Logo
শিরোনাম

হিজড়া এবং ইন্টারসেক্স বিষয়ক আলাপে ঢুকার আগে একটা জিনিস ক্লিয়ার করি

প্রকাশিত:বুধবার ২৪ জানুয়ারী 20২৪ | হালনাগাদ:বুধবার ০১ মে ২০২৪ |

Image

আজহার উদ্দিন অনিক, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় :

আমি জানি আপনাদের অনেকেই মনে করেন হিজড়া মানে হার্মাফ্রোডাইট/ইন্টারসেক্স/যাদের মেল/ফিমেল দুইধরণেরই জেনিটালিয়া/বৈশিষ্ট্য আছে।

কিন্তু হিজড়া মানে ইন্টারসেক্স না, হিজড়া বলতে মোটাদাগে বাংলাদেশের একটা কমিউনিটিকে বুঝানো হয়, যার মধ্যে ইন্টারসেক্স এবং ট্রান্স দুই ধরণের মানুষই থাকে। হিজড়া শব্দটা একটা কালচারাল আমব্রেলা টার্ম একটা কম্যুনিটির জন্য, শুধুমাত্র ফিজিকালি ইন্টারসেক্স বুঝায় না এটা দিয়ে।  

তবে তর্কের খাতিরে এই লেখায় আমি আপাতত ধরে নিচ্ছি ইন্টারসেক্স = হিজড়া।

একইসাথে আপাতত তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি ট্রান্স বলে কিছু নাই। ( আই রিপিট, আপাতত, যাতে আমরা একটু ঠান্ডা মাথায় ইন্টারসেক্স কী জিনিস সেইটা বুঝতে পারি)

  

ইন্টারসেক্স কী?

  

ইন্টারসেক্স হচ্ছে একটা গ্রুপ অফ কন্ডিশন্স, যেইখানে কমন থিম হচ্ছে এই যে একটা মানুষের ফিজিকালি বাইরের দিকে, অর্থাৎ বডির বাইরের দিকে যেই জেনিটালিয়া (যৌনাঙ্গ) থাকে, বডির ভিতরে, ইন্টার্নালি একই যৌনাংগ থাকে না। অর্থাৎ "ছেলেদের" ক্ষেত্রে যেরকম টেস্টিস আর "মেয়েদের" ক্ষেত্রে ওভারি থাকে, এমনটা হয় না। 

(এইগুলা মেডিকাল টার্ম, আমার ইনভেন্ট করা না)

  

আগে এই কন্ডিশনগুলাকে হার্মাফ্রোডাইট বলা হইত। এখন সাধারণত এই টার্ম ব্যবহার করা হয় না। এই কন্ডিশনগুলাকে বলা হয় ডিজঅর্ডারস অফ সেক্স ডেভেলপমেন্ট (DSDs)

  

এই কন্ডিশনগুলার ক্যাটাগরি ৪টা। (এখানে একটু লম্বা এবং বোরিং আলোচনা আছে, চাইলে সামনে স্কিপ করে যাইতে পারেন একটু)

  

১- 46 XX Intersex - এই কন্ডিশনে একজন ব্যক্তির XX ক্রোমোসম থাকে (নারীদের মত) কিন্তু তাদের বাইরের দিকে জেনিটালিয়ার এপিয়ারেন্স থাকে ছেলেদের মত। হরমোনাল ইম্ব্যালেন্সের কারণে এমন হইতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এই ব্যক্তিদের নরমাল জরায়ু আর ফেলোপিয়ান টিউব থাকে, অর্থাৎ আদতে শারীরিকভাবে তিনি নারী, তার ছেলেদের মত দেখতে জেনিটালিয়া থাকলেও। 

এই কন্ডিশন হওয়ার বেশ কিছু কারণ আছে, এর মধ্যে হরমোনাল ইম্ব্যালেন্স এবং এরোমাটোজ ডেফিশিয়েন্সি প্রধান। (টার্ম দুইটা মাথায় রাখেন, পরে আমরা ফেরত আসবো এইখানে)

 

২- 46, XY Intersex - এইক্ষেত্রে জাস্ট আগের কেসের উলটো ঘটনা ঘটে। ছেলের ক্রোমোসম থাকলেও শরীরের বাইরের দিকে যেই জেনিটালিয়া থাকে তা থাকে মেয়েদের জেনিটালিয়ার মত দেখতে। শরীরের ভিতরের দিকে টেস্টিস থাকতেও পারে বা নাও থাকতে পারে। এইরকম হওয়ার পিছনেও অনেক কারণ আছে, তার মধ্যে হরমোনাল ইম্ব্যালেন্স, এন্ড্রোজেন ইন্সেন্সিটিভিটি সিন্ড্রোম (এই ডিফেক্টের ১৫০+ ধরণ আছে)। আবারো বলি, টার্মগুলা মাথায় রাখেন, পরে ফেরত আসবো এখানে।

  

৩- True Gonadal Intersex - এদের ওভারিয়ান এবং টেস্টিকুলার টিস্যু দুইটাই থাকে। এই কন্ডিশনটাকে শুধুমাত্র হার্মাফ্রোডাইটের কাছাকাছি বলা যায়, দুই ধরণেরই টিস্যু থাকার কারণে। এই কন্ডিশনের এক্সাক্ট কারণ আমি খুজে পাই নাই।

  

৪- Complex or undetermined intersex - 46 XX বা XY এর বাইরেও কিছু ক্রোমোসম কনফিগারেশন হইতে পারে, যেমন 45 XO, 47 XXY, 47 XXX। এই ধরণের ক্ষেত্রে হয় সেক্স ক্রোমোজম (যেইটা আপনার লিংগ নির্ধারণ করে) সেইটা হয় একটা কম থাকে নাইলে একোটা বেশি থাকে। এই ধরণের কেইসে জেনিটালিয়ার পরিবর্তন না হইলেও হরমোনাল বযালেন্স আর ডেভেলপমেন্টের সমস্যা হয়।

