Logo
শিরোনাম

যুদ্ধবিরতি কার্যকর ইসরায়েল-হিজবুল্লাহর

প্রকাশিত:বুধবার ২৭ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৩ জানুয়ারী ২০২৫ |

Image

ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি অবশেষে কার্যকর হয়েছে। স্থানীয় সময় বুধবার ভোর চারটায় এই চুক্তি কার্যকর হয়।

যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় হওয়া এই চুক্তি উভয় পক্ষ মেনে নিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর রয়টার্সের।

মঙ্গলবার হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন জানান, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা ১০-১ ভোটে এই চুক্তি অনুমোদন করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও লেবাননের অস্থায়ী প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে কথা বলার পর বাইডেন নিশ্চিত করেন যে, স্থানীয় সময় ভোর চারটায় যুদ্ধ বন্ধ হবে। এর মধ্য দিয়ে লেবানন সীমান্তে ১৪ মাস ধরে চলা লড়াই অবসানের একটি পথ তৈরি হয়। ইতোমধ্যে এই লড়াইয়ে হাজারও মানুষের প্রাণ গেছে।

ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা মঙ্গলবার ১০-১ ভোটে এই যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের পরপরই হোয়াইট হাউসে বক্তৃতা দিতে আসেন বাইডেন। তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে তার কথা হয়েছে, স্থানীয় সময় ভোর ৪ টায় যুদ্ধবিরতি শুরু করতে তারা দুজনেই সম্মত হয়েছেন। বৈরিতার স্থায়ী অবসানের লক্ষ্য নিয়ে এ যুদ্ধবিরতি প্রস্তাবের পরিকল্পনা করা হয়েছে। হিজবুল্লাহ এবং অন্যান্য সন্ত্রাসী সংগঠনের যা অবশিষ্ট আছে, তাদের আর ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হতে দেওয়া হবে না।

চুক্তি অনুযায়ী, ইসরায়েল আগামী ৬০ দিনের মধ্যে লেবানন থেকে পর্যায়ক্রমে তাদের বাহিনী প্রত্যাহার করবে। একই সময়ে লেবাননের সেনাবাহিনী ইসরায়েল সীমান্ত সংলগ্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নেবে, যাতে হিজবুল্লাহ সেখানে আবার কোনো অবকাঠামো পুনর্নির্মাণ না করতে পারে।

এই যুদ্ধবিরতি নিয়ে হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে তাদের জ্যেষ্ঠ কর্মকর্তা হাসান ফাদলাল্লাহ লেবাননের আল জাদেদ টিভিকে বলেছেন, এ চুক্তি লেবাননের রাষ্ট্রীয় কর্তৃত্বের সম্প্রসারণকে সমর্থন করলেও হিজবুল্লাহ আরও শক্তিশালী হয়ে উঠবে। হাজারো মানুষ আমাদের প্রতিরোধে যোগ দেবে। আমাদের নিরস্ত্র করার যে প্রস্তাব ইসরায়েলি দিয়েছিল, সেটা ভেস্তে গেছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বলেছেন এক্স পোস্টে লিখেছে, এ চুক্তি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সহযোগিতায় ইসরায়েলি ও লেবানিজ কর্তৃপক্ষের সঙ্গে বহু মাস ধরে চলা আলোচনার চূড়ান্ত পরিণতি।


আরও খবর



প্রেমিক ও প্রেমিকার আত্নহত্যা, অন্তরালে কি ত্রিভুজ প্রেম.!

প্রকাশিত:বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ১২ জানুয়ারী ২০২৫ |

