রাজশাহী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের জামিন মঞ্জুর
বুধবার ০৯ অক্টোবর ২০২৪
রাজশাহীতে সাবেক এমপি ডা. মনসুর সহ ৭৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বুধবার ০৯ অক্টোবর ২০২৪
নওগাঁয় অটো বাইকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দু'জন শিক্ষার্থীর মৃত্যু
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :
নওগাঁয় চার্জার ব্যাটারি চালিত অটো বাইকের সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেল চালক ও আরোহী দু'জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত হলেন,
মনিরুল ইসলাম (২১) ও সারাফাত হোসেন (২২)। মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যা ৬ টার দিকে নওগাঁ টু মহাদেবপুর সড়কের নওহাটামোড় (চৌমাশিয়া) বাজার এলাকায়। নিহত সারাফাত মহাদেবপুর উপজেলার জয়পুর (সরদারপাড়া) গ্রামের মাহমুদুল হাসানের ছেলে ও ঢাকা কলেজের ইসলামের ইতিহাস বিষয়ের শিক্ষার্থী। নিহত মনিরুল ইসলাম মহাদেবপুর উপজেলার গোঁফানগর গ্রামের মোবারক হোসেনের ছেলে ও শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজের শিক্ষার্থী।
সরেজমিনে জানাগেছে, রবিবার ৬ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে নিহতরা নওগাঁ শহরে কাজ শেষে একটি মোটরসাইকেল যোগে নিজ বাসায় ফেরার পথে নওহাটা মোড় (চৌমাশিয়া) এলাকায় পৌছালে এসময় বিপরীত দিক থেকে আসা একটি চার্জার ব্যাটারী চালিত অটো বাইকের সাথে সংঘর্ষের পর তারা দু'জন মোটরসাইকেল থেকে ছিটকে পাকা সড়কের উপর পরে দূর্ঘটনা স্থলেই মৃত্যু বরণ করেন। ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথে নওহাটামোড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জিয়াউর রহমান ও এস আই আকবর সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে পৌছান। দু'জন শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে দূর্ঘটনাস্থল পরিদর্শন করেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ এবং ওসি (তদন্ত)।
দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হাসমত আলী জানান, দূর্ঘটনাস্থলে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে ঘটনাস্থল থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ঝিকরগাছায় যৌতুকলোভী ও নারী নির্যাতন; হাসপাতালে গৃহবধু
শনিবার ১২ অক্টোবর ২০২৪
জুলাইয়ে পোশাক রপ্তানি বেড়েছে ২.৮৮ শতাংশ
চলতি অর্থবছরের প্রথম মাস
জুলাইয়ে তৈরি পোশাক পণ্য রপ্তানি থেকে বাংলাদেশ আয় করেছে ৩.১৮ বিলিয়ন ডলার, যা আগের বছরের
জুলাইয়ের তুলনায় ২.৮৮ শতাংশ বেশি। ২০২৩ সালের জুলাই মাসে তৈরি পোশাক পণ্য রপ্তানি
করে আয় হয়েছিল ৩.০ বিলিয়ন ডলার।
অন্যদিকে
চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশের রপ্তানি আয় ২.৯ শতাংশ
বেড়ে ৩.৮২ বিলিয়ন হয়েছে। ২০২৩ সালের জুলাইয়ে, বাংলাদেশের রপ্তানি আয় ছিল ৩.৭১
বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক গত সপ্তাহে এ তথ্য প্রকাশ করেছে।
ওভেন
পণ্য থেকে রপ্তানি আয় ৩.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.৪৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যেখানে নিট
পণ্যের রপ্তানি আয় ২ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১.৭২ বিলিয়ন ডলারে।
এ
ব্যাপারে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ)
ভারপ্রাপ্ত সভাপতি আবদুল্লাহ হিল রাকিব বলেন, অর্থবছরের প্রথম মাসে ইতিবাচক সূচনা হওয়া ভালো
