Logo
শিরোনাম
তারেক রহমান লন্ডন বসে বিএনপিকে ক্ষমতায় নিতে পারবেন না! ২০ বছর পর সিএনজিচালিত অটোরিকশার অনুমোদন সোহাগ হত্যার বিচার দাবীতে নওগাঁয় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল গুম খুন রাজনীতি বন্ধ করতেই আমরা মাঠে নেমেছি’ - নাহিদ ইসলাম ‎ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে মাভাবিপ্রবি ছাত্রদলের মিছিল নওগাঁর সাপাহারে দেশে প্রথম বারের মতো “ম্যাংগো ফেস্টিভ্যাল” হচ্ছে গজারিয়ায় পঞ্চম বারের মতো দুটি চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস স্যার এবং ভাইয়ার প্রতি খোলা চিঠি! শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন সহ সকল ধরনের দুর্নীতির অবসান চাই ..নাহিদ ইসলাম বালুয়াকান্দীতে সন্ত্রাস,চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে মত বিনিময় সভা

প্রেমে পড়েছেন পরীমনি

প্রকাশিত:সোমবার ১৮ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৪ জুলাই ২০২৫ |

Image

এক প্রেমে জীবন যাবে এমন কোনো কথা আছে, এই জীবনে বারেবারে নত হবো প্রেমের কাছে।’ কবির কথা সত্যি হয়ে ধরা দিচ্ছে পরীমনির বেলায়। ফের প্রেমে পড়েছেন ঢালিউড লাস্যময়ী। সামাজিকমাধ্যমে নিজেই জানিয়েছেন বিষয়টি।

ফেসবুকে পরীমনি একটি ভিডিও প্রকাশ করেছেন। যেখানে দেখা গেছে, গাড়ির জানালায় আধো আলোয় আধো আঁধারে আলিঙ্গনে মেতে উঠেছে দুটি হাত। ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘ইয়েস আই অ্যাম ইন লাভ অ্যাগেইন’। যার বাংলা করলে দাঁড়ায়, ‘হ্যা আমি আবার প্রেমে পড়েছি।’

নায়িকার এমন পোস্ট দেখে মন্তব্যের বন্যা বইয়ে দিয়েছেন অনুসারীরা। কেউ অভিনন্দন জানিয়েছেন। কেউ লিখেছেন, ভালোবাসা সুন্দর। আবার কেউ করেছেন সতর্ক। তবে সেসবের কোনো জবাব দেননি অভিনেত্রী। একই সঙ্গে কার প্রেমে পড়লেন, সে বিষয়েও বলেননি কিছু।

গেল ৮ নভেম্বর মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজ ইমরান নূর। থ্রিলার ঘরানার গল্পে নির্মিত এ সিরিজে একজন অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা গেছে পরীমনিকে। সিরিজটি বানিয়েছেন অনম বিশ্বাস।


আরও খবর



লক্ষ্মীপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় রথযাত্রা উদযাপন

প্রকাশিত:শুক্রবার ২৭ জুন ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৩ জুলাই ২০২৫ |

Image

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি  :লক্ষ্মীপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা । শুক্রবার (২৭ জুন) বিকেলে শহরের বিভিন্ন মন্দির ও আখড়া থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এ উৎসব শুরু হয়।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) লক্ষ্মীপুর শাখার আয়োজনে পৌর শহরের কেন্দ্রীয় মন্দির থেকে বিশাল রথের  শোভাযাত্রা বের হয়। হাজারো ভক্তের অংশগ্রহণে রথটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় মন্দিরে ফিরে আসেন । 


আরও খবর



ইশরাক না সরলে ঢাকার দুই সিটিতে নতুন নির্বাচন

প্রকাশিত:শুক্রবার ২০ জুন ২০25 | হালনাগাদ:রবিবার ১৩ জুলাই ২০২৫ |

Image

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়রের দায়িত্ব পালনের দাবিতে নগর ভবন অবরুদ্ধ করে রাখা বিএনপি নেতা ইশরাক হোসেন স্বেচ্ছায় না সরলে ঢাকার দুই সিটি করপোরেশনে নতুন নির্বাচনের পথে হাঁটবে সরকার। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’তে উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সেখানে উপস্থিত একাধিক উপদেষ্টা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সরকারের ৯ জন উপদেষ্টা অংশ নেন। বৈঠকে ইশরাকের কর্মকাণ্ড নিয়ে বিস্তর আলোচনা হয়। বিশেষ করে শপথ না নিয়েই মেয়রের ‘দায়িত্ব’ পালন এবং নগর ভবন অচল করে রাখায় উপদেষ্টারা ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেন। অনেকে সরকারপ্রধানকে কঠোর পদক্ষেপ নেওয়ারও পরামর্শ দেন।