  

বাংলাদেশের পার্স্পেক্টিভে আসার আগে বিশ্বে আগে কী হইত মেডিকালি সেই বিষয়ে একটু ব্রিফ করি।

আগে যদি কোন বাচ্চা ইন্টারসেক্স এইটা ডিটেক্ট করা যাইত, তাহলে ডাক্তাররা এডভাইস করত যে বাইরের দিক থেকে যেই ধরণের জেনিটালিয়া আছে সেই জেনিটালিয়ার সাথে ম্যাচিং জেন্ডারে শিফট করার জন্য নেসেসারি সার্জারি করতে। এইটা করা হইত বাইরে থেকে জেনিটালিয়ার চেহারা দেখে, ক্রোমোসম কনফিগারেশন কী সেইটা দেখে না। (উপরে যেইখানে মেনশন করলাম যে জেনিটালিয়া ছেলের মত হইলেই ক্রোমোসম ছেলেদের এইটা ইন্টারসেক্সদের ক্ষেত্রে ফ্যাক্ট না)। এই সার্জারির ক্ষেত্রে যেকোন এক জেন্ডারের জেনিটালিয়া/টিস্যু অপারেশন করে রিমুভ করা হইত।

   

মেল জেনিটালিয়া রিকন্সট্রাক্ট (অপারেশন করে তৈরী করা) কঠিন দেখে সাধারণত জেনিটালিয়া ক্লিয়ার না হলে ফিমেল জেনিটালিয়া তৈরী করে দেয়ার জণ্য অপারেশন করা হইত, কারণ এইটা সহজ বেশি। 

  

পরে দেখা গেসে জাস্ট ইন্টারসেক্স মানুষদের ক্ষেত্রে ফিজিকাল জেনিটালিয়া দেখতে কেমন সেইটা দেখেই অপারেশন করে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যায় বিষয়টা এমন না। কারণ আগেই বলেছি, এইসব ক্ষেত্রে ক্রোমোসমের ইমব্যালেন্স থাকে, এবং কারো ক্রোমোজোম ছেলের হইলে অর্থাৎ জেনেটিকালি সে ছেলে হইলে, তার জেনিটালিয়া মেয়েদের মত দেখতে হওয়ার কারণে আপনি যতই অপারেশন করে তাকে কমপ্লিটলি মেয়ে বানায়ে দেয়ার চেষ্টা করেন কেন, এইটা পুরোপুরি ঠিকমত কাজ করবে না। সাইকোলজিকাল, নিউরাল, ক্রোমোজোমাল, বিহেভরিয়াল অনেক ইস্যু থেকেই যায় যেইগুলা ইনফ্লুয়েন্স করবে এই মানুষটাকে আসলে কোন জেন্ডার আইডেন্টিটিতে সুইচ করা উচিত।

  

(এই কারণে এখন ইন্টারসেক্স চিলড্রেনদের ক্ষেত্রে ডাক্তাররা সাথে সাথে অপারেশন না করে কিছুটা বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করার সাজেশন দেন, যাতে অন্য ফ্যাক্টরগুলো ক্লিয়ার হয়। কারণ কারো কন্ডিশনই হয়ত এক্সাক্টলি সেম না, এবং একেকজনের ক্ষেত্রে হয়ত একেক ট্রিটমেন্ট বেটার কাজে দিবে।)

  

যাই হোক, এই গেল বাইরের বিশ্বের অবস্থা। অবভিয়াসলি বাংলাদেশ এমন না। বাংলাদেশে হিজড়াদের অধিকার নিশ্চিত করা হইসেই মাত্র ১০ বছর আগে ২০১৩ সালে। 

  

বাংলাদেশে তাহলে হিজড়াদের (ইন্টারসেক্স) কী হয়?

  

এই আলাপে ঢুকার আগে একটা প্রশ্ন করি, বুকে হাত দিয়ে আপনি নিজেকে প্রশ্ন করেন, গত ১০ বছরে কি আপনি কোন না কোন সময় হিজড়া শব্দটা গালি/মক করার জন্য কখনো ব্যবহার করেছেন?

আপনি সাক্ষাৎ ফেরেশতা হয়ে না থাকলে, আপনার উত্তর হ্যা হওয়ার কথা।

হিজড়া শব্দটা তাইলে একটা গালি কেন? হিজড়ারা বাজেভাবে টাকা চায় রাস্তাঘাটে এই কারণে এইটা একটা গালি?

নাকি এইটা একটা গালি হওয়ার কারণেই হিজড়াদের রাস্তায় রাস্তায় ঘুরে টাকা চাইতে হয়?

আমি আমার নিজের অভিজ্ঞতায় জানি কোন ছেলে বাচ্চা দেখতে একটু মেয়েলি হইলে বা কোন মেয়ে বাচ্চা দেখতে একটু ছেলেদের মত হইলে তাদেরকে কি পরিমাণ রিডিকিউল করা হয়, ঢাকার সবচাইতে এলিট স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়েও। 

আমি এমনও দেখসি একটা ছেলের স্বাস্থ্য একটু বেশি হওয়ার কারণে তার বুকে একটু চর্বি বেশি জমে যাওয়ার কারণে ছেলেরা জোর করে তার বুকে হাত দিয়ে তাকে হ্যারাজ করতেসে বা মজা নিচ্ছে যে ঐ ছেলের বুক তো মেয়েদের মত। 

আপনার কি ধারণা ঢাকার বাইরে বা অন্যন্য ইকোনমিক ক্লাসে এই সিচুয়েশনটা বেটার?

