পবিপ্রবির নতুন ছাত্র বিষয়ক উপদেষ্টা হলেন ড. মোঃ জিল্লুর রহমান
নোবিপ্রবিতে পিএইচডি প্রোগ্রামের আনুষ্ঠানিক যাত্রা শুরু
বুধবার ০৪ সেপ্টেম্বর ২০২৪
ভাতকুড়া স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রশংসনীয় উদ্যোগ
সোমবার ০২ সেপ্টেম্বর 2০২4
বন্যার পানি নামলেও ফুরাচ্ছে না দুর্ভোগ
টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা
ঢলে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখেছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামসহ দেশের ৯ জেলার মানুষ।
যদিও বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে, নেমে
গেছে অধিকাংশ এলাকার পানি,
তবুও মানুষের দুর্ভোগ
ফুরানোর যেন নাম নেই। বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে এখনও দিনযাপন করছেন হাজারো
মানুষ। বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে শুরু নদীপাড়ে শুরু হয়েছে ভাঙন। স্পষ্ট
হচ্ছে ক্ষতের চিহ্ন। নষ্ট হয়ে গেছে কোটি কোটি টাকার সড়ক, ভেঙে গেছে বন্যা কবলিত এলাকাগুলোর
যোগাযোগ ব্যবস্থা।
সাম্প্রতিক বন্যার প্রথম ধাক্কাটা এসে লাগে ফেনীতে। এখন পর্যন্ত বন্যায় জেলাটিতে ২৯ জনের মৃত্যু হয়েছে। স্বজন হারানোর শোক কাটিয়ে এখন নতুন এক জীবনযুদ্ধে ব্যস্ত জেলার বন্যার্ত মানুষগুলো। ফেনীর দাগনভূঞা উপজেলার মোমারিজপুর গ্রামের বাসিন্দা তাহেরা বেগম। মেয়ে, নাতিসহ আরও চার সদস্য নিয়ে ছনের ছাদ দেওয়া মাটির একটা ঘরে থাকতেন সত্তরোর্ধ্ব এই নারী। এবারের বন্যা ভাসিয়ে নিয়ে গেছে তার একমাত্র মাথা গোঁজার ঠাঁইটি। দুর্ভোগের কথা বলতে কান্নায় ভেঙে পড়েন তাহেরা বেগম; বলতে থাকেন, ‘ঘরে একটু চাল নাই, চাল যে পাকাবো ওই হাড়ি চুলা কিছুই নাই। আমার ঘরের সব ভাসায় নিয়া গেছে।
এবারের
বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ জেলাগুলোর মধ্যে অন্যতম নোয়াখালী। দুই সপ্তাহ কেটে
গেলেও এখানকার ৫টি উপজেলা জলমগ্ন এখনও। আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবন কাটছে ঘরহারা
মানুষগুলোর। বন্যার কারণে নষ্ট হয়েছে জমির ফসল। অনেক মুরগির খামার বানে ভেসে গেছে।
বন্যার পানির কারণে গবাদি পশুর খুরা রোগ দেখা দিতে শুরু করেছে। বন্যার পানি যতো নামছে
ততোই স্পষ্ট হয়ে উঠছে ক্ষয়ক্ষতির অসংখ্য চিহ্ন। এই পরিস্থিতি কবে স্বাভাবিক রূপে
ফিরবে সেই সদুত্তর নেই কারও কাছে। তবে, জনপ্রতিনিধিদের
সহযোগিতায় কিছু স্থানে খাল পরিষ্কারের কাজ করছেন স্থানীয়রা।
এদিকে
আরেক ক্ষতিগ্রস্ত জেলা কুমিল্লায় এখনও পানিবন্দি কয়েক লাখ মানুষ। পুনর্বাসন
সহায়তার অপেক্ষায় রয়েছেন ক্ষতিগ্রস্তরা। বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ
পানির সংকট। জেলার অধিকাংশ সড়কে কংক্রিটের স্তর ভেঙে গেছে। পরিস্থিতি এমন যে
সেখানে কোনও অটোরিকশা চলার অবস্থা নেই। আরো খারাপ অবস্থা গ্রামের ভেতরে ছোট অলিগলি
ও কাঁচা সড়কগুলোতে। এমন অবস্থায় কুমিল্লার বন্যাপীড়িত অনেক গ্রাম এখনও বলতে গেলে
যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে।
আরিফুর
রহমান নামে স্থানীয় এক বাসিন্দা জানান, রাস্তাঘাট
একদমই ব্যবহার উপযোগী নাই। তার মধ্যে সন্ধ্যা হলেই রাস্তায় চলতেও ভয় হয়। বন্যায়
ছোট-বড় সড়কগুলো যে ক্ষতির মুখে পড়েছে সেগুলো মেরামতে সরকারি, বেসরকারি প্রতিটি পর্যায় থেকে
দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
