Logo
শিরোনাম

আহ জীবন, আহারে জীবন

প্রকাশিত:শনিবার ১৬ জুলাই ২০২২ | হালনাগাদ:শনিবার ০৪ মে ২০২৪ |

Image

অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরীর ফেসবুক থেকে নেয়াঃ

কেউ কেউ জীবনে দিয়েই যায় | যতদিন সে দিতে পারে ততদিন তার দাম থাকে | তারপর একদিন তার দাম ফুরিয়ে যায় | যে মানুষটা সংসারের হাল ধরতে গিয়ে নিজের জীবনকে নিয়ে কখনো ভাবেনি বরং তিল তিল করে নিজেকে নিঃশেষ করতে করতে পরিবারের অন্যদের ভবিষ্যত গড়ে দিয়েছে একদিন পরিবারের কাছে সে বোঝা হয়ে দাঁড়ায় | কখনো কখনো পরিবারের অলংকার হবার পরিবর্তে কলংক হয়ে যায় | 

প্রশ্ন তো আসতেই পারে, কি কি বিসর্জন দেয় সেই নিঃস্বার্থ মানুষটা ? অনেককিছু, যা হয়তো খোলা চোখে দেখা যায়না, বন্ধ করে ফেলা চোখে দেখা যায় | চোখ যখন খোলা থাকে তখন মানুষ কোনোকিছু বিচার করতে পারেনা | তবে দিন যত যাচ্ছে চোখ তত বড় বড় চশমার কৃত্রিম কাঁচে আরও বন্দি হয়ে পড়ছে, ক্রমশ ঝাপসা হচ্ছে মানুষের দেখার অনুভূতিশীল দৃষ্টিভঙ্গি    |  হাবল টেলিস্কোপের উত্তরসূরি  বলে খ্যাত জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ বানিয়ে মানুষ কত কিছুই না খুঁজছে অথচ একজন স্বার্থহীন মানুষের ত্যাগের মূল্য কি খুঁজছে | 

কোনটা বড় মানুষ, না মানুষের অতি উচ্চ বিলাসী স্বপ্ন | স্বপ্নের প্রাচুর্য বড় নাকি বাস্তবতার কষাঘাতে নিমজ্জিত মানুষের অসহায় মনটা বড় | এটা নিয়ে তর্ক বিতর্কে জড়াবোনা | সারা পৃথিবী সেই মনোমুদ্ধকর ছবির নানা বিশ্লেষণে মেতেছে, কেউ কাউকে ছাড় দিতে রাজি নয় | যুক্তি-তর্কে কে কাকে ছোট করবে, কে কাকে বড় করবে এমন এক মনস্তাত্ত্বিক লড়াই চলছে | পান্ডিত্য জাহিরের এতো বড় সুযোগ মুখোশ মানুষরা কোনভাবেই ছাড়তে রাজি নয় | সাধারণ একটা মানুষের কাছে এসবের কোনো মূল্য নেই | তার কাছে তার মৌলিক চাহিদা মেটানোর  লড়াইটা সবচেয়ে বড় | 

এটা বিশ্ব রাজনীতির কোনো কৌশল কিনা বলতে পারবোনা, এটা বিজ্ঞানের মানব কল্যাণে নিহিত কোনো গবেষণা কিনা তা বলতে পারবোনা, এটা যেটাই হোক না কেন কোনোটাই বলতে পারবোনা | কারণ  সময় কথা বলবে, প্রকৃতি কথা বলবে, ইতিহাস কথা বলবে  |   তবে একটা কথা বলতে দ্বিধা নেই, সারা পৃথিবী অস্ত্র, মরণাস্ত্র, তারকাযুদ্ধের  নামে ধ্বংসযজ্ঞের যে অতি উচ্চ বিলাসী পরিকল্পনা হাতে নিয়ে শক্তির উন্মাদনায় মেতে উঠে টাকার পর টাকা ঢালছে,  সে টাকা কি দারিদ্রপীড়িত মানুষদের দারিদ্র্য মোচনের জন্য ব্যয় হতে পারতোনা  ? পৃথিবীর ক্ষুধার্ত শিশুদের ক্ষুধার যন্ত্রনা কি মিটাতে পারতোনা | হয়তো পারতো, কিংবা কারো কারো যুক্তিতে পারতোনা | কারণ বিষয় যাই হোক, এর পক্ষে, বিপক্ষে দাঁড়ানো মানুষদের সংখ্যাও কম নয় | কারণ সবকিছু যে একটা খেলা আবার সব খেলা খেলা নয় | 

ফেসবুকে একটা লেখা পেলাম, লেখাটা এমন ছিল:

"বাবার অসুস্থতার কারনে ৮বছর বয়সে সংসারের দায়িত্ব নিলাম... ইটভাটায় কাজ করেছি, জেলের কাজ করেছি, ট্রাকে লেবারি করেছি...

