

সোমবার ১৬ জুন ২০২৫
সোমবার ১৬ জুন ২০২৫
ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা শুরু হওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম বাড়ছেই। সোমবার সকালেও সেই ধারা অব্যাহত আছে। এমনকি দিনের শুরুতে তেলের দাম ব্যারেলপ্রতি চার ডলার পর্যন্ত বেড়ে গিয়েছিল।
বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, আজ ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১২ ডলার বা ১ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৫ দশমিক ৩৫ ডলার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম বেড়েছে ১ দশমিক ১০ ডলার বা ১ দশমিক ৫ শতাংশ— দাম বেড়ে হয়েছে ৭৪ দশমিক ৮ ডলার। শনিবারও তেলের দাম ৩ শতাংশ বেড়েছে।
ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় ইসরায়েলের বিমান হামলার পর শুক্রবার বিশ্ববাজারে তেলের দাম একলাফে ১৩ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।
২০২২ সালের মার্চের পর গত শুক্রবার একদিনে তেলের দাম সবচেয়ে বেশি বেড়েছে অর্থাৎ এর মধ্যে তেলের দাম একদিনে আর কখনোই এতটা বাড়েনি। এ ছাড়া গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম বেড়েছে প্রায় ১৩ শতাংশ।
ইসরায়েল-ইরানের পাল্টাপাল্টি হামলা চতুর্থ দিনে গড়িয়েছে। দুই দেশ একে অপরের দিকে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ছুড়ছেই কিন্তু পরিস্থিতির উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না।
এ অবস্থায় ইরান হরমুজ প্রণালি বন্ধ করার কথা ভাবছে বলে জানিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা। গোল্ডম্যান স্যাকস বলছে, বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ এই প্রণালিপথ দিয়ে পরিবাহিত হয়। প্রণালি বন্ধ হয়ে গেলে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে।
মঙ্গলবার ১৭ জুন ২০২৫
সোমবার ১৬ জুন ২০২৫
ভারতের
বিভিন্ন স্থানে করোনার প্রকোপ বাড়ছে। এরই মধ্যে দেশটির বিভিন্ন স্থানে ওমিক্রনের একটি
নতুন এক ধরন বা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে
আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই সংক্রমণ এড়াতে দেশের সকল নৌ, স্থল ও আন্তর্জাতিক বিমান
বন্দর সমুহে স্ক্রিনিংসহ স্বাস্থ্য সুরক্ষা বিধি মানার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা
হয়েছে।
এদিকে
চলতি মাসের ৪ জুনে রোগ নিয়ন্ত্রণ স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীর পরিচালক অধ্যাপক
ডা. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক আদেশ জারি করা হয়েছে।
এমতাবস্থায়
ভারতসহ বিভিন্ন সংক্রমিত দেশ থেকে আগত সন্দেহজনক যাত্রীদের দেশের স্থল, নৌ বন্দর
এবং বিমান বন্দরের ইমিগ্রেশন ও আইএইচআর হেলথ ডেস্কের সহায়তার বিষয়ে স্বাস্থ্য
বার্তা প্রদান এবং স্বাস্থ্য পরীক্ষা নিবিড়ভাবে পরিচালনা করার জন্য অনুরোধ করা
হয়েছে।
আজ রবিবার
সকাল ১১টার দিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে দেখা যায়, মেডিকেল ডেস্কে দায়িত্বে
থাকা উপ-সহকারী কর্মকর্তাদের ভারত থেকে ফিরে আসা যাত্রীদের করোনার উপসর্গ আছে
কিনা, তা যাচাই-বাছাই করতে দেখা গেছে।
ভারত ফেরত যাত্রী হরি দাস বলেন, ‘১০ দিন আগে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলাম। আজ দেশে ফিরলাম। বাংলাদেশের মতো ভারতের কোথাও করোনা বা ওমিক্রনের পরীক্ষা-নিরীক্ষা করেনি।
ভারত ফেরত যাত্রী মনিকা রানী বলেন, ‘১ মাস চিকিৎসার পর আজ দেশে ফিরে আসলাম। ভারতের কোথাও নতুন করে করোনার প্রভাব ছড়িয়েছে শুনিনি। দেশে আসার পর দেখছি করোনার পরীক্ষা করছে।
বেনাপোল
চেকপোস্ট ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের উপ-সহকারী মেডিকেল অফিসার আব্দুল মজিদ বলেন,
‘ভারতে জেনেটিক সিকুয়েন্স পরীক্ষার মাধ্যমে জানা গেছে, দেশটির কিছু
স্থানে ওমিক্রনের নতুন এক ধরন বা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। দেশে এ ধরনটি যাতে ছড়াতে
না পারে, সেজন্য স্বাস্থ্য বিভাগ থেকে সতর্কতার জন্য ভারত ফেরত সকল যাত্রীকে আমরা স্বাস্থ্য
পরীক্ষা করছি। আমাদেরকে পরিচালক স্যার নির্দেশনা দিয়েছেন, যদি কারও শরীরে করোনা
বা ওমিক্রনের উপসর্গ পাওয়া যায়, তাহলে যেন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
