রাজশাহীতে বিভাগীয় দলিল লেখক সমিতির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে
ঝিকরগাছায় যৌতুকলোভী ও নারী নির্যাতন; হাসপাতালে গৃহবধু
শনিবার ১২ অক্টোবর ২০২৪
আন্দোলনে নীরব ভূমিকার জন্য ক্ষমা চাইলেন সাকিব
ছাত্র-জনতার
আন্দোলনের সময় নীরব ভূমিকা পালন করায় ব্যাপক সমালোচনা মুখে পড়তে হয় আওয়ামী লীগের
সংসদ সদস্য এবং ক্রিকেটার সাকিব আল হাসানকে। যার ফলে তার দেশে ফেরা এবং নিরাপত্তা
নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এতদিন চুপ থাকলেও এবার নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার
করেছেন দেশসেরা এই ক্রিকেটার।
বুধবার
রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে আন্দোলনের সময় নীরব ভূমিকা
পালন করায় ক্ষমা চেয়েছেন সাকিব। সাকিবের পোস্টটি হুবুহু তুলে ধরা হলো-
আসসালামু
আলাইকুম, আমার দেশের প্রতিটি মানুষের ভালোবাসার প্রতি শ্রদ্ধা। আমার প্রতি আপনাদের
দোয়া ও ভালবাসা আমাকে আজকের এই সাকিব আল হাসান হিসেবে বিশ্ব দরবারে সমাদৃত করেছে।
শুরুতেই
আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সে সকল আত্মত্যাগকারী ছাত্রদের, যারা বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন।
তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আমার অন্তরের অন্তস্তল থেকে শ্রদ্ধা এবং
সমবেদনা। যদিও স্বজন হারা একটি পরিবারের ত্যাগকে কোন কিছুর বিনিময়ে পূরণ করা
সম্ভব না। সন্তান হারানো কিংবা ভাই হারানোর বেদনা কোন কিছুতেই পূরণযোগ্য নয়।
এই
সংকটকালীন সময়টাতে আমার সরব উপস্থিতি না থাকায় আপনারা যারা ব্যথিত হয়েছেন বা
কষ্ট পেয়েছেন তাদের অনুভূতির জায়গাটার প্রতি আমার শ্রদ্ধা এবং এজন্য আমি
আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের জায়গায় আমি থাকলে হয়তো এভাবে মনঃক্ষুণ্ন হতাম।
আমি
খুবই স্বল্প সময়ের জন্য মাগুরা-১ আসনের সংসদ সদস্য ছিলাম। আমার রাজনীতির সাথে
সম্পৃক্ত হওয়াটা ছিল মূলত আমার জন্মস্থান অর্থাৎ আমার মাগুরার মানুষের উন্নয়নের
জন্য সুযোগ পাওয়া। আপনারা জানেন যে, বাংলাদেশের প্রেক্ষাপটে নির্দিষ্ট কোন
দায়িত্ব ছাড়া নিজের এলাকার উন্নয়নে সরাসরি ভূমিকা রাখাটা একটু কঠিন।
আর
আমার এই এলাকার উন্নয়ন করতে চাওয়া আমাকে সংসদ সদস্য হতে আগ্রহী করে। যাই হোক
দিনশেষে আমার পরিচয় আমি একজন বাংলাদেশের ক্রিকেটার। আমি যখন যেখানে যে অবস্থাতেই
থেকেছি অন্তর থেকে ক্রিকেটাকেই ধারণ করেছি।
এই
ক্রিকেটকে ধারণ করে বিশ্বসেরা অলরাউন্ডারের সম্মান অর্জন করার পথে এগিয়ে নিয়ে
গেছেন আপনারা। আপনাদের ভালোবাসা এবং সমর্থন আমাকে আজকের সাকিব আল হাসান বানিয়েছে।
আমি যখন দেশের জন্য ক্রিকেটের মাঠে ব্যাট ধরেছি তখন আমার সাথে ব্যাট ধরেছেন আপনারা
সবাই।
গ্যালারি
থেকে আপনাদের চিৎকার, আপনাদের সমর্থন আমাকে ভালো খেলার অনুপ্রেরণা যুগিয়েছে।
ক্রিকেট ম্যাচের দিন চায়ের দোকানে টেলিভিশনের সামনে উপচেপড়া ভিড় -আমাকে শক্তি
জুগিয়েছে। আমি জিতলে, আপনারা সবাই জিতেছেন। আমি হেরে গেলে, হেরে গেছেন আপনারা
সবাই!
