Logo
শিরোনাম

ভারতে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৬

প্রকাশিত:মঙ্গলবার ৩০ জুলাই ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৪ জুন ২০২৫ |

Image


ভারতের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ভূমিধসে কমপক্ষে ৩৬ জন প্রাণ হারিয়েছে। এরআগে সেনাবাহিনী এই ঘটনায় শতাধিক মানুষ আটকা পড়ার কথা জানিয়েছিল। জেলা কর্মকর্তা সাংবাদিকদের এই কথা নিশ্চিত করেছেন। 


ডি. আর মেঘশ্রী বলেন, ‘ওয়ায়ানাদ জেলায় ভূমিধসের ঘটনায় ৩৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’


আরও খবর



ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ফের কাঁপল ইসরায়েল

প্রকাশিত:সোমবার ১৬ জুন ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২৪ জুন ২০২৫ |

Image

পাল্টাপাল্টি হামলার মধ্যেই সোমবার (১৬ জুন) ভোরে ইরানের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে আঘাত হেনেছে। যার ফলে দেশজুড়ে রকেট সতর্কতা সাইরেন বেজে ওঠে।

নতুন হামলায় এখন পর্যন্ত তিনজন নিহত ও ৬৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি স্বেচ্ছাসেবক-ভিত্তিক জরুরি চিকিৎসা পরিষেবা সংস্থা ইউনাইটেড হাটজালাহ। টাইমস অব ইসরায়েল ও জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইসরায়েলের কেন্দ্রীয় অংশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং পেতাহ তিকভা শহরের একটি ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাত হানে। তেল আবিবেও দুটি স্থানে ক্ষেপণাস্ত্রের আঘাতের খবর পাওয়া গেছে। এরই মধ্যে আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) জনগণকে সতর্ক করে বলেছে, কেউ যেন হামলার স্থান বা ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার না করেন, কারণ শত্রুপক্ষ এসব তথ্য নজরে রেখে পরবর্তী হামলার দক্ষতা বাড়ানোর চেষ্টা করতে পারে।

ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা ম্যাগান ডেভিড এডাম (এমডিএ) জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র হামলার চারটি স্থান চিহ্নিত করেছে এবং সেখানে জরুরি সেবা দিচ্ছে। এ পর্যন্ত অন্তত ২৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা মাঝারি এবং বাকিরা হালকা আহত হয়েছেন। এছাড়া অনেকেই আতঙ্ক ও উদ্বেগে মানসিক চাপে ভুগছেন।

এদিকে হাইফা শহরেও হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানায় ইসরায়েলি সংবাদমাধ্যম কান। একই সময়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে ইসরায়েলের কিছু অঞ্চলে হুতিদের হামলার সতর্কতা সাইরেনও সক্রিয় হয়ে ওঠে।

হামলার কিছুক্ষণ পরেই ইসরায়েলের উত্তরাঞ্চল, বিশেষ করে রোশ হানিকরা এলাকায় ড্রোন অনুপ্রবেশের সতর্কতা সাইরেন বেজে ওঠে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।


আরও খবর



করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ১১ নির্দেশনা

প্রকাশিত:বুধবার ১১ জুন ২০২৫ | হালনাগাদ:সোমবার ২৩ জুন ২০২৫ |

Image

বিভিন্ন দেশে সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। দেশেও তা ছড়িয়ে পড়া প্রতিরোধে ১১ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর অধ্যাপক ডা. মো. আবু জাফর ১১ দফা নির্দেশনা পড়ে শোনান।

লিখিতে বক্তব্যে তিনি বলেন, ভাইরাসজনিত সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। করোনা ভাইরাসের কয়েকটি নতুন সাব ভ্যারিয়েন্ট ইতোমধ্যে চিহ্নিত হয়েছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তার প্রতিরোধে দেশের সকল স্থল/নৌ/বিমান বন্দরের আইএইচআর ডেস্কসমূহে নজরদারি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো জোরদার করার বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এমতাবস্থায় সংশ্লিষ্ট সকলের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে নিম্নলিখিত নির্দেশনা ও করনীয়সমূহ গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো—

