Logo
শিরোনাম

সাবেক দুই আইজিপি গ্রেপ্তার

প্রকাশিত:বুধবার ০৪ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৩ অক্টোবর ২০২৪ |

Image

পুলিশের সাবেক দুই মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী। রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো খুদে বার্তায় এই তথ্য করা হয়। তবে কোন মালায় তাদের গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।



উত্তরার ১৬ নম্বর সেক্টর থেকে সাবেক আইজিপি এ কে এম শহীদুল হককে গ্রেফতার করা হয়।
ডিএমপি জানিয়েছে, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এর বিরুদ্ধে মামলা হওয়ায় সেনা হেফাজতে থাকা অবস্থায় তিনি আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করায় রাতে পুলিশ তাকে হেফাজতে নিয়েছে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, সাবেক দুই আইজিপিকে গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।
সাবেক আইজিপি শহীদুল হক ৩১ ডিসেম্বর ২০১৪ থেকে ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত আইজিপি ছিলেন। আর চৌধুরী আবদুল্লাহ আল মামুন আইজিপি ছিলেন ৩০ সেপ্টেম্বর ২০২২ থেকে ৬ আগস্ট ২০২৪ পর্যন্ত। এরআগে তিনি র‌্যাবের মহাপরিচালক ছিলেন।



ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান (অতিরিক্ত কমিশনার) রেজাউল করিম মল্লিক বাসস’কে জানিয়েছেন, সাবেক দুই আইজিপি ডিবি হেফাজতে রয়েছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।


আরও খবর



গাজার ৭৯ শতাংশ মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল

প্রকাশিত:রবিবার ০৬ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১২ অক্টোবর ২০২৪ |

Image

ইসরায়েলি বাহিনী গত এক বছরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ৭৯ শতাংশ মসজিদ ধ্বংস করে দিয়েছে বলে জানিয়েছে গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সির।

শনিবার এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি সেনাবাহিনীর তীব্র বোমাবর্ষণে গাজার এক হাজার ২৪৫টি মসজিদের মধ্যে ৮১৪টি মসজিদ মাটির সাথে মিশে গেছে এবং আরো ১৪৮টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে

বিবৃতিতে বলা হয়েছে, মসজিদের পাশাপাশি তিনটি গির্জাও ধ্বংস করা হয়েছে। এছাড়া ৬০টি কবরস্থানের মধ্যে ১৯টি ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে

মন্ত্রণালয় জানিয়েছে, এসব ধর্মীয় সম্পত্তি গুলোর ক্ষতির আনুমানিক আর্থিক ব্যয় ৩৫০ মিলিয়ন ডলার

মন্ত্রণালয় ইসরায়েলি সেনাবাহিনীকে কবর অপবিত্র করার, মৃতদেহ উত্তোলন এবং যারা মারা গেছে তাদের বিরুদ্ধে নৃশংস সহিংসতা করার জন্যও অভিযুক্ত করেছে। যেমন কবর ভেঙে মরদেহ নিয়ে যাওয়া ও মরদেহ বিকৃত করা

মন্ত্রণালয় উল্লেখ করেছে, উপাসনালয় ধ্বংসের পাশাপাশি মন্ত্রণালয়ের অধীনে ১১টি প্রশাসনিক ও শিক্ষাগত সুবিধা ধ্বংস করা হয়েছে

মন্ত্রণালয় আরো বলেছে, ইসরায়েলি বাহিনী তাদের ২৩৮ জন কর্মচারীকে হত্যা করেছে এবং স্থল আক্রমণের সময় ১৯ জনকে আটক করেছে

মন্ত্রণালয় গাজার ধর্মীয় স্থানগুলোয় ইসরায়েলি হামলার নিন্দা করেছে। ইসলামিক সংস্থাগুলোসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে চলমান ধ্বংসের যুদ্ধ থামাতে অবিলম্বে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো সত্ত্বেও ইসরায়েল গাজা উপত্যকায় তার নৃশংস আক্রমণ চালিয়ে যাচ্ছে