একটা ছেলের চেহারা মেয়েলি হওয়ার জন্যে বা একটা মেয়ের চেহারা একটু ছেলেদের মত হওয়ার জন্য যদি তার জীবন দুর্বিষহ হয়ে যায়, তাইলে ইন্টারসেক্স বাচ্চাদের কী হাল হয়? 

  

বাকি আলোচনায় যাওয়ার আগে একটা জিনিস মেনে নেই সবাই, শিক্ষা প্রতিষ্ঠান বা সমাজে হিজড়া (ইন্টারসেক্স) মানুষদের ফাংশন করা কঠিন। 

আপনি তাদেরকে আপনার বাচ্চার সাথে সেম স্কুলে চাইবেন না, আপনি তাদের চাকরি দিতে চাইবেন না, আপনি তাদের সাথে আপনার পরিচিত কারো বিয়ে হোক এইটাও চাইবেন না। সহজ ভাষায় হিজড়ারা ভয়ানকভাবে মার্জিনালাইজড।

  

এইটা আমার আপনার মত সদ্য জন্ম নেয়া কোন ইন্টারসেক্স শিশুর বাবা মাও জানে। এই কারণে অনেকক্ষেত্রে এমন হইত (এখনো হয় কিনা জানি না), বাচ্চা ইন্টারসেক্স (হিজড়া) হলে সেই বাচ্চাকে বড় করতে যেই ঝামেলা হবে সেই ঝামেলার ভয়ে বাবা মা শিশুকে দিয়ে দিতেন হিজড়া কমিউনিটির কাছে। সেখানেই এই শিশুরা বেড়ে উঠে, স্কুল কলেজের বাইরে। 

(হিজড়া কমিউনিটিতে সবার অরিজিন এমন তা না, এইটা একটা উদাহরণ, ইন্টারসেক্স মানুষদের সোশাল স্ট্যান্ডিং বুঝাতে)।

     

যে শিক্ষা পায় নাই, যারে সমাজ মেনে নিবে না, চাকরি দিবে না, তার রাস্তায় রাস্তায় ঘুরে টাকা চাওয়া বাদে বেচে থাকার আর কোন উপায় আছে?

  

আমি ধরে নিচ্ছি আমার মত আপনারা সবাইও চান, ইন্টারসেক্স মানুষজন একটা ভাল ফিউচার পাক, তাদের বিরুদ্ধে কোন বৈষম্য না হোক। সেইটা নিশিচত করতে গেলে কী করা লাগবে?

  

১- তাদের সমাজে স্ট্যান্ডিং ইম্প্রুভ করা।

২- তাদের যেসব ফ্যাসিলিটিজ দরকার সেগুলোর ব্যবস্থা করা।

  

এইবার মেইন আলাপে আসি।

  

পুরো ঝামেলাটা শুরু হইসে এক লাইন নিয়েই, শরীফা নামের এক ব্যক্তির শরীর ছেলেদের মত, কিন্তু তার নিজেকে মনে হয় মেয়ে।

  

এইটা নিয়ে আপনাদের যত প্রতিবাদ, যে এইটা শুধু ট্রান্স ব্যক্তিদের ক্ষেত্রেই খাটে, হিজড়ারা (ইন্টারসেক্স) শরীরের দিক থেকে ছেলে/মেয়ে আর মনের দিক থেকে আরেকরকম হইতেই পারে না। 

  

আচ্ছা। ফলো করেন এই জায়গাটা একটু কষ্ট করে। আমি জানি লেখা অনেক লম্বা হয়ে যাইতেসে, তাও একটু ফোকাস করেন।

  

বাংলাদেশে হেলথকেয়ার কেমন সেইটা তো আপনারা জানেন, রাইট?

ধরে নিচ্ছি জানেন।

  

কোন বাচ্চা ইন্টারসেক্স নাকি ইন্টারসেক্স না, এইটা কিছুক্ষেত্রে জন্মের সময়েই বুঝা যায়, এটেন্ডিং ডাক্তার/স্পেশালিস্ট যদি এটা ধরতে পারে।

সেইটা বেস্ট কেস সিনারিও, যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়টা বুঝে যাওয়া।

  

কিন্তু বাস্তবতায় নেমে আসেন। আপনার কি মনে হয় এই ২০+ কোটি মানুষের দেশে প্রত্যেক কোনায় ডাক্তার আছে? প্রত্যেক শিশুর জন্মের সময় প্রেজেন্ট থাকা ডাক্তাররাই এই স্পেসিফিক ফিল্ডে এত এক্সপার্ট যে তারা ধরতে পারে কোন বাচ্চা ইন্টারসেক্স?

অনেক বাচ্চার যে হাসপাতালের বাইরে নরমাল ডেলিভারি হয় বা হইত দেশের অনেক জায়গায়, সেইটার কথাও ভাবেন। সেইক্ষেত্রে কেমনে কেউ ডিটেক্ট করবে বাচ্চার এই ধরণের কোন সমস্যা আছে কিনা?

