Logo
শিরোনাম

ট্রল তো করাই যায়, আসুন সাধুবাদ জানাই মাহির পরিশ্রমকে

প্রকাশিত:সোমবার ২৫ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১৩ অক্টোবর ২০২৪ |

Image

রাশেদ আলম :মাহিকে নিয়ে সবাই ট্রল করছে,  আমিও প্রথমে বিষয়টি হাস্যকর হিসেবে নিয়েছিলাম। তবে আমার ধারণা সম্পূর্ণ ভুল হয়েছে৷ 

বিষয়টি আমার কাছে মনে হয়েছিল অন্যান্য তথাকথিত শিল্পী মানে রিয়াজ, তারিন, ডিপজল বা ফেরদৌসদের মত সেও আওয়ামিলীগের নমিনেশন কিনবে। যদি লটারি লেগে যায় তাইলেই ছক্কা ধরনের ধান্দাবাজী কিছু। ফেরদৌসের লটারি লেগে গেছে, ব্যাস হয়ে গেছে। তারিন, ডিপজল, রিয়াজদের এবার লটারি লাগে নাই, আগামীতে আবার লটারি লাগার আশায় তারা থেকে যাবে। 

যদি বাস্তবে বিএনপি-আওয়ামিলীগ নির্বাচন যুদ্ধ হত তবে এইসব ফেরদৌসদের নমিনেশন পাওয়া দুরের কথা নমিনেশন কেনার চিন্তাও এরা করত কিনা সন্দেহ। ২০১৪ সালের নির্বাচন থেকেই এইসব ধান্দাবাজদের একটাই স্বপ্ন নমিনেশন নিব, হাস্যকর তেলবাজি করব যদি নমিনেশন পেয়ে যাই তাইলে তো অটোপাশ এবং লটারি লেগে গেছে । নির্বাচনের মাঠে আসল যুদ্ধে নেমে জয় ছিনিয়ে আনার চেষ্টা বা যুদ্ধ করতে হলে অনেক বড় কলিজা লাগে। আর এখানেই মাহিয়া মাহি আমার ধারণা চেঞ্জ করে দিয়েছে এই কয়দিনে। 

মাহি নমিনেশন পায় নাই, কিন্তু সে নির্বাচনকে সিরিয়াসলি নিয়েছে। সাহস করে স্বতন্ত্র দাঁড়িয়ে গেছে শুধু নয় রীতিমতো প্রচলিত প্রার্থীদের মত সারাদিন রাত নির্বাচনী এলাকায় অন্যান্য সিজেন পলেটিক্যাল পারসনদের মত ঝাপিয়ে পরেছে। সাধারণ মানুষের সাথে কথা মিশতেছে, কথা বলতেছে।  একজন নাইকা ইমেজের কেউ হুট করে এইভাবে কোন রাজনৈতিক শেল্টার ছাড়া, নিশ্চিত পরাজয় জেনেও চ্যালেঞ্জ নেয়া খুব কম সাহসের নয় কিন্তু। 

মাহি ভালো করেই জানে আওয়ামিলীগ থেকে নমিনেশন চেয়ে না পেয়েও সে স্থানীয় আওয়ামিলীগ থেকে কোন সাহায্য পাবে না বরং বাধায় পরবে এবং বাধায় পরতেছেও। যেহেতু মার্কা নৌকা নয় তাই প্রশাসনের সাহায্যও সে পাবে না এইটাও মাহি জানে। তবুও সে নির্বাচনটা সিরিয়াসলি করতেছে। এবার মাহি জয় পাবে না, কিন্তু আগামীতে তার এইসব কাজ অনেক কাজে আসবে বিশেষ করে ২০২৯ সালের নির্বাচনে। তখন আওয়ামিলীগও তাকে নমিনেশন দিবে কিনা তা সিরিয়াসলি দেখতে হবে। এখানেই মাহিয়া মাহী নির্বাচনের আগেই জিতে গেলো। 

