Logo
শিরোনাম

পাঁচবিবিতে পরিছন্নতা কার্যক্রম অভিযানে সাধারণ শিক্ষার্থীরা

প্রকাশিত:রবিবার ১১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ |

Image
মোঃ আবু সুফিয়ান মুক্তার - জয়পুরহাট জেলা প্রতিনিধি::


জয়পুরহাটের পাঁচবিবিতে নতুন বাংলাদেশ বিনির্মাণে পরিছন্নতা অভিযানে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার সকাল থেকেই প্রখর রোদ কে উপেক্ষা করে পৌর শহরে এ পরিছন্ন কার্যক্রমে  অংশ গ্রহণ করেন তারা।

উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে রেলস্টেশন মোড়,পাঁচমাথা মোড়, তিনমাথা, বাসস্ট্যান্ড, বারোয়ারী চত্তর রাখীর মোড়সহ পাঁচমাথা, পাঁচবিবি বাজারের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানের ময়লা আবর্জনা পরিস্কার করেন।

এতে অংশগ্রহণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা।

আরও খবর



প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ফরাসি প্রেসিডেন্টের অভিনন্দন

প্রকাশিত:বুধবার ২১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ |

Image
বাংলাদেশ সংবাদ সংস্থা
বুধবার, ২১ আগস্ট ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১


 বিডি ডেস্কঃ

ঢাকা, ২১ আগস্ট, ২০২৪ (বাসস): বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। চিঠিতে তিনি ড. ইউনূস সরকারের প্রতি ফ্রান্সের পূর্ণ সমর্থন রয়েছে বলে উল্লেখ করেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গতকাল ড.ইউনূসকে চিঠি দেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।
চিঠিতে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় আন্তরিক অভিনন্দন জানান।
ফরাসি প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন,‘বাংলাদেশ এখন একটি পরিবর্তনের যুগে প্রবেশ করেছে। আপনি যে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন তা গণতান্ত্রিক নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরি এবং শান্তি ও জাতীয় ঐক্য পুনরুদ্ধারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি ইতোমধ্যে এ বিষয়ে যে বার্তা দেশবাসীকে দিয়েছেন, আমি  তাকে স্বাগত জানাই।’
চিঠিতে এমানুয়েল মাখোঁ বলেন,‘আপনার দেশ এই মুহূর্তে কঠিন পরিস্থিতি অতিক্রম করছে। আপনাকে আমি আশ্বস্ত করতে চাই যে, আপনি ফ্রান্সের পূর্ণ সমর্থনের উপর নির্ভর করতে পারেন। আমি বিশেষভাবে আশা করি মানবাধিকার এবং সংখ্যালঘুদের প্রতি সম্মান, জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন এবং দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের মত গুরুত্বপূর্ণ ইস্যুতে দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমাগত শক্তিশালীকরণে আমাদের যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের সঙ্গে কাজ করতে পেরে তাঁর সরকার আনন্দিত এ কথা উল্লেখ করে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘আমরা আপনার এবং আপনার সরকারের সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত এবং আপনার আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সাফল্য কামনা করছি।’


আরও খবর

সাগরে লঘুচাপ, তিন নম্বর সতর্ক সংকেত

শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪




পদোন্নতি পেলেন দুদকের ৯ কর্মকর্তা

প্রকাশিত:বৃহস্পতিবার ২২ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ |

Image


 নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ৯ জন কর্মকর্তাকে উপপরিচালক পদ থেকে পরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুদকের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, মো. গোলাম ফারুক, ড. মোহাম্মদ জহিরুল হুদা, মো. নাছির উদ্দিন, মো. মিজানুল ইসলাম, মো. রফিকুজ্জামান, মো. মোনায়েম হোসেন, মলয় কুমার সাহা, মো. আব্দুল মাজেদ ও সৈয়দ তাহসিনুল হক। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


আরও খবর

সাগরে লঘুচাপ, তিন নম্বর সতর্ক সংকেত

শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪




লালমনিরহাটে বিভিন্ন মন্দিরে উদযাপন হয়েছে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী

প্রকাশিত:মঙ্গলবার ২৭ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ |

Image

লালমনিরহাট প্রতিনিধি : জেলা সদর সহ পাটগ্রাম উপজেলায় আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালিত হয়েছে সনাতনী জনগোষ্ঠীর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী। আজ সেমবার দুপুরে লালমনিরহাট শ্রী শ্রী গৌরিশঙ্কর গোশালা সোসাইটি চত্বরে সমবেত পূজা উদযাপন পরিষদের আয়োজনে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী।  এসময় সোসাইটি চত্বরে আলোচনা সভা ও মঙ্গল দ্বীপ জ্বালিয়ে জন্মাষ্টমীর শুভ সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি  আলোকিত লালমনিরহাটের রুপকার সাবেক উপমন্ত্রী বিএনপির জাতীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।  তিনি তাঁর বক্তব্যে বলেন, 