  

এইগুলা গেল সেসব কেস যেগুলায় ক্লিয়ারলি বুঝা যায় যে একটা বাচ্চা ইন্টারসেক্স। 

কিছুক্ষেত্রে একটা বাচ্চা ইন্টারসেক্স কিনা এইটা বুঝা যাওয়া সম্ভব কিছু টেস্ট করে, ক্রোমোজম এনালাইসিস, হরমোনাল লেভেলস, এন্ডোস্কোপিক টেস্ট, এমআরআই ইত্যাদির মাধ্যমে। বলা বাহুল্য, এই টেস্টগুলা সস্তা না, এবং বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশে কোন পরিবারের এত টাকা থাকবেনা এইসব টেস্ট করানোর।

ইন্টারসেক্স বাচ্চাদের ক্ষেত্রে এমন কেসও থাকে যেইসব ক্ষেত্রে সেই বাচ্চা বয়ঃসন্ধিকালে পৌছানোর আগ পর্যন্ত বুঝা যাবে না তার ইন্টারসেক্স কন্ডিশন, শুধুমাত্র পিউবার্টি বা বয়ঃসন্ধিকালেই ধীরে ধীরে বুঝা যায় যে সেই বাচ্চাটা ইন্টারসেক্স।

  

তাইলে আমরা আপাতত ধরে নিতে পারি যে এমন একটা সিনারিও থাকতেই পারে যে বয়ঃসন্ধিকালে এসে একটা বাচ্চা বুঝা শুরু করতে পারে যে সে হয়ত ছেলে/মেয়ে না, সে হয়ত ইন্টারসেক্স।

  

এখন তাকে যদি ছোটবেলা থেকে তার আউটার জেনিটালিয়ার উপর বেজ করে তাকে এসাইন করা হয় যে সে ছেলে, কিন্তু জেনেটিকালি সে মেয়ে, বয়ঃসন্ধিকালে এসে যখন তার মনে হবে সে মেয়ে, তখন তার কি মনে হবে?

  

তার মনে হবে না যে সে ছেলে, দেখতেও ছেলের মত, কিন্তু মনে মনে সে মেয়ে?

   

অন্য দিকটাও বলি, ধরেন একজন জেনেটিকালি ছেলে, আর আউটার জেনিটালিয়ার দিক থেকে মেয়ে। বয়ঃসন্ধিকালে এসে যদি সে টের পাওয়া শুরু করে যে তারে ছোটবেলা থেকে মেয়ে বলা হইলেও তার নিজেকে ছেলে মনে হচ্ছে, বা মেয়ে হইলেও তার মাসিক হচ্ছে না, তাইলে সে এইটাকে কীভাবে এক্সপ্রেস করবে?

  

তার মনে হবে না যে সে মেয়ে, দেখতেও মেয়েদের মত, কিন্তু মনে মনে সে ছেলে?

  

উপরে ইন্টারসেক্সের কন্ডিশনগুলা নিয়ে আলোচনার সময় কিছু কন্ডিশনের নাম মনে রাখতে বলসিলাম। সেইগুলা এখন আলোচনায় নিয়ে আসি, ব্রিফলি।

  

জেনেটিকালি মেয়ে কিন্তু ফিজিকালি ছেলের মতঃ 

  

১- কঞ্জেনিটাল এড্রেনাল হাইপারপ্লেসিয়া (Congenital adrenal hyperplasia)ঃ বেসিকালি জেনেটিকালি ছেলে/মেয়ে হইলেও একটা স্পেসিফিক এনজাইম না থাকার কারণে মেল সেক্স হরমোন এন্ড্রোজেন অনেক বেশি বেড়ে যায়।

ফলে জেনেটিকালি একটা মেয়ের জেনিটালিয়া ছেলেদের মত দেখতে হইতে পারে, আর এই কন্ডিশন অনেক সেভিয়ার না হইলে বাচ্চার বয়স বৃদ্ধির আগে ডিটেক্ট করা কঠিন।

  

২- মায়ের শরীরে যদি কোন কারণে টেস্টোস্টেরন যায় বা মায়ের শরীরের যদি টেস্টোস্টেরণ তৈরী করে এমন টিউমার থাকে (সাধারণত ওভারিতে হয়), সেইক্ষেত্রেও জেনেটিকালি মেয়ে কিন্তু ফিজিকাল এপিয়ারেন্স ছেলেদের মত এমন হইতে পারে।

  

৩- এরোমাটোজ হচ্ছে এমন এনজাইন যেইটা মেল সেক্স হরমোন কনভার্ট করে এস্ট্রোজেন (ফিমেল সেক্স হরমোন) তৈরী করে। যদি কারো মধ্যে এইটা কম থাকে বা একেবারেই না থাকে, তাহলে সে জেনেটিকালি মেয়ে হইলেও বাইরের দিকে ফিজিকাল এট্রিবিউট তৈরী হবে ছেলেদের মত, কারণ তাদের মেল সেক্স হরমোনই বেশি।  

জেনেটিকালি ছেলে কিন্তু ফিজিকালি মেয়ের মতঃ  

১- টেস্টিস ডেভেলপমেন্টে সমস্যা। যেহেতু টেস্টিস মেল হরমোন তৈরী করে, টেস্টিসের সমস্যা হইলে এমন হইতে পারে যে কেউ জেনেটিকালি ছেলে কিন্তু তার জেনিটালিয়া ছেলেদের মত করে ফর্ম করে নাই। (গonadal dysgenesis)

২- টেস্টোস্টেরন তৈরী করার জন্য দরকারি এনজাইমে ঘাটতি থাকলেও এমন হইতে পারে 

৩- এন্ড্রোজেন ইন্সেন্সিটিভিটি সিনড্রোম- এইক্ষেত্রে কেউ জেনেটিকালি ছেলে হইলেও, X ক্রোমোজমে একটা ডিফেক্টের কারণে বডি এই ছেলেদের মত এপিয়ারেন্স তৈরী করার যেই হরমোনগুলো থাকে, সেগুলোতে রেস্পন্ডই করতে পারে না। ফলে এমন হইতে পারে যে একটা মানুষ ফিজিকালি বাইরের দিক এবং ভিতরের দিক থেকে প্রায় পুরোপুরিই মেয়ে, জাস্ট জেনেটিকালি সে ছেলে।

       