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪১ হাজার ৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ৯৬ হাজার ৮০০ জনেরও বেশি আহত হয়েছেন। হতাহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু

 


আরও খবর

মিল্টনের আঘাতে লণ্ডভণ্ড ফ্লোরিডা

শুক্রবার ১১ অক্টোবর ২০২৪




এবার ভিন্নভাবে প্রকাশিত হবে এইচএসসির ফল

প্রকাশিত:সোমবার ০৭ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১২ অক্টোবর ২০২৪ |

Image

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে আগামী ১৫ অক্টোবর।  বেলা ১১টায় স্ব স্ব বোর্ড এই ফল প্রকাশ করবে। তবে এবার কেন্দ্রীয়ভাবে ফল প্রকাশ করা হবে না। 

সোমবার সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, প্রধান উপদেষ্টা বা শিক্ষা উপদেষ্টা ফল উদ্বোধন করবেন না। স্ব স্ব বোর্ড এইচএসসির ফল প্রকাশ করবে। কেন্দ্রীয়ভাবে আন্তঃশিক্ষা বোর্ড এগুলো সমন্বয় করে গণমাধ্যমে জানাবে।

সিদ্ধান্ত অনুযায়ী যেসব পরীক্ষা বাতিল হয়েছে তার এসএসসি বা সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে (বিষয় ম্যাপিং)  এইচএসসি বা সমমানের পরীক্ষার ফল নির্ধারণ করা হবে। এ প্রক্রিয়ায় একজন পরীক্ষার্থী এসএসসিতে একটি বিষয়ে যত নম্বর পেয়েছিল, এইচএসসিতে সেই বিষয় থাকলে তাতে এসএসসিতে প্রাপ্ত পুরো নম্বর বিবেচনায় নেওয়া হবে। আর এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষায় বিষয়ে ভিন্নতা থাকলে বিষয় ম্যাপিংয়ের নীতিমালা অনুযায়ী নম্বর বিবেচনা করে ফলাফল প্রকাশ করা হবে

বোর্ড চেয়ারম্যান তপন কুমার সরকার জানান, আমাদের করোনাকালীন ফল প্রকাশের অভিজ্ঞতা রয়েছে। বিশেষজ্ঞ কমিটি, টেবুলেশন ও মাঝপথে পরীক্ষা বাতিল হওয়ার বিষয়ে বোর্ডের সুস্পষ্ট নীতিমালা রয়েছে। নীতিমালা মেনেই বোর্ড ফল প্রকাশ করবে। তিনি আরও বলেন, এসএসসিতে যে শিক্ষার্থী বিজ্ঞানে পড়ত। পরে যদি আটর্সে পড়ে তার ক্ষেত্রেও কোন অসুবিধা হবে না। উদাহরণ দিয়ে তিনি জানান, সেক্ষেত্রে বিজ্ঞানের পদার্থ বিদ্যায় সে যে নম্বর পেয়েছে কলেজ পর্যায়ে দেখা যাচ্ছে পদার্থ বিজ্ঞানের বদলে পৌরনীতি নিয়েছে। আমরা পদার্থ বিজ্ঞানের নম্বরটাই সমন্বয় করবো

ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবুল বাশার জানান, সামাজিক মাধ্যমসহ নানা জায়গায় ফল প্রকাশের বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে। আমরা সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহবান জানাই। তিনি বলেন বোর্ডের কর্মকর্তারা ফল প্রস্তুতিতে দিন-রাত সবাই কাজ করছেন। আশাকরি আগামী ১২ অক্টোবরের মধ্যে ফল সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে

এবার ১১টি বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে সাড়ে ১৪ লাখ শিক্ষার্থী। পরীক্ষা শুরু হয় গত ৩০ জুন। তবে বন্যার কারণে সিলেট বোর্ডের পরীক্ষা শুরু হয় ৯ জুলাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে স্থগিত হওয়ার আগে ছয় থেকে সাতটি পরীক্ষা হয়েছিল। বাকি বিষয়গুলোর লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা বাকি ছিল। কয়েক দফা স্থগিত হওয়ার পর ১১ সেপ্টেম্বর থেকে পরীক্ষাগুলো শুরুর কথা ছিল। কিন্তু ২০ আগস্ট শিক্ষার্থীদের দাবি মেনে বাকি পরীক্ষা বাতিল করে সরকার


আরও খবর

এইচএসসি ও সমমানের ফল মঙ্গলবার

শনিবার ১২ অক্টোবর ২০২৪




৩০০ অটোরিকশা ডাম্পিং ও ব্যাটারি জব্দ

প্রকাশিত:শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৩ অক্টোবর ২০২৪ |

Image

রাজধানীর প্রধান সড়কগুলোসহ সব রাস্তায়ই বিনাবাধায় চলছে ব্যাটারিচালিত অটোরিকশাসহ নিষিদ্ধ যানবাহন, যা পথের বিশৃঙ্খলা বাড়িয়েছে বহুগুণ। তেমনি যানজটের ভোগান্তি বেড়েছে অনেক বেশি। ঘণ্টার পর ঘণ্টায় পথের জটলায় নাকাল হতে হচ্ছে নগরবাসীকে।

তবে সম্প্রতি ঢাকা শহরের মূল সড়ক থেকে ব্যাটারিচালিত অটোরিকশা উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ

এরই অংশ হিসেবে ডিএমপির মিরপুর বিভাগ এলাকায় তিন শতাধিক অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ। ৩০০ ব্যাটারিচালিত অটোরিকশাকে ডাম্পিং ও ব্যটারিজব্দসহ আইনগত ব্যবস্থা নেওয়া হয়

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান

তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মিরপুর বিভাগ অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে

শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিরপুরের ১৬টি পয়েন্টে চেকপোস্টের মাধ্যমে এই অভিযান চালানো হয়

অভিযানের সময় তিন শতাধিক অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে ডাম্পিং ও ব্যটারিজব্দসহ আইনগত ব্যবস্থা নেওয়া হয়


আরও খবর



গাউসুল আযম মাইজভান্ডারির পবিত্র মোনাজাত

প্রকাশিত:বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৩ অক্টোবর ২০২৪ |

Image

ফরিয়াদ রস তুজ বিন নেহী,

মাওলা মেরে ফরিয়াদ সুন্।

সুলতানে দ্বীন শাহে্ জমীন,

মাওলা মেরে ফরিয়াদ সুন্।

মাকছুদে তান মাতলুবে জান,

মাহকুম হায় তু সারা জাহান।

মুশকিল কোশা ইয়ে আজিজী, 

মাওলা মেরে ফরিয়াদ সুন্।

আসসালাম আয় আফেতাবে গাউছিয়ত, আসসালাম আয় মাহেতাবে কুতুবিয়ত। আসসালাম আয় নূরে চশমে আম্বিয়া, আসসালাম আয় বাদশাহে আউলিয়া।


ফজলে কর ইয়া রব মুহাম্মদ মুস্তাফা কে ওয়াস্তে সাইয়্যেদে কাওনাইনে শাহে্ আম্বিয়া কে ওয়াস্তে।


ইয়া ইলাহাল আলামীন ইয়ে র্আজ মেরী হো কবুল, ইসতাজেব হাজা দোয়ায়ি মুস্তাফা কে ওয়াস্তে।


দূর কর রঞ্জ দেলী হায় ছখত মুঝকো, বেকালী উছ শাহে্ সিদ্দিক্বে আকবর বাছাফা কে ওয়াস্তে।


ফজ্লকে হাতোঁছে মুঝ্কো মেওয়ায়ে মাক্সুদ্ খিলা, উছ ওমর ফারুকে আ-দিল বেরিয়া কে ওয়াস্তে।