ছাত্র বৈষম্যের আন্দোলন যাদের আত্মত্যাগ এবং শহিদ হয়েছেন তাদেরকে স্যালুট, তারা একটি সৈর সরকারের পতন ঘটিয়েছে, আনরা এই বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ, একটি জগতদল পাথর থেকে একটু শান্তি পেয়েছে এ দেশের মানুষ, শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে সকলকে শুভেচ্ছা জানিয়ে আরও বলেন পৃথিবীতে যখন জুলুম, অত্যাচার, অন্যায়, ধর্ষন ব্যভিচার দেখা দিয়েছিলো ঠিক তখনই শ্রী কৃষ্ণের আবির্ভাব হয়েছিল। বাচ্চাদেরকে স্কুলে পাঠান, ষড়যন্ত্র হচ্ছে সেদিকে সবাইকে সচেতন হতে হবে প্রশাসনকে  সহযোগিতা করুন, ষড়যন্ত্রকে কঠোর হস্তে দমন করতে হবে - এ দেশ আমার বাবা সহ ৩০  লাখ শহিদের রক্তে করা স্বাধীনতার দেশ,  আমরা বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র গড়তে চাই।  

জেল াপূজা উদযাপন পরিষদের সভাপতি হীরা লাল রায়ের সভাপতিত্বে  এসময় আরও উপস্থিত ছিলেন,  জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিবেন্দ্র নাথ রায় শিবু প্রমুখ।  আলোচনা সভা শেষে শহরে একটি শান্তিপূর্ণ শোভাযাত্রা প্রদক্ষিণ করে পুনরায় সোসাইটি চত্বরে সমাপ্ত হয়। আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব, সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের টহল ছিল।

 অপর দিকে পাটগ্রামে শুভ জন্মাষ্টমী পালন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। 

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা পালন করেন পাটগ্রাম উপজেলার সকল সনাতন ধর্মলম্বীরা। এ সময় উপস্থিত ছিলেন পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ সালাউজ্জামান ওপেল আরো উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা ছাত্র যুব ঐক্য পরিষদ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, গীতা পরিষদ, পূজা উদযাপন পরিষদের সকল নেতৃবৃন্দ ও পাটগ্রাম উপজেলার সকল সনাতন ধর্মলম্বীরা।এ সময় পাটগ্রাম কেন্দ্রীয় শ্রী শ্রী মা পাটেশ্বরী মন্দির হতে শহরের  বিভিন্ন স্থান পরিক্রমা করে একটি মঙ্গল শোভাযাত্রা হয়। মঙ্গল শোভাযাত্রাটি উদ্বোধন করেন পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোঃ সালাউজ্জামান ওপেল। তিনি সংখ্যালঘুদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সন্রাশী বাহিনীদের  হুঁশিয়ারি দিয়ে বলেন যারা সংখ্যালঘুদের উপর আঘাত করবে ,অরাজকতা সৃষ্টি করবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না ।পরিশেষে সকল হিন্দু ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণভাবে সকল ধর্মকার্য সম্পূর্ণ করার আহ্বান জানান। আজ রাত ৮ টার পর গোশালা কৃষ্ণ মন্দির, ইস্কন মন্দির, পাটেশ্বরী মন্দির সহ বাড়ীতে বাড়ীতে ও বিভিন্ন মন্দিরে ভগবান শ্রী কৃষ্ণের জন্ম তিথি উপলক্ষে আজ পূজার্চনা অনুষ্ঠিত হবে।  


আরও খবর



রাজশাহী মোহনপুর ধুরোইলে আব্দুর রউফকে হত্যার উদ্দেশ্যে হামলা

প্রকাশিত:মঙ্গলবার ০৩ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ |

Image

মোঃ শাকিল আহামাদ - জেলা প্রতিনিধি রাজশাহী ::

রাজশাহী মোহনপুর উপজেলার ধুরইল ডি এস কামিল মাদ্রাসার সহকারি মৌলভী আব্দুর রউফ কে দুর্বৃত্তরা বিভিন্ন অস্ত্র দিয়ে তার দুই হাত ভেঙেছেন এবং মাথা ফাটিয়ে দিয়েছেন । আহত অবস্থায় আব্দুর রউফ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তার মাথায় ১৫ থেকে ২০ টা সেলাই পড়েছে।

আহত আব্দুর রউফ বলেন (২ সেপ্টেম্বর) সোমবার দুপুর ২ টার সময় বাড়ি থেকে বের হলে হঠাৎ করে ৯০ থেকে ১০০ জন সন্ত্রাসী আমাকে বিভিন্ন অস্ত্র দিয়ে লোহা,হেসে , লাঠি, আমাকে মেরে ফেলার জন্য মারতে থাকে এবং আমার বাড়িঘর ভাঙচুর করে মোটরসাইকেল টিভি সাথে ২ লক্ষ টাকা তারা নিয়ে যায়। তিনি আরো বলেন যে আমার সাথে সাথে আমার ছেলেকেও আঘাত করেছেন আমরা বাবা ছেলে দুজনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছি। 

