Logo
শিরোনাম

শুটিংয়ে আহত ইমরান হাশমি

প্রকাশিত:রবিবার ১৩ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৪ জুন ২০২৫ |

Image

শুটিং সেটে আহত হয়েছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে এ দশা তার। গলায় গুরুতর আঘাত লেগেছে অভিনেতার। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সূত্রের খবর, হায়দরাবাদে ঘোড়চড়ি ২ নামের একটি ছবির শুটিং করছিলেন ইমরান। অ্যাকশন দৃশ্যের কাজ চলছিল। উঁচু থেকে লাফিয়ে পড়ার দৃশ্য ছিল। সেটি করতে গিয়েই আহত হন অভিনেতা

গলায় গুরুতর চোট লাগে তার। তড়িঘড়ি করে নেওয়া হয় হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। শেষ খবর, সুস্থ আছেন ইমরান। দুর্ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি

তবে আহত ইমরানের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, চোয়ালের নিচে রক্ত চুইয়ে পড়ছে। অনেকটা কেটে গিয়েছে। গলার কাছে সাদা ব্যান্ডেজ জড়িয়ে বসে আছেন অভিনেতা


আরও খবর



ভূমিকম্পের ক্রমবর্ধমান ঝুঁকি ও প্রস্তুতি

প্রকাশিত:মঙ্গলবার ২৭ মে ২০২৫ | হালনাগাদ:সোমবার ২৩ জুন ২০২৫ |

Image

 অধ্যাপক ড. আলা উদ্দিন :চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় :

গত ২৮ মার্চ, ২০২৫ দক্ষিণ-পূর্ব এশিয়ায় মিয়ানমারে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানি ঘটে। রিখটার স্কেলে ৭.৭ মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের মান্দালয় অঞ্চল। থাইল্যান্ড, ভিয়েতনাম, ভারত, লাওস, কম্বোডিয়া এমনকি বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোতেও কম্পন অনুভূত হয়েছিল। চট্টগ্রামে নিজেই অনুভব করেছি। তখন চেয়ারে বসা অবস্থায় টের পেয়েছিলাম। মিয়ানমার ও থাইল্যান্ডে আঘাত হানা শক্তিশালী এই ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা ৩০০০ ছাড়িয়েছে, থাইল্যান্ডেও বহু হতাহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরো অন্তত কয়েক হাজার। আমাদের এই বাংলা অঞ্চলে ১৯১৮ সালে ৭.৬ মাত্রার ভূমিকম্পের আঘাত ঘটেছিল সিলেটের শ্রীমঙ্গলে। ভৌগোলিক অবস্থানের বিবেচনায় ভূমিকম্পের জন্য সংবেদনশীল এই অঞ্চলে দীর্ঘকাল ধরে ভূমিকম্প না ঘটায় এবং পার্শবর্তী দেশ মিয়ানমারের এই সাম্প্রতিক ভূমিকম্পের পর বাংলাদেশ বর্তমানে ভূমিকম্পের চরম ঝুঁকিতে রয়েছে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা। এমতাবস্থায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে- ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ কি পরবর্তীতে ৭ এর অধিক মাত্রার ভূমিকম্পের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত? অতীত দুর্যোগ থেকে বাংলাদেশ কি কোনো শিক্ষা নেয়? পরিত্রাণেরই বা কী উপায়?

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প এবং এর তীব্র প্রভাব : মিয়ানমারে আঘাত হানা ভূমিকম্পটি স্থানীয় সময় দুপুর ১২:৫০ মিনিটে মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে আঘাত হানে, যার গভীরতা ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার। এর মাত্র ১২ মিনিট পরেই ৬.৪ মাত্রার একটি আফটারশক আঘাত হানে। মিয়ানমারে মৃতের সংখ্যা ৩০০০ ছাড়িয়েছে, আহত হয়েছেন কয়েক হাজার এবং ক্ষয়ক্ষতি ছিল ভয়াবহ। নেপিদো, মান্দালয় এবং সাগাইংয়ের মতো প্রধান শহরগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, অনেক ভবন ধসে পড়েছিল। শক্তিশালী সেতু ধ্বংস হয়েছে এবং পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মিয়ানমার ঘোষণা করেছিল জরুরি অবস্থা। অন্যদিকে প্রতিবেশী থাইল্যান্ডও গুরুতর পরিণতির মুখোমুখি হয়েছিল। ব্যাঙ্ককে ধসে পড়া ৩০ তলা ভবনের ধ্বংসস্তূপের নিচে কমপক্ষে তিনজন মারা গেছেন এবং ১০০ জনেরও বেশি মানুষ আটকা পড়েছিলেন। সৌভাগ্যবশত, ভবনটি নির্মাণাধীন ছিল। যদি এটি কোনো ব্যবহৃত আবাসিক ভবন বা অফিস হতো, তবে মৃতের সংখ্যা আরো অনেক বেশি হতে পারত।