আমি এই মাহির সিনেমা দেখা দুরের কথা, তাকে নিয়ে কোন আগ্রহও ফিল করি নাই,  এটাই স্বাভাবিক। বরং এদের নিয়ে সংবাদ সব সময় বিরক্তি নিয়ে এড়িয়ে যাই কারন বাংলাদেশের সিনেমা নামক অখাদ্য যেসব তৈরি হয় এফডিসির সিনেমা মেইন স্ট্রিম থেকে, তার জন্যে এদের সকলের উপর ক্ষোভ কাজ করে। ফেরদৌস, রিয়াজ, জায়েদ খান,অপু বিশ্বাস, সাকিব, বুবলি,ওমর সানি, মৌসুমি  এরা অভিনেতা বা অভিনেত্রী হিসেবে আমার কাছে ভার ছাড়া অন্য কিছু না। 

কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিদিন মাহির নির্বাচনের জন্যে দৌড়াদৌড়ি ও পরিশ্রমের সংবাদ অনিচ্ছাকৃত হলেও যখন চোখের সামনে আসতেছিল বারবার তখন,  দেখতে ও পড়তে বাধ্য হলাম। 

আমার মত বাংলাদেশের সিনেমার এইসব নায়ক, নাইকা দুরের কথা এদের সিনেমাতেও যাদের বিন্দুমাত্র আগ্রহ নেই তাদের কাছেও মাহির  এই চ্যালেঞ্জ নেয়া, পরিশ্রম করা ইতিবাচক হয়ে দেখা দিচ্ছে। আমাদের মত সাধারণ মাজুষেরাও তাকে জাজ করছে একজন নির্বাচনের প্রার্থী হিসেবে। এইটাই তার সার্থকতা। 

নায়ক ফেরদৌস,  ক্রিকেটের সাকিবেরা কি নৌকা নমিনেশন না পাইলে স্বতন্ত্র করার সাহস করত? মাশরাফি এবার নৌকা না পাইলে কি নির্বাচন করার সাহস করতো? নিজের পকেটের টাকা খরচ করে, এত শ্রম দিয়ে নিশ্চিত পরাজয় মেনে নিয়েও সাহস করে নির্বাচন এইসব ফেরদৌস, সাকিব এমনকি মাশরাফিরও সাহস হইতো না নিশ্চিত। এরা ফ্রি ফ্রি এমপি হবার জন্যেই এসেছে,  রাজনৈতিক কোন আহামরি চিন্তা করে নয়। সেখানে মাহি সাহস করে নিজের টাকায় যুদ্ধে নেমে গেছে। 

বহু পুরুষ মানুষকেও দেখছি সারাজীবন রাজনীতি করে,  দুনিয়ার ত্যাগ শিকার করেও চ্যালেঞ্জ নেয়ার সাহস করে না। মাথা নিচু করে লাইফ পার করে দেয়। নিজেদের নিজেরা সান্তনা দেয় - আদর্শের জন্যে রাজনীতি করি, পদ পদবির জন্যে রাজনীতি করি না আরও কত কথা। আসলে যে ভিতু সেটা স্বীকার করে না। কত ভাই ব্রাদার দেখছি সেই বিশ বছর থেকে নেতাদের পিছন পিছন ঘুরে তো ঘুরেই। এখনো বলার মত কোন পদ নাই অথবা ভিক্ষা হিসেবে এদিক সেদিক হাস্যকর কিছু কমিটিতে সদস্য পদ পাইছে তাতেই মহা খুশি। আজকেই দেখলাম,  বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই নিজের দশ বছর ছোট এক নেতার পাশে দাঁড়িয়ে ছবি তুলে পোস্ট দেয় - আমার নেতা, আমার আদর্শ। অথচ এই নেতা যখন ক্লাস ফাইভে পড়ে, রাজনীতির 'র' জানে না তখন আমার বিশব্বিদ্যালয়ের বড় ভাইটি রাজনীতি করে বিশ্ববিদ্যালয়ে। এখন সেই ক্লাস ফাইভের বাচ্চাও বলে বড় ভাইয়ে আদর্শিক নেতা। চুল দাড়ি পাকায় ফেলছে রাজনীতি করতে করতে, আজকে ডাক দিলেও একটা ছেলে তারজন্যে দশ মিনিট পাশে দাঁড়াবে না। এরা আজীবনই অন্যের পা চেটে বেঁচে থাকার জন্যে জন্ম নিয়েছে। 