(বিশেষ দ্রষ্টব্যঃ একটা কমন মিসকন্সেপশন হচ্ছে ইন্টারসেক্স মানুষরা বাচ্চা নিতে পারে না। এইটা পুরোপুরি সত্য না। ইন্টারসেক্স কন্ডিশনের অনেকের পক্ষেই বাচ্চা নেয়া সম্ভব, অর্থাৎ স্পার্ম প্রডিউস করা অথবা প্রেগন্যান্ট হওয়া। সবার ডিজঅর্ডার অফ সেক্স ডেভেলপমেন্ট একই ধরণের বা একই পর্যায়ে না।) 


আরো বেশ কিছু সিনারিও আছে, বাট মূল কথা এইটাই, ইন্টারসেক্স কন্ডিশন সবসময় চাইল্ডবার্থের সময় ডিটেক্ট করা যায় না, আর বাংলাদেশের পার্স্পেক্টিভে সেই প্রবাবলিটি কিছু সিনারিওতে আরো কম। সংক্ষেপে বলতে গেলে, বাংলাদেশের কিছুটা কঞ্জারভেটিভ সমাজে, যেখানে এইসব নিয়ে কথাবার্তা বলা ট্যাবু, সেইখানে বাবা-মা যদি জানতেও পারেন যে সন্তানের ইন্টারসেক্স কন্ডিশন আছে, তা সমাজের ভয়ে চেপে যাওয়া স্বাভাবিক, অথবা ইন্টারসেক্স কন্ডিশন যে বাচ্চার আছে এইটাই বুঝতে না পারাটা স্বাভাবিক। 

(কারণ আমাদের জেনারেশনই জানে না ঠিকমত ইন্টারসেক্স কী জিনিস বা ইন্টারসেক্সের সিম্পটম কী কী, তাইলে প্যারেন্টস কীভাবে জানবে?)

তাইলে এই বাচ্চাগুলা কি স্কুলে গিয়ে তাদের বয়ঃসন্ধিকালে গিয়েই বুঝবে না যে সামথিং ইজ নট রাইট?   

এই সময়েই কি বাচ্চাগুলার মনে হবে না যে হয়ত তাকে এতদিন যেই জেন্ডার হিসেবে বড় করা হইসে, আসলে হয়ত সে সেই জেন্ডারের না?

যেহেতু এই বাচ্চাদের কেউই জেন্ডার স্পেশালিস্ট না, আপনার কোন রোগ হইলে যেমন আমি কোন রোগ এইটা না বুঝলেও কিছু সিম্পটম বা ফিলিংস থেকে বুঝতে পারেন যে সামথিং ইজ রঙ, পিউবার্টি বা আরো পরে যদি একটা মানুষ ইন্টারসেক্স কন্ডিশনের সিম্পটমস প্রথম টের পাওয়া শুরু করে, তখন তারও মনে হবে সামথিং ইজ রঙ, সে ছেলে/মেয়ের ফিজিকাল এপিয়ারেন্সের ব্যাপারে যা জানে, সেইটার বেসিসে সে ছেলে/মেয়ে হইলেও তার নিজেকে ঐ জেন্ডারের মনে হচ্ছে না।

   

এখন আপনি যদি শিশুদের এই বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা না দেন যে অন্য কোন একটা মানুষ দেখতে ছেলেদের বা মেয়েদের মত হইলেও সে ইন্টারসেক্স হইতে পারে এবং এমন কন্ডিশনের কারণে সে স্কুলে পড়ার মত একটা বয়সে আবিষ্কার করতে পারে যে তার জেনেটিক জেন্ডার হয়ত ডিফারেন্ট (যখন পিউবার্টির হরমোনাল এক্টিভিটির কারণে কিছু সিম্পটম ইন্টেন্স হয়), তাইলে সে কীভাবে বুঝবে যে তার কোন বন্ধু/বান্ধবী যদি এমন কিছুর মধ্য দিয়ে যায়, তাকে মক করা বা তাকে অচ্ছুৎ করে দেয়া উচিত না?

  

বা, ঐ বাচ্চা নিজেও বা কীভাবে বুঝবে যে তার ইন্টারসেক্স কন্ডিশনের কারণে ঐ বয়সে এসে যে তার এরকম ডিফারেন্ট মনে হচ্ছে নিজেকে, এইটা নরমাল একটা জিনিস এবং সে চাইলে মেডিকাল হেল্প সিক করতে পারে বা বাবা-মাকে জানাতে পারে?

  

আপনি যদি বাচ্চাকে এগুলা নাই বুঝান, আপনি যদি মানুষজনকে এইটা নাই বুঝান, তাইলে আল্টিমেটলি হয় প্যারেন্টস ইগ্নোরেন্ট থেকে গিয়ে বাচ্চার কন্ডিশন ইগ্নোর করে যাবে অথবা, নাহয় বাচ্চা লজ্জার কারণেই কখনো তার এই সমস্যার কথা মুখ ফুটে বলবে না, নীরবে সাফার করে যাবে। 

এত লম্বা লেখার পিছনে ইন্সেন্টিভ কয়েকটা।

১- এই পয়েন্টটা ক্লিয়ার করা যে ইন্টারসেক্স একটা বাচ্চার ক্ষেত্রে এমন হইতেই পারে যে কিছুটা বড় হওয়ার পরেই সে আবিষ্কার করবে যে তার এই কন্ডিশন আছে (বিভিন্ন সিম্পটমের মাধ্যমে), তখন এইটা খুব ভালভাবেই সম্ভব যে এতদিন ফিজিকালি দেখতে তাকে মেয়ে মনে হইলেও জেনেটিকালি সে ছেলে বা ভাইস ভার্সা।  

২- ইন্টারসেক্স কন্ডিশন ডিটেক্ট করা এত সহজ না, এবং সহজে সবার জন্য এফোর্ডেবল না রিয়েলিস্টিকালি। দেশে এখনো হস্পিটালের বিল দিতে না পারার কারণে বাচ্চা বিক্রি করে দেয়ার মত ঘটনাও ঘটে। আপনার কি মনে হয় এইসব পরিবার লাখ টাকা খরচ করে এমআরআই বা ক্রোমোজোম এনালাইসিস করাইতে পারবে বাচ্চা ইন্টারসেক্স কিনা এইটা ডিটেক্ট করার জন্য চাইলেই?

