |

Image

এমপি কোটায় শুল্কমুক্ত সুবিধায় আনা ২৮৮ কোটি টাকা মূল্যের ২৪টি ল্যান্ড ক্রুজার নিলামে তোলার প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম কাস্টমস হাউস। এমপি পদ চলে যাওয়ার পাশাপাশি নির্ধারিত ৩০ দিনের মধ্যে ছাড় না করায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চট্টগ্রাম কাস্টমস হাউসের তথ্যানুসারে, গাড়িগুলো ১২তম সংসদের সদস্যরা আমদানি করেছিলেন। তবে ছাত্র-জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সংসদ ভেঙে দেওয়ার কারণে তারা এই শুল্কমুক্ত সুবিধা নিতে পারেননি।

সাধারণত ৮৫০ শতাংশ শুল্ক প্রয়োগের পরে প্রতিটি গাড়ির বাজারমূল্য দাঁড়ায় প্রায় ১০-১২ কোটি টাকা। তবে শুল্কমুক্ত স্কিমের আওতায় এমপিরা প্রতিটি গাড়ি মাত্র . কোটি টাকায় পেতেন।

গাড়িগুলো ১৪ সেপ্টেম্বর বন্দরের কার শেডে পৌঁছায়। আইন অনুযায়ী, আমদানিকারককে ১৪ অক্টোবরের মধ্যে গাড়িগুলো ছাড় করতে হতো। এই সময়সীমা পেরিয়ে যাওয়ার পর ১৫টি ল্যান্ড ক্রুজারসহ গাড়িগুলো এখন চট্টগ্রাম কাস্টমস কর্তৃক নিলামে তুলবে।

২৩ অক্টোবর ১৮টি গাড়ির নথি আনুষ্ঠানিকভাবে বন্দরের কাছ থেকে কাস্টমস নিলাম শাখায় হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, আরো ৬টি গাড়ির আমদানিকারকদের কাছে নোটিস পাঠানো হয়েছে। কোনো জবাব না পাওয়া গেলে এই গাড়িগুলোও নিলাম প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হবে।


আরও খবর

মানুষের প্রত্যাশা মেটানো কঠিন কাজ

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪




পীরগাছায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত:রবিবার ০৬ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:বুধবার ৩০ অক্টোবর ২০২৪ |

Image


মোঃ হাবিবুর রহমান হাবিব-


 রংপুরের পীরগাছা থানার আয়োজনে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বিকালে পীরগাছা থানা প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূরে আলম সিদ্দিকী এর সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক তদন্ত নাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার,সি সার্কেল মাহমুদুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পীরগাছা উপজেলা শাখার সভাপতি, ভবেশ চন্দ্র বর্মন,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ,তরুন কুমার রায়, সাধারণ সম্পাদক রুহিদাস বর্মন,উপজেলা বিএনপির সদস্য সচিব, খন্দকার মতিয়ার রহমান,উপজেলা জামাতের আমীর মাওলানা মোস্তাক আহম্মেদ,উপজেলা রেলওয়ে স্টেশন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন,উপজেলা বিএনপির সদস্য রবি লাহেরী,উপজেলা ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন, পীরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রাজীব মুন্সী, দপ্তর সম্পাদক আহসান হাবিব,শফিকুল ইসলাম খাঁন প্রমূখ।প্রধান অতিথি  সহকারী পুলিশ সুপার,সি সার্কেল  মাহমুদুল হাসান বলেন,পূর্জামণ্ডপগুলো নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্ততি নেওয়া হয়েছে। পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। প্রতিটি পূর্জামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।


আরও খবর



কেশবপুরে ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশিত:বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:শনিবার ০২ নভেম্বর 2০২4 |

Image
উত্তম কুমার - যশোর জেলা  প্রতিনিধি::

যশোরের কেশবপুরে উপজেলা পর্যায়ে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ -২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লু্র রশিদের সভাপতিত্বে ১০ অক্টোবর বিকালে শহরের পাবলিক ময়দানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পাঁজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আরিফ বিল্লাহ, বুড়িহাটি দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আব্দুল খালেক প্রমূখ।

অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আব্দুল মজিদ, প্রধান শিক্ষক আজিজুর রহমান, প্রধান শিক্ষক মোতাহার হোসেন, প্রধান শিক্ষক প্রভাত কুমার কুন্ডু, প্রধান শিক্ষক আব্দুল আজিজ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্রিড়া শিক্ষক সমিতির সভাপতি রাজু আহমেদ।

আরও খবর



কদমতলী ষ্টিল মার্কেট ব্যবস্যায়ীদের উপর হামলা ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত:রবিবার ১৩ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০১ নভেম্বর ২০২৪ |

Image

স্টাফ রিপোর্টার :

কদমতলী জালালাবাদ আয়রন ষ্টীল এন্ড মেশিনারিজ মার্কেট ব্যবসায়ীদের উপর সন্ত্রাসী হামলা ও দোকানে লুটপাটের  প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ব্যবসায়ীরা।  রোববার সকালে মার্কেট প্রাঙ্গনে এ সংবাদ সম্মেলন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জালালাবাদ আয়রন ষ্টীল এন্ড মেশিনারীজ মার্কেট এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মার্কেট কমিটির প্রধান সমন্বয়ক মোঃ শাহ্ আলম বলেন, ভূমিদস্যু ও শীর্ষ মাদক ব্যবসায়ী মতিন, জুয়েল, গোলাম সরোয়ার মামুন এর নেতৃত্বে আক্তার মেম্বার জসিম চেয়ারম্যান, মাসুদ ডাবলুসহ ১০/১৫জন সন্ত্রাসী নিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ ঘটিকার সময় মার্কেটে প্রবেশ করে মার্কেটের মালামাল লুট মার্কেটের দেয়াল ভাঙচুর করে জায়গা দখল করার চেষ্টা করে।

এসময় তাদেরকে বাঁধা দিলে ধারালো অস্ত্র দিয়ে ব্যবসায়ীদেরকে এলোপাতারি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। এতে মার্কেট এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান মার্কেট কমিটির প্রধান সমš^য় মোঃ শাহ্ আলম, ইউসুফ, আল আমিন, জামাল হোসেন, হযরত মেম্বারসহ ১০/১২ জন আহত হয়। এসময় ব্যবসায়ীদের দোকান থেকে প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল লুট ও ক্ষয়ক্ষতি করা হয়েছে। 

তিনি আরো বলেন- বিগত ১৭ বছর যাবৎ এ মার্কেটের ব্যবসায়ীদের জিম্মি করে কয়েক কোটি টাকা চাঁদাবাজি ও লুটপাট করেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের পরও লুটপাটের লোভ সামাল দিতে না পেরে বৃহস্পতিবার ব্যবসায়ীদের উপর হামলা ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় কদমতলী থানায় মামলা রুজু করা হয়েছে। অভিলম্ভে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। 


এসময় বক্তব্য রাখেন মার্কেট সমš^য় কমিটির উপদেষ্টা সিরাজুল ইসলাম, মেহেদী হাসান মিন্টু, মনির হোসেন, জাহাঙ্গীর আলম টুটুল, ফয়সাল আহমেদ তুহিন, মোঃ মজিবুর রহমান,মোঃ ফারুক প্রমুখ। পরে ব্যবসায়ীরা মার্কেটে বিক্ষোভ মিছিল করেন।


কদমতলী থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান বলেন, জালালাবাদ আয়রন ষ্টীল এন্ড মেশিনারিজ মার্কেট ব্যবসায়ীদের উপর হামলা ও দোকানে লুটপাটের ঘটনায় মামলা হয়েছে। অচিরেই আসামীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরও খবর