এখানেই মহিরা ভিন্ন, চ্যালেঞ্জ নিতে জানে। চাইছি নমিনেশন,  দেয় নাই তো কি হয়েছে ?  নিজের যোগ্যতা নিজেই প্রমান করে দেখাবো। 

মাহির মত মানুষদের নিয়ে ট্রল করা সহজ কিন্তু তাদের এইভাবে সাহস করে এগিয়ে যাওয়ার চেষ্টাকে প্রশংসা করা হয়ত কিছুটা কঠিন। তবুও কঠিন চেষ্টাটি করলাম - কারন নিশ্চিত হেরে যাবে  জানার পরেও যে যুদ্ধে নামে তাকে আমি সব সময় সাধুবাদ জানাই। সমাজে এইধরনের মানুষেরা নিজেদের অজান্তেও অনেক যোদ্ধা তৈরি করে সমাজের অনেক ক্ষেত্রে অনেক পরিসরে, সমাজ এদের জন্যেই মহিমান্বিত হয়।। 

মাহিয়া মাহির জন্য শুভকামনা। ট্রল তো করাই যায়, আসুন না সাধুবাদও জানাই তার পরিশ্রমকে।।


আরও খবর



ফ্রান্সের ভিসার জন্য আবেদন করার প্রক্রিয়া

প্রকাশিত:রবিবার ২৯ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১২ অক্টোবর ২০২৪ |

Image

গোলাম মোস্তফা :

বাংলাদেশ থেকে ফ্রান্সের ভিসার জন্য আবেদন করার প্রক্রিয়া বেশ কিছু ধাপ ও ডকুমেন্টেশনের প্রয়োজন হয়। ফ্রান্সের ভিজিট ভিসা (শেঞ্জেন ভিসা) ৯০ দিনের কম সময়ের জন্য ভ্রমণকারীদের জন্য হয়। নিচে বিস্তারিত প্রক্রিয়া তুলে ধরা হলো:


ধাপ ১: ভিসার ধরন নির্ধারণ

আপনার ভ্রমণের উদ্দেশ্য এবং সময়কাল অনুযায়ী, আপনি কোন ধরনের ভিসার জন্য আবেদন করবেন তা নির্ধারণ করুন। সাধারণত, ফ্রান্সের জন্য শেঞ্জেন ভিজিট ভিসা (শর্ট স্টে) পর্যটন, ব্যবসা, বা পরিবার ও বন্ধুদের সাথে দেখা করার জন্য হয়ে থাকে।


ধাপ ২: আবেদন ফর্ম পূরণ

ফ্রান্সের শেঞ্জেন ভিজিট ভিসার জন্য আবেদন ফর্ম পূরণ করতে হবে।


 ধাপ ৩: প্রয়োজনীয় ডকুমেন্টস সংগ্রহ

নিম্নলিখিত ডকুমেন্টসগুলি সাধারণত ফ্রান্সের ভিজিট ভিসার জন্য প্রয়োজন হয়:


1. পাসপোর্ট: আপনার পাসপোর্টটি ভিসার আবেদন জমা দেওয়ার তারিখ থেকে কমপক্ষে তিন মাস পর পর্যন্ত বৈধ হতে হবে এবং এতে অন্তত দুটি খালি পৃষ্ঠা থাকতে হবে।

   

2. আবেদন ফর্ম: সম্পূর্ণ পূরণ করা এবং স্বাক্ষর করা শেঞ্জেন ভিসা আবেদন ফর্ম।

   

3. ফটো: সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি (বায়োমেট্রিক ফটো)।