      

পোস্টের শুরুতে একটা কথা বলে নিসিলাম, আমরা আপাতত ধরে নিচ্ছি যে ট্রান্স বলে কিছু নাই। সেই এজাম্পশন রেখে আপনি যদি এই পুরো জিনিসটা দেখেন, তাইলে আপনার কাছে এইটা ক্লিয়ার হওয়ার কথা যে ঐ বইয়ে যেই জিনিসটা লেখা, সেইটা দিয়ে যে শুধু ট্রান্সই বুঝাইতে পারে, ইন্টারসেক্স কন্ডিশন বুঝানো সম্ভব না- এইটা একটা ভুল কন্সেপশন। 

  

আপনি যদি চান যে যেই ইন্টারসেক্স মানুষদেরকে ২০১৩ সালে আইন করে স্বীকৃতি দেয়া হইসে তাদের ব্যাপারে এক্সেপ্টেন্স বাড়ুক সমাজে, তাইলে আপনার পাঠ্যবইয়ে তাদের ইঙ্কলুশন মেনে নিতে হবে।

  

আপনাকে এইটাও মেনে নিতে হবে যে জন্ম থেকেই কাউরে হিজড়া হিসেবে আইডেন্টিফাই করা হয় না, এবং অনেক ক্ষেত্রে এই হিজড়া(ইন্টারসেক্স) কমিউনিটির মানুষরা এমন মানুষ যারা হয়ত তাদের ইন্টারসেক্স কন্ডিশন ডায়াগনোজ করার টেস্টের টাকা অথবা যেই সার্জারি দরকার তাদের কোন একটা জেন্ডারে শিফট করানোর জন্য সেইটার টাকা এফোর্ট করতে পারে না দেখেই তারা হিজড়া থেকে গেছে। সেধে সেধে কেউ মার্জিনালাইজড হইতে চায় না।

আপনি যদি চান যে পরের জেনারেশন থেকে ইন্টারসেক্স মানুষেরা মার্জিনালাইজড না হোক, তারা সমান রাইট পাক, তাইলে আপনাকে এইটা নিশ্চিত করা লাগবে যে যেই বয়সে তারা আবিষ্কার করবেন যে তাদের ইন্টারসেক্স কন্ডিশন আছে, (সেইটা শৈশব, কৈশোর বা আরো বড় বয়সেও হইতে পারে, আমরা এস্টাব্লিশ করেছি ইন্টারসেক্স কন্ডিশন সবসময় জন্মের সময় ধরা পড়ে না), সেই বয়সে যাতে তাদের এই আবিষ্কার করা, এবং দরকারি জেন্ডার চেঞ্জের যেই প্রসেস/সার্জারি, এই ট্রান্সফরমেশনের সময় যাতে তাদেরকে রিডিকিউল করা না হয়, তাদেরকে অচ্ছুৎ বানায়ে দেয়া না হয়। যদি তাদের এক্সেপ্টেন্স না থাকে, তাহলে তারা হয় কখনো প্রয়োজনীয় ট্রিটমেন্ট বা প্রসিডিউর নেয়ার সাহসই পাবেন না, আর নাহয় তাদেরকে সাধারণ সমাজ থেকে দূরে সরে গিয়ে হিজড়া কমিউনিটিতে চলে যাইতে হবে।

(আবারো মনে করাই, এখানে ট্রান্সজেন্ডারদের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে ইন্টারসেক্স কন্ডিশনে ভোগা ব্যক্তিদের কথা)।

  

এত বিশাল লেখার শেষে এসে যদি কারো আমাকে মাইর দিতে ইচ্ছা না করে, তাইলে আমি আশা করি আপনার হয়ত ইন্টারসেক্স কন্ডিশন, এই কন্ডিশনের কারণে কীভাবে ডায়াগনোসিস বা নেসেসারি ট্রিটমেন্ট/সার্জারি/ট্রান্সফরমেশন কীভাবে ডিলেইড হইতে পারে, কীভাবে দেখতে ছেলে মনে হইলেও জেনেটিকালি একজন নারী বা দেখতে মেয়ের মত হইলেও জেনেটিকালি কেউ ছেলে হইতে পারে সেই বিষয়ে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। 

(ভাংগা রেকর্ডের মত আবার বলি, ট্রান্সজেন্ডারের কথা এখানে হচ্ছে না। যে জেনেটিকালি ফিজিকাল এপিয়ারেন্স থেকে ডিফারেন্ট জেন্ডারের সে তার এই কন্ডিশনটা কিছুটা বড় হয়ে আবিষ্কার করার প্রসেসের কথা বলা হচ্ছে।)

  

আশা করি আপনাদের কাছে পরিষ্কার হইসে কীভাবে ফিজিকালি ছেলের মত দেখতে মনে হইলেও একজনের অরিজিনালি/জেনেটিকালি মেয়ে হওয়ার বা নিজেকে মেয়ে মনে হুয়ার মত সিনারিও ঘটতে পারে ইন্টারসেক্স কন্ডিশনের মানুষদের, এবং কেন এই জিনিসটা শিশুদের বুঝানোর মাধ্যমে ইন্টারসেক্স কন্ডিশনের ব্যক্তি বা শিশুদের সমাজে/স্কুলে এক্সেপ্টেন্স তৈরী করাটা জরুরি। 

