Logo
শিরোনাম

পীরগাছায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত:রবিবার ০৬ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ |

Image


মোঃ হাবিবুর রহমান হাবিব-


 রংপুরের পীরগাছা থানার আয়োজনে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বিকালে পীরগাছা থানা প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূরে আলম সিদ্দিকী এর সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক তদন্ত নাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার,সি সার্কেল মাহমুদুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পীরগাছা উপজেলা শাখার সভাপতি, ভবেশ চন্দ্র বর্মন,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ,তরুন কুমার রায়, সাধারণ সম্পাদক রুহিদাস বর্মন,উপজেলা বিএনপির সদস্য সচিব, খন্দকার মতিয়ার রহমান,উপজেলা জামাতের আমীর মাওলানা মোস্তাক আহম্মেদ,উপজেলা রেলওয়ে স্টেশন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন,উপজেলা বিএনপির সদস্য রবি লাহেরী,উপজেলা ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন, পীরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রাজীব মুন্সী, দপ্তর সম্পাদক আহসান হাবিব,শফিকুল ইসলাম খাঁন প্রমূখ।প্রধান অতিথি  সহকারী পুলিশ সুপার,সি সার্কেল  মাহমুদুল হাসান বলেন,পূর্জামণ্ডপগুলো নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্ততি নেওয়া হয়েছে। পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। প্রতিটি পূর্জামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।


আরও খবর



মাঝারি শৈত্যপ্রবাহের আভাস

প্রকাশিত:সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ |

Image

আবহাওয়ার চক্র অনুযায়ী এখনো শীতপূর্ব মৌসুম চলছে। কিন্তু এর মধ্যেই দেশের অনেক অঞ্চলে জেঁকে বসেছে শীত। এমন অবস্থায় ৪৮ ঘণ্টার মধ্যে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। দেশের উত্তরাঞ্চলে এই শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে সরকারি সংস্থাটি।

আবহাওয়া অধিদফতর জানায়, সারাদেশে শীতের অনুভুতি কিছুটা বাড়তে পারে। এ সময় দেশের কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে।

সোমবার (৯ ডিসেম্বর) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাতের শেষ থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রংপুর এবং রাজশাহী বিভাগে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আর দেশের অন্যত্র সামান্য হ্রাস পেতে পারে দিনের তাপমাত্রা। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাতের শেষ থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।



আরও খবর



আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ ২০২৪' অনুমোদন

রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল

প্রকাশিত:বুধবার ২০ নভেম্বর ২০24 | হালনাগাদ:মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪ |

Image

মানবতাবিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দলের বিরুদ্ধে ট্রাইব্যুনাল শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারবে—এমন বিধান রেখে ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ ২০২৪’-এর খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বুধবার (২০ নভেম্বর) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে উপস্থিত একজন উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন।

১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইন সংশোধন করে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ এই অধ্যাদেশ এনেছে।

মঙ্গলবার খসড়া অধ্যাদেশের বিষয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান, আদালত যদি মনে করেন তাহলে অপরাধী রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করতে পারবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, নির্বাচন কমিশন আছে। আদালত যদি মনে করেন তারা সেটা করতে পারবেন। তবে শাস্তি দেবেই, এমন নয়। এমন প্রস্তাবনা অধ্যাদেশে রয়েছে।

উপদেষ্টা পরিষদের অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ জারি করা হবে বলেও জানিয়েছিলেন আইন উপদেষ্টা।

বুধবার বেলা ১১টার দিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক বসে সচিবালয়ে। এতে যোগ দেন প্রধান উপদেষ্টা। দায়িত্ব নেওয়ার পর এটিই প্রধান উপদেষ্টার প্রথম সচিবালয়ে অফিস। উপদেষ্টা পরিষদের বৈঠক এবং প্রধান উপদেষ্টা আসায় সচিবালয়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।


আরও খবর

জয় বাংলা' এখন থেকে জাতীয় স্লোগান নয়

মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪

জামিন পেলেন এসপি বাবুল আক্তার

বুধবার ২৭ নভেম্বর ২০২৪




নওগাঁয় নিখোঁজের ৮দিন পর এক শিক্ষার্থীর অর্ধগলিত মৃতদেহ খন্ড উদ্ধার

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪ |

Image

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁর পত্নীতলার মুংরইল গ্রামের একটি ধান ক্ষেতের ভেতরের গর্ত থেকে মোস্তাফিজুর রহমান (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার দুপুর পর স্থানীয়রা ধান ক্ষেতের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাড় ও নাড়ি-ভুড়ি দেখতে পেয়ে থানায় খবর দিলে পত্নিতলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার করেন। 