এই বিধ্বংসী ঘটনাটি ওই অঞ্চলের দুর্বলতা তুলে ধরেছে। বিশেষ করে মিয়ানমার এবং থাইল্যান্ডের মতো দেশসমূহে, যেখানে প্রায়শই এত তীব্র ভূমিকম্পের প্রভাব সহ্য করার জন্য অবকাঠামো তৈরি করা হয় না। মিয়ানমারের কাছাকাছি অবস্থিত বাংলাদেশ তার নিজস্ব অনন্য চ্যালেঞ্জের মুখোমুখি। যদিও বাংলাদেশ অতীতে ছোট আকারের ভূমিকম্পের সম্মুখীন হয়েছে। তবে মিয়ানমারের সাম্প্রতিক ভূমিকম্প দুর্যোগের জন্য দেশের প্রস্তুতি নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করছে।

বাংলাদেশ ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ একটি দেশ : অবকাঠামোগত দুর্বলতা ছাড়াও, মিয়ানমারের জটিল ফল্ট লাইনের কাছাকাছি অবস্থানের কারণে বাংলাদেশ ভূমিকম্পের জন্য অত্যন্ত সংবেদনশীল। সাম্প্রতিক ভূমিকম্পের কম্পন সমগ্র বাংলাদেশে অনুভূত হয়েছে, যা ভূপৃষ্ঠের নিচে লুকিয়ে থাকা হুমকির কথা স্পষ্ট স্মরণ করিয়ে দেয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রায় ৫৯৭ কিলোমিটার দূরে, যা এই অঞ্চলের ভূমিকম্পের ঝুঁকির খুব কাছাকাছি অবস্থিত। বিশেষজ্ঞদের ধারণা, ৬ মাত্রার বেশি ভূমিকম্প মাঝারি বলে মনে হলেও, এটি ঢাকা এবং চট্টগ্রামের মতো ঝুঁকিপূর্ণ শহরগুলোতে ব্যাপক ক্ষতি করতে পারে, যেখানে দুর্বল অবকাঠামো এবং উচ্চ জনসংখ্যার ঘনত্ব ঝুঁকিকে প্রকট করে তুলবে।

বিশ্বের ২০টি ঝুঁকিপূর্ণ শহরের মধ্যে ঢাকা অন্যতম। দুই কোটিরও বেশি বাসিন্দার ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর একটি। শহরটি অপরিকল্পিত নগরায়ন, অপর্যাপ্ত অবকাঠামো এবং দুর্বলভাবে নির্মিত ভবন দ্বারা জর্জরিত। উচ্চ জনসংখ্যার ঘনত্বের আরেকটি প্রধান শহর চট্টগ্রামও একই ধরনের ঝুঁকির সম্মুখীন। যদি একটি উল্লেখযোগ্য ভূমিকম্প আঘাত হানে তবে উভয় শহরই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ১৯১৮ সালের পর বাংলাদেশ মূলত বড় ধরনের ভূমিকম্পের ঘটনা থেকে রক্ষা পেয়েছে। এ কারণে ঝুঁকি রয়ে গেছে এবং ভূতাত্ত্বিকরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন যে এই অঞ্চলে একটি বড় ভূমিকম্পের সমূহ সম্ভাবনা রয়েছে। সিলেট থেকে কক্সবাজারের মধ্যে মাটির নিচে অবস্থানগত কারণে ৮ মাত্রার ভূমিকম্প হওয়ার মতো শক্তি জমা আছে। সাম্প্রতিক ঘটনাবলী কেবল এই উদ্বেগকেই আরো বাড়িয়ে তোলে।