আইসোলেশনে রাখা হয়।
মঙ্গলবার ১৭ জুন ২০২৫
শনিবার ১৪ জুন ২০২৫
আইপিএলে
দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে পাঞ্জাব কিংসের ৬ উইকেটের হেরে যায়। এই ম্যাচে
পাঞ্জাব কিংসের সহ-মালিক ও বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা তৃতীয় আম্পায়ারের একটি
বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন।
পাঞ্জাব কিংসের ইনিংসের ১৫তম
ওভারে, ব্যাটার শশাঙ্ক সিং দিল্লির বোলার মোহিত শর্মার একটি ডেলিভারিতে লং অন
অঞ্চলে একটি বড় শট খেলেন। দিল্লির ফিল্ডার করুণ নায়ার বলটি বাউন্ডারি লাইনের কাছ
থেকে ক্যাচ নেওয়ার চেষ্টা করেন এবং পরে ইঙ্গিত দেন যে এটি ছক্কা হয়েছে।
তৃতীয় আম্পায়ার
রিভিউ করে সিদ্ধান্ত নেন যে করুণ নায়ারের পা বাউন্ডারি লাইনে স্পর্শ করেনি, ফলে
এটি ছক্কা না হয়ে মাত্র এক রান হিসেবে গণ্য হয়।
তবে ম্যাচের পর প্রীতি
জিনতা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অসন্তোষ প্রকাশ করে লেখেন, ‘এত
উচ্চমানের একটি টুর্নামেন্টে, যেখানে তৃতীয় আম্পায়ারের কাছে এত প্রযুক্তি রয়েছে,
এমন ভুল মেনে নেওয়া যায় না। আমি ম্যাচের পর করুণ নায়ারের সঙ্গে কথা বলেছি এবং তিনি
নিশ্চিত করেছেন যে এটি অবশ্যই ছক্কা ছিল! আমি আমার বক্তব্য শেষ করলাম!’
এই পরাজয়ের ফলে
পাঞ্জাব কিংসের শীর্ষ দুইয়ে থাকার সম্ভাবনা হুমকির মুখে পড়েছে। তাদের এখন শেষ
লিগ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসকে পরাজিত করতে হবে এবং অন্যান্য ম্যাচের ফলাফলের
উপর নির্ভর করতে হবে।
মঙ্গলবার ১৭ জুন ২০২৫
সোমবার ১৬ জুন ২০২৫
ইরান ইসরাইলে আরো হামলা চালিয়েছে। মঙ্গলবার (১৭ জুন) ভোরে ইসরাইলের বেশ কয়েকটি অংশে সাইরেন বেজে ওঠে যখন ইরান তাদের নবম আক্রমণ শুরু করে। যা ভোর পর্যন্ত অব্যাহত চলে।
ইরানি মিডিয়ার বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএনের খবর এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার চেষ্টা করছে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ের দিকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের সামরিক বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্রগুলোকে তাদের ভূখণ্ডের দিকে অগ্রসর হতে দেখেছে। যার পর থেকে ইসরাইলজুড়ে আবারও সাইরেন বেজে উঠে।
এদিকে ইসরাইলের বিমান বাহিনী হুমকি দূর করার জন্য যেখানে প্রয়োজন সেখানে বাধা দেয়ার এবং আক্রমণ করার জন্য কাজ করছে।
সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টে এ কথা জানিয়েছে ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। পোস্টে জনসাধারণকে আশ্রয় নেয়ার নির্দেশ দেয়ার কথাও জানানো হয়েছে।
মঙ্গলবার ১৭ জুন ২০২৫
মঙ্গলবার ১৭ জুন ২০২৫
ইহুদি শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ ও জাতিগত হয়রানির অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ ছয় কোটি ডলারের ফেডারেল অনুদান বাতিল করেছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয় (এইচএইচএস) ।
সোমবার এক্সে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, ইহুদিবিদ্বেষ এবং জাতিগত বৈষম্য মোকাবেলায় হার্ভার্ডের অব্যাহত ব্যর্থতার কারণে বহু বছরের এই বহুমুখি অনুদান বাতিল করছে এইচএইচএস।
রয়টার্স লিখেছে, গত কয়েক সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হার্ভার্ডের জন্য বরাদ্দ প্রায় ৩০০ কোটি ডলারের ফেডারেল অনুদান এবং চুক্তি জব্দ বা বাতিল করেছে।
হার্ভার্ডের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের অভিযোগ, তারা শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ায় জাতিগত পরিচয়কে প্রাধান্য দেওয়া চালিয়ে যাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে ইহুদি শিক্ষার্থীদের বৈষম্যের শিকার হতে দিচ্ছে।
এসব অভিযোগের বিষয়ে রয়টার্সের জানানো মন্তব্যের অনুরোধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
এর আগে এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়টি বলেছিল, স্থগিত বা বাতিল হওয়া অনুদানগুলো নিজেদের পক্ষে পুরোপুরি বহন করা সম্ভব নয় আর তাই গবেষকদের জন্য বিকল্প তহবিলের ব্যবস্থা করতে কাজ করছে তারা।
সোমবার ১৬ জুন ২০২৫
সোমবার ১৬ জুন ২০২৫