যদি এক্সেপ্টেন্স না থাকে, তাইলে সে সমাজে ফাংশন করতে পারবে না।

হয় সে ডায়াগনসিস বা ট্রিটমেন্টের অভাবে সারা জীবন সাফার করে কাটায়ে দিবে,

আর নাইলে বাধ্য হয়ে হিজড়া কমিউনিটিতে যোগ দিয়ে বেসিকালি ভিক্ষাবৃত্তিতে যোগ দিতে বাধ্য হবে পেটের ভাত যোগাইতে।


আরও খবর



কলেরার প্রাদুর্ভাবে বৈশ্বিক কর্মসূচি ঘোষণা

প্রকাশিত:শনিবার ০৬ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ |

Image

বিশ্বের বিভিন্ন দেশে কলেরার প্রাদুর্ভাব বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের স্বাস্থ্য নিরাপত্তা সংক্রান্ত অঙ্গ সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। পানিবাহিত এই প্রাণঘাতী রোগটির প্রাদুর্ভাব ঠেকাতে তাই বড় আকারের টেস্ট কর্মসূচি ঘোষণা করেছে বৈশ্বিক এই সংস্থাটি।

ডব্লিউএইচওর হিসেব অনুযায়ী, ২০২২ সালে বিশ্বজুড়ে কলেরায় আক্রান্ত হয়েছিলেন ৪ লাখ ৭৩ হাজার জন। ২০২৩ সালে সেই সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ ৭ লাখ। চলতি ২০২৪ সালে এই সংখ্যা আরও বৃদ্ধির আলামত পাওয়া যাচ্ছে।

শুক্রবার এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, গত দুতিন বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে আমরা কলেরার অনাকাঙিক্ষত ও উদ্বেগজনক প্রাদুর্ভাব লক্ষ্য করছি। এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কলেরার বৈশ্বিক টেস্ট কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচির উদ্দেশ্য হলো কলেরা নির্ভুলভাবে শনাক্ত করা এবং নিয়মিত নজরদারি এবং কলেরা টেস্ট বিষয়ক সক্ষমতা বাড়ানো।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিভিন্ন দেশে কলেরা টেস্টের সরঞ্জাম পৌঁছে যাবে। প্রাথমিক ভাবে মালাউই, ইথিওপিয়া, সোমালিয়া, সিরিয়া, জাম্বিয়াসহ মোট ১৪টি দেশে পাঠানো হবে সরঞ্জাম।

এ কর্মসূচিতে ডব্লিউএইচওর অংশীদার হিসেবে রয়েছে আন্তর্জাতিক টিকা সহায়তা সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন (গ্যাভি), জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ এবং কলেরা প্রতিরোধ সংক্রান্ত বৈশ্বিক সংস্থা গ্লোবাল টাস্কফোর্স অন কলেরা কন্ট্রোল।


আরও খবর



"মানুষের মাঝে বৈষম্য দূর করাই হোক ঈদের শপথ

প্রকাশিত:বৃহস্পতিবার ১১ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ |

Image

ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী :

১১ এপ্রিল, ২০২৪ মাইজভাণ্ডার শরীফের শাহী ময়দানে ঈদ-উল-ফিতর এর সালাত আদায় করেছেন, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এর চেয়ারম্যান ও মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন, ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী। নামাযের পর তিনি বলেন, "মহান আল্লাহ্ এবং প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাদের মুসলিম জাতিকে একতাবদ্ধ থাকতে নির্দেশ দিয়েছেন। আমাদের প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ছিলেন মানবতার মহান দূত। তার কাছে ধনী-গরিব, জাতি-ধর্ম-শ্রেণী নির্বিশেষে সকলে মানুষ হিসেবে সমান মর্যাদা পেয়েছেন। তিনি আমাদেরকে বলেছেন, এক বিশ্বাসী মুসলমান আরেকজনের জন্য আয়নার মতো। আয়নায় যেমন নিজের রূপটিই প্রতিফলিত হয়, তেমনি যেন আমরা নিজের জন্য যা পছন্দ করি, ভালো মনে করি, তা অন্য ভাইয়ের জন্যও পছন্দ করি। ইসলামের প্রতিটি ক্ষেত্রে মানবতা, সাম্য ও ভাতৃত্বকে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে। প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাদেরকে বারবার বলেছেন, আমাদের চারপাশের দুর্বল, অসহায়দের যত্ন নিতে। প্রতিবেশী অনাহারে, অভাবে থাকলে, হাজারো ইবাদাতও কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। পবিত্র রমজান মাস সংযমের, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও আত্নত্যাগের শিক্ষা দেয়। আমাদের ঈদের আনন্দ  তখনই পূর্ণতা পাবে, যখন সকলে মিলে আমরা ঈদের খুশি ভাগ করে নিতে পারবো। অথচ আজ আমরা দেখছি, রমজান ও ঈদকে ঘিরে একতার বিপরীতে সমাজে বৈষম্য বাড়ছে। বিত্তবানরা বিলাসিতার প্রতিযোগিতায় ব্যস্ত ; আর অভাবীদের সংকট, কষ্ট, ভোগান্তি বেড়েই চলেছে। যাকাত দরিদ্রদের অধিকার হলেও, অনেকে এ হক আদায় করতে উদাসীন। তাই আসুন আমরা ঘুরে দাঁড়াই। প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর আদর্শ অনুসরণে, অভাবগ্রস্ত, অসহায় ও দুস্থদের পাশে দাঁড়াই। নতুন প্রজন্মকে একটি বৈষম্যহীন সমাজ উপহার দেই।