আপনারা
জানেন, খুব শিগগিরই আমি আমার শেষ ম্যাচটি খেলতে যাচ্ছি। আমার ক্রিকেট ক্যারিয়ারের
শুরু থেকে আজকের সাকিব আল হাসান হয়ে ওঠা পর্যন্ত এই পুরো জার্নিটাকে ড্রাইভ
করেছেন আপনারা।
এই
ক্রিকেটের এই গোটা গল্পটা আপনাদের হাতেই লেখা! তাই আমার শেষ ম্যাচে, এই গল্পের শেষ
অধ্যায়ে, আমি আপনাদেরকে পাশে চাই। আমি আপনাদের সবাইকে সাথে নিয়ে বিদায় নিতে
চাই। বিদায়বেলায়, সেই মানুষগুলোর হাতে হাত রাখতে চাই, যাদের হাতের তালি আমার
ভালো খেলতে বাধ্য করেছে।
বিদায়বেলায়,
সেই মানুষগুলোর চোখে চোখ রাখতে চাই, আমার ভালো খেলায় যাদের চোখ আনন্দে উচ্ছ্বসিত
হয়েছে। আবার আমার খারাপ খেলায় যাদের চোখ ছলছল করেছে।
আমি
আশা করি, শুধু আশা না বিশ্বাস করি –এই বিদায় বেলায় আপনারা
সবাই আমার সাথে থাকবেন। সবাই সাথে থেকে সেই গল্পের ইতি টানবেন, যে গল্পের নায়ক –আমি
নই, আপনারা!
কেশবপুরে ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪
টি-টোয়েন্টি থেকে মাহমুদউল্লাহর অবসর
মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪
জয়পুরহাটের আলমপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত
ভারতে দুই ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ
শনিবার ১২ অক্টোবর ২০২৪
মিল্টনের আঘাতে লণ্ডভণ্ড ফ্লোরিডা
শুক্রবার ১১ অক্টোবর ২০২৪
মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও মিছিল
ঝিকরগাছায় যৌতুকলোভী ও নারী নির্যাতন; হাসপাতালে গৃহবধু
শনিবার ১২ অক্টোবর ২০২৪
পীরগাছায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ হাবিবুর রহমান হাবিব-
রংপুরের পীরগাছা থানার আয়োজনে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বিকালে পীরগাছা থানা প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূরে আলম সিদ্দিকী এর সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক তদন্ত নাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার,সি সার্কেল মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পীরগাছা উপজেলা শাখার সভাপতি, ভবেশ চন্দ্র বর্মন,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ,তরুন কুমার রায়, সাধারণ সম্পাদক রুহিদাস বর্মন,উপজেলা বিএনপির সদস্য সচিব, খন্দকার মতিয়ার রহমান,উপজেলা জামাতের আমীর মাওলানা মোস্তাক আহম্মেদ,উপজেলা রেলওয়ে স্টেশন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন,উপজেলা বিএনপির সদস্য রবি লাহেরী,উপজেলা ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন, পীরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রাজীব মুন্সী, দপ্তর সম্পাদক আহসান হাবিব,শফিকুল ইসলাম খাঁন প্রমূখ।প্রধান অতিথি সহকারী পুলিশ সুপার,সি সার্কেল মাহমুদুল হাসান বলেন,পূর্জামণ্ডপগুলো নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্ততি নেওয়া হয়েছে। পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। প্রতিটি পূর্জামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
ঝিকরগাছায় যৌতুকলোভী ও নারী নির্যাতন; হাসপাতালে গৃহবধু
শনিবার ১২ অক্টোবর ২০২৪
ফুলবাড়িতে,বাংলাদেশ জামায়াতে ইসলামের গণ সমাবেশ অনুষ্ঠিত
উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী (কুড়িগ্রাম) :