হাত ২টা ঠোসা পড়ে গেছে... পড়ালেখা করিনি...

বিয়ে করেছি ৩৫বছর বয়সে... শুধু ভাই-বোনের কথা চিন্তা করে...

সম্পুর্ন নিজের টাকায় ২জন বোন কে বিয়ে দিলাম...

২জন ভাইকে শিক্ষা অফিসার বানালাম...

আরেকজন ভাইকে বানালাম ডাক্তার...

আজ ছোট ভাই একটার জন্য মেয়ে দেখতে যাবে... ভাই বোন সবাই যাচ্ছে, আমাকে নেয়নি.. কারণ, আমি দেখতে ওদের মতো স্মার্ট না... এবং আমি মুর্খ, ওদের সাথে যায় না...

আহ জীবন, আহারে জীবন..."

ভাবছি অসহায় লোকটার কথা, একদিন যার দাম পরিবারের কাছে সবচেয়ে বেশি ছিল | স্বার্থপর আর সুবিধাবাদী পরিবারের মানুষরা তখন তাকে তাদের উপরে উঠার এক একটা  লোভনীয়  সিঁড়ি ভেবেছে | হয়তো লোকটা তাদের কাছে কোনোদিন মানুষের মূল্য পায়নি, আপনজনের ভালোবাসা পায়নি, যা পেয়েছে তা হয়তো একধরণের মেকি অভিনয়   | সবাই অভিনেতা হলেও সাধারণ লোকটা  সমাজের বাস্তবতা হয়েছে | কিন্তু সেটি হয়েওবা লাভ কি, সবাই রূপের জৌলুসকে ভালোবাসে, রক্ত মাংসের মানুষকে ভালোবাসেনা |

লোকটা পরিবারকে গড়ে তুলতে শরীরের ঘাম ঝরিয়েছেন, জীবনের অনেক মৌলিক চাহিদার মধ্যে শিক্ষার মতো মৌলিক চাহিদাকেও বিসর্জন দিয়েছেন | তার শ্রমের পানি করা রক্তে ভাই-বোনেরা এখন শিক্ষিত হয়ে সমাজের মাথা হয়েছে, বড় বড় পদপদবী পেয়েছে. ক্ষমতার রক্ত টগবগ করছে তাদের চোখে-মুখে   | সমাজে তাদের মর্যাদা বেড়েছে, জাতে উঠেছে তারা  | সবার দাম বেড়েছে আর সময় যতই গড়িয়েছে  নিঃস্বার্থ লোকটার দাম ততই কমেছে | খুব কষ্ট পেয়েছে লোকটা, হয়তো কান্নার পানি চোখে আনেননি , সেটা হিমশীতল বরফ করে জমাট বাঁধিয়েছেন এমন একটা জায়গায় সেটা হয়তো কেউ কোনোদিন খুঁজেও দেখবেনা | লোকটার কথাগুলো পড়ে মনে হলো মানুষ যতই শিক্ষিত  হয় ততই স্বার্থপর ও অকৃতজ্ঞ হয় | কারণ আমাদের শিক্ষায় ভোগবাদিতার সব উপাদান থাকলেও মানবিক দৃষ্টিভঙ্গির কোনো জায়গা নেই | লোকটাকে এতদিন ব্যবহার করে বড় বড় সাহেব সুবেদার হয়ে উঠা আপনজনরা  মনে করছে লোকটা পরিবারের জন্য একটা কলংক | স্টেটাস বলেও তো একটা অতি দানৱীয় কথা আছে , সে স্ট্যাটাসে লোকটার  কোনো জায়গা নেই | তার জায়গা ডাস্টবিনে কিংবা গরুর খোয়াড়ে | একদিন সে গাছ ছিল, এখন সে আগাছা হয়েছে | 