আহত আব্দুর রউফ কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন ধুরইল ডি এস কামিল মাদরাসার অবৈধ প্রিন্সিপাল নিয়োগে অধ্যক্ষ মোঃ দুরুল হুদার বিরুদ্ধে সংবাদ সম্মেলন কড়াই তার নেতৃত্বে তিনি তার লাঠি বাহিনী দিয়ে আমাকে এবং আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে বিভিন্ন অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মেরেছেন। এ মত অবস্থায় আমি অজ্ঞান হয়ে গেলে তারা  মনে করেছে মারা গেছে বলে চলে যান। তিনি কয়েকজন সন্ত্রাসীর নাম উল্লেখ করেন যেমন  হাজী মহাসিন, জিন্নাত ও কলাম পিতা - মংলা, হাজী মহাসিন এর দুই ছেলে আলামিন,ও আমিনুল,মোঃ মিলন ও সুমন পিতা- আজিজ মণ্ডল , আব্দুল বারী, পিতা আক্কাস,এখলাস পিতা- সোরাব, আব্দুর রহমান পিতা - আব্দুর রাজ্জাক সহ ৯০ থেকে ১০০ জন।

তিনি আরো জানান এ সন্ত্রাসী কর্মকাণ্ডের সুস্থ তদন্ত এবং আইনগত ব্যবস্থা করা হোক। এ বিষয়ে তিনি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরে মোহনপুর থানায় একটি মামলা করবেন বলে জানিয়েছেন।

আরও খবর



রাজবাড়ীতে চেয়ারম্যানের বিরুদ্ধে অস্ত্রের মুখে প্যানেল চেয়ারম্যানকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ-

প্রকাশিত:শুক্রবার ২৩ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ |

Image



জেলা প্রতিনিধি রাজবাড়ী

রাজবাড়ীর সদর উপজেলার ৫নম্বর বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  কাজী শামসুদ্দিনের বিরুদ্ধে অস্ত্রের মুখে প্যানেল চেয়ারম্যানকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২২ আগষ্ট) সকালে এঘটনার প্রতিবাদে ইউনিয়ন পরিষদের সামনে শতাধিক নারী পুরুষ বিক্ষোভ করে প্যানেল চেয়ারম্যানকে স্ব-পদে বহাল রাখার দাবি করেন।

বরাট ইউনিয়ন পরিষদের ৯নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুল হালিম মিয়া শাহজাহান জানান, গতকাল বৃহস্পতিবার অফিস চলাকালীন সময়ে বেলা ১২ টার দিকে চেয়ারম্যান ও পরিষদের সচিবসহ চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনী আমাকে রুমের মধ্যে আটকে ফেলে। আটকানোর পর তাকে জোরপূর্বক একটি লিখিত কাগজে সাক্ষর করতে বলে চেয়ারম্যান। কাগজটি না পরে সাক্ষর করতে তিনি অস্বীকৃতি জানালে অকথ্য ভাষায় গালাগালি করে। এসময় তিনি রুম থেকে বের হতে গেলে নিজাম, দিরাজ শেখ, শফিক ও ইসলাম তার মাথায় অস্ত্র ঠেকিয়ে মারধর করে। পরে প্রাননাশের হুমকি দিয়ে জোরপূর্বক একটি কাগজে স্বাক্ষর নেয়।

বরাট ইউনিয়ন পরিষদের ৯নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সামসুদ্দিন বিশ্বাস সানা প্রতিবাদ জানিয়ে বলেন, আব্দুল হালিম মিয়া শাহজাহান একজন জনপ্রিয় ইউনিয়ন পরিষদ সদস্য। তিনি নির্বাচনের মাধ্যমেই প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। পরিষদের চেয়ারম্যান একজন ধ্বংসকামি, সাধারণ মানুষকে তিনি মানুষ মনে করে না। দেশের পটপরিবর্তন হওয়ার সাথে সাথে চেয়ারম্যানের রুপ বদলে গিয়েছে। গতকাল ইউনিয়ন পরিষদে সন্ত্রাসী বাহিনী সাথে নিয়ে এসে শাহজাহানকে একা পেয়ে জোরপূর্বক প্যানেল চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি নিতে বাধ্য করেছে। এমন ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে চেয়ারম্যানের অপসারণ দাবি করেন তিনি।

সুফিয়া আক্তার নামের স্থানীয় এক বাসিন্দা প্রতিবাদ জানিয়ে বলেন, আমরা আব্দুল হালিম মিয়া শাহজাহানকে স্ব-পদে বহাল চাই এবং অস্ত্র ঠেকিয়ে পদত্যাগে বাধ্য করা চেয়ারম্যানের অপসারণ চাই।

ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত চেয়ারম্যান কাজী শামসুদ্দিন হেসে হেসে বলেন, আমি এ ব্যপারে কিছুই জানিনা। তার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, আমি কেন তাকে পদত্যাগ করতে বাধ্য করবো, তিনি নিজেই পদত্যাগ করেছেন।


আরও খবর