বন্যায়
ক্ষতিগ্রস্তদের তালিকায় আছেন মাছের ব্যবসায়ীরাও। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ১১টি
ইউনিয়নের বহু মাছ চাষি ও খামারি একদম নিঃস্ব হয়ে গেছেন এবারের বন্যায়।
লক্ষ্মীপুরেও
অনেক এলাকা এখনও পানির নিচে। বহু বছরের দখলে খাল-বিল ভরাট হয়ে যাওয়ায়, বন্যার পানি নামতে সময় লাগছে। চরম
ভোগান্তিতে রয়েছেন দুর্গত এলাকার বাসিন্দারা।
দুর্যোগ
ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান বলেন, তারা বিগত ৪০ বছরে এরকম বন্যা
দেখেননি। এবারে বন্যা প্রলম্বিত হয়েছে, ক্ষয়ক্ষতিও
হয়েছে অনেক। পানি যখন নামতে থাকে তখন অবকাঠামো নষ্ট হওয়া, রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়া
স্বাভাবিক। তবে, বন্যা পরবর্তী পুনর্বাসনের কাজ
শুরু হয়েছে। সবার আগে সড়কগুলো চলাচলের উপযোগী করাই প্রধান লক্ষ্য।
এদিকে
চলতি মাসের শেষদিকে আরেকটি বন্যার শঙ্কা দেখা দিয়েছে। সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রামের পাশাপাশি
এ বন্যা গ্রাস করতে পারে উত্তরাঞ্চলকেও। বিশেষজ্ঞরা বলছেন, প্রাকৃতিক এ দুর্যোগ মোকাবেলায়
আগাম প্রস্তুতির পাশাপাশি প্রয়োজন দীর্ঘমেয়াদে অবকাঠামোগত উন্নয়ন।
পানি
উন্নয়ন বোর্ডের সবশেষ তথ্য অনুযায়ী, ব্রহ্মপুত্র-যমুনা
নদ-নদীর পানিসমতল ধীর গতিতে বৃদ্ধি পাচ্ছে। দেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের
তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল
বৃদ্ধি পাচ্ছে। এছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী, সাঙ্গু, মাতামুহুরি ইত্যাদি নদীর পানি
সমতলও বৃদ্ধি পাচ্ছে।
অন্যদিকে
সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল কমতে দেখা যাচ্ছে, যা
আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কমছে উত্তর-পূর্বাঞ্চলের সিলেট
বিভাগের সারিগোয়াইন, মনু, খোয়াই এবং পূর্বাঞ্চলের মুহুরি ও
গোমতী নদীর পানি সমতল।
সাগরে লঘুচাপ, তিন নম্বর সতর্ক সংকেত
শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪
ড. ইউনূসের মেগাফোন কূটনীতিতে ভারতের অস্বস্তি
শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪
রেমিট্যান্সে উল্লম্ফন, সেপ্টেম্বরে নতুন রেকর্ড
চলতি সেপ্টেম্বর মাসে এযাবৎকালের সর্বোচ্চ প্রবাসী
আয় আসার সূচনা হয়েছে। সেপ্টেম্বর মাসের প্রথম সাতদিনে প্রবাসী
আয়ে রেকর্ড গড়েছে।
রবিবার প্রবাসী আয়ের তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।
তথ্যানুযায়ী, প্রথম সাত দিনে প্রবাসী আয় এসেছে ৫৪ কোটি ৪৫ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৬ হাজার ৫৩৪ কোটি ৪৮ লাখ টাকা। সে হিসাবে প্রবাসীরা প্রতিদিন
প্রবাসী আয় পাঠিয়েছেন
৯ কোটি ৭৪ লাখ ২৩ হাজার ৩৩৩ মার্কিন ডলার। আগের মাস আগস্টে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৭ হাজার ৩৭ লাখ ৯২ হাজার ৩৩৩ ডলার। আর আগের বছরের সেপ্টেম্বর মাসে প্রতিদিন
প্রবাসী আয় এসেছিল ৪ কোটি ৪৪ লাখ ৭৮ হাজার ৩৩৩ ডলার।
তথ্য বলছে, করোনা পরবর্তী এ যাবৎ কালের সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে চলতি সেপ্টেম্বরের প্রথম সাত দিনে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে
প্রবাসীরা সংহতি জানিয়ে প্রবাসী আয় কমিয়ে দেয়। এজন্য জুলাই মাসসহ আগস্ট মাসের প্রথম সপ্তাহে প্রবাসী