বৈঠকে উপদেষ্টারা জানান, সরকার ইতোমধ্যেই ইশরাকের কর্মকাণ্ডে ভীষণভাবে বিরক্ত। একাধিক উপদেষ্টা বলেন, নাগরিক সেবা বন্ধ করে রেখে তিনি নগরবাসীর দুর্ভোগ বাড়িয়েছেন। সেইসঙ্গে সরকারের কর্তৃত্বকেও প্রশ্নবিদ্ধ করেছেন। এজন্য তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও উঠে আসে।

তবে বিএনপির সঙ্গে সরকারের সাম্প্রতিক আস্থার সম্পর্ক এবং লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহার এখনই না করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে আশঙ্কা করা হয়, ইশরাকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে তিনি রাজনৈতিকভাবে সহানুভূতি পেতে পারেন।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন। বিএনপির প্রার্থী ইশরাক হোসেন নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ফল বাতিল চেয়ে মামলা করেন। গত ২৭ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাককে বিজয়ী ঘোষণা করে। এরপর ইসির গেজেট প্রকাশ এবং হাইকোর্ট ও আপিল বিভাগে মামলার রায় ইশরাকের পক্ষে গেলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ পড়াতে অস্বীকৃতি জানায়।

গত ১৪ মে থেকে ইশরাকের সমর্থকরা ‘ঢাকাবাসী’ ব্যানারে নগর ভবন ঘেরাও করে রাখে। বিভিন্ন কক্ষে তালা দিয়ে নাগরিক সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এরপর তারা তিন দিন ধরে যমুনা বাসভবনও ঘেরাও করে রাখেন। ইশরাক নিজেও বিভিন্ন দপ্তরে গিয়ে সভা করেন, যেখানে তাকে ‘মাননীয় মেয়র’ হিসেবে উল্লেখ করা হয়।

নির্বাচনের মেয়াদ শেষ হয়েছে গত ১ জুন। এরপরও ইশরাক মেয়র দাবি করে নগর ভবনে সক্রিয় আছেন। এসব ঘটনাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপিসহ আরও কয়েকটি দল সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে।

এ পরিস্থিতিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়, ইশরাক যদি স্বেচ্ছায় সরে না দাঁড়ান এবং নগর ভবনের অচলাবস্থা না সরান, তাহলে সরকার নতুন করে স্থানীয় সরকার নির্বাচনের পথে এগোবে। ইতোমধ্যে বেশিরভাগ রাজনৈতিক দল স্থানীয় সরকারের নতুন নির্বাচনের পক্ষে মত দিয়েছে।

এদিকে বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এখন আর চুপ করে থাকার সময় নেই। সরকার জানে, কী ঘটছে। সবকিছু সমন্বয়ের মাধ্যমেই হচ্ছে। তিনি বলেন, নাগরিক সেবা ব্যাহত হচ্ছে ঠিকই, তবে বাইরে থেকেও যতটা সম্ভব সেবা চালিয়ে যাওয়ার চেষ্টা চলছে।

স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, এ পরিস্থিতিতে সরকার, বিএনপি ও ইশরাক—সবপক্ষই বাড়াবাড়ি করছে। তার মতে, আইন অনুযায়ী এখন ইশরাকের মেয়র হিসেবে দায়িত্ব পালনের সুযোগ নেই। তবে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে চাইলে তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া যেতে পারে। তিনি ইশরাকের বর্তমান ভূমিকার সমালোচনা করে বলেন, এটি অনাকাঙ্ক্ষিত ও লজ্জাজনক।


আরও খবর



ঝালকাঠিতে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৭৫১৩ পরীক্ষার্থী

প্রকাশিত:বুধবার ২৫ জুন 20২৫ | হালনাগাদ:রবিবার ১৩ জুলাই ২০২৫ |

Image

হাসিবুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি জেলায় ২০২৫ সালের এইচএসসি, আলিম ও সমমানের (ভোকেশনাল ও বিএম) পরীক্ষায় মোট ৭ হাজার ৫১৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। জেলায় ২৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া এ পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। আগামী ২৬ জুন থেকে দেশব্যাপী শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।

জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখা সূত্রে জানা গেছে, জেলার চারটি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে ঝালকাঠি সদর উপজেলায়। এখানে পাঁচটি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ১ হাজার ৮৭৩ জন। নলছিটিতে দুইটি কেন্দ্রে ৬৯৬ জন, রাজাপুরে তিনটি কেন্দ্রে ৮৪৪ জন এবং কাঠালিয়ায় দুইটি কেন্দ্রে ৬৫৮ জন পরীক্ষার্থী রয়েছে।

এছাড়া এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) পরীক্ষায় ঝালকাঠি সদরের তিনটি কেন্দ্রে ৩৯২ জন, নলছিটিতে দুটি কেন্দ্রে ৫৩৬ জন, রাজাপুরে একটি কেন্দ্রে ৪২৯ জন এবং কাঠালিয়ায় দুটি কেন্দ্রে ৩৪৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

আলিম পরীক্ষায় ঝালকাঠি সদর উপজেলার ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা কেন্দ্রে অন্তর্ভুক্ত ১০টি মাদ্রাসার ৪২০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। নলছিটি উপজেলার দুটি কেন্দ্রে ২০৩ জন, রাজাপুর কামিল মাদ্রাসা কেন্দ্রে অন্তর্ভুক্ত ৯টি মাদ্রাসার ২৩০ জন এবং কাঠালিয়ার দুটি কেন্দ্রে ২১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।

সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে ইতোমধ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত অনুযায়ী, জেলার চারটি উপজেলায় চারজন অতিরিক্ত জেলা প্রশাসককে ভিজিল্যান্স টিমের আহ্বায়ক করে মনিটরিং কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান ২০০ গজের মধ্যে দলবদ্ধ চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন।

জেলা প্রশাসন আশাবাদী, কঠোর নিরাপত্তা ও তদারকির মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে এ বছর পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হবে।


আরও খবর



মহররম মাসের গুরুত্বপূর্ণ আমল

প্রকাশিত:বৃহস্পতিবার ২৬ জুন ২০২৫ | হালনাগাদ:শনিবার ১২ জুলাই ২০২৫ |

Image

মহাররম আরবি সনের প্রথম মাস। এটি সম্মানিত চার মাসের একটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আসমান-জমিন সৃষ্টিলগ্ন থেকে সময় তার মতো করে চলছে। বছরে ১২ মাসের চারটি সম্মানিত মাস। ধারাবাহিকভাবে তিনটি: জিলকদ, জিলহজ ও মহররম। চতুর্থটি হলো রজব।’ (বুখারি ৩১৯৭)


অনেক আলেমের মতে, সম্মানিত চার মাসের মধ্যে মহররম শ্রেষ্ঠ। এ প্রসঙ্গে বিখ্যাত সাহাবি হজরত আবু জর (রা.) থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করি, ‘হে আল্লাহর রসুল, কোন বাহন ভালো? রাতের কোন অংশ ও কোন মাস সর্বোত্তম?’ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে বাহনের দাম বেশি, সেটি বেশি কল্যাণকর; আর রাতের সর্বোত্তম অংশ হলো মধ্যভাগ; সর্বোত্তম মাস আল্লাহর মাস, যাকে তোমরা মহররম বলে ডাকো।’ (আস-সুনানুল কুবরা ৪২১৬)

 

এখানে মহররম মাস শ্রেষ্ঠ দ্বারা উদ্দেশ্য হচ্ছে, রমজানের পরে শ্রেষ্ঠ মাস। ওয়াহাব ইবনু জারির কুররা ইবনু খালিদের সূত্রে হাসান বসরি থেকে বর্ণনা করেন; তিনি বলেন, ‘মহান আল্লাহ বছর শুরু করেন সম্মানিত মাস দ্বারা; বছর শেষ করেন সম্মানিত মাস দ্বারা। রমজানের পর মহররমের চেয়ে শ্রেষ্ঠ কোনো মাস নেই।’ (লাতায়িফুল মাআরিফ ৪৭)

 

এ মাসে রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা মহররমের রোজা; আর ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ রাতের নামাজ। (মুসলিম ১১৬৩)


মহররম মাসে কোরআন তেলাওয়াত, জিকির-আজকার, তাসবিহ-তাহলিল, দান-সদকা, দরুদ পাঠ ইত্যাদি বেশি বেশি করা উচিত। তবে মহররম মাসকে কেন্দ্র করে তাজিয়া মিছিল বের করা, মাতম-মর্সিয়া করা, শরীর রক্তাক্ত করা শরিয়ত সম্মত নয়।