প্রস্তুতির প্রয়োজনীয়তা : বড় ভূমিকম্পের জন্য বাংলাদেশের ঝুঁকি গভীরভাবে এর অপর্যাপ্ত অবকাঠামোর সঙ্গে জড়িত। অনেক ভবন, বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রামের পুরোনো অংশগুলোতে, বড় ভূমিকম্পের ধাক্কা সহ্য করার জন্য ডিজাইন করা হয়নি। প্রকৃতপক্ষে, অনেক কাঠামো নিম্নমানের উপকরণ ব্যবহার করে নির্মিত, ভূমিকম্প প্রতিরোধের বিষয়টি খুব কমই বিবেচনা করা হয়। ফলে বড় ভূমিকম্পের ক্ষেত্রে এগুলো ধসে পড়ার সম্ভাবনা বেশি। ভবনগুলো এমনভাবে নির্মিত যে, কোনো ভবনে আগুন লাগলে দমকল বাহিনীর গাড়ি কিংবা জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স যাতায়াতের ব্যবস্থাও থাকে না। ইতোমধ্যে চট্টগ্রামে দেড় লাখ এবং ঢাকায় আরো কয়েকগুণ বেশি ভবন ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বলে চিহ্নিত হয়েছে। তবে নেই প্রয়োজনীয় পদক্ষেপ। এতো অবহেলা ও উদাসীনতার পর ভূমিকম্পের ফলে ব্যাপক প্রাণহানি ও সম্পদ বিনষ্ট হলে কেবল ভূমিকম্প, ভৌগোলিক অবস্থান বা দুর্ভাগ্যকে দোষারোপ করা সমীচীন হবে না। তদুপরি, বাংলাদেশের জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা তার চাহিদার তুলনায় অনুন্নত। যদিও দেশটি দুর্যোগ প্রস্তুতিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, বিশেষ করে বন্যা ব্যবস্থাপনা এবং ঘূর্ণিঝড় প্রতিক্রিয়ায়- তারপরও ভূমিকম্প প্রস্তুতি অপর্যাপ্ত। আধুনিক বিল্ডিং কোডের অভাব, সীমিত ভূমিকম্প মহড়া এবং স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে বৃহৎ আকারের জরুরি অবস্থা মোকাবিলা করার অপর্যাপ্ত সচেতনতা ও ক্ষমতা বিশেষভাবে উল্লেখযোগ্য। এই ঘাটতিসমূহ যদি একটি বড় ভূমিকম্প আঘাত হানে তাহলে ধ্বংস এবং প্রাণহানিকে আরো বাড়িয়ে তুলতে পারে।

একটি তীব্র ভূমিকম্পের ফলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটতে পারে, বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকায় যেখানে মানুষ দুর্বলভাবে নির্মিত ভবনে বসবাস করছেন। তাছাড়া, জল, বিদ্যুৎ এবং পরিবহনের মতো প্রয়োজনীয় পরিষেবাগুলো ব্যাহত হলে উদ্ধার ও ত্রাণ প্রচেষ্টা ব্যাহত হবে, যা ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য সাহায্য সরবরাহকে জটিল করে তুলবে সন্দেহাতীতভাবে।

আঞ্চলিক প্রেক্ষাপট- মিয়ানমার এবং বাংলাদেশ : সাম্প্রতিক ভূমিকম্পের সঙ্গে মিয়ানমারের অভিজ্ঞতা বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোকে বৃহত্তর ভূমিকম্পের ঝুঁকি স্মরণ করিয়ে দেয়। মিয়ানমার, যদিও গত দুই দশকে বড় আকারের ভূমিকম্পের সম্মুখীন হয়নি, তবুও ভূমিকম্পের দিক থেকে সক্রিয় হিমালয় বৃত্তের মধ্যে অবস্থিত। এই টেকটোনিক অঞ্চলটি ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে এবং সাম্প্রতিক ভূমিকম্প থেকে বোঝা যায় যে এই অঞ্চলে ভূমিকম্পের কার্যকলাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