আয় কমে যায়। ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর প্রবাসীদের
অর্থ পাঠানো প্রবাহ বেড়ে যায়। এর ফলে আগস্ট মাসে প্রবাসী আয় বেড়ে যায়। সেপ্টেম্বর মাসে প্রবাসী আয়ের এই ইতিবাচক ধারা অব্যাহত
রয়েছে।
তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, সেপ্টেম্বর
মাসের প্রথম সাতদিনে
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোরা মাধ্যমে
এসেছে ১৫ কোটি ২৭ লাখ ৯০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে এক কোটি ৪৮ লাখ ৩০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর
মাধ্যমে এসেছে ৪১ কোটি ৫২ লাখ ৭০ হাজার ডলার। আর বিদেশে ব্যাংকগুলোর
মাধ্যমে এসেছে ১৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।
স্বস্তি ফেরেনি নিত্যপণ্যের বাজারে
শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪
ইমরানের মুক্তির দাবিতে ইসলামাবাদে বিক্ষোভ
সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪
চট্টগ্রামে বাদী চেনেন না ২৭ সাংবাদিককে, তবুও আসামি বানিয়ে ৪৯ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক::
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাংবাদিক নেতা রিয়াজ হায়দার চৌধুরী, শুকলাল দাশ, তপন চক্রবর্তী, দেবদুলাল ভৌমিকসহ ২৭ জন সাংবাদিক এবং ২২ জন রাজনৈতিক নেতাকর্মীসহ মোট ৪৯ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম জুয়েল দেব এর আদালতে মামলাটি দায়ের করেন নগরীর আন্দরকিল্লা নজির আহম্মদ চৌধুরী রোড এলাকার হাসিনা মমতাজ (৫৫)। বাদি চান্দগাঁও থানাধীন মোহরা ছায়েরা খাতুন কাদেরিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই কে তদন্ত করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন প্রদানের জন্য নির্দেশ দেন।
এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিউ মার্কেটে অবস্থান চলাকালীন পূর্বপুর ঘটনায় সংবাদপত্র-অনলাইন মাধ্যমে প্রতিবেদন প্রকাশে সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষাবলম্বন করা, শিক্ষার্থীদের মারধরের ঘটনায় সরাসরি জড়িত থাকা, গণমাধ্যমের গাড়িতে করে ভারী অস্ত্র বহন, ছাত্র ও যুবলীগ নেতাদের হাতে আন্দোলনরত শিক্ষার্থীদের তুলে দেওয়ার অভিযোগে এই মামলা হয়। কিন্তু সাংবাদিকেরা বিভ্রান্তিমূলক যে খবর প্রচারের কথা বলা হচ্ছে সে সব খবরের সত্যতা নিশ্চিতে অবিরাম চেষ্টা চলছে। যদিও এখনো ধোঁয়াশা কাটছে না। আদৌও এসব সাংবাদিক ঘটনাস্থলে ছিলো কিনা। যা অধিকতর তদন্তের বিষয়।
মামলায় ছাত্র-ছাত্রীদের আন্দোলনের সময় হামলার ছবি তুলতে গেলে বাদীর উপরও সাংবাদিকরা চড়াও হন বলে অভিযোগ তোলা হয়। মামলায় সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ আলী আরাফাত ছাড়াও সাংবাদিক ও সাংবাদিক নেতা হিসেবে আসামিরা তালিকায় রয়েছেন।
মামলায় অভিযোগযুক্তরা হলেন-চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক দৈনিক বাংলাদেশ প্রতিদিন সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার শুকলাল দাশ, সময় টিভি চট্টগ্রাম প্রধান প্রমল কান্তি দে কমল প্রকাশ কমল দে, ইন্ডিপেন্ডেন্ট টিভির অনুপম শীল, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সাংবাদিক আজহার মাহমুদ ( বাংলাদেশ প্রতিদিন) রতন কান্তি দেবাশীষ (সম্পাদক সিনিউজ২৪বিডি), চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী (বাংলা নিউজ২৪ ডটকম), ফটো জার্নালিস্ট উজ্জ্বল কান্তি ধর, বিএফইউজে এর যুগ্ম মহাসচিব মহসিন কাজী, সাংবাদিক একরামুল হক বুলবুল, রমেন দাশগুপ্ত ( সারাবাংলা নেট) উত্তম সেনগুপ্ত, মোহাম্মদ কুতুব উদ্দিন (সমকাল), মিন্টু চৌধুরী (বিডি নিউজ) রাহুল কান্তি দাস (পূর্ব দেশ) সুবল বড়ুয়া (প্রতিদিনের বাংলাদেশ ), রুনা আনসারী (দীপ্ত টিভি) রফিকুল বাহার (একুশে টিভি) আয়ান শর্মা (চট্টগ্রাম প্রতিদিন) আমিনুল ইসলাম মুন্না( আজাদী) বিশ্বজিৎ রাহা (প্রতিনিধি, দৈনিক পূর্বকোণ), ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি ও চট্টগ্রাম প্রেসক্লাবের অর্থ সম্পাদক আলোকচিত্র সাংবাদিক রাশেদ মাহমুদ, হামিদ উল্লাহ (আমাদের সময়) স্বরুপ ভট্টাচার্য (সি প্লাস), সমরেশ বৈদ্য (ভোরের কাগজ)।
এছাড়াও এই মামলায় ৪ জন সাবেক ওয়ার্ড কাউন্সিলরকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন-ওয়ার্ড সাবেক ওয়ার্ড কাউন্সিলর শৈবাল সুমন, নুরুল মুস্তাফা টিনু, শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম, মোরশেদ আলম চৌধুরী।
সাংবাদিকরা ছাড়াও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে এই মামলায় আসামী হিসেবে রয়েছেন-সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগ সভাপতি হাসিনা মহিউদ্দিন, মহিউদ্দিন চৌধুরীর পুত্র বোরহানুল হক চৌধুরী সালেহীন, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতা শ্যামল কুমার পালিত, যুবলীগের কেন্দ্রীয় নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, যুবলীগ নেতা ফরিদ মাহমুদ, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, যুবলীগের জাহিদ সুমন, ওয়াসিম উদ্দিন, আরসাদুল আলম বাচ্চু, দিদারুল আলম মাসুম, সনৎ বড়ুয়া, সিরাজুল ইসলাম, এয়ার মোহাম্মদ ডুবুরিসহ প্রমূখ।
মামলার বাদী হাসিনা মমতাজ বিভিন্ন গণমাধ্যমকে বলেন, 'আমরা ৪ আগস্ট নিউমার্কেট এলাকায় ছিলাম। আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের কর্মীরা শিক্ষার্থীদের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করেছিল। আমি তখন ভিডিও করছিলাম। তারা সেখানে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছিল। আমার স্বামী আহত হন। আমি ব্যক্তিগতভাবে সব সাংবাদিকদের চিনি না। সাংবাদিকদের নামগুলো বিক্ষোভকারী বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া।'
বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন বিএইচআরএফ-এর মহাসচিব কলামিস্ট অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান বলেন, ‘অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে, আসামিও চেনেন না বাদীকে। পুরোনো শত্রুতা থেকে কাউকে কাউকে ফাঁসাতে এসব মামলা হচ্ছে। এতে প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে বলে আশঙ্কা দেখা দিয়েছে।’
রাজশাহীতে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা
বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪
বিচার বিভাগে ব্যাপক রদবদল
মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪
রাঙ্গামাটির বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, সাজেকে আটকা পড়েছেন দুই শতাধিক পর্যটক
বিডি ডেস্কঃ