আমার একজন প্রিয় ছাত্র লিখেছে, "পরিবারের বন্ধন ততদিন মজবুত থাকে যতদিন বন্ধনের মুল কারিগর (মা) থাকে।মুল কারিগর (মা) নেই বন্ধনও ধুমড়ে মুচড়ে নড়বড়ে।এটাই কি হবার কথা? সবই শূণ্যের কোটায়!!" কথাটা খুব সাধারণ মনে হলেও এর ভিতরের গভীরতা অনেক | যতদিন মা বেঁচে থাকেন ততদিন সম্পর্কগুলো মাকে আবর্তিত করে চলতে থাকে | মা যখন চলে যান, সম্পর্কগুলো তখন স্বার্থপর হয়ে যায় | চেনামুখগুলো অচেনা মনে হয় | পরিবারের স্বার্থহীন মানুষেরা পরিবারের স্বার্থপর মানুষদের দ্বারা আক্রান্ত হয় | কে আপন, কে পর বোঝা খুব কঠিন হয়ে পড়ে | মায়ের মৃত্যুর সাথে সাথে সম্পর্কের বন্ধন নড়বড়ে হয়ে পড়ে, সম্পদের লোভ মানুষের সম্পর্কে ফাটল ধরায় | ভেঙে যায় সব স্বপ্ন, সব সুখ | 

বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন জাপানের মানুষেরা দীর্ঘায়ু হবার কারণগুলোর মধ্যে একটি হলো তাদের খাদ্যাভ্যাস  | আর বাকি কারণগুলো মানবিক ধারণা দ্বারা পুষ্ট | যেমন তাদের বয়স যত বাড়ে টেনশন তত কমে, নাতি নাতনিদের সাথে তাদের আনন্দ করেই  সময় কাটে | সবচেয়ে বড় কথা হলো প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা এমন এক সংস্কৃতি গড়ে তুলেছে যেখানে ছোটরা বড়দের সব সময় সন্মান করে ,  পরিবারের জন্য বড়রা যে ত্যাগ করেন সে ত্যাগের প্রতি পরিবারের ছোটরা সব সময় কৃতজ্ঞ থাকে | তাদের শিক্ষায় মানবিক আচরণ ও জীবনাচরণের বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ | 

এমন একটা সমাজের স্বপ্ন দেখি......স্বপ্ন কি সত্য হয় নাকি অধরাই থেকে যায় | ঠিক জানিনা, জানতেও চাইনা  | কারণ এ সমাজে কিছু চাওয়াটাই যে পাপ কিংবা অপরাধ | যদিও পাপ ও অপরাধের মধ্যে মৌলিক পার্থক্য বিদ্যমান |  


আরও খবর



চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হামলায় আহত চিকিৎসকের মৃত্যু

প্রকাশিত:বুধবার ১০ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ০২ মে 2০২4 |

Image

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে হামলায় আহত চিকিৎসক কোরবান আলীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ এপ্রিল) ভোরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।

জানা গেছে, নগরীর আকবর শাহ থানার ফিরোজশাহ কলোনি ঈদগাঁও মাঠসংলগ্ন জে লাইনে গত ৫ এপ্রিল কিশোরগ্যাংয়ের হামলার মুখে পড়েন চিকিৎসক কোরবান আলীর ছেলে আলী রেজা। ছেলেকে মারধর করতে দেখে তাকে বাঁচাতে এগিয়ে যান কোরবান আলী। এ সময় কিশোরগ্যাংয়ের হামলায় আহত হন তিনি। তার মাথায় পাথর দিয়ে আঘাত করা হয়েছিল।

এদিকে হামলাকারীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গোলাম রসুল নিশানের অনুসারী বলে অভিযোগ করেছেন ওই চিকিৎসকের ছেলে আলী রেজা।

তিনি বলেন, সংজ্ঞাহীন অবস্থায় বাবাকে চট্টগ্রাম মেডিকেলে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে আইসিইউ রাখা হয়। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছিল। আজ ভোর সাড়ে ৫টার দিকে আইসিইউতে বাবার মৃত্যু হয়েছে।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী জানান, এ ঘটনায় গত রবিবার ওই চিকিৎসকের ছেলে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন। এরপর মঙ্গলবার (৯ এপ্রিল) তিনজনকে গ্রেপ্তার করা হয়।