মিয়ানমারের চলমান অভ্যন্তরীণ সংঘাত এবং মানবিক সংকট ভূমিকম্পের প্রতিক্রিয়ায় মুখোমুখি চ্যালেঞ্জকে আরো জটিল করে তুলেছে। ত্রিশ লাখেরও বেশি বাস্তুচ্যুত মানুষ এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতির সঙ্গে, মিয়ানমার এখন দ্বৈত সংকটের মুখোমুখি হচ্ছে- চলমান সংঘাত এবং প্রাকৃতিক দুর্যোগের পরিণতি। মিয়ানমারের সঙ্গে সীমান্ত ভাগ করে নেওয়া বাংলাদেশ, একটি বড় ভূমিকম্পের ক্ষেত্রে একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার ঝুঁকিতে রয়েছে। তাছাড়া, মিয়ানমার এবং বাংলাদেশ উভয়ের ঘন জনসংখ্যা ও দুর্বল অবকাঠামোর অর্থ হলো একটি বৃহৎ আকারের দুর্যোগের ভয়াবহ পরিণতির সমূহ সম্ভাবনা। উভয় দেশেই মানবিক প্রতিক্রিয়া, লজিস্টিক চ্যালেঞ্জ, সীমিত সম্পদ এবং বিদ্যমান রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক অস্থিতিশীলতার কারণে ব্যাহত হবে। কারণ নানা প্রেক্ষাপট পর্যবেক্ষণে দেখা যায়, বাংলাদেশ সাধারণত অতীতের কোনো দুর্যোগ থেকে শিক্ষা গ্রহণ করে না এবং ভবিষ্যতের দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নেয় না। তাৎক্ষণিক মানবিক ব্যবস্থাপনাই যেন ভরসা।

অতীত থেকে শিক্ষা এবং ভবিষ্যৎ পরিকল্পণা : সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ এখনো কোনো বড় ভূমিকম্পের মুখোমুখি হয়নি। তবে মিয়ানমার এবং থাইল্যান্ডের সাম্প্রতিক ঘটনা বাংলাদেশ সরকার এবং নাগরিকদের জন্য একটি জাগরণের সংকেত হিসেবে কাজ করা উচিত। এই দুর্যোগ থেকে প্রাপ্ত শিক্ষাগুলো ভবিষ্যতের অনিবার্য ভূমিকম্পের জন্য বাংলাদেশ কীভাবে আরো ভালোভাবে প্রস্তুতি নিতে পারে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি প্রদান করে। প্রথমত, ঢাকা এবং চট্টগ্রামের মতো ঘনবসতিপূর্ণ শহরগুলোতে ভবনগুলো যাতে ভূমিকম্পের কার্যকলাপের জন্য আরো স্থিতিশীল হয় তা নিশ্চিত করার জন্য বাংলাদেশকে বিল্ডিং কোড এবং নির্মাণ অনুশীলন শক্তিশালী করতে হবে। আধুনিক ভূমিকম্প-প্রতিরোধী প্রযুক্তি বাস্তবায়ন এবং নিয়মিত ভবন পরিদর্শন পরিচালনা ভূমিকম্পের সময় কাঠামোগত ধসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে।

দ্বিতীয়ত, বাংলাদেশের জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা উন্নত করার জন্য বিনিয়োগ করা উচিত। এর মধ্যে রয়েছে ভূমিকম্পের প্রতিক্রিয়া জানাতে স্থানীয় কর্তৃপক্ষের ক্ষমতা উন্নত করা, নিয়মিত ভূমিকম্প মহড়া পরিচালনা করা এবং বৃহৎ আকারের দুর্যোগ মোকাবিলায় জরুরি পরিষেবাগুলো সুসজ্জিত রয়েছে তা নিশ্চিত করা। ভূমিকম্পের জন্য কীভাবে প্রস্তুতি নিতে হবে এবং প্রতিক্রিয়া জানাতে হবে সে সম্পর্কে নাগরিকদের শিক্ষিত করার জন্য জনসচেতনতামূলক প্রচারণাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া, সরকারের উচিত ভূমিকম্প প্রস্তুতির জন্য নির্দিষ্ট কৌশলসহ একটি বিস্তৃত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরিকে অগ্রাধিকার দেওয়া। এই পরিকল্পনায় জরুরি সাহায্য বিতরণের জন্য পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা, সরিয়ে নেওয়ার পথ এবং আকস্মিক কৌশলের উন্নয়নের রূপরেখা থাকা উচিত। সর্বোপরি দুর্যোগ প্রতিক্রিয়া এবং প্রস্তুতি উন্নত করার জন্য বাংলাদেশ, মিয়ানমার এবং প্রতিবেশী দেশসমূহের মধ্যে আঞ্চলিক সহযোগিতা অপরিহার্য। এই অঞ্চলের আন্তঃসংযুক্ত প্রকৃতির কারণে, জ্ঞান, সম্পদ এবং দক্ষতা ভাগাভাগি ভূমিকম্প এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের জন্য সম্মিলিত স্থিতিস্থাপকতা বৃদ্ধি করবে।

