Logo
শিরোনাম

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৯ জনের মৃত্যু

প্রকাশিত:বুধবার ১৯ জুন ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৩ জানুয়ারী ২০২৫ |

Image



বিডি টুডে রিপোর্ট:


উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৯ জনের মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় পৃথক রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 


বুধবার (১৯ জুন) সকালে পাহাড় ধসের এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।


উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রাথমিকভাবে দুর্ঘটনায় মারা যাওয়াদের নাম পরিচয় জানাতে পারেননি। 


তবে ৯ জনের মধ্যে চার বছরের এক শিশু, ১২ বছরের এক কিশোর ও কয়েকজন নারী রয়েছেন বলে জানিয়েছেন তিনি।



ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে দুই জন বাংলাদেশি এবং সাত জন রোহিঙ্গা। 



আরও খবর



ব্রহ্মপুত্রের উজানে বিশ্বের বৃহত্তম বাঁধ দেবে চীন

প্রকাশিত:শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৩ জানুয়ারী ২০২৫ |

Image

জলবিদ্যুৎ উৎপাদনের জন্য ব্রহ্মপুত্র নদের উজানে অবস্থিত তিব্বতে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ পরিকল্পনার অনুমোদন দিয়েছে চীন। একবার এই বাঁধ নির্মাণ হয়ে গেলে বর্তমান বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎকেন্দ্র মধ্য চীনের থ্রি গর্জেস ড্যামের চেয়ে সেখানে তিনগুণ বেশি বিদ্যুৎ উৎপাদিত হবে। তবে এই প্রকল্পের জেরে তিব্বতে ভাটির দেশ ভারত ও বাংলাদেশের লাখ লাখ মানুষের পানি পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হবে। খবর রয়টার্সের।

এই বাঁধটি ইয়ারলুং জাংবো নদীর নিম্নপ্রবাহে নির্মাণ করা হবে। সেখান থেকে প্রতি বছর ৩০০ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন হবে। ২০২০ সালে চীনের রাষ্ট্রায়ত্ত জলবিদ্যুৎ কোম্পানি পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অব চায়নার দেয়া একটি অনুমান থেকে এই তথ্য জানা যায়।

বর্তমানে বিশ্বের বৃহত্তম বাঁধটি হলো চীনের মধ্য অঞ্চলে অবস্থিত থ্রি গর্জেস ড্যাম। এখান থেকে বছরে ৮৮.২ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন হয়। নতুন এই বাঁধের উৎপাদন ক্ষমতা থ্রি গর্জেস ড্যামের চেয়ে তিনগুণের বেশি।

ইয়ারলুং সাংপো নদীটি গলিত হিমবাহ এবং পাহাড়ের ঝরনা থেকে উৎপত্তি। হিমালয়ের পানিরেখা দিয়ে প্রবাহিত নদীটি ভারতের অরুণাচল প্রদেশ ও আসাম রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশ ও ভারতে এই নদীটি ব্রহ্মপুত্র নামে পরিচিত।

এই কারণে ভারত ও বাংলাদেশ এই বাঁধ নির্মাণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। প্রকল্পটি স্থানীয় বাস্তুতন্ত্র ও নদীর নিম্নধারে পানির প্রবাহ ও পথ পরিবর্তন করতে পারে বলে নিজেদের শঙ্কার কথা জানিয়েছে দেশ দুটি।

তবে চীনা কর্মকর্তাদের দাবি, তিব্বতে জলবিদ্যুৎ প্রকল্পগুলো পরিবেশ বা নদীর নিম্ন প্রবাহে পানি সরবরাহের ওপর বড় কোনো প্রভাব ফেলবে না। এ ছাড়া ইয়ারলুং জাংবো নদীর (ব্রহ্মপুত্র) উজানে চীন ইতিমধ্যে জলবিদ্যুৎ উৎপাদন শুরু করেছে এবং আরও প্রকল্পের পরিকল্পনা করছে।