নিহত শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান পত্নীতলা উপজেলার মুংরইল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও মধইল বি এল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

নিহত পরীক্ষার্থীর খালু মহব্বত আলী জান বলেন, গত বুধবার সন্ধ্যার সময় আমার ভায়রার ছেলে মাগরিবের নামাজ পড়তে গ্রামের একটি মসজিদে যায়। নামাজ পড়ে সে আর বাড়িতে ফিরে আসেনি। দীর্ঘ সময় পরেও সে বাড়িতে না আসায় তার পরিবারের লোকজন মসজিদে খোঁজ নেন। সেখানে গিয়ে তাকে না পেয়ে সকল আত্মীয় স্বজনের বাড়ি খোঁজখবর করতে থাকেন। এ পর্যন্ত তাকে কোথাও খুঁজে না পাওয়ায় তারা হতাশ হয়ে পরেন। এরমধ্যে আজ দুপুরের পর স্থানীয়রা মাঠের মধ্যে কয়েকটি হাড় ও নাড়ি-ভুড়ি ছড়িয়ে থাকতে দাখেন। এরপর তারা সেখানে খোঁজাখুঁজির এক পর্যায়ে ধান ক্ষেতের ভেতরে একটি গর্ত দেখতে পায়। সেখানের মাটি সরিয়ে দেখে একটি অর্ধগলিত মৃতদেহ রয়েছে। এ খবর পেয়ে আমার ভায়রা ও শালিকা গিয়ে তার পড়নের শার্ট ও লুঙ্গি দেখে তাদের ছেলের মৃতদেহ বলে সনাক্ত করে। এব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুল বলেন, এ সংবাদ পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে এসেছি। এখানে নিহতের হাড়গোড় পাওয়া গেছে। এ বিষয়ে আইনি প্রকৃয়া চলমান রয়েছে।


আরও খবর



ফুলবাড়িতে মুক্ত জলাশয়ে মুগ্ধতা ছড়াচ্ছে কচুরি পানার ফুল

প্রকাশিত:শনিবার ১৬ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪ |

Image

উত্তম কুমার হেমন্ত :

সবুজের মাঝখানে সাদা হালকা বেগুনি ও গোলাপী রঙে বিভিন্ন খালবিল, ডোবার জলাশয়ে মুগ্ধতা ছড়িয়ে ফুটে উঠেছে অযত্নে বেড়ে উঠা কচুরি পানার ফুল। দেখলে মনে হবে যেন ফুলের চাদরে ঢেকে রাখা হয়েছে জলাশয় গুলো। প্রস্ফুটিত এইসব ফুলের অপরুপ সৌন্দর্যে বিমোহিত হচ্ছেন ফুল প্রেমী সহ-নানা শ্রেণী পেশার মানুষ।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের মাথা ধুল্ল্যার ছড়ার পাড় নামক এলাকায় ফুলবাড়ী সদর টু বালার হাট পাকা সড়কের পাশে মুক্ত জলাশয়ে মুগ্ধতা ছড়াচ্ছে কচুরি পানার ফুল গুলো। সড়কের পাশে এই অসাধারণ কচুরি পানার ফুলের মনোমুগ্ধকর দৃশ্য নজর কাড়ছে সবার দু'চোখ দৃষ্টি পটে মনোমুগ্ধকর কচুরি পানার ফুল দেখে মানুষের হৃদয় জড়িয়ে যায়।

জানাগেছে কচুরি পানা মুক্তভাবে ভাসমান এক ধরনের বহুবর্ষজীবী জলজ উদ্ভিদ। এর আদি নিবাস অ্যামেরিকায়, চকচকে সবুজ ডিম্বাকৃতির পাতা বিশিষ্ট কচুরিপানা পানির উপরিভাগে জন্মায় ও বংশবিস্তার করে। এর কান্ড থেকে দীর্ঘ তন্ত্রময় বহুধা বিভক্ত মুল বের হয় যার রং বেগুনি কালো। এক একটি কান্ড থেকে ছয়টি পাপড়ি বিশিষ্ট ফুলের থোকা তৈরি হয়ে থাকে এবং ফুলের পাপড়ি গুলো অত্যন্ত নরম হয়ে থাকে। এই উদ্ভিদ দ্রুততম ভাবে বংশ বিস্তার করে থাকে, এদের সাতটি প্রজাতি রয়েছে। সৌন্দর্য্য বিলানোর পাশাপাশি এই উদ্ভিদ টি মানুষ ও প্রকৃতির নানা উপকারে আসে।এটি দেশীয় মাছের বংশবিস্তার ও জলাশয়ের পানি ঠাণ্ডা রাখতে সহায়তা করে থাকে। কিছু কিছু মাছ এটাকে খাদ্য হিসেবে ব্যবহার করে,আবার এটি থেকে তৈরি জৈব সার কৃষিকাজে রাসায়নিক সারের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। পানির উপর কচুরি পানার স্তূপ করে এর উপর সবজি চাষ করা যায়, এছাড়াও এটি গোখাদ্য হিসেবে ব্যবহৃত হয়। সবমিলিয়ে এই কচুরি পানার বহুমাত্রিক গুণ রয়েছে।


উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে খাল বিল,ডোবা, নিচু জমি পুকুর ও জলাশয়ে ফুটে আছে কচুরি পানার ফুল। ফুটন্ত এইসব ফুলের সৌন্দর্যে আসা-যাওয়ার পথে বিমোহিত হচ্ছেন ফুল প্রেমী মানুষ সহ-পথচারীরাও বিশেষ করে কোমলমতি শিশুদের খেলনা হিসেবে ব্যবহৃত হচ্ছে এই ফুল। সৌন্দর্য প্রেমীরা এসব ফুলের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে মোবাইল ফোনে বিভিন্ন আঙ্গিকে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে আনন্দ পান, আবার কেউ কেউ ফুলের সঙ্গে নিজেকে ও ক্যামেরা বন্দি করছেন পরম আনন্দে। কচুরি পানা ফুলের মুগ্ধতায় মন জুড়িয়ে যায় স্থানীয়দের।ছড়ার পাড় এলাকার বাসিন্দা সাজু কাজি, জোনাব আলী ও বাবুল মিয়া বলেন,বর্তমানে এলাকার প্রায় জলাশয়েই কচুরি পানার ফুল ফুটে রয়েছে,আমরা জলাশয় পরিস্কার করে এই সব কচুরি পানা উপরে তুলে রোদে শুকিয়ে রান্না বান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করি।

উপজেলার বেড়াকুটি হাট উচ্চ বিদ্যালয়ের ফুল প্রেমী প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম জানান, মুক্ত জলাশয়ে এক সঙ্গে ফুল ফুটে থাকার যে সৌন্দর্য তা অন্যকোন ফুল থেকে পাওয়া যায় না।এই ফুলের পাপড়ি নকশা খচিত হত্তয়ায় এর প্রেমে পড়তে বাধ্য হয় মানুষ। কচুরি পানা ফুল গ্রামীণ ঐতিহ্যের একটি ফুল।

এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ নিলুফা ইয়াসমিন বলেন, কচুরি পানা এক ধরনের বহুবর্ষজীবী ভাসমান উদ্ভিদ। কচুরি পানার মাধ্যমে জৈব সার প্রস্তুত করা যায় যা কৃষি কাজে আসে, বর্তমানে কোথাও কোথাও এই উদ্ভিদ দিয়ে তৈরি জৈব সার বাণিজ্যিক ভাবে বেচাকেনা হচ্ছে। বিভিন্ন এলাকায় ভাসোমান সবজি চাষেও কচুরি পানা ব্যবহার করা হয়, এছাড়াও এই উদ্ভিদ টি গো-খাদ্যের চাহিদা মেটানো সহ-নানাবিধ কাজে ব্যবহার হয়ে আসছে। এই উদ্ভিদের ফুল ও দেখতে অত্যন্ত মনোমুগ্ধকর,এর বংশবিস্তার খুব দ্রুততম ভাবে হয়ে থাকে। এজন্য নিচু ফসলি জমিতে বিশেষ করে ধানের জমিতে এর বংশবিস্তার নিয়ন্ত্রণ করা জরুরি,তা নাহলে দ্রুত বংশবিস্তার করে ফসলের ফলকে বাধাগ্রস্ত করতে পারে।


আরও খবর



ভিজিট ভিসায় আমেরিকা গিয়ে যেভাবে সেটেল হবেন

প্রকাশিত:রবিবার ০৮ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ |

Image

অনেকেই আমাকে এই প্রশ্ন করেছেন কিভাবে ভিজিট ভিসায়  আমেরিকা গিয়ে সেটেল হওয়া যাবে ।

যেহেতু বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ভিসা হয় আমেরিকার ভিজিট ভিসা । আমেরিকা প্রতিবছর আমাদের দেশ থেকে  কমপক্ষে ২০০০০ থেকে ৩৫ হাজার ভিজিট ভিসা দিয়ে থাকে। 