লক্ষণ। কিন্তু তিন সপ্তাহ ধরে শ্রমিক বিক্ষোভের কারণে উৎপাদন বাধাগ্রস্ত হওয়ায়
আমরা রপ্তানির প্রবৃদ্ধি নিয়ে চিন্তিত।
দুই সপ্তাহে রিজার্ভ বাড়ল ২৬ কোটি ডলার
শনিবার ১২ অক্টোবর ২০২৪
কমেছে ডিম-পেঁয়াজ-আলুর দাম
শুক্রবার ১১ অক্টোবর ২০২৪
চা বাগানে মজুরি ও রেশন বন্ধ, কষ্টে শ্রমিকরা
হবিগঞ্জের মাধবপুরে সরকার
মালিকাধিন জগদীশপুর ও তেলিয়াপাড়া চা বাগানে টাকার অভাবে বাগানে কর্মরত শ্রমিকের
রেশন তলব পরিশোধ করা সম্ভব হচ্ছেনা। ন্যাশনাল টি কোম্পানি পরিচালনা পর্ষদ বাগানে
ম্যানেজারদের (ব্যবস্থাপক) টাকা না দেওয়ায় দুইটি বাগানের শত শত শ্রমিকের পাওনা
বকেয়া রয়েছে। দরিদ্র শ্রমিক পরিবার এখন তাদের মজুরি ও রেশন না পেয়ে তাদের পরিবার
খুব কষ্টে জীবিকানির্বাহ করছে। এ নিয়ে চা বাগানে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে
জানা গেছে।
জগদীশপুর
ও তেলিয়াপাড়া চা বাগানের শ্রমিকরা জানান, ১৭০ টাকা দৈনিক হাজিরায় তারা চা বাগানে ৮
ঘন্টা কাজ করে আসছে। এই সামান্য মজুরি এবং সপ্তাহে যে পরিমাণ আটা দেওয়া হয় তা দিয়ে
কোনো ভাবে তাদের সংসার চলেনা। বিকল্প কাজ না থাকায় অবহেলিত শ্রমিকরা স্বল্প
সুবিধায় বাগানে বাধ্য হয়ে কাজ করছে। স্বল্প মজুরি দিয়ে পরিবারের অন্যান্য খরচ
মেটানো খুবই কঠিন। কিন্তু এখন কাজ করার পরও গত ৩-৪ সপ্তাহ ধরে বাগানে শ্রমিকদের
সপ্তাহিক রেশন পরিশোধ করা হচ্ছেনা। বাগান কর্তৃপক্ষ আর্থিক সংকটের অজুহাত দেখিয়ে
এখন শ্রমিকের মজুরি বন্ধ করে দিয়েছে। এভাবে চলতে থাকলে চা বাগানে দুর্ভিক্ষ দেখা
দিতে পারে। কারণ দুইটি চা বাগানে প্রায় ১০ হাজার হাজার পরিবার বাগানের কাজের ওপর
নির্ভরশীল। কাজ বন্ধ হয়ে গেলে বাগানে বড় অভাব দেখা দেবে।
জগদীশপুর
চা বাগানের শ্রমিক নেতা রমেশ কৈরি জানান, বাগানের মানুষ সপ্তাহ যে রেশন তলব পায় তা
দিয়ে এক সপ্তাহ টেনেটুনে কোনো রকম সংসার চালায়। এখন দ্রব্যমূল্যের দাম খুব বেশি
তাই দৈনিক ১৭০ টাকার তলবে কোনো ভাল খাবার কিনে খাওয়া যায়না। শ্রমিকরা কোন রকম
খাবার খেয়ে জীর্ণশীর্ণ কুঁড়েঘর জীবন কাটায়। জগদীশপুর চা বাগানে গত কয়েক সপ্তাহ ধরে
রেশন তলব বন্ধ রয়েছে। কোম্পানির অর্থ সংকট থাকায় ব্যাংক থেকে এখন টাকা মিলছেনা। এ
কারণে শ্রমিকের টাকা দেওয়া হচ্ছেনা। মজুরি রেশন না পেয়েও শ্রমিকরা কাজ করে যাচ্ছে।
তেলিয়াপাড়া
চা বাগানের শ্রমিক নেতা বীরেন বুনার্জি বলেন, চা বাগানে শ্রমিকরা ন্যায্য পাওনা না
পেয়ে তারা অভাব অনটনের মধ্যে দিয়ে জীবিকানির্বাহ করছে। মজুরি রেশন না শ্রমিকরা
বাগানে আন্দোলন করছে।
জগদীশপুর
চা বাগানের ম্যানেজার (ব্যবস্থাপক) লিমন ফকির জানান, প্রতি বছর এখন চা বাগানে মোটা
অংকের লোকসান হয়। কারণ দিন দিন চায়ের উৎপাদন খরচ বাড়ছে। কিন্তু চায়ের দর বাড়ছেনা। এখন
শ্রমিকদের মজুরি রেশন সহ যাবতীয় ব্যয় নির্বাহ করতে কোম্পানিকে কঠিন বেগ পেতে
হচ্ছে। কোম্পানির টাকা না থাকায় এখন বাগানে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। তবে
শ্রমিকের পাওনা পরিশোধ করতে প্রতিষ্ঠান আন্তরিক রয়েছে। টাকার ব্যবস্থা হলেই তাদের
সমস্যা মিটে যাবে।
ঝিকরগাছায় যৌতুকলোভী ও নারী নির্যাতন; হাসপাতালে গৃহবধু
শনিবার ১২ অক্টোবর ২০২৪
বকশীগঞ্জে গৃহবধু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
জামালপুর প্রতিনিধি :
বকশীগঞ্জে গৃহবধু সূচনা আক্তার সূচী (২৭) হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে পৌর শহরের মালিরচর মন্ডলপাড়া এলাকাবাসী এই কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধনে সূচীর স্বজনরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