বুধবার (২৫ ডিসেম্বর) চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বাঁধটি চীনের কার্বন নিঃসরণ শীর্ষে পৌঁছানোর এবং কার্বন নিরপেক্ষতার লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি প্রকৌশলসহ সংশ্লিষ্ট শিল্পগুলোকে উৎসাহিত করবে এবং তিব্বতে কর্মসংস্থান সৃষ্টি করবে।


আরও খবর

শৈত্যপ্রবাহ বইছে দেশের ১০ জেলায়

শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫

কর আরোপে দাম বাড়লো যেসব পণ্যের

শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫




রাজাপুরে শীতের তীব্রতা বাড়লেও, শীতকাপড়ের বাজারে নেই ক্রেতা

প্রকাশিত:রবিবার ০৫ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ১২ জানুয়ারী ২০২৫ |

Image

হাসিবুর রহমান, রাজাপুর. ঝালকাঠি :

ঝালকাঠির রাজাপুর উপজেলা শহরে এখনও জমেনি শীতের পোশাক বিক্রির বাজার। শীত নিবারণের হাজারো পোশাকে বাজার এখন সয়লাব নেই ক্রেতা। উপজেলার থানা এড়িয়ায় শীতবস্ত্রের পসরা সাজিয়ে বসে থাকতে দেখা যায় বিক্রেতাদের। রয়েছে ফুলপ্যান্ট, ফুলহাতা গেঞ্জি, জ্যাকেট, মাফলার, হাতমোজা, পা মোজা, টুপি থেকে শুরু করে বিভিন্ন ধরনের বস্ত্র। তবে দেখা মিলছে না কাঙ্ক্ষিত ক্রেতার। ব্যবসায়ীদের চোখেমুখে ফুটে উঠেছে হতাশার ছাপ। উপজেলার তারাবিবি সুপার মার্কেটর সামনের সোহেল ফ্যাশন হাউসে রয়েছে বিভিন্ন দামের শীতের পোশাক। সেখানকার কর্মী রাকিব বলেন, মানুষের চাহিদা অনুযায়ী মানুষ পন্য কিনতে হিমসিম খাচ্ছে অতিরিক্ত পন্যের দামের কারনে, শীতের মৌসুমে যতটা বিক্রি হ‌ওয়ার কথা সে তুলনায় এই বছর অনেক কম। ওই মার্কেটের আরেক দোকানি জানায় অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই শীতকালীন পোশাক আসা শুরু হয়েছে। আরো বলেন, গত কয়েকদিনে হাঁড়কাপানো শীত পড়লেও ক্রেতার সংখ্যা তেমন নয়। প্রতিদিন গড়ে ৫ থেকে ১০ হাজার টাকার পোশাক বিক্রি হয়। আরেক দোকানি আলামিনের সাথে কথা বলতে গেলে তিনি বলেন, মালামাল নিয়ে বসে আছি। বেচাবিক্রি তেমন নেই। মার্কেট ঘুরে শীতের পোশাক কেনার পর টুপি-মোজার দোকানে এসেছিলেন ক্রেতা রিয়াজ বলেন গতবছরের চেয়ে পোশাকের মূল্য বেশি থাকায় কিনতে হিমসিম খাচ্ছে আমার মতো সাধারণ ক্রেতারা এবং আমাদের চাহিদার পোশাকের সরবারহ অনেক কম‌। দোকানিরা জানান, বঙ্গবাজার ও গুলিস্তান ট্রেড সেন্টার থেকে এই পোশাকের সংগ্রহ আসে।


আরও খবর



নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ১২ জানুয়ারী ২০২৫ |

Image

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় দাদুর সাথে বাজারে এসে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাহিন (১০) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। নিহত শিশু শিক্ষার্থী নওগাঁর পত্নীতলা উপজেলার চকখান্দই গ্রামের সানোয়ার হোসেন এর ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী ছিলো। তার মৃত্যুতে গ্রাম তথা এলাকা জুড়ে লোকজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মর্মান্তিক এসড়ক দূর্ঘটনাটি ঘটে শুক্রবার বেলা সারে ১১টারদিকে নওগাঁ টু পত্নীতলা সড়কের খিরসিন বাজার নামক স্থানে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে শিশু মাহিন তার দাদুর সাথে খিরশিন বাজারে যায়। এক পর্যায়ে বেলা আনুমানিক সারে ১১ টারদিকে শিশু মাহিন সড়ক পারাপাড় হওয়ার সময় বদলগাছীর দিক থেকে পত্নীতলা অভিমুখি একটি দ্রুতগামী ট্রাক শিশু মাহিন কে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় শিশু মাহিন সড়কের উপর ছিটকে পড়ে এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দূর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সড়ক দূর্ঘটনায় শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করে