কার্যকর পদক্ষেপ গ্রহণ : মিয়ানমারে সাম্প্রতিক ভূমিকম্প এবং এর ব্যাপক প্রভাব বাংলাদেশের মুখোমুখি ভূমিকম্পের ঝুঁকির স্পষ্ট স্মারক হিসেবে কাজ করবে। যদিও দেশ সাম্প্রতিক সময়ে বড় আকারের ভূমিকম্পের সম্মুখীন হয়নি, তবে এই অঞ্চলটি এমন সংকটের মুখোমুখি হওয়া সম্ভবত সময়ের ব্যাপার। মিয়ানমারের দুর্যোগ থেকে প্রাপ্ত শিক্ষা বাংলাদেশে ভূমিকম্পের প্রস্তুতি এবং স্থিতিস্থাপকতা উন্নত করার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের জন্য উৎসাহিত করবে।

অবকাঠামো শক্তিশালীকরণ, জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা উন্নতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে, বাংলাদেশ তার নাগরিকদের একটি বড় ভূমিকম্পের বিধ্বংসী প্রভাব থেকে আরো ভালোভাবে রক্ষা করতে পারে। এখনই পদক্ষেপ নেওয়ার সময়। দেশের ঘনবসতিপূর্ণ জনসংখ্যা এবং দুর্বল অবকাঠামো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মুখোমুখি করে। সম্মিলিত প্রচেষ্টা এবং সক্রিয় পরিকল্পনার মাধ্যমে, বাংলাদেশ নিশ্চিত করতে পারে যে এটি ভবিষ্যতের অনিবার্য চ্যালেঞ্জের জন্য আরো ভালোভাবে প্রস্তুত।

ভূমিকম্পপ্রবণ দেশ জাপান ইতোমধ্যে ভূমিকম্প-প্রতিরোধী নকশায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, এয়ার ড্যানশিনের ভাসমান ভবন উদ্ভাবন, যা ভূমিকম্পের সময় কাঁপুনি রোধ করার জন্য লেভিটেশন ব্যবহার করে। এই প্রযুক্তি জাপানকে ভূমিকম্প-প্রতিরোধী নির্মাণের অগ্রভাগে রেখেছে। ভূমিকম্পের সময় মাটি থেকে ভবন উপরে ভাসমান করে রাখার বিষয়েও তারা অগ্রগতি সাধিত করেছে। যদিও বাংলাদেশে এখনো এই ধরনের অগ্রগতি সম্ভব না হলেও, কাছাকাছি ধরনের অনুশীলন বাস্তবায়ন বড় ভূমিকম্পের ক্ষেত্রে জীবন বাঁচাতে পারে। ভবিষ্যতের ভূমিকম্পের ঝুঁকি থেকে জনগণকে রক্ষা করার জন্য বাংলাদেশের নিজস্ব, উদ্ভাবনী এবং সম্প্রদায়ভিত্তিক সক্রিয় পদক্ষেপ গ্রহণ এখন সময়ের চূড়ান্ত দাবি।



আরও খবর

ভাতা পাবেন চব্বিশের আহতরা

মঙ্গলবার ২৪ জুন ২০২৫




জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যা বললেন ট্রাম্প

প্রকাশিত:রবিবার ২২ জুন ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২৪ জুন ২০২৫ |

Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা শেষ করেছে যুক্তরাষ্ট্র। তার দাবি, এসব পারমাণবিক স্থাপনা ধব্বংস করে দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি আরো হামলার হুমকি দিয়েছেন। খবর এএফপির।

স্থানীয় সময় শনিবার (২১ জুন) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনা ‌‘সম্পূর্ণ এবং পুরোপুরি ধ্বংস’ হয়ে গেছে। তিনি হুমকি দিয়েছেন, তেহরান যদি শান্তি স্থাপন না করে তবে আরও হামলা চালানো হবে।

গভীর রাতে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য গত আট দিনে আমরা যা দেখেছি- তার চেয়েও বড় ট্র্যাজেডি হবে। মনে রাখবেন, এখনও অনেক লক্ষ্যবস্তু বাকি আছে।

তিনি আনো বলেন, যদি শান্তি দ্রুত না আসে, তাহলে আমরা নির্ভুলতা, দ্রুততা এবং দক্ষতার সঙ্গে অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলা চালাব।

তবে যুক্তরাষ্ট্র যেসব পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, সেগুলোতে কোনো তেজস্ক্রিয় পদার্থ নেই বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা নিউজ।