Image

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

রাতে গলায় ফাঁস দিয়ে প্রেমিকের আত্নহত্যার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই গ্যাসবড়ি সেবনকরে আত্নহত্যা করেছেন কলেজ পড়ুয়া প্রেমিকা। প্রেমিক-প্রেমিকার আত্নহত্যার ঘটনায় এলাকার লোকজনের মাঝে নেমেছে শোক। নিহত প্রেমিক হৃদয় কর্মকার (২৯) হলেন, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গাড়াদহ এলাকার বিকাশ কর্মকারের ছেলে ও প্রেমিকা সুদীপ্তা দাস কেকা (২৫) একই উপজেলার শাহজাদপুর পৌর শহরের সাহাপাড়া মহল্লার অতুল কৃষ্ণ দাসের মেয়ে। গতকাল মঙ্গলবার ২৪ ডিসেম্বর গ্যাস বড়ি সেবন করার পর বিকাল সারে ৩ টারদিকে সিরাজগঞ্জের  শাহজাদপুর পৌরসভার সাহাপাড়া মহল্লায় প্রেমিকা সুদীপ্তা দাস কেকার মৃত্যু হয়। পর মাত্র কয়েক ঘন্টা পূর্বে সোমবার গভীর রাতে তার প্রেমিক হৃদয় কর্মকার বগুড়াতে কর্মস্থল এলাকায় গলায় ফাঁসদিয়ে আত্মহত্যা করেন।  প্রেমিক হৃদয় কর্মকার বগুড়ায় একটি ঔষধ কোম্পানিতে চাকরি করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। অপরদিকে প্রেমিকা সুদীপ্তা দাস কেকা শাহজাদপুর সরকারী কলেজ এর অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ও পাশাপাশি সংগীত শিল্পী ছিলেন বলে জানাগেছে। ঘটনাটি বুধবার ২৫ ডিসেম্বর লোকজনের মাঝে প্রকাশ পাওয়ার পর থেকে এলাকার লোকজনের মাঝে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বগুড়ায় প্রেমিক হৃদয় কর্মকারের গলায় ফাঁসদিয়ে মৃত্যুর খবর শুনে নিজ বাড়িতে গ্যাসবড়ি সেবন করেন কলেজ পড়ুয়া ছাত্রী ও সংগীত শিল্পী সুদীপ্তা দাস কেকা। জানতে পেরে পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এক পর্যায়ে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বিকেল সারে ৩টারদিকে তিনি মারা যান। হৃদয় কর্মকার বিবাহীত হওয়া সত্ত্বেও কলেজ পড়ুয়া সুদীপ্তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এমনকি সে যে বিবাহীত সেটাও সুদীপ্তাকে বুঝতে দেননি। হৃদয়ের কর্মস্থল পাশের জেলা বগুড়াতে হওয়ায় সুদীপ্তা মাঝে মধ্যেই সেখানে গিয়ে দেখা করতেন। একারনে বিয়ের বিষয়টি জানাজানি হওয়ার পর অভিমানে 

দু’জন-ই (আত্নহত্যা) প্রাণ দিয়ে থাকতে পারেন বলে ধারনা স্থানিয়দের। এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বলেন, আমরাও জেনেছি যে ত্রি-ভুজ প্রেম সম্পর্কের জেরধরে আত্মহত্যা করেছেন। তবে তার পরিবারের লোকজন বিষয়টি স্বীকার করছে না। তারা বলছেন, কলেজ ছাত্রী কেকা ঘুম থেকে দেরীতে ওঠায় আমরা তাকে বকাবকি করতাম। সেই কারনে কেকা অভিমান করে আত্মহত্যা করেছেন। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।


আরও খবর



পৃথিবীতে যত সংস্কার হয়েছে তা রাজনীতিবিদরাই করেছেন

প্রকাশিত:শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৩ জানুয়ারী ২০২৫ |

Image

পৃথিবীতে যত সংস্কার হয়েছে তা রাজনীতিবিদরাই করেছেন উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘রাষ্ট্রসংস্কার নিয়ে রাজনীতিবিদদের উদ্দেশ্য একজন উপদেষ্টা গতকাল যে বক্তব্য দিয়েছেন তা বিরাজনীতিকরণের একটি প্রয়াস। এটি তিনি অত্যান্ত ভুল কথা বলেছেন। পৃথিবীতে সব সংস্কারই হয়েছে পার্লামেন্টে। তার মন্তব্য বিভ্রান্তিমূলক।

আজ শনিবার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন।

রিজভী বলেন, ‘সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। একদিনে সমাজের অনিয়ম দূর হয়ে যায় না। এর জন্য প্রয়োজন সর্বস্তরের সহযোগিতা।

এর আগে, এক অনুষ্ঠানের বন পরিবেশ উদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, ‘যদি রাজনীতিবিদেরাই সংস্কার করতে পারেন, তাহলে গত ৫৩ বছর তারা কী করেছেন? রাজনীতিবিদদের ব্যর্থতার কারণেই আমাদের দায়িত্ব নিতে হয়েছে। সংস্কারের কাজ শেষ হলে প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন।

এই বক্তব্যের প্রতিক্রিয়ায় রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