সংক্রমণ প্রতিরোধে জনসাধারণের করণীয়

১. জনসমাগম যথাসম্ভব এড়িয়ে চলুন এবং উপস্থিত হতেই হলে সেক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করুন।

২. শ্বাসতন্ত্রের রোগসমূহ হতে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করুন।

৩. হাঁচি/কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে রাখুন।

৪. ব্যবহৃত টিস্যুটি অবিলম্বে ঢাকনাযুক্ত ময়লা ফেলার ঝুড়িতে ফেলুন।

৫. ঘনঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ফেলুন (অন্তত ২০ সেকেন্ড)।

৬. অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ ধরবেন না।

৭. আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন এবং কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখুন।

সন্দেহজনক রোগীদের ক্ষেত্রে করণীয়

১. জ্বর, কাশি এবং শ্বাসকষ্টে আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থাকুন।

২. রোগীর নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে বলুন।

৩. রোগীর সেবাদানকারীগনও সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করুন।

৪. প্রয়োজন হলে নিকটস্থ হাসপাতালে অথবা আইইডিসিআর (০১৪০১-১৯৬২৯৩) অথবা স্বাস্থ্য বাতায়ন (১৬২৬৩) এর নাম্বারে যোগাযোগ করুন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রস্তুতি

করোনাভাইরাস নির্ণয়ের পরীক্ষা (rt-PCR, Rapid Antigen Test), টিকা (Vaccine), চিকিৎসা ব্যবস্থাপনা নির্দেশিকা (Management Guideline), ওষুধ (Medicines), অক্সিজেন (Medical grade Oxygen), প্রয়োজনীয় যন্ত্রপাতি (High-Flow Nasal Canula, Ventilator), আইসিইউ (ICU and HDU), কোভিড চিকিৎসার বিশেষায়িত সুবিধাসম্বলিত নির্দিষ্ট হাসপাতাল (COVID Dedicated Hospital), সেবাদানকারীদের জন্যে প্রয়োজনীয় নিরাপত্তাসামগ্রী (KN95 Mask, PPE, Face Shield etc.) ইত্যাদিসহ COVID 19 সংক্রান্ত সকল বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে প্রস্তুতি চলমান আছে। অতিদ্রুত এ সকল বিষয়ে আমাদের প্রস্তুতির বিষয়ে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে সকলকে অবগত করবো।


আরও খবর



জমির মালিকানা দ্বন্দ্বে বলি ৩০০ মেহগনি গাছ, থানায় অভিযোগ

প্রকাশিত:শনিবার ২১ জুন ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২৪ জুন ২০২৫ |

Image

মাহবুবুল আলম রিপন :

জমির মালিকানা সংক্রান্ত বিরোধের জেরে মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম হাসলী গ্রামে ৩০০টি মেহগনি গাছ তুলে নেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ইয়াসমিন গত মঙ্গলবার (১৭ জুন) মানিকগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

ভুক্তভোগী ইয়াসমিন লিখিত অভিযোগে উল্লেখ করেন, গত ১৭ জুন মঙ্গলবার বেলা ১১টার দিকে তার শাশুড়ীর সম্পত্তি – আরএস ৩৮৭ খতিয়ানের ২০৪২ দাগভুক্ত ৭৭ ডিসিমেল জমিতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ১২ জন অনধিকার প্রবেশ করেন। তারা সেখান থেকে প্রায় ৩০০টি মেহগনি গাছ তুলে নিয়ে যান। এতে আনুমানিক ২ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করেন, তিনি ও তার শাশুড়ী এই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ তুলে নেওয়ার কাজে বাঁধা দিলে আসামিরা তাদের ওপর চড়াও হন। এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন। একপর্যায়ে আবুল কাশেম ও আব্দুর রহমান তাদের কাপড় টেনে শ্লীলতাহানির চেষ্টা করেন। এরপর সোলাইমান আমাকে গলা চেপে ধরে হত্যার চেষ্টা চালায়। তার চিৎকারে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। হামলাকারীরা যাওয়ার সময় ইয়াসমিনের কানের ৮ আনা ওজনের স্বর্ণের দুল ও তার শাশুড়ীর গলার ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