আরও খবর



ফরিদপুরে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১৩

প্রকাশিত:মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০৩ মে ২০২৪ |

Image

ফরিদপুরের কানাইপুরে বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষের ঘটনায় আরও দুইজন নিহত হয়েছেন। এ নিয়ে মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল আটটার দিকের ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ জনে।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর দুইজনের মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে জানা যায়। অন্য ১১ জন ঘটনাস্থলেই প্রাণ হারান।

এর আগে ১১ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছিলেন ফরিদপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ। তিনি বলেন, সকাল আটটার দিকে কানাইপুরের তেঁতুলতলা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের হাসপাতালে পাঠানো হচ্ছে।

তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নামপরিচয় জানাতে পারেননি এসআই মিরাজ। তিনি বলেন, নিহতরা পিকআপের যাত্রী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তারা পিকআপে চড়ে আলফাডাঙ্গা থেকে ফরিদপুর যাচ্ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


আরও খবর



সচেতন ছাত্র সমাজ কর্তৃক বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াড ২০২৪ অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার ১৩ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শনিবার ০৪ মে ২০২৪ |

Image

মো: হ্নদয় হোসাইন:

সিরাজগঞ্জের চৌহালি উপজেলায়  বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের স্কুল, মাদ্রাসা,  সকল ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান ও   গণিত অলিম্পিয়াডের আমেজ ছড়াতে “ সচেতন ছাত্র সমাজ (সিএসএস)” এর উদ্যোগে  বিজ্ঞান ও গণিত উৎসব- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল ) সম্ভূদিয়া বহুমুখী  উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াড  উৎসব- ২০২৪ অনুষ্ঠিত হয়।

এর আগে  ৬ষ্ঠ-৮ম শ্রেণী জুনিয়র, নবম-দশম শ্রেণী   মোট ২ টি ক্যাটাগরিতে সিএসএস কর্তৃক নির্ধারিত ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয় । এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হয় গত ৫ এপ্রিল ।

সম্ভূদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন ক্লাসরুমে সকাল ১০.৩০ টা থেকে বেলা ১১.৩০ টা  পর্যন্ত উৎসবমুখর পরিবেশে এই বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা।

পরীক্ষা শুরুর আগে সকাল ৯ টার সময়  মাঠে অভিভাবক ও শিক্ষার্থীরা একত্রিত হয়ে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।

বিজ্ঞান ও গণিত  অলিম্পিয়াড উৎসব জুনিয়র  ক্যাটাগরিতে বিজয়ী ৫০ জন ও সিনিয়র  ক্যাটাগরিতে বিজয়ী  ৫০ জন । 

অনুষ্ঠান শেষে CSS কর্তৃক বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াড উৎসব প্রায় ৫০০ জন অংশগ্রহনকারীদের মধ্যে বিজয়ীদেরকে পুরষ্কার হিসেবে বই, টি শার্ট ক্রেস্ট, মেডেল এবং সকল শিক্ষার্থীদের মাঝে খাবার  বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল  বিশেষ অতিথি,  সন্মানিত  অতিথিবৃন্দ আর সিএসএস সদস্যবৃন্দ ও অভিভাবকবৃন্দ।

শিক্ষার্থীদের অভিভাবকরা BDTODAYS নিউজকে বলেন, “সচেতন ছাত্র সমাজ ” এর উদ্যোগে আয়োজিত “বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াড” আয়োজনটি খুব সুন্দর ভাবে নিয়েছেন এবং বিভিন্ন স্কুল মাদ্রাসা  থেকে আগত শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতাসহ সব মিলিয়ে ভালো লেগেছে।


আরও খবর



নওগাঁয় ঈদের দিন বিষাক্ত মদপানে কলেজ পড়ুয়া ৩ বন্ধুর মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ১২ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শনিবার ০৪ মে ২০২৪ |