দো-জাহাঁ মেঁ হযরতে উসমান-কে রোছে মুঝে, মাত্ খাজাল কিজিয়ো তু উছ ছাহেব হায়া কে ওয়াস্তে।


বারেগাহে আলী মে তেরে হায় ইয়ে মেরি ইলতিজা, হল্লে মুশকিল হো মেরি মুশকিল কোশা কে ওয়াস্তে।


বুলবুলে বাগে মদিনা কুররাতুল আইনে রাসূল, ইয়ানী বিবি ফাতেমা খায়রুন্নেছা কে ওয়াস্তে।


দে খুশী দিলকো মেরি ছর ছব্জ কর নখ্লে মুরাদ, উছ জিগর খাস্তা হাসান ছাহেব লেওয়াকে ওয়াস্তে।


হার তরফ ছে ফৌজ গমনে আকে ঘেরা হায় মুঝে, দে পানা ইয়া রব শহীদে কারবালা কে ওয়াস্তে।


কাওন তুজ বিন দাদ ইছ আছি কো দেবে ইয়া খোদা, জোদতর ফরিয়াদ রস যইনুল আবা কে ওয়াস্তে।


মাই বহুত হায়রান হোঁ কর রহম কি মুঝপর নজর, বাকের ও জাফর আলী ওয়া মুছা রেজা কি ওয়াস্তে।


মুছা ও কাজেম ত্বকী ও বানকী ও আস্করী, আওর ইমামে মাহদীয়ে পীরে হুদাকে ওয়াস্তে।


ইয়া ইলাহী ছব উঠালে দরদমন্দৌ হোকে বোঝ, গাউছুল আ’যম পীরানে-পীর দস্তগীর শেখ সৈয়দ আবু মীর মুহীউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদ্বিআল্লাহু তা’য়ালা আনহু রাহনুমাকে ওয়াস্তে।


ইয়া ইলাহী ছব উঠালে দরদমন্দৌ হোকে বোঝ, সুলতানুল হিন্দ হযরত খাজা গরীব নেওয়াজ মইনুদ্দীন চিশতী আজমীরি সাঞ্জীরি রহমাতুল্লাহি তা’য়ালা আলাইহি রাহনুমাকে ওয়াস্তে।


ইয়া ইলাহী ছব উঠালে দরদমন্দৌ হোকে বোঝ, আওলাদে রাসূল সাল্লাল্লাহু তা’য়ালা আলাইহি ওয়া সাল্লাম গাউছুল আ’যম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী রাহনুমাকে ওয়াস্তে।


ইয়া ইলাহী ছব উঠালে দরদমন্দৌ হোকে বোঝ, আওলাদে রাসূল সাল্লাল্লাহু তা’য়ালা আলাইহি ওয়াছাল্লাম গাউছুল আ’যম গোলামুর রহমান বাবাভাণ্ডারী রাহনুমাকে ওয়াস্তে।


ইয়া ইলাহী ছব উঠালে দরদমন্দৌ হোকে বোঝ, আওলাদে রাসূল সাল্লাল্লাহু তা’য়ালা আলাইহি ওয়া সাল্লাম গাউছে জামান সৈয়দ আবুল বশর আল মাইজভাণ্ডারী রাহনুমাকে ওয়াস্তে।


ইয়া ইলাহী ছব উঠালে দরদমন্দৌ হোকে বোঝ, আওলাদে রাসূল সাল্লাল্লাহু তা’য়ালা আলাইহি ওয়া সাল্লাম গাউছুল ওয়ারা সৈয়দ মইনুদ্দীন  আহমদ মাইজভাণ্ডারী রাহনুমাকে ওয়াস্তে।


ইয়া ইলাহী ছব উঠালে দরদমন্দৌ হোকে বোঝ, আওলাদে রাসূল সাল্লাল্লাহু তা’য়ালা আলাইহি ওয়া সাল্লাম গাউছুল আ'যম সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী রাহনুমাকে ওয়াস্তে।