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুল বলেন, খবর পেয়ে দূর্ঘটনাস্থলে পৌছার পর থানা পুলিশ ঘটনাস্থলে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করেন। এক পর্যায়ে নিহত শিশুর পরিবার বা স্বজনরা কারো কোন অভিযোগ নেই বলে জানিয়ে মৃতদেহ নিতে চাইলে কোন অভিযোগ না থাকায় এবং পরিবারের অনুরোধে মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরও খবর



আহলে সুন্নাত ওয়াল জামাতেকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান

প্রকাশিত:রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ১২ জানুয়ারী ২০২৫ |

Image

ফটিকছড়িতে সুন্নী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী... 

উগ্রবাদীদের ষড়যন্ত্র মোকাবেলায় সমস্ত ভেদাভেদ ভুলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে বিশ্বাসী সকল সংগঠন ও প্রতিষ্ঠানের সব পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মাইজভান্ডার দরবার শরীফের বর্তমান পীর ও বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি চেয়ারম্যান শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী। তিনি বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ ও সুফিবাদে বিশ্বাসীরা শান্তিপ্রিয় ও দেশপ্রেমিক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় এদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের বিতর্কিত ভূমিকা থাকলেও মাইজভান্ডার দরবার শরীফ এবং এদেশের অন্যান্য সুফি দরবারগুলো স্বাধীনতার পক্ষে ছিলেন এবং মুক্তিযোদ্ধাদেরকে আশ্রয় দিয়েছেন। সুফিরা সব সময় সকল প্রকারের জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থাকেন। তাই ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও শিক্ষার্থীদের পক্ষে লেখনী ও বক্তব্যের মাধ্যমে এদেশের সুফি পীর মাশায়েখরা অকুণ্ঠ সমর্থন জানিয়েছিলেন। 

তিনি বলেন, ৫ই আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ধারাবাহিকভাবে শতাধিক মাজার, খানকা, দরগাহ্, দরবার, মসজিদ-মাদ্রাসায় হামলা লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ করে কথিত মব জাস্টিসের নামে  ধ্বংসযজ্ঞের উৎসবে মেতে উঠেছে এক শ্রেণীর চিহ্নিত ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী। এই উগ্রবাদী গোষ্ঠীরা গত ১২ ই রবিউল আউয়াল বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অতর্কিতভাবে হামলা করেছে। এমনকি ব্রাহ্মণবাড়িয়াতে এদের হাতে একজন নবী প্রেমিক শহীদ হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছিলাম অনতিবিলম্বে এই উগ্রবাদীদের লাগাম টেনে ধরা না হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী সবাইকে নিয়ে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। কিন্তু সরকার আমাদের আল্টিমেটামকে মোটেই কর্ণপাত করেছে বলে মনে হয় না। সম্প্রতি শেরপুরের মুর্শিদপুর দরবারকে পুরোপুরি ধ্বংস করেই এরা কান্ত হননি দরবারের সকল গাছগাছালি পশু পাখিকে পর্যন্ত অত্যাচার করেছে। বিএসপি চেয়ারম্যান উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, ইসলামের নাম দিয়ে করলেই তাদের সকল কাজ কি হালাল হয়ে যায়? সরকার অদৃশ্য কোন এক শক্তির ইশারায় এইসব অন্যায় অপরাধ অত্যাচারের বিরুদ্ধে দৃশ্যমান কোন পদক্ষেপ নিতে পারছে না। 