এ ঘটনায় মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম হাসলী গ্রামের আবুল কাশেম (৫৮), আব্দুর রহমান (৬০), আতোয়ার হোসেন (৫৫), জাহাঙ্গীর হোসেন (২৩), সোলাইমান (২৩), ইয়াছিন (২২), বেদেনা (৪০), মাজেদা (৫৫), মর্জিনা (৩৭), সিংগাইর উপজেলার চারিগ্রামে গ্রামের নাজিমুদ্দিন (৫৮), আজাহার (৫৫), শাজাহান (৬২)-কে বিবাদী করে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী ইয়াসমিন বলেন, ‘জমির মালিকানা নিয়ে ঝামেলা। গত ১৭ জুন সকালে আমার শাশুড়ীর পৈতৃক জমিতে পূর্ব পরিকল্পিতভাবে ঢুকে পড়ে প্রায় ৩০০টি মেহগনি গাছ তুলে নিয়ে যায়। আমি ও আমার শাশুড়ী বাধা দিতে গেলে তারা আমাদের মারধর করে এবং শ্লীলতাহানির চেষ্টা করে। একপর্যায়ে সোলাইমান আমাকে গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে। চিৎকারে লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। যাওয়ার সময় আমার কানের দুল এবং শাশুড়ীর গলার চেইন ছিনিয়ে নেয়। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এর আগে, এই জমি নিয়ে গত ২১মে পুলিশ সুপার বরাবর একটি অভিযোগপত্র জমা দেন ভুক্তভোগী ইয়াসমিনের দেবর মোহাম্মাদ আলী।

তিনি জানান, ‘এই জমিটি তার মা-বাবার নিজ নামে হাল নামজারি করে রেকর্ডভুক্ত এবং দীর্ঘদিন ধরে তারা ভোগদখল করে আসছেন। বর্তমানে তার দুই ভাই বিদেশে কর্মরত এবং তিনি নিজে হরিরামপুর উপজেলায় চাকরি করছেন। ফলে বৃদ্ধ মা-বাবা স্থানীয় এক বর্গাচাষীর মাধ্যমে জমিটি আবাদ করে থাকেন। গত ২১ মে সকাল ১০টার দিকে বর্গাচাষী জমিতে হাল চাষ করতে গেলে আবুল কাশেম, আব্দুর রহমান, আতোয়ার রহমান, জাহাঙ্গীর আলম, সোলাইমান, নাজিমুদ্দিন, আজাহার ও সাজাহান নামে কয়েকজন লোক দেশীয় অস্ত্রসহ জমিতে অনধিকার প্রবেশ করে এবং বেদখলের হুমকি দেয়।’

তিনি আরও বলেন, ‘আমাদের বসতবাড়ির ১৪ শতক জমি ইতোমধ্যে আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক দখলে রেখেছে বিবাদীরা। আদালতের নির্দেশ অনুযায়ী আমাদের অংশ বুঝিয়ে না দিয়ে উল্টো আমাদের বসতভিটাসহ সব জমি থেকে উচ্ছেদের হুমকি দিচ্ছে তারা। তাই বাধ্য হেয়ে পুলিশ সুপার বরাবর আমি একটি লিখিত অভিযোগ দিয়েছিলাম।’

এ প্রসঙ্গে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ‘এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর



ঝালকাঠির রাজাপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

প্রকাশিত:মঙ্গলবার ২৭ মে ২০২৫ | হালনাগাদ:রবিবার ২২ জুন ২০২৫ |

Image

হাসিবুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের নলবুনিয়া বাজার এলাকায় আজ ২৭ মে 