মালিচর মন্ডলপাড়া-ধুমালী সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মিজানুর রহমান,আলমগীর মিয়া,মজনু মিয়া ও গৃহবধূ সূচনার মা রোজিনা বেগম প্রমূখ। আসামীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা। গত শুক্রবার রাতে সাধুরপাড়া ইউনিয়নের আইড়মারি খানপাড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে সূচীর লাশ উদ্ধার করে পুলিশ।
জানা যায়,বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইড়মারী খানপাড়া গ্রামের ইফাজ উদ্দিনের ছেলে আলমাছ হোসেন আরিফের (৩২) সাথে প্রায় পাচঁ বছর পূর্বে পৌর শহরের মালিরচর মন্ডলপাড়া গ্রামের বেলায়েত মিয়ার মেয়ে সূচনা আক্তার সূচীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। গত শুক্রবার সন্ধ্যায় তার স্বামী ও শশুড় বাড়ির লোকজনের সাথে পারিবারিক বিষয় নিয়ে সূচনার ঝগড়া হয়। পরে রাত ৮ টার দিকে পুলিশ তার স্বামীর ঘর থেকে গৃহবধু সূচীর লাশ উদ্ধার করে। ঘটনার পরেই সূচীর স্বামী ও শশুড়সহ বাড়ির লোকজন পালিয়ে যায়। এই ঘটনায় গৃহবধু সূচীর মা রোজিনা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ সূচনার শাশুড়ী আকলিমা বেগম (৫৫) কে গ্রেফতার করেছে।
মানববন্ধনে সূচনার মা রোজিনা বেগম বলেন,বিয়ের পর থেকে স্বামী ও শশুর বাড়ির লোকজন সূচনাকে নানা ভাবে নির্যাতন করে আসছিল। তার মেয়ে কখনোই আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
সাবেক কাউন্সিলর মিজানুর রহমান বলেন,এটা পরিকল্পিত হত্যাকান্ড। সূচনা যদি আত্মহত্যা করেই থাকে তাহলে বাড়িতে খবর না দিয়ে শশুর বাড়ির লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে গেলো কেন। দোষীদের শাস্তি দাবি জানান তিনি।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, এ ঘটনায় মামলা হয়েছে,গৃহবধুর শাশুড়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।
ঝিকরগাছায় যৌতুকলোভী ও নারী নির্যাতন; হাসপাতালে গৃহবধু
শনিবার ১২ অক্টোবর ২০২৪
মাভাবিপ্রবির নবনিযুক্ত পরিবহন পরিচালক অধ্যাপক ড. মাহবুবুল বাশার
মো: হ্নদয় হোসাইন, মাভাবিপ্রবি প্রতিনিধি :
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবহন পরিচালক হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: মাহবুবুল বাশার।
গত বুধবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল বাশারকে পরিবহন পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়।
নতুন পরিবহন পরিচালক হিসেবে যোগদান করে অধ্যাপক ড. মাহবুবুল বাশার বলেন, শিক্ষার্থীরা পরিবহন সম্পর্কে যেকোন অভিযোগ সরাসরি আমাদের কাছে দিতে পারবে এবং আমি যৌক্তিকভাবে সমাধান করার চেষ্টা করবো। বিশ্ববিদ্যালয় ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবার পরিবহনের মাধ্যমে সেবা প্রদানের জন্য সর্বদা সততা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার চেষ্টা করব।
উল্লেখ্য, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক রবিউল ইসলাম লিটন পরিবহন পরিচালকের পদ থেকে গত ২০২৪ সালের ৫ আগস্ট দায়িত্ব থেকে পদত্যাগ করার পর পরিবহন পরিচালকের পদটি শূন্য ছিল। এরপরই অধ্যাপক ড. মাহবুবুল বাশার দায়িত্ব গ্রহণ করেন।
এইচএসসি ও সমমানের ফল মঙ্গলবার
শনিবার ১২ অক্টোবর ২০২৪
এবার ভিন্নভাবে প্রকাশিত হবে এইচএসসির ফল
সোমবার ০৭ অক্টোবর ২০২৪