দেশের আপামর সুফিবাদি জনগণের উদ্দেশ্যে সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী বলেন, এখন আর ঘরে বসে থাকার সময় নেই, শান্তি প্রিয় সুন্নিদের  দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত ও সুফিবাদের অস্তিত্বের ওপরে আঘাত এসেছে। সুন্নি সুফি মতাদর্শী রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের গন্তব্য আমাদেরকে ঠিক করতে হবে। আমাদের সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। যে কোন সময় বড় ধরনের কর্মসূচি আসতে পারে জানিয়ে তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য জোরালো প্রস্তুতি নেয়ার আহ্বান জানান। ১৪ ডিসেম্বর (শনিবার) সাকেরা আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে আয়োজিত এক সুন্নি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 


এতে উদ্বোধক ছিলেন মাইজভান্ডার গাউছিয়া রহমান মঞ্জিলের বাইতুল ইতকান শাখার সাজ্জাদানশীন শাহজাদা এ্যাডভোকেট সৈয়দ মিফতাহুন নূর মাইজভাণ্ডারী। মাইজভান্ডার শাহী জামে মসজিদের সাবেক খতিব আলহাজ্ব মাওলানা নুরুল ইসলাম ফুরকানীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান আলোচক ছিলেন, ছিপাতলী গাউছিয়া মইনীয়া বহুমুখী কামিল (এম.এ) মাদ্রাসার আরবি প্রভাষক মুফতি মাওলানা ফখরুদ্দিন চাঁদপুরী। বিশেষ আলোচক ছিলেন, মাওলানা ওমর ফারুক নঈমী, মাওলানা জামাল উদ্দিন সহ আরো অনেকেই।

মিলাদ কিয়াম শেষে মুসলিম উম্মাহর কল্যাণ, দেশ ও বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় আখেরী মুনাজাত পরিচালনা করেন শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী।


আরও খবর



হিলিতে কমেছে কাঁচামরিচ ও আদার দাম

প্রকাশিত:বুধবার ০৮ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:সোমবার ১৩ জানুয়ারী ২০২৫ |

Image

দিনাজপুরের হিলিতে তিনদিনের ব্যবধানে কমেছে দেশি কাঁচামরিচ ও ভারত থেকে আমদানিকৃত আদার দাম। বর্তমানে দেশি কাঁচামরিচ কেজি প্রতি ৪০ টাকা কমে ৩০ টাকায় এবং ভারতীয় আদা কেজি প্রতি ৫০ টাকা কমে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। মোকামে সরবরাহ বেশি হওয়ার কারণে কমেছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

বুধবার (০৮ জানুয়ারি) সকালে হিলির বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলি বাজারে কাঁচাবাজার নিতে আসা আশিকুল আলমের সঙ্গে কথা হয়। তিনি বলেন, বর্তমানে হিলির বাজারে শীতকালীন সবজিসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম স্বাভাবিক রয়েছে। আমরা সাধারণ মানুষ এতে করে কিছুটা স্বস্তির মধ্যেই রয়েছি। এই রকম বাজার পরিস্থিতি থাকলে আমাদের জন্য ভাল হয়।

হিলি বাজারের সবজি বিক্রেতা সোহেল রানা বলেন, খুচার বাজারে সবজির দাম অনেকটাই কমেছে। বর্তমানে বেগুন ৩০ টাকা, সিম ২০ টাকা, বাঁধাকপি ১০ টাকা পিচ, ফুলকপি ১০ টাকা পিচ, শষা ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও কমেছে কাঁচামরিচ ও আদার দাম। কাঁচামচির কেজি প্রতি ৩০ টাকায় এবং ভারতীয় আদা ১০০ টকা দরে বিক্রি হচ্ছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। আগের থেকে ক্রেতা অনেক বেশি।

হিলি কাস্টমসের তথ্য মতে, চলতি সপ্তাহের চার দিনে ভারতীয় পাঁচ ট্রাকে ১০৫ মেট্রিকটন আদা আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে।


আরও খবর