   

4. ফ্লাইট বুকিং: ফ্রান্সে আসা-যাওয়ার নিশ্চিত ফ্লাইট টিকেট।

   

5. হোটেল রিজার্ভেশন: ফ্রান্সে থাকার সময়কালীন হোটেল বুকিং বা থাকার ব্যবস্থা।

   

6. বীমা: ভ্রমণ স্বাস্থ্য বীমা, যা শেঞ্জেন অঞ্চলে আপনার পুরো থাকার সময়কালের জন্য অন্তত ৩০,০০০ ইউরো পর্যন্ত কভার করবে।

   

7. আর্থিক ক্ষমতার প্রমাণ: আপনার ভ্রমণ এবং ফ্রান্সে থাকার সময়কালের জন্য পর্যাপ্ত অর্থের প্রমাণ। এটি ব্যাংক স্টেটমেন্ট, চাকরির সার্টিফিকেট, বা স্পনসরশিপ লেটার হতে পারে।

   

8. কাভার লেটার: আপনার ভ্রমণের উদ্দেশ্য এবং বিস্তারিত বিবরণ সহ একটি চিঠি।

   

9. ভিসা ফি: নির্ধারিত ভিসা ফি জমা দেওয়া।


ধাপ ৪: ভিসা আবেদন জমা

ফ্রান্সের ভিসা আবেদন গ্রহণের জন্য নির্ধারিত ভিসা আবেদন কেন্দ্র (VFS Global) বা ফ্রান্সের দূতাবাসে ভিসা আবেদন জমা দিতে হবে। VFS Global বাংলাদেশের বিভিন্ন স্থানে অবস্থিত।


ধাপ ৫: বায়োমেট্রিক তথ্য প্রদান

ভিসা আবেদন জমা দেওয়ার সময়, আপনাকে আপনার বায়োমেট্রিক তথ্য (ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি) প্রদান করতে হবে।


ধাপ ৬: সাক্ষাৎকার

কিছু ক্ষেত্রে, ভিসা অফিসার সাক্ষাৎকারের জন্য আপনাকে ডাকতে পারেন। এই সময় আপনার ভ্রমণের উদ্দেশ্য এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে প্রশ্ন করা হতে পারে।


ধাপ ৭: ভিসা প্রসেসিং সময়

ভিসা আবেদন জমা দেওয়ার পর সাধারণত ১৫ কার্যদিবসের মধ্যে ফলাফল জানা যায়। তবে, কিছু ক্ষেত্রে এটি আরও বেশি সময় নিতে পারে।


ধাপ ৮: পাসপোর্ট সংগ্রহ

ভিসা অনুমোদিত হলে, আপনাকে ভিসা স্ট্যাম্প করা পাসপোর্ট সংগ্রহ করতে হবে। আপনি VFS Global বা দূতাবাস থেকে এটি সংগ্রহ করতে পারেন।


 ফ্রান্সের ভিজিট ভিসা করার যাবতীয় সহযোগিতার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন


আরও খবর



মিঠাপুকুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত

প্রকাশিত:সোমবার ৩০ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১২ অক্টোবর ২০২৪ |

Image


 

নিজস্ব প্রতিবেদকঃ

'প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার।’ এই স্লোগানকে সামনে রেখে রংপুরের মিঠাপুকুরে পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ। এ উপলক্ষে রবিবার বেলা ১০.৩০ টায় উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের অডিটোরিয়ামে শিশুদের আলোচনা সভা, সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। মিঠাপুকুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি উপজেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিঠাপুকুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মণ।তিনি বলেন,"শিশুদের অধিকার বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব।"তিনি আরও বলেন, প্রত্যেক শিশুকে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। লেখাপড়ায় ও খেলাধূলায় দেশ-বিদেশে সুনাম অর্জন করতে হবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মমিন মন্ডল, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারী মাঃ এনামুল হক, ওয়ার্ল্ড চাইল্ড এন্ড ইয়ুথ ফোরামের প্রধান নির্বাহী মেহেদী হাসান মুরাদ, ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রোগ্রাম অফিসার নুরুন্নবী, উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক শিমন সরকার, বাংলাদেশ মানবাধিকার কমিশন মিঠাপুকুর উপজেলা শাখার সম্পাদক আশিকুর রহমান মন্ডল। 


সভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ শিশু একাডেমি উপজেলা শাখার শিশু বিষয়ক কর্মকর্তা এম এ ওয়াহেদ বলেন, "প্রতিটি ঘরে ঘরে সোনার সন্তান তৈরিই আমাদের লক্ষ্য।" 

সভা সঞ্চালনা করেন শিশু শিল্পী বৈশাখী। 

অনুষ্ঠানের আলোচনা সভা শেষে বক্তৃতা  প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।


আরও খবর



২৮ হাজার ৬২৫ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

প্রকাশিত:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৭ অক্টোবর ২০২৪ |

Image

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশিসহ ২৮ হাজার ৬২৫ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষ হওয়ার পর তাদের নিজ দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

৯ সেপ্টেম্বর দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক রুসলিন জুসোহ এক বিবৃতিতে জানিয়েছেন, মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে সাজা শেষে তাদের নিজ নিজ দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই হওয়ার পর আকাশ ও স্থলপথে ফেরত পাঠানো হয়

এই সংখ্যায় কতজন বাংলাদেশি রয়েছেন, তা জানা যায়নি। তবে এখনো ডিটেনশন ক্যাম্পে ১৬ হাজার ৭২ অভিবাসী আটক রয়েছেন। তাদের সাজা শেষে নিজ নিজ দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাইয়ের পর ফেরত পাঠানো হবে



আরও খবর



বৃহস্পতিবার গুতেরেসের সাথে বৈঠক ড. ইউনূসের

প্রকাশিত:মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর 20২৪ | হালনাগাদ:শনিবার ১২ অক্টোবর ২০২৪ |

Image

আগামী বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে স্থানীয় সময় বেলা ২টা ১৫ মিনিটে জাতিসংঘ সচিবালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে

এছাড়া মঙ্গলবার প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন। একই দিন তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং কুয়েতের যুবরাজ শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন

এছাড়া প্রধান উপদেষ্টা ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ ও নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা এবং ২৬ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফের সঙ্গে বৈঠক করবেন

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন, জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং এলডিসি, এলএলডিসি এবং সিআইডিএসের উচ্চ প্রতিনিধি রাবাব ফাতিমা, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি, আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবো, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, ইউএনডিপি প্রশাসক আচিম স্টেইনার এবং ইউএসএআইডি প্রশাসক সামান্থা পাওয়ার নিউইয়র্কে অবস্থানকালে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন

ইউএনজিএর ৭৯তম অধিবেশনে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের নিয়ে কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট সোমবার স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে

এর আগে ভোর ৫টা ৫ মিনিটে (বাংলাদেশ সময়) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ছেড়ে যায়


আরও খবর



বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন বগুড়া জেলা জিসাস এর নেতৃবৃন্দরা

প্রকাশিত:শনিবার ১২ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৩ অক্টোবর ২০২৪ |

Image


 (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃ

শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বগুড়া শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের বগুড়া জেলা কমিটির নেতৃবৃন্দরা।


তারই ধারাবাহিকতায় আজ বগুড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের পূজা মন্ডপ পরিদর্শন করেন জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বগুড়া জেলা কমিটির সভাপতি মোস্তফা আবু সালেক, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহসান, বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন হোসেন ডলার, সহ-সাংগঠনিক সম্পাদক ও ৮নং ওয়ার্ড শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শ্রী সাগর কুমার, ইঞ্জিনিয়ারিং ইলিয়াস হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার এ এস এম আবু রায়হান, অ্যাডভোকেট আইয়ুব আলী সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা।।


আরও খবর