এর আগে, দলের কয়েক হাজার নেতা-কর্মী, সমর্থক নিয়ে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে ফুল দিয়ে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী। সময় তার সঙ্গে ছিলেন দলের যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল, সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীমসহ অনান্যরা।


আরও খবর

উজ্জীবিত খালেদা জিয়া

শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫




মোদির পোস্টের প্রতিক্রিয়া জানাবে ঢাকা

প্রকাশিত:মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১১ জানুয়ারী ২০২৫ |

Image

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আমাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুকের পোস্টের প্রতিক্রিয়া জানাবে ঢাকা। উনি (নরেন্দ্র মোদি) তার মতো করে একটা জিনিস বলেছেন, আমরা আমাদের মতো করে বলবো। মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, মিয়ানমারের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে সীমান্তবর্তী দেশগুলোকে নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে থাইল্যান্ড। ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে যোগ দেবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সেখানে মিয়ানমারের সীমান্ত পরিস্থিতি, সেখানে সংগঠিত অপরাধ এবং দেশটির ভবিষ্যত নিয়ে আলোচনা করা হবে।

তিনি বলেন, ১৩ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের নিরাপদে এবং অধিকারের সঙ্গে ফেরত নিতে হবে। আজকের বাস্তবতায় রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাবে না। সেখানে একটি যুদ্ধ চলছে। বাংলাদেশের একটাই লক্ষ্য, যখন মিয়ানমার শান্ত হবে, তখন যাতে ফেরত পাঠানো যায়। এ লক্ষ্যেই কাজ করবে বাংলাদেশ।

ডি-৮ সম্মেলনে প্রধান উপদেষ্টার যোগ দেওয়া নিয়ে তিনি বলেন, ডি-৮ সম্মেলনে প্রধান উপদেষ্টা যোগ দেবেন। ডি-৮ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ অনেকগুলো গুরুত্বপূর্ণ দেশ এর সদস্য। সম্মেলনের সাইড লাইনে কয়েকটি দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ।

কোন কোন দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠক হবে– জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, এটি এখনও চূড়ান্ত হয়নি। এগুলো শেষ মুহূর্তে ঠিক হয়। তবে কিছু দ্বিপক্ষীয় বৈঠক অবশ্যই হবে।


আরও খবর

উজ্জীবিত খালেদা জিয়া

শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫




আহলে সুন্নাত ওয়াল জামাতেকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান

প্রকাশিত:রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ১২ জানুয়ারী ২০২৫ |

Image

ফটিকছড়িতে সুন্নী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী... 

উগ্রবাদীদের ষড়যন্ত্র মোকাবেলায় সমস্ত ভেদাভেদ ভুলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে বিশ্বাসী সকল সংগঠন ও প্রতিষ্ঠানের সব পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মাইজভান্ডার দরবার শরীফের বর্তমান পীর ও বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি চেয়ারম্যান শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী। তিনি বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ ও সুফিবাদে বিশ্বাসীরা শান্তিপ্রিয় ও দেশপ্রেমিক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় এদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের বিতর্কিত ভূমিকা থাকলেও মাইজভান্ডার দরবার শরীফ এবং এদেশের অন্যান্য সুফি দরবারগুলো স্বাধীনতার পক্ষে ছিলেন এবং মুক্তিযোদ্ধাদেরকে আশ্রয় দিয়েছেন। সুফিরা সব সময় সকল প্রকারের জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থাকেন। তাই ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও শিক্ষার্থীদের পক্ষে লেখনী ও বক্তব্যের মাধ্যমে এদেশের সুফি পীর মাশায়েখরা অকুণ্ঠ সমর্থন জানিয়েছিলেন। 