দেশটির সরকারি সম্প্রচার সংস্থার একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইরনা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই তিনটি পারমাণবিক স্থাপনায় এমন কোনো পদার্থ নেই যা তেজস্ক্রিয়তা সৃষ্টি করে।

এই মন্তব্য ইঙ্গিত দেয় যে, ইরানি কর্তৃপক্ষ বোমা হামলার আগেই এসব স্থাপনা থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলে থাকতে পারে।


আরও খবর



ভেনিসে মসজিদ বন্ধের বিরুদ্ধে আপিল, হাজার মুসল্লী পার্কে

প্রকাশিত:শনিবার ২১ জুন ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২৪ জুন ২০২৫ |

Image

পলাশ রহমান :

ভেনিসে মুসলিম সম্প্রদায়ের একটি নামাজের স্থান 'মসজিদুল ইত্তেহাদ' স্থানীয় নগর কর্তৃপক্ষ বন্ধ করে দেয়। 

নগর কর্তৃপক্ষের ওই সিদ্ধান্তর প্রতিবাদে ইত্তেহাদ কর্তৃপক্ষ ভেনিসের একটি পার্কে প্রতি শুক্রবার জুমার নামাজ আদায় করেন, একই সাথে আইনি লড়াই অব্যাহত রাখেন।


মসজিদ বন্ধের কার্যক্রম শুরু হয় মূলত ৩ বছর আগে, মসজিদুল ইত্তেহাদ প্রতিষ্ঠার সূচনা থেকে। স্থানীয় একটি সাবেক সুপার মার্কেট ভাড়া নিয়ে, সংস্কার করে ইত্তেহাদ কর্তৃপক্ষ একটি নামাজের স্থান তৈরি করেন। তখন নগর কর্তৃপক্ষ একটি আইন দেখিয়ে বলে, শহরের ভেতরে নামাজের স্থান করা যাবে না। করতে হবে লোকালয়ের বাইরে। ইত্তিহাদ কর্তৃপক্ষ ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বলেন, মুসলমানরা দিনে পাঁচবার মসজিদে গিয়ে নামাজ আদায় করে। শহরের বাইরে মসজিদ হলে- তা কোনভাবেই সম্ভব নয়। এটা সরাসরি নাগরিকের ধর্মীয় অধিকার খর্ব করা। মানবাধিকার লঙ্ঘন করা।


তখন মসজিদুল ইত্তিহাদ কর্তৃপক্ষ নগর কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেন। নিম্ন আদালত তাদের মামলার বিপক্ষে রায় দেয়। এরপর তারা ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন। গত তিন মাস আগে আপিলটি খারিজ করে দেয় আদালত। 

গত ১৯ তারিখ আপিল খারিজের বিরুদ্ধে সর্বোচ্চ আদালত কাসাসিওনে ফের আপিল করেছেন ইত্তেহাদ কর্তৃপক্ষ। তারা আশা করছেন, এবার ন্যায় বিচার পাবেন।

আপিলটি কাসাসিওন কোর্টে নথিভুক্ত হয়েছে নং ১২৬৯০/২০২৫ হিসেবে।


মসজিদ বন্ধের প্রতিবাদে গত তিন মাসেরও বেশি সময় ধরে ইত্তেহাদ কর্তৃপক্ষ পার্কের খোলা চত্বরে জুমার নামাজ আয়োজন করছেন। 

শুক্রবার (২০ জুন) পার্কে আয়োজিত জুমার জামাতে প্রায় এক হাজারের বেশি মুসল্লী অংশগ্রহণ করেন- যা স্পষ্টভাবে প্রমাণ করে, ধর্মীয় আচার পালনের অধিকার কেবল সাংবিধানিক বিষয় নয়, মানুষের মনের গভীর থেকে উৎসারিত একটি অপ্রতিরোধ্য প্রয়োজন।


ইমাম মাওলানা আরিফ মাহমুদ বলেন, “আমরা ন্যায়বিচারের আশায় ইতালির সর্বোচ্চ আদালতে আপিল করেছি। আশা করছি, রায় আমাদের পক্ষে আসবে এবং আমরা পুনরায় আমাদের মসজিদে নামাজ আদায় করতে পারবো।”


তিনি জানান, ইতোমধ্যে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের অনেক নেতৃবৃন্দের সঙ্গে তাদের যোগাযোগ হচ্ছে এবং এই লড়াইয়ে তারা একা নন।


