Logo
শিরোনাম

প্লাস্টার করা হাতেই কান চলচিত্র উৎসব মাতালেন ঐশ্বরিয়া

প্রকাশিত:শুক্রবার ১৭ মে ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ জুন ২০২৫ |

Image


সদরুল আইনঃ



চলচ্চিত্র দুনিয়ার মর্যাদাপূর্ণ আসর ‘কান চলচ্চিত্র উৎসব’। প্রতি বছরের ন্যায় এবারও ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহরে বসেছে শোবিজ দুনিয়ার অন্যতম বড় এই চলচ্চিত্র উৎসব। মঙ্গলবার (১৪ মে) পর্দা উঠেছে কান চলচ্চিত্র উৎসবের।


প্রতিবারের মতো এবারও কানের রেড কার্পেটে হাঁটেছেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। বৃহস্পতিবার (১৬ মে) গডফাদার’ খ্যাত নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলার নতুন ছবি ‘মেগালোপোলিস’ এর প্রিমিয়ারে লাল গালিচায় হাঁটতে দেখা গেছে ঐশ্বরিয়াকে। 



 

এর আগে বুধবার (১৫ মে) চোট পাওয়া হাতেই মেয়ে আরাধ্যকে সঙ্গে নিয়ে কানের উদ্দেশে ভারত ছাড়েন ঐশ্বরিয়া। প্লাস্টার করা হাতে মুম্বাই এয়ারপোর্টে তাকে দেখে অনেকে চমকে গিয়েছিলেন। 



 

সেই প্লাস্টার করা হাতেই কানের রেড কার্পেটে দ্যুতি ছড়ালেন ঐশ্বরিয়া। সোনার বিবরণসহ একটি কালো এবং সাদা পোশাকে রেড কার্পেটে হাজির হন সাবেক এই বিশ্বসুন্দরী। তার পোশাকটি ডিজাইন করেছেন ফাল্গুনী শেন ময়ূর।


আরও খবর



ফিচার ‘নকল’ প্রমাণে মিলবে ৫০ হাজার ডলার

প্রকাশিত:রবিবার ২৫ মে 20২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ জুন ২০২৫ |

Image

মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামকে নকল করে হোয়াটসঅ্যাপের ফিচার তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভ। একই সঙ্গে হোয়াটসঅ্যাপে টেলিগ্রামের ফিচার নকল করার বিষয়টি তুলে ধরে প্রামাণ্য ভিডিও চিত্র নির্মাণের প্রতিযোগিতারও ঘোষণা দিয়েছেন তিনি। এর আগে কটাক্ষ করে হোয়াটসঅ্যাপকে টেলিগ্রামের সস্তা সংস্করণও বলেন দুরভ।

 খবর : ইন্ডিয়া টুডে।

পাভেল দুরভের ঘোষণা অনুযায়ী, এ প্রতিযোগিতায় অংশ নিতে হলে টিকটকের মতো একটি ভিডিও তৈরি করতে হবে। সেখানে হোয়াটসঅ্যাপ কীভাবে টেলিগ্রামের বৈশিষ্ট্যগুলো অনুকরণ করেছে তা তুলে ধরতে হবে। ভিডিওটি টেলিগ্রামের একটি নির্দিষ্ট চ্যানেলে জমা দিতে হবে। টেলিগ্রামের প্রতিষ্ঠাতা বলেন, ব্যবহারকারীরা যেকোনো মেসেজিং অ্যাপ ব্যবহার করতে পারে, তবে তাদের উচিত হোয়াটসঅ্যাপ থেকে দূরে থাকা। এর আগে বিভিন্ন প্রতিবেদনে টেলিগ্রামের পক্ষ থেকে দাবি করা হয়, হোয়াটসঅ্যাপ অ্যাপটির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এদিকে দুরভ জানিয়েছেন, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা যেসব ফিচার উপভোগ করে, তার অনেকগুলোই প্রথম চালু হয়েছিল টেলিগ্রামে। তিনি অভিযোগ করে বলেন, টেলিগ্রাম একটি স্বাধীন প্ল্যাটফর্ম হিসেবে তার উদ্ভাবনী চেতনা বজায় রেখেছে। অন্যদিকে হোয়াটসঅ্যাপ শুধু অনুকরণেই ব্যস্ত। প্রসঙ্গত, বর্তমানে টেলিগ্রামের মাসিক সক্রিয় ব্যবহারকারী ১ বিলিয়ন ছাড়িয়েছে। এটি এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মেসেজিং অ্যাপ। ২০২৪ সালে টেলিগ্রাম আয় করেছে ৫৪৭ মিলিয়ন ডলার। গত বছরের হালনাগাদ তথ্যানুযায়ী, ব্যবহারকারীদের মাসে সর্বোচ্চ সময় ব্যয় করা সোশ্যাল মিডিয়ার তালিকায় টেলিগ্রামের অবস্থান অষ্টম, যেখানে শীর্ষ তিনে আছে যথাক্রমে টিকটক, ইউটিউব ও ফেসবুক। টিকটক ব্যবহারকারীরা মাসে ৩৪ ঘণ্টা সময় ব্যয় করেন প্ল্যাটফর্মে। এ ছাড়া ভারতের প্রায় ৪৫ শতাংশ জনসংখ্যা নিয়মিত টেলিগ্রাম ব্যবহার করে। রাশিয়ায়ও টেলিগ্রাম হোয়াটসঅ্যাপকে ছাড়িয়ে গিয়ে সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এ বিষয় হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।


