
আন্তর্জাতিক ডেস্ক:ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার জনজীবন। রবিবার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন এক লাখ ২৬ হাজার গ্রাহক। লস অ্যাঞ্জেলসের বিভিন্ন অংশে দেখা দিয়েছে বন্যা।
রাজ্যের দক্ষিণাঞ্চলীয় পার্বত্য অঞ্চলে শুরু হওয়া তুষারঝড় পূর্বাঞ্চলে সরে যাচ্ছে। টেক্সাস থেকে ইলিয়ন পর্যন্ত এলাকার দুই কোটি মানুষ ঝড় মোকাবেলায় প্রস্তুত আছে। মঙ্গলবারের মধ্যে এটি উত্তরপূর্বাঞ্চলে পৌঁছাতে পারে। প্রচণ্ড তুষারপাত এবং বরফ জমে যাওয়ায় কয়েকটি মহাসড়ক বন্ধ করে দেয়া হয়েছে। ঝড়ের কারণে অ্যারিজোনা, টেক্সাস, ওকলাহোমা এবং কানসাসের নিম্ন এলাকায় বৃষ্টি, উচু অঞ্চলে তুষারপাত এবং কিছু অঞ্চলে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। বরিবারের পর উত্তরাঞ্চলে আঘাত হানতে পারে ঝড়টি। প্রভাব পড়তে পারে উইসকনসিন, মেশিগান রাজ্যে।