পার্কের নিয়মিত মুসল্লী সাজ্জাদ হোসাইন বলেন, “শহরে মসজিদ নির্মাণ করা যাবে না- এমন একটি আইন আমাদের ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী। প্রশাসনের উচিত মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিত করা।”


ইতালির ভেনেতো অঞ্চলে প্রচলিত একটি আইন অনুসারে, নতুন উপাসনালয় বা মসজিদ শহরের মধ্যে নির্মাণ করা যাবে না; এগুলো নির্মাণ করতে হবে শহরের বাইরে, তথাকথিত F-জোন এ।

মসজিদুল ইত্তেহাদ কর্তৃপক্ষ এই আইনকে মানবতাবিরোধী এবং ইতালির সভ্যতা ও বহুত্ববাদী মূল্যবোধের পরিপন্থী বলে মনে করেন। তারা এই আইনের পরিবর্তন দাবি করেছেন।


এই ঘটনার প্রতিক্রিয়ায় অনেক অধিকারকর্মী বলেছেন, এটি শুধু একটি মসজিদ বন্ধের ঘটনা নয়; এটি একটি বৃহত্তর প্রশ্নের জন্ম দিয়েছে- ইতালির মতো একটি আধুনিক রাষ্ট্রে সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠীর অধিকার ও মর্যাদার সুরক্ষা কতোটা বাস্তবায়িত হচ্ছে?


ভেনিস প্রেসক্লাবের সহ-সভাপতি শোহানুর রহমান উজ্জ্বল বলেন, এই প্রতিবাদ শুধু ভেনিসের নয়, বরং ইউরোপের সকল সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠীর এক নিঃশব্দ আকাঙ্ক্ষার প্রতিধ্বনি। "আমরা আমাদের প্রার্থনার জন্য সম্মান ও ন্যায়বিচার চাই।"


আরও খবর



এক লাখ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

প্রকাশিত:মঙ্গলবার ১৭ জুন ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২৪ জুন ২০২৫ |

Image

এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শূন্য থাকা ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ লাখ ৮২২ জনের মধ্যে স্কুল ও কলেজে নেওয়া হবে ৪৬ হাজার ২১১ জন, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১ জন এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে নেওয়া হবে ১ হাজার ১১০ জন।

২২ জুন দুপুর ১২টায় আবেদন শুরু হবে। আবেদনের শেষ সময় আগামী ১৩ জুলাই। আবেদনকারীর বয়স ৪ জুন তারিখে সর্বোচ্চ ৩৫ বছর। আবেদন ফি এক হাজার টাকা।

যেভাবে আবেদন : অনলাইনে আবেদন ফি দেওয়া-সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট এবং এনটিআরসিএর ওয়েবসাইটে দেওয়া হয়েছে। আবেদন এবং ফি দেওয়ার নিয়মের বিষয়ে ভিডিও টিউটোরিয়াল নমুনা (ডেমো) টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

১ লাখ ৮২২টি শূন্যপদের পদভিত্তিক তালিকা এবং আবেদন ফরম এনটিআরসিএর ওয়েবসাইট ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে ২২ জুন প্রকাশ করা হবে এবং একই তারিখ ও সময়ের পর থেকে আবেদন করা যাবে।

প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষায় অর্জিত একাধিক নিবন্ধন সনদপ্রাপ্ত হলেও একই পর্যায় একটিমাত্র সনদ দিয়ে আবেদন করতে পারবেন। একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পছন্দ দিতে পারবেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুসারে কোনো নারী কোটা থাকবে না।

আবেদনকারীর যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনদধারী হতে হবে। এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধাতালিকার অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা, ২০০৬ (সংশোধিত ২০১৫)-এর বিধি ১০ (১) মোতাবেক বৈধ নিবন্ধন সনদধারী হতে হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হতে হবে। কাম্য শিক্ষা যোগ্যতার বিবরণ এনটিআরসিএর ওয়েবসাইটের ‘৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি’ নামের সেবা বক্সে পাওয়া যাবে।


আরও খবর

ভাতা পাবেন চব্বিশের আহতরা

মঙ্গলবার ২৪ জুন ২০২৫




সকালে খালি পেটে পানি পানে যত উপকার

প্রকাশিত:মঙ্গলবার ১৭ জুন ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২৪ জুন ২০২৫ |