আরও খবর



নওগাঁয় গুটি আম পাড়া শুরু, কয়েকদিন পরেই জমবে আমের বাজার

প্রকাশিত:বৃহস্পতিবার ২২ মে ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ জুন ২০২৫ |

Image

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁ জেলা প্রশাসনের নির্ধারিত 'ম্যাঙ্গো ক্যালেন্ডার' অনুযায়ী আজ বৃহস্পতিবার ২২ মে' থেকে গুটি আম সংগ্রহ শুরু হয়েছে। সেই অনুযায়ী নওগাঁর সাপাহার উপজেলার কিছু কিছু বাগানে আজ গুটি আম পাড়া শুরু হলেও বাজারে তেমন ক্রেতা- বিক্রেতার ভিড় দেখা যায়নি। ৩০ মে' পর থেকে জমে উঠবে আমের রাজ্য নওগাঁর সাপাহার আম বাজার বলে স্থানীয় ব্যবসায়ীরা জানান। সকালে সাপাহার উপজেলা সদরের পাইকারি আম বাজারে ঘুরে দেখা গেছে, বেচাকেনা একেবারেই কম। সকাল ৯টা পর্যন্ত মাত্র কয়েক মণ আম বিক্রি হয়েছে। বাজারে নেই পূর্বের মতো আমচাষি কিংবা পাইকারদের সক্রিয়তা। স্থানীয় আম ব্যবসায়ী বুলবুল হোসেন জানান, ''বাণিজ্যিক বাগান গুলোর আম এখনো পাকা শুরু হয়নি। বাড়ির আঙিনা বা ছোট আকারে চাষ হওয়া গুটি বা দেশীয় জাতের আমই কেউ কেউ বাজারে আনছেন। তবে পরিমাণ খুবই কম। এসব আম ৮০০ থেকে ১২০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে।'' ৩০ মে গোপালভোগ বাজারে বেচা-কেনা শুরু হলে বাজার জমতে শুরু করবে বলেও জানান তিনি। আমের হাট ঘুরে দেখা যায়, ব্যবসায়ীরা অলস সময় পার করছেন। আড়তে জমজমাট পরিবেশ নেই। কয়েক জন বিক্রেতা সাইকেল ও ভ্যানে করে অল্প পরিমাণ আম নিয়ে এসেছেন। প্রথম দিনেই ৪৮ কেজি ১ মণ হিসাবে বেচাকেনা শুরু হয়েছে, যা নিয়ে আম চাষিদের মধ্যে কিছুটা অসন্তোষ রয়েছে। সাপাহার আম আড়তদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিফাত বলেন, ''আম্রপালি, নাক ফজলি, হাড়িভাঙা, বারি আম-৪ ও গৌড়মতি হচ্ছে সাপাহারের প্রধান আমের জাত। এগুলোর পাকা মৌসুম জুনের মাঝামাঝি। আম্রপালি বাজারে এলে হাট জমবে। বর্তমানে এখানে আগাম জাতের চাষ কম, তাই বাজারও জমছে না।''