নিজস্ব প্রতিবেদক: জেলায় কয়েকদিনের বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলে বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং খাগড়াছড়ি জেলাধীন দীঘিনালার কবাখালীতে সড়কের একাংশ পানিতে তলিয়ে যাওয়ায় সাজেকে আটকা পড়েছেন আড়াইশ’ জনেরও বেশি পর্যটক।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বর্তমানে বাঘাইছড়ি উপজেলার কাচাঁলং নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খাগড়াছড়ি- সাজেক সড়কের দীঘিনালা উপজেলার কবাখালি অংশের সড়ক ডুবে গিয়ে রাঙ্গামাটির সাজেকসহ বাঘাইছড়ি ও লংগদু উপজেলা সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে গেছে । সাজেক যাতায়াতের একমাত্র সড়কটি ডুবে যাওয়ার কারনে সেখানে আটকা পড়েছে পর্যটকরা।
এদিকে, বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী সড়ক ও পৌর এলাকার উগলছড়ি সড়ক পানিতে তলিয়ে গেছে। এছাড়া বাঘাইছড়ি ইউনিয়নের উগলছড়ি, বেপারী পাড়া, নিউলাইল্ল্যা ঘোনা এবং পৌরসভার বটতলী, মাদ্রাসা পাড়া, হাজী পাড়ার কিছু অংশ পানিতে প্লাবিত হয়েছে।
এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আকতার জানান, বিগত কয়েকদিনের টানা বৃষ্টিতে বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি এখানে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় উপজেলার ৫৫ টি এলাকায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। যারা আশ্রয় কেন্দ্রে গিয়েছেন তাদের জন্য সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।
সাজেক সড়কের দীঘিনালার কবাখালি অংশের সড়কটি ডুবে যাওয়ায় যান চলাচল সাময়িক বন্ধ রয়েছে। এ কারণে সাজেকে আড়াই শতাধিক পর্যটক আটকা পড়েছেন বলে তিনি উল্লেখ করেন।
সাগরে লঘুচাপ, তিন নম্বর সতর্ক সংকেত
শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪
ড. ইউনূসের মেগাফোন কূটনীতিতে ভারতের অস্বস্তি
শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪
নওগাঁয় র্যাবের অভিযানে ফেন্সিডিল সহ যুবক আটক
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :
নওগাঁয় র্যাবের অভিযানে নিষিদ্ধ ৬৩ বোতল ভারতীয় মাদক ফেন্সিডিল উদ্ধার সহ এক যুবক আটক।
সত্যতা নিশ্চিত করে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে প্রতিবেদক কে জানানো হয়, সোমবার ২৬ আগস্ট সকালে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁর পত্নীতলা উপজেলার গোবরচাপা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মোটরসাইকেল যোগে বহনকালে ৬৩ বোতল ফেন্সিডিল সহ পত্নীতলা উপজেলার দাসনগর গ্রামের তজি মুদ্দিন হোসেন (তবু) ওরফে বাবু'র ছেলে আব্দুল করিম (২৮) কে আটক করা হয়। এসময় তার সহযোগী পত্নীতলা উপজেলার হরিপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আলামিন (২৭) নামে একজন কৌশলে পালিয়ে যায়।
র্যাব আরো জানায়, আটককৃত আব্দুল করিম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে পলাতক আসামী আলামিন এর মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে কয়েক দিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করেন এবং মাদক বহনকালে ৬৩ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ এক জনকে আটক করা হয়। এব্যাপারে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন র্যাব।
মানিকগঞ্জে শহীদ রফিক সেতুর টোল বন্ধে ছাত্র-জনতার বিক্ষোভ
বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