Image

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় ঈদের দিন বিষাক্ত মদপানে ৩ জন কলেজ পড়ুয়া বন্ধুর মৃত্যুর অভিযোগ ওঠেছে। খবর পেয়ে ঈদের দিন বৃহস্পতিবার দিবাগত ৮টারদিকে নওগাঁর মান্দা থানা পুলিশ ময়না তদন্তের জন্য নিহত ৩ জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশি হেফাজতে নিয়েছে। ঘটনার পর থেকে নিহত ৩ জনের অপর আরেক বন্ধু গা ঢাকা দিয়েছে। হা ঢাকা দেওয়া বন্ধু হলেন মুক্তার হোসেন।

নিহত ৩ জন নওগাঁর মান্দা উত্তরা ডিগ্রি কলেজ এর একাদশ শ্রেণির শিক্ষার্থী বলে জানাগেছে। নিহত ৩ জন হলেন, নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়ন এর পাকুড়িয়া গ্রামের আক্কাস আলীর ছেলে শারিকুল ইসলাম ওরফে পিন্টু (২২), পাকুড়িয়া মধ্যপাড়া গ্রামের আব্দুর রশিদ এর ছেলে আশিক হোসেন (২২) ও প্রসাদপুর ইউনিয়ন এর দ্বারিয়াপুর গ্রামের  নেকবর আলীর ছেলে নাঈমুর রহমান ওরফে নিশাত (২১)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মান্দা উপজেলার বিলউরাইল গ্রামের মাঠে ৪ জন যুবক এক সঙ্গে মাদপান করে। মদ পানের কিছু পরই তারা অসুস্থ হয়ে পরলে। তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ 

নেওয়ার পথে আশিক এর মৃত্যু হয়। অপর দু' জনকে হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক আনন্দ কুমার বলেন, হাসপাতালে আনার পূর্বেই পিন্টু ও নিশাতের মৃত্যু হয়েছে। 

এব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে মান্দা থানার অফিসার ইনচার্জ

মোজাম্মেল হক কাজী প্রতিবেদক কে ৩ জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ৩ জনের মৃতদেহ ময়না তদন্ত এর জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর পস্তুতি চলছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।


আরও খবর



নওগাঁয় পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় চক্রের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাব

প্রকাশিত:রবিবার ২১ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শনিবার ০৪ মে ২০২৪ |

Image

তরুণ ও যুব সমাজের মূল্যবোধের অবক্ষয়ের অন্যতম প্রধান কারণ পর্নো গ্রাফি সংরক্ষণ ও বিক্রয় চক্রের ৩ জন সদস্যকে নওগাঁর আগ্রাদিগুন বাজার থেকে আটক করেছে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্পের অভিযানিক দল।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল ২০ এপ্রিল নওগাঁ জেলার ধামুইরহাট থানাধীন আগ্রাদিগুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পর্নো গ্রাফি ভিডিও সংরক্ষণ ও সরবরাহকারী ১। মোঃ মাসুদ রানা (২৮), পিতা-রায়হান কবীর, সাং-আওয়ালদিঘী, ২। মোঃ আতোয়ার হোসেন (৩৮), পিতা-মৃত তমিজ উদ্দিন, সাং-আওয়ালদিঘী, ৩। মোঃ নুরুজ্জামান (৩০), পিতা-নুর ইসলাম, সাং-উত্তর কাশিপুর, সকলের থানা-ধামুইরহাট, জেলা-নওগাঁ কে আটক করেন।

আটককৃতরা নওগাঁ জেলার ধামুইরহাটের আগ্রাদিগুন বাজারস্থ তাদের দোকানের নিজস্ব কম্পিউটার এর হার্ডডিস্কে অশ্লিল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুল পডুয়া ছাত্রদের কাছে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করত বলে জানিয়েছেন র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল অশ্লিল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সরবরাহের বিষয়টি তদন্ত শুরু করে এবং তদন্তে এর সত্যতা পেয়ে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি অভিযানিক দল ধামুইরহাট থানাধীন আগ্রাদিগুন বাজারস্থ পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষণ ও সরবরাহকারীদের দোকানে অভিযান পরিচালনা করে উক্ত পর্নোগ্রাফি ব্যবসায়ীদেরকে আটক করেন।

পরে আটককৃত আসামীদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার ধামুইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র‌্যাব।


আরও খবর