তোমারি এস্কেতে, তোমার এস্কেতে রাখিও মোদের আবাদ, খুদীকে মিটায়ে যেন পাই খোদার স্বাদ। দুয়েরী পর্দা উঠায়ে দাও,দয়া করি দেখা দাও-ধরা দাও ওগো দয়াল নবীজি।


(এরপর ব্যক্তিগত ফরিয়াদ মাতৃভাষায়/আরবী/ফার্সীতে করা যাবে) আরবী মুনাজাত রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাওঁ ওয়াফিল্ আখেরাতি হাসানাতাওঁ ওয়া ক্বিনা আজাবান্নার,ওয়া সাল্লাল্লাহু তা’য়ালা আলা খায়রি খালক্বিহি ওয়া নূরে জাতিহী মুহাম্মাদীন ওয়াআলিহি ওয়া আছহাবিহি আজমাইন। বিজুদি কালেমায়ে তাইয়্যেবা লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তা’য়ালা আলাইহি ওয়া সাল্লাম।


আরও খবর



ছাত্র আন্দোলনে নিহত ১৫৮১ জন

প্রকাশিত:শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১২ অক্টোবর ২০২৪ |

Image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটি। সর্বশেষ তথ্যমতে সারা দেশে মোট ১৫৮১ জন নিহতের খবর প্রকাশ করেছে এ কমিটি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের অডিটোরিয়ামে স্বাস্থ্য উপ-কমিটি, নাগরিক কমিটিসহ অংশীজনদের আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়

উপ-কমিটির তথ্যমতে, জুলাই গণঅভ্যুত্থানে ৩১ হাজারের বেশি ছাত্র-জনতা আহত হয়েছেন। তবে এটাই চূড়ান্ত নয় বলে জানান কমিটির সদস্যরা। অনেক আহতের তথ্য একাধিকবার এসেছে এবং অনেকের নাম এখনও এ তালিকায় যুক্ত হয়নি বলেও জানান তারা

স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব তারেক রেজা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে গঠিত স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি এবং জাতীয় নাগরিক কমিটির যৌথ প্রচেষ্টায় আমরা সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ব্যক্তিদের একটি প্রাথমিক তালিকা প্রণয়ন করতে সক্ষম হয়েছি। আমাদের প্রাথমিক তালিকায় মোট ১,৫৮১ জনের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে

আমাদের প্রাথমিক তালিকাটির তথ্য যাচাই-বাছাই করার জন্য প্রতিটি জেলায় জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটির কাছে পাঠানো হয়েছে। এ কমিটি তথ্য যাচাই-বাছাই করার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে চূড়ান্ত তালিকা প্রদান করবে।

তিনি বলেন, তালিকা প্রণয়নের কাজে আমাদের সহায়তা প্রদান করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, রেড জুলাইসহ অন্য বেশ কয়েকটি সংস্থা। পাশাপাশি বিভিন্ন স্থানীয় পর্যায়ের ব্যক্তিরাও তথ্য প্রদান করে আমাদের সহযোগিতা করেছেন, যা এ তালিকা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে

নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, আমরা শহীদ পরিবারকে ফোন দিয়ে বা সরাসরি যোগাযোগ করে এ তথ্য নিশ্চিত হয়েছি। তবে এখনও হয়ত আরও অনেক ব্যক্তি রয়েছেন যারা শহীদ হলেও তাদের নাম এ তালিকায় আসেনি। আমরা জেলা কমিটিগুলোর মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যেন প্রতিটি নাম ও তথ্য ভেরিফাই হয়ে আমাদের হাতে আসে

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক নাহিদা বুশরা, আইটি টিমের ফরহাদ আলম ভূইয়া, আস-সুন্নাহ ফাউন্ডেশন, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, রেড জুলাইর নেতারা উপস্থিত ছিলেন

 


আরও খবর