Image

সকালে ঘুম থেকে উঠে পানি পানের অভ্যাস সবচেয়ে বেশি চোখে পড়ে জাপানিদের মধ্যে। এ ছাড়া চিকিৎসকরা সকালে খালি পেটে পানি পানের পরামর্শ দিয়ে থাকেন। সারা রাত ঘুমের পর আমাদের শরীর এমনিতেই শুষ্ক হয়ে পড়ে। তাই শরীরের কার্যক্ষমতা বাড়িয়ে নিতে পানি প্রয়োজন।

আমাদের শরীরের ৭০ শতাংশই গঠিত হয় পানি দিয়ে। শরীরের বিভিন্ন অঙ্গের স্বাভাবিক ও মসৃণ কার্যকারিতার জন্য পানি অপরিহার্য।

আমাদের সুস্থতার জন্য নিয়মিত অন্তত দুই লিটার পানি পান করা উচিত। এটি আমাদের শরীরে অনেকটা প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে। বিভিন্ন রোগ প্রতিরোধে এবং শরীরকে হাইড্রেট রাখতে পানির গুরুত্ব অতুলনীয়।

জেনে অবাক হবেন, পানির সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় সকালে খালি পেটে পান করলে। আসুন জেনে নিই সকালে খালি পেটে পানি পান করলে পাওয়া যাবে যে সাত স্বাস্থ্য উপকারিতা

১. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে

শরীরের তরল ভারসাম্য বজায় রাখতে পানি প্রয়োজনীয়। আর নিয়মিত সকালে খালি পেটে পানি পান করলে সেটি আমাদের ইমিউন সিস্টেমের অনেক উপকার করে। এর ফলে বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে।

২. বিপাক ত্বরান্বিত করতে সহায়তা করে

সকালে খালি পেটে পানি পান করলে সেটি বিপাকীয় হারকে প্রায় ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করে থাকে। এর ফলে খাবার দ্রুত হজমে এবং দীর্ঘমেয়াদে ওজন কমাতে সহায়তা করে।

৩. শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে

সকালে খালি পেটে পানি পানের মাধ্যমে আমাদের শরীর থেকে টক্সিন বের হয়ে যায়। কারণ প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে তরল আকারে বিষাক্ত পদার্থ বের হয়ে যায়। আর সকালে খালি পেটে পানি পান করলে তা আরও ভালোভাবে হয়ে থাকে।

৪. অন্ত্র পরিষ্কার করতে সহায়তা করে

খালি পেটে পানি পান করলে সেটি আমাদের পরিপাকতন্ত্র নিয়ন্ত্রণে সহায়তা করে। এ জন্য প্রচুর পরিমাণে পানি পান করলে আমরা মলত্যাগের তাগিদ অনুভব করে খাকি। এর ফলে সকালে খালি পেটে পানি পান করলে তা আমাদের অন্ত্র পরিষ্কার করতে সহায়তা করে।

৫. ওজন কমাতে উপকারী

বেশি বেশি পানি পান করলে সেটি আপনাকে দ্রুত ওজন কমাতে সাহায্য করতে পারে। কারণ এতে কোনো ক্যালোরি নেই, আর ঘন ঘন পানি পান করলে তা পেট ভরা রাখতে সাহায্য করে। আর সকালে খালি পেটে পানি পান করলে সেটি আমাদের বিপাককে দ্রুত করতে সাহায্য করে। এর ফলে ক্যালোরিও দ্রুত বার্ন হয়ে ওজন কমাতে সহায়তা করে।

৬. কোলন পরিষ্কারে সহায়তা করে

সকালে খালি পেটে পানি পান করলে সেটি জমে থাকা স্লাজ থেকে আরও ভালোভাবে মুক্তি দিতে এবং পুষ্টির দ্রুত শোষণকে সক্ষম করতে সহায়তা করে। এর ফলে কোলন স্বাস্থ্য ভালো হয়।

৭. মাইগ্রেনের সমস্যা প্রতিরোধ করে

মাইগ্রেন বা ঘন ঘন মাথাব্যথা সমস্যা প্রাথমিক কারণগুলোর মধ্যে অন্যতম 

হচ্ছে শরীরে তরলের অভাব বা ডিহাইড্রেশন। আর সকালে খালি পেটে পানি পান করলে সেটি প্রাকৃতিকভাবেই এ সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করতে পারে।


আরও খবর