
মাইজভান্ডার দরবার শরীফ গাউছিয়া রহমানিয়া মইনীয়া মনজিলের বর্তমান গদীনশীন পীর ও বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি চেয়ারম্যান, সাজ্জাদানশীন-এ দরবারে গাউছুল আজম মাইজভান্ডারী হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী বলেছেন, ‘পবিত্র রজব মাসের ২৭ তারিখ এমনই এক মহিমান্বিত রজনী, যে রজনীতে মহান আল্লাহ্ তা'য়ালা তার প্রিয়তম হাবিব (দ.) কে আরশে আজিমে পরম সম্মানিত অতিথি হিসেবে সাদর আমন্ত্রণ করে অভ্যর্থনা জানিয়ে স্বীয় সাক্ষাতে ধন্য করেছেন। আমাদের প্রিয় নবিজী (দ.) মহান আল্লাহ্ তা'য়ালার এমন নিকটবর্তী হলেন যে, তাদের মাঝে কোন পর্দা বা পার্থক্যই ছিল না। মহান আল্লাহ্, হুযুরপুর নূর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা (দ.)'র নিকট সৃষ্টিকুলের সকল রহস্য উম্মোচন করেন। যাত্রাপথে তিনি সম্মানিত নবী-রাসুল (আঃ)গণের সাথেও সাক্ষাত করেন।’ বিএসপি চেয়ারম্যান বলেন, ‘পবিত্র শব-ই-মিরাজেই মহানবী (দ) উম্মতের জন্য উপহার হিসেবে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আসেন। তিনি প্রায় ২৭ বছর সফর করলেন, অথচ পৃথিবীর হিসেবে তা কয়েক সেকেন্ড মাত্র।’ সৈয়দ সাইফুদ্দীন আহমেদ আরও বলেন, ‘আধুনিক বিজ্ঞানের আপেক্ষিকতা সূত্রও এ অলৌকিক যাত্রাকে বিজ্ঞানসম্মত বলে স্বীকৃতি দিয়েছে। পবিত্র শব-ই-মিরাজ থেকে আমাদের কাছে একটি বিষয় সুস্পষ্ট হয়ে ওঠে যে, মহামহিম, সর্বশক্তিমান আল্লাহ্ তা'য়ালার মর্যাদার পরেই সর্বোচ্চ সম্মানে যিনি সম্মানিত, যার মর্যাদা বর্ণনার অসাধ্য তিনি হলেন দোজাহানের বাদশাহ্, আমাদের প্রিয় নবিজী (দ.)।’ মহান আল্লাহ্ ও প্রিয় নবিজী (দ)'র এ মহিমান্বিত সাক্ষাৎ মু'মিনদের জন্য মহা আনন্দের জানিয়ে বিএসপি চেয়ারম্যান বলেন, ‘অপরদিকে পবিত্র কুরআন হাদীসে এ রাত্রির উচ্চ মর্যাদা বর্ণিত হওয়ার পরেও একশ্রেণীর মুনাফিকরা এ তাৎপর্যময় রজনীর মহত্ত্বকে খর্ব করার বৃথা চেষ্টা করছে। তিনি মুনাফিক চক্রের অপতৎপরতাকে উপেক্ষা করে এ বরকতময় রজনীতে কুরআন তিলাওয়াত, নফল সালাত, তাহাজ্জুদ আদায়, দরুদ-সালাম পাঠ, দান সাদকাহ্, পরদিন নফল রোজা পালনের মাধ্যমে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য মুসলিম উম্মাহর প্রতি উদাত্ত আহবান জানান।’
রবিবার (২৬ জানুয়ারি) রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া পূর্ব খুরুশিয়া হাজী আহমদ মিয়া জামে মসজিদ ময়দানে খুরুশিয়া হিলফুল ফুযুল পরিষদ কর্তৃক আয়োজিত ৮তম বার্ষিক হুসাইনি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন, রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত আল্লামা সৈয়দ ওবায়দুল মোস্তফা নঈমী, চট্টগ্রাম টপ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবছার হোসেন তালুকদার। মাওলানা আব্দুল হালিম আল কাদেরীর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে মাওলানা আব্দুল হামিদ নঈমীর সভাপতিত্বে মাহফিলে প্রধান ওয়ায়েজ ছিলেন মাওলানা মুফতি মোহাম্মদ ফরিদ উদ্দিন নূরী। এ ছাড়াও আরও বহু ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। এসময় বিশিষ্ট ওলামায়ে কেরাম, স্থানীয় খলিফাবৃন্দ, আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া, মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিলাদ কিয়াম শেষে মুসলিম উম্মাহর কল্যাণ, দেশ ও বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় আখেরী মুনাজাত পরিচালনা করেন শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী মাইজভান্ডারী।