কুড়িগ্রামের ফুলবাড়িতে পবিত্র সিরাতুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে,বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে ঐতিহাসিক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৬(সেপ্টেম্বর) সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমির মাওলানা মোঃ আব্দুল মালেক এর সভাপতিত্বে, সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুর রহমানের সঞ্চালনায় বাদ জোহর কাচারী মাঠে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সুরা সদস্য ও কুড়িগ্রাম জেলা শাখার আমীর মাওলানা মোঃ আব্দুল মতিন ফারুকী বলেন রাসুল (সাঃ)এর আদর্শ ধারণ করে দুর্নীতি মুক্ত ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনেই জামায়াতের লক্ষ্য। মানবতার মুক্তির সনদ আল-কোরআনের বান্ধব নমুনা ছিলেন আল্লাহ রাসূল (সাঃ)। কুরআনে আল্লাহ পাক রাসুল (সাঃ) সম্পর্কে বলেছেন তোমাদের জন্য রাসুলের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ জামায়তে ইসলামী আল্লাহর বিধান অনুসরণ ও রাসুল (সাঃ) আদর্শকে ধারণ করে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে কাজ করছে। তিনি বিগত আওয়ামীলীগ সরকারের সমালোচনা করে বলেন এই জালিম সরকার গোটা দেশকে একটা অন্ধকার কুপের মধ্যে ফেলে দিয়েছিল মহান আল্লাহ পাক গত ৫ আগষ্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার কে পালিয়ে যেতে বাধ্য করে সেই অন্ধকার থেকে দেশ ও জাতিকে উদ্ধার করেছেন। ছাত্র-জনতার তাজা রক্তের বিনিময়ে অর্জিত বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে আমরা কারো দাদাগিরি কে মেনে নেব না কারো পরিকল্পনাও আমাদের দেশে বাস্তবায়ন হতে দেব না,যে কোন ষড়যন্ত্রে দেশের জনগণ কে সাথে নিয়ে জামায়েতি ইসলামী রুখে দেবে ইনশাল্লাহ।
তিনি বলেন বাংলাদেশের শতকরা প্রায় ৯২ ভাগ লোক মুসলমান এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মালম্বী লোকেরাও আছে তার আলাদা কোনো নাগরিক নয় তারাও ওই দেশের নাগরিক আমরা মুসলমানরা তাদের সমান অধিকার দিয়ে সম্মিলিতভাবে মিলেমিশে এদেশে বসবাস করতে চাই। বক্তব্যে বলেন, আমাদের সমাজ ঘুষ দুর্নীতি ব্যভিচার অন্যায় অত্যাচার নিপীড়ন দখলবাজিতে সীমা ছাড়িয়ে গিয়েছিল বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার গত দেড় যুগ ধরে বিরোধী মতের লক্ষ্য লক্ষ্য মানুষ কে গুম খুন, জুলুম নির্যাতন চালিয়েছেন এই জুলুমের সবচেয়ে বড় শিকার হয়েছেন জামায়াতে ইসলামী। স্বৈরশাসন আমলে দেশের মানুষের ভোটাধিকার মৌলিক নাগরিক অধিকার বিরোধী মতের সভা সমাবেশ মিছিল মিটিং করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে।তাই আসুন ছাত্র জনতা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জেলা শাখার সহকারী সেক্রেটারি ও জামায়াতে ইসলামী ওলামা বিভাগ কুড়িগ্রামের সভাপতি, মাওলানা মোঃ আব্দুল হামিদ মিঞা, বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও সাবেক আইনজীবী সমিতির সভাপতি, এ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াত কর্ম পরিষদ সদস্য মাষ্টার রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মোঃ সেকেন্দার আলী সহ আরো অনেকে।
অন্তর্বর্তী সরকার কেন অপেক্ষা করছে, প্রশ্ন রুহিন হোসেনের
শনিবার ১২ অক্টোবর ২০২৪
গণতন্ত্রের ধারা চলমান রাখতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই
শুক্রবার ১১ অক্টোবর ২০২৪