তিনি আরও জানান, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী এবার থেকে ৪৮ কেজিকে এক মণ ধরা হচ্ছে, যার মধ্যে ক্যারেটের ওজন ৩ কেজি। ফলে 'ঢলতা' হিসেবে কার্যত ৫ কেজি করে বেশি ধরতে হচ্ছে। সাপাহার বাজারে রবিউল ইসলাম নামে এক পাইকার জানান, তিনি সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ১৫ মণ গুটি আম কিনেছেন ৭৬০ থেকে ৮৬০ টাকা দরে। এ সব আম সাধারণত আচার তৈরির কাজে ব্যবহৃত হয় বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ বলেন, ''নির্ধারিত সময়ের আগে অপরিপক্ব আম সংগ্রহ বা বাজারজাতকরণ করা যাবে না। তবে আবহাওয়ার কারণে কোনো জাতের আম আগে পাকলে কৃষি বিভাগের সুপারিশে তারিখ পুনঃনির্ধারণ করে অনুমতি দেওয়া হবে।'' তিনি আরও জানান, ''আমে কোনো প্রকার রাসায়নিক ব্যবহার বন্ধে প্রশাসনের নজরদারি থাকবে। সাপাহার গুরুত্বপূর্ণ আম বাজারগুলোতে বিশেষ মনিটরিং চলবে।'' নওগাঁ জেলা প্রশাসনের ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী,২৩ মে থেকে গুটি আম, ২৮ মে থেকে গোপাল ভোগ, ২ জুন থেকে হিমসাগর, ১০ জুন থেকে ল্যাংড়া ও হাড়িভাঙা, ১৮ জুন থেকে আম্রপালি, ২৫ জুন থেকে ফজলি ও ব্যানানা ম্যাঙ্গো, ১০ জুলাই থেকে বারি-৪, গৌড়মতি, আশ্বিনা ও কাটিমন আম সংগ্রহ করা যাবে। সঠিক সময়ে আম বাজারজাত নিশ্চিত করতে প্রশাসনের কড়া নজরদারির পাশাপাশি ব্যবসায়ী ও চাষিদের সম্মিলিত সহযোগিতার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আরও খবর



কিছু মিডিয়া চামড়ার দাম নিয়ে অপপ্রচার চালাচ্ছে

প্রকাশিত:মঙ্গলবার ১০ জুন ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ জুন ২০২৫ |

Image

কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু নিউজ মিডিয়ায় কোরবানি পশুর চামড়ার দাম নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘কোরবানি পশুর চামড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে সাড়ে সাত লাখ মেট্রিক টন লবণ বিতরণ করা হয়েছিল। এ ছাড়া ৮৬ হাজার কসাইকে সরকার ট্রেনিং দিয়েছেন।

তিনি বলেন, ‘চামড়া শিল্পে প্রণোদনা বাবদ ২১৫ কোটি টাকা দেওয়া হয়েছে। চাহিদার জন্য ওয়েট ফুল চামড়া এবং সাদা চামড়া রফতানির শর্ত শিথিল করা হয়েছে। এখন জনগণ নিয়ম মেনে একত্রিত হয়ে মজুত বা সংরক্ষণ করলে সরকার নির্ধারিত মূল্য আরও বেশি মূল্য পাবে।’

এর আগে বাণিজ্য উপদেষ্টা সুন্দরবন ঘেঁষা সাতক্ষীরা শ্যামনগর উপজেলার আশালতা মাধ্যমিক বিদ্যালয় ৭০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অভিভাবকদের মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এদিকে, বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উপলক্ষে নবীন প্রবীণ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে ঐতিহ্যবাহী এ বিদ্যালয় প্রাঙ্গণ।

বেলা ১১ টায় অনুষ্ঠিত মিলন মেলায় সাবেক শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল মজিদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সিদ্দিক জোবায়ের, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ আহমেদ, খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.মোসাম্মদ আসমা বেগম প্রমুখ।