তিনি বলেন, ৫ই আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ধারাবাহিকভাবে শতাধিক মাজার, খানকা, দরগাহ্, দরবার, মসজিদ-মাদ্রাসায় হামলা লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ করে কথিত মব জাস্টিসের নামে  ধ্বংসযজ্ঞের উৎসবে মেতে উঠেছে এক শ্রেণীর চিহ্নিত ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী। এই উগ্রবাদী গোষ্ঠীরা গত ১২ ই রবিউল আউয়াল বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অতর্কিতভাবে হামলা করেছে। এমনকি ব্রাহ্মণবাড়িয়াতে এদের হাতে একজন নবী প্রেমিক শহীদ হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছিলাম অনতিবিলম্বে এই উগ্রবাদীদের লাগাম টেনে ধরা না হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী সবাইকে নিয়ে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। কিন্তু সরকার আমাদের আল্টিমেটামকে মোটেই কর্ণপাত করেছে বলে মনে হয় না। সম্প্রতি শেরপুরের মুর্শিদপুর দরবারকে পুরোপুরি ধ্বংস করেই এরা কান্ত হননি দরবারের সকল গাছগাছালি পশু পাখিকে পর্যন্ত অত্যাচার করেছে। বিএসপি চেয়ারম্যান উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, ইসলামের নাম দিয়ে করলেই তাদের সকল কাজ কি হালাল হয়ে যায়? সরকার অদৃশ্য কোন এক শক্তির ইশারায় এইসব অন্যায় অপরাধ অত্যাচারের বিরুদ্ধে দৃশ্যমান কোন পদক্ষেপ নিতে পারছে না। 


দেশের আপামর সুফিবাদি জনগণের উদ্দেশ্যে সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী বলেন, এখন আর ঘরে বসে থাকার সময় নেই, শান্তি প্রিয় সুন্নিদের  দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত ও সুফিবাদের অস্তিত্বের ওপরে আঘাত এসেছে। সুন্নি সুফি মতাদর্শী রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের গন্তব্য আমাদেরকে ঠিক করতে হবে। আমাদের সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। যে কোন সময় বড় ধরনের কর্মসূচি আসতে পারে জানিয়ে তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য জোরালো প্রস্তুতি নেয়ার আহ্বান জানান। ১৪ ডিসেম্বর (শনিবার) সাকেরা আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে আয়োজিত এক সুন্নি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 


এতে উদ্বোধক ছিলেন মাইজভান্ডার গাউছিয়া রহমান মঞ্জিলের বাইতুল ইতকান শাখার সাজ্জাদানশীন শাহজাদা এ্যাডভোকেট সৈয়দ মিফতাহুন নূর মাইজভাণ্ডারী। মাইজভান্ডার শাহী জামে মসজিদের সাবেক খতিব আলহাজ্ব মাওলানা নুরুল ইসলাম ফুরকানীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান আলোচক ছিলেন, ছিপাতলী গাউছিয়া মইনীয়া বহুমুখী কামিল (এম.এ) মাদ্রাসার আরবি প্রভাষক মুফতি মাওলানা ফখরুদ্দিন চাঁদপুরী। বিশেষ আলোচক ছিলেন, মাওলানা ওমর ফারুক নঈমী, মাওলানা জামাল উদ্দিন সহ আরো অনেকেই।

মিলাদ কিয়াম শেষে মুসলিম উম্মাহর কল্যাণ, দেশ ও বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় আখেরী মুনাজাত পরিচালনা করেন শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী।


আরও খবর



নওগাঁয় ডিবির অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ ২ জন আটক

প্রকাশিত:শনিবার ০৪ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ১২ জানুয়ারী ২০২৫ |

Image

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি'র) চৌকস টিম। উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে সারে ৯ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিল।

শনিবার ৪ জানুয়ারী বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি'র) অফিসার ইনচার্জ আব্দুল মান্নান। তিনি জানান, গত শুক্রবার দিবাগত রাতে নওগাঁ শহরের চকমুক্তার ও সুলতানপুর এলাকায় পৃথক দুটি অভিযান চালানো হয়। আটককৃত দু'জন হলেন, নওগাঁ জেলা সদর উপজেলার কুতুবপুর এলাকার মিঠুন আলী (৩৪) ও নওগাঁর রাণীনগর উপজেলার বাহাদুরপুর এলাকার ইমরান হোসেন (৩৫)।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাতে নওগাঁ শহরের চকমুক্তার এলাকার একটি পার্সেল সার্ভিস প্রতিষ্ঠানের সামনে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় মিঠুন আলী নামের ঐ ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক পূর্বক তার হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১০টি প্যাকেটে মোড়ানো সারে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ২৮ হাজার টাকা। এছাড়া পৃথক অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের এস আই রবিউল এর নের্তৃত্বে চৌকস অভিযানিক দল ৫০ বোতল ফেন্সিডিল সহ ইমরান হোসেন কে আটক করেন। জব্দকৃত ফেন্সিডিল এর মূল্য আনুমানিক ৭৫ হাজার টাকা। এঘটনায় নওগাঁ সদর মডেল থানায় মামলা শেষে আটককৃত দু'জনকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।


আরও খবর