(মঙ্গলবার ) বিকেল আনুমানিক ৪টার দিকে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এবং আরেকজন আহত হয়েছেন।

নিহতের নাম সজীব সিকদার (৪৫), তিনি ঝালকাঠির নেছারাবাদের খলিলুর রহমানের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত লিয়ন (৩০) ঝালকাঠির চানকাঠী এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, নলবুনিয়া বাজার এলাকায় হঠাৎ করেই একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সজীব সিকদার প্রাণ হারান। আহত লিয়নকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার কর্তব্যরত কর্মকর্তা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং বাসটিকে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আরও খবর



সাভারের আড়তদাররা নির্ধারিত দামে চামড়া কিনছেন না

প্রকাশিত:শনিবার ০৭ জুন ২০২৫ | হালনাগাদ:বুধবার ১৮ জুন ২০২৫ |

Image

সাভারের চামড়া শিল্প নগরীতে ঈদুল আজহার পর রাজধানীসহ আশপাশের এলাকা থেকে কোরবানির পশুর চামড়া আসতে শুরু করেছে। তবে সরকার নির্ধারিত মূল্য মানতে নারাজ আড়তদাররা। লোকসানের অজুহাতে চামড়া কিনতে চাইছেন না নির্ধারিত দামে। ফলে চামড়া বিক্রেতা ও ফড়িয়াদের সঙ্গে চলছে টানাপড়েন ও দরদাম নিয়ে উত্তেজনা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঈদ জামাতের পর সারা দেশে হয়েছে লাখ লাখ পশু কোরবানি। এখন চলছে চামড়া সংগ্রহ। ঢাকা শহরের ভেতরের বেশির ভাগ চামড়া আসে সায়েন্সল্যাব এলাকায়। সকাল ১০টা থেকে তাই এখানে কোরবানির পশুর চামড়া নিয়ে আসতে শুরু করেন বিক্রেতা ও ফড়িয়ারা।

এখান থেকে চামড়া যাচ্ছে পোস্তা কিংবা সাভারের চামড়া শিল্প নগরীর আড়তগুলোতে। তবে দাম নিয়ে ক্রেতাদের সঙ্গে তাদের চলছে বাদানুবাদ। বিক্রেতারা বলছেন, মান অনুযায়ী চামড়ার নায্য দাম মিলছে না।

এদিকে দুপুর ১২টা থেকে ইজি বাইক, অটোরিকশায় আশপাশের এলাকা থেকে চামড়া আসতে শুরু করেছে সাভারের চামড়া শিল্প নগরীসংলগ্ন আড়তগুলোতে। চামড়া নিয়ে এখানেও চলছে টানাটানি ও দর-কষাকষি।

প্রতি পিস গরুর চামড়া মানভেদে ৬০০-৭০০ টাকা দাম হাঁকছেন আড়তদাররা। ৫০ টাকায় বিক্রি হচ্ছে ছাগলের চামড়া। দাম নিয়ে শুরু হয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। আড়ত মালিকদের সংগঠন বলছে, লোকসান এড়াতে সরকার নির্ধারিত দামে চামড়া কিনবেন না তারা।

সাভার কাঁচা চামড়া আড়ত মালিক সমিতির সভাপতি মো. আজিজ বলেন, সরকার নির্ধারিত দামে চামড়া কেনা সম্ভব নয়। কারণ, চামড়ার সঙ্গে লবণ ও শ্রমিক খরচ যুক্ত হবে। নির্ধারিত দামে চামড়া কিনলে লোকসান হবে।

উল্লেখ্য, এ বছর চার লাখ পিস চামড়া সংগ্রহ ও সংরক্ষণ হবে হেমায়েতপুরের আড়তগুলোতে। এদিকে ঈদের পর ১০ দিন অন্য জেলার চামড়া ঢাকায় প্রবেশ করতে পারবে না।


আরও খবর

কালো টাকা বৈধ করার পথ বন্ধ

রবিবার ২২ জুন ২০২৫