আরও খবর



রক্ত নয়, আমার শিরায় সিঁদুর টগবগ করে ফুটছে

প্রকাশিত:শুক্রবার ২৩ মে ২০২৫ | হালনাগাদ:শনিবার ১৪ জুন ২০২৫ |

Image

রক্ত নয়, তার শিরায় টগবগ করে ফুটছে সিঁদুর বলে মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দাবি করেন, গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে হামলার প্রতিশোধ মাত্র ২২ মিনিটেই নিয়েছে ভারত।

ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বলেও দাবি করেন তিনি। রাজস্থানের বিকানেরে এক জনসভায় মোদি এসব দাবি করেন বলে  জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যম বলছে, বৃহস্পতিবার রাজস্থানের পাবিস্তান সীমান্তবর্তী জেলা বিকানেরে এক জনসভা থেকে ১০৩টি অমৃত ভারত স্টেশন ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পে ভারতের সহস্রাধিক রেলস্টেশন আধুনিক করে গড়ে তোলা হচ্ছে। ইতোমধ্যেই তৈরি হয়েছে ১০৩টি স্টেশন।

বিভিন্ন রাজ্যের স্বকীয় শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরা হয়েছে এই স্টেশনগুলোতে। সেখানেই কথাপ্রসঙ্গে উঠে আসে পেহেলগাম হামলা এবং ‘অপারেশন সিঁদুর’-এর কথাও। মোদি দাবি করেন, “যারা ভারতের মা-বোনেদের মাথার সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করেছিল, তাদের ‘মোক্ষম জবাব’ দেওয়া হয়েছে। ২২ এপ্রিলের হামলার জবাব দেওয়া হয়েছে মাত্র ২২ মিনিটে। ৯টি সন্ত্রাসীঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।”

মোদি দাবি করেন, “গোটা দেশ ও বিশ্বের শত্রুরা দেখেছে— যখন সিঁদুর বারুদের মতো জ্বলে ওঠে, তখন কী হয়”। তিনি আরও বলেন, “রক্ত নয়, আমার শিরায় সিঁদুর টগবগ করে ফুটছে।”

মোদি দাবি করেন, “ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। পেহেলগামে গুলি চললেও, আঘাত লেগেছে ১৪০ কোটির হৃদয়ে। আমরা সন্ত্রাসের হৃদয়েই আঘাত করেছি। সরকার সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে, আর ভারতীয় বাহিনী পাকিস্তানকে ‘মাটিতে নামিয়ে’ এনেছে।”

প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের পর এটিই মোদির প্রথম জনসভা। তিনি স্মরণ করেন, ২০১৯ সালে আজাদ কাশ্মিরের বালাকোটে ‘ভারতীয় বিমানহানার’ পরেও তার প্রথম জনসভা হয়েছিল রাজস্থান সীমান্তে। এবারও ‘অপারেশন সিঁদুর’-এর পর তার প্রথম জনসভা আবার এই রাজস্থানেই হলো।


আরও খবর



বালুয়াকান্দীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

প্রকাশিত:সোমবার ০২ জুন 2০২5 | হালনাগাদ:রবিবার ১৫ জুন ২০২৫ |

Image

গজারিয়া(মুন্সীগঞ্জ)প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ওসাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার দুপুরে বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আ.ক.ম. মোজাম্মেল হক।

বালুয়াকান্দী ইউনিয়ন বিএনপি নেতা মোজাফফর হোসেন এর সভাপতিত্বে এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা শরীফ হোসেন মাষ্টার,বিএনপি নেতা রেজাউল করিম সেলিম মাষ্টার,আব্দুস সামাদ,মিছির আলী মেম্বার,আবু ইউসুফ খোকন,জসিম উদ্দিন,জজ মিয়া,আবদুল ওয়াদুদ,উপজেলা কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেনে সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলী আরশাদ,মিহিন উল্লাহ,ফুয়াদ মৃধা,কামরুল হাসান জিয়া,ছাত্রদল নেতা সাইদুল ইসলাম,নোমান বিল্লাল,কামরুজ্জামান সানি প্রমুখ।

আলোচনা সভায় সঞ্চালনা করেন বালুয়াকান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো:শফিকুল ইসলাম স্বপন।


আরও খবর