এই মাল্টিপল ভিজিট ভিসা পাঁচ বছরের জন্য প্রদান করে,   অর্থাৎ আপনি পাঁচ বছর আমেরিকাতে যাওয়া আসা করতে পারবেন, কিন্তু একটানা ছয় মাসের বেশি থাকতে পারবেন না। 

কিন্তু বেশ কিছু উপায় আছে যেগুলো অবলম্বন করলে, পার্মানেন্টলি আমেরিকাতে থাকতে পারবেন এবং গ্রীন কার্ড পাবেন । 

বেশ কয়েকটি উপায়ে আমেরিকাতে গিয়ে সেটেল হওয়ার সুযোগ রয়েছে । আজকের এই পোস্টে বেশ কয়েকটি উপায় আলোচনা করব । 

১। আমেরিকাতে ভিজিট ভিসায় গিয়ে আপনি যদি একটি জব ম্যানেজ করতে পারেন তাহলে EB3 গ্রীন কার্ড ক্যাটাগরিতে আপনার স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন । অনেক এজেন্সি আছে যারা জব ম্যানেজ করে দেয় ।

 EB3 এর আনিস্কিলড ক্যাটাগরিতে যে কেউ আবেদন করতে পারে উদাহরণস্বরূপ ওয়েটার, ফ্রুটপিকার, ডেলিভারি ম্যান, সেলসম্যান, রেস্টুরেন্টের কিচেন সহকারি, কেয়ার গিভার, বাগানের মালি এক কথায় যেকোনো আন স্কিল জব । 

তবে, আপনি যেহেতু টানা ছয় মাসে বেশি থাকতে পারবেন না, সুতরাং ছয় মাসের মধ্যে আপনি একটা জব ম্যানেজ করে আপনার লয়ারের সাথে কথাবার্তা বলে বাংলাদেশে চলে আসবেন । 

 আপনার lawyer আপনার জন্য Perm lebour certificate, I - 140 অ্যাপ্রুভ করে রাখবে এবং আপনার স্ট্যাটাস চেঞ্জ করবে । যাইহোক, পরবর্তী পদক্ষেপ বাংলাদেশ থেকে নিতে পারবেন  এবং EB3 হয়ে গেলে পরিবারসহ গ্রীন কার্ড নিয়ে চলে যেতে পারবেন । ( EB3 নিয়ে বিস্তারিত ভিডিও আকারে আসবে ) 

২। ভিজিট ভিসায় গিয়ে আপনি  ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স এ  অথবা অন্য  যেকোনো বিষয়ে আপনার যোগ্যতা অনুযায়ী ভর্তি হতে পারেন এতে করে আপনি ভিজিট ভিসার ক্যাটাগরি  F1 ক্যাটাগরিতে পরিবর্তিত হবে এবং আপনি আমেরিকাতে থাকতে পারবেন । 

৩। আপনার যদি বাংলাদেশে থাকা নিরাপত্তা জনিত কারণে কঠিন হয় তাহলে, আমেরিকাতে ভিজিট ভিসায় গিয়ে রাজনৈতিক আশ্রয় নিতে পারেন, আপনি রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করলেই বৈধভাবে আমেরিকাতে থাকতে পারবেন এবং কাজ করতে পারবেন ।

 যে কেউ এই আবেদন করতে পারে এবং সহজ প্রসেস ।

আপনার পিটিশন সঠিক কিনা সেটা রায় আসতে ৭ থেকে ১০ বছর সময় লাগবে । ১০ বছর পরে আপনি যদি প্রমাণ করতে পারেন আপনি সঠিক ছিলেন  তখন আপনাকে তারা পার্মানেন্টলি থাকার পারমিশন দেবে , আপনার পিটিশন ক্যানসেল হলে বাংলাদেশে ব্যাক করতে হবে । 

৪। আমেরিকার নাগরিক এমন করো নারী / পুরুষকে বিয়ে করতে পারেন । 

আরো অসংখ্য উপায় রয়েছে যেখানে বৈধভাবে থাকা যাবে, আমেরিকাতে গিয়ে নরমালি কেউ ফেরত আসে না । 

মাত্র ১৮৫ ডলার/  ২২ হাজার টাকা এম্বাসি ফি দিয়ে কিভাবে আমেরিকার ভিজিট ভিসা করবেন এই বিষয়ে ষ্টেপ বাই স্টেপ বিস্তারিত ভিডিও কোর্স তৈরি করা হচ্ছে । যেখানে আমি সরাসরি কয়েকটি অ্যাপ্লিকেশন করে দেখাবো । 


আরও খবর