আরও খবর



গুম খুন রাজনীতি বন্ধ করতেই আমরা মাঠে নেমেছি’ - নাহিদ ইসলাম

প্রকাশিত:রবিবার ১৩ জুলাই ২০২৫ | হালনাগাদ:সোমবার ১৪ জুলাই ২০২৫ |

Image

‎হাসিবুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের মাফিয়াতন্ত্র, চাঁদাবাজি, গুম ও খুনের রাজনীতি বন্ধ করতেই আমরা মাঠে নেমেছি। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে।

আজ রোববার (১৩ জুলাই) বিকেলে ঝালকাঠি শহরের কাপুড়িয়াপট্টিতে এনসিপির পথসভায় নাহিদ ইসলাম এ কথা বলেন। তবে কর্মসূচিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদের মুখে বাধাগ্রস্ত হয়।

‎পিরোজপুরের কর্মসূচি শেষ করে রাজাপুরে মধ্যাহ্নভোজের বিরতির পর এনসিপির কেন্দ্রীয় নেতারা ঝালকাঠির উদ্দেশে রওনা হন। প্রথমে তাঁরা কায়েদ সাহেব হুজুর প্রতিষ্ঠিত নেছারাবাদ এনএস কামিল মাদরাসা পরিদর্শন করেন এবং তাঁর কবর জিয়ারত করেন। এরপর শহরের ফায়ার সার্ভিস মোড় হয়ে প্রধান সড়কে শোভাযাত্রার পরিকল্পনা থাকলেও ছাত্রদের বাধার মুখে ভিন্ন রুটে তা পরিচালনা করতে হয়।

‎প্রথমে শহরের একটি গুরুত্বপূর্ণ মোড়ে পথসভা করার কথা থাকলেও অন্তত দুটি স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা শোভাযাত্রার পথরোধ করেন। পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত কাপড়িয়া পট্টি এলাকার একটি ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন এনসিপি নেতারা।

‎সমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম আর‌ও বলেন, চাঁদার জন্য ঢাকায় একজনকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। যারা দখল, চাঁদাবাজি, ছিনতাই ও কমিশনের রাজনীতি করতে চায়, দেশের মানুষ যেভাবে শেখ হাসিনাকে বিদায় করেছে, সেভাবে তাদেরও বিদায় করবে।’


‎তিনি আরও বলেন, একটি সফল গণঅভ্যুত্থানের পরও আমরা যেন আবার পুরনো দখলদার, গুম-খুনের রাজনীতিতে ফিরে না যাই। ইদানিং রাজনীতিতে একটি নতুন ভয়ের সংস্কৃতি গড়ে তোলা হচ্ছে, যা জুলাই আন্দোলনের চেতনাবিরোধী। আমরা এই সংস্কৃতির পরিবর্তন চাই।

‎সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতা আখতার হোসেন, সামান্তা শারমিন, ডাক্তার মাহমুদা মিতু, মিতু, মশিউর রহমানসহ অনেকে।


‎তাঁরা বলেন, নতুন রাষ্ট্রব্যবস্থা গড়তে হলে শোষণমূলক সংস্কৃতি ও সুবিধাবাদী রাজনীতির সঙ্গে কোনো আপস চলবে না। জুলাই সনদের মধ্য দিয়েই জাতির মুক্তির পথ রচিত হবে।

‎সমাবেশ শেষে ঝালকাঠি ত্যাগ করার সময় ফের প্রতিরোধের মুখে পড়েন এনসিপি নেতারা। শিক্ষার্থীরা তাদের গাড়িবহর আটকে দিয়ে অভিযোগ করেন, ঝালকাঠির এনসিপি ইউনিটে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা অতীতে দখলদারিত্ব ও দমন-পীড়নের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

‎বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াসিন ফেরদৌস ইফতি বলেন, ঝালকাঠির এনসিপির প্রধান সমন্বয়ক আমাদের সঙ্গে কোনো সমন্বয় না করেই আওয়ামী লীগের লোকজনকে কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন। কমিটি গঠনের সময় আমাদের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি।

‎এ বিষয়ে জানতে চাইলে এনসিপির ঝালকাঠি জেলা শাখার প্রধান সমন্বয়ক মাইনুল ইসলাম মান্না বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি কমিটি গঠনের আগে-পরে আন্দোলনের সঙ্গে যুক্তদের নিয়মিত যোগাযোগ রেখেছি।


আরও খবর