শাহ্জাদা সাইয়্যিদ মেহবুব-এ-মইনুদ্দীন আল হাসানী, শাহ্জাদা সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন আল হাসানী, দরবার শরীফের আওলাদ-এ-পাক এবং ভক্তবৃন্দ জামাতে অংশগ্রহণ করেন।

এরপর মাইজভাণ্ডার শরিফের অলি আল্লাহ্দের মাজার শরিফ জিয়ারত শেষে ফিলিস্তিনের জনগণের মুক্তি ও নিরাপত্তার জন্য বিশেষভাবে প্রার্থনা করেন ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী।


আরও খবর



হিটস্ট্রোকে মারা যাচ্ছে খামারের শত শত মুরগি

প্রকাশিত:রবিবার ২১ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ |

Image

বছর ১৭ আগে মুরগির খামার শুরুর পর ভালোই চলছিল বরিশালের আমানতগঞ্জের সেলিনা হোসেনের। কিন্তু ব্যবসায় বিপত্তি শুরু হয় করোনা মহামারীকালে। এরপর কিছুটা ঘুরে দাঁড়ান। সম্প্রতি বয়ে চলা তাপপ্রবাহ ও তীব্র লোডশেডিংয়ের কারণে হিটস্ট্রোকে মারা গেছে তার প্রায় ৭০০ মুরগি। এতে দিশেহারা হয়ে পড়েছেন স্বামীহারা এ খামারি। 

সেলিনা হোসেন বলেন, পরিবারের একমাত্র উপার্জনের উৎস আমার এ মুরগির খামার। করোনার সময় একবার বড় লোকসান হয়। অনেক মুরগি মারা গিয়েছিল তখন। অনেক কষ্টে আবার ঘুরে দাঁড়াতে পেরেছি। ৮০০ ব্রয়লার মুরগি তুলেছিলাম। কিন্তু এবার সব শেষ। বিদ্যুৎ যায় আসে। যে গরম পড়ছে তাতে ফ্যান চালিয়ে রাখতে হয়। টিনে পানি দিতে হয়। কিন্তু লোডশেডিংয়ের কারণে আরো বেশি স্ট্রোক বেড়েছে। ওষুধ খাইয়েছি, তবু মুরগিগুলোকে রক্ষা করা যায়নি। আবার মুরগি ওঠানোর ক্ষমতা আমার নেই।

সেলিনার মতো অন্য খামারিদের একই হাল। অতিরিক্ত গরম ও লোডশেডিংয়ের কারণে গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি খামারেই দেখা দিয়েছে মড়ক। প্রায় প্রতিদিনই মারা যাচ্ছে শত শত মুরগি। অনেক খামারি লোকসান গুনে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন। এদিকে হিটস্ট্রোকে মুরগি মারা গেলেও প্রাণিসম্পদ দপ্তর থেকে তাদের কাছে কেউ যাচ্ছে না বলে অভিযোগ খামারিদের। 

খামারসংশ্লিষ্টরা জানিয়েছেন, করোনার পর থেকে পোলট্রি খাতে দুর্ভোগ যেন কাটছেই না। এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে পোলট্রিখাদ্যের দাম বেড়ে যাওয়ায় খামার গুটিয়ে নেন বেসরকারি ও ব্যক্তিগত পর্যায়ের প্রায় ৪০ শতাংশ খামারি। এছাড়া খাদ্য ও মুরগির বাচ্চার অতিরিক্ত দামের পাশাপাশি এখন পোল্ট্রি খাতের অন্যতম নীরব ঘাতক হয়ে উঠছে জলবায়ু পরিবর্তন। গত কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহে খামারগুলোয় ব্যাপক হারে ব্রয়লার মুরগি হিটস্ট্রোকে মারা যাচ্ছে। কমে যাচ্ছে ডিম উৎপাদনও। তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য খামারিরা বিদ্যুতের ওপর নির্ভরশীল থাকলেও তীব্র লোডশেডিংয়ের কারণে সেটিও ব্যাহত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, পাঁচদিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়াচ্ছে, আবহাওয়ার পরিভাষায় যাকে বলা হয় তীব্র তাপপ্রবাহ। গতকালও চুয়াডাঙ্গা ও যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বাগেরহাট ও কুষ্টিয়ায়ও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। এ তাপপ্রবাহ আরো বেড়ে সামনে অতি তীব্র তাপপ্রবাহে রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এতে ভবিষ্যৎ নিয়ে আরো বেশি শঙ্কায় রয়েছেন পোলট্রি খামারিরা।

বরিশালে গত কয়েক দিনে ৬১৭টি খামারে প্রায় পাঁচ হাজার ব্রয়লার মুরগি মারা গেছে বলে জানিয়েছেন জেলার পোলট্রি মুরগির খামার মালিকদের সংগঠনের নেতা কালাম শিকদার। তিনি জানান, জেলায় ১ হাজার ৬০৮টি মুরগির খামার রয়েছে। এর মধ্যে ব্রয়লার মুরগির ৬১৭টি, লেয়ার ৫৩৫টি ও সোনালি মুরগির ৪৫৬টি। মাত্রাতিরিক্ত গরমের কারণে পোলট্রি খামারে দেখা দিয়েছে হিটস্ট্রোক। তাপপ্রবাহ থেকে মুরগি বাঁচাতে অনেক খামারে বৈদ্যুতিক পাখা সংযুক্ত করলেও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সেটিও কাজে আসছে না। ফলে পোলট্রি খামারে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন খামারিরা।

তীব্র গরমে খামারে মড়ক লাগলেও কোনো তথ্য দিতে পারেনি জেলার প্রাণিসম্পদ অধিদপ্তর। এ বিষয়ে জানতে চাইলে বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. আবু সুফিয়ান বলেন, গরমের সময় খামারে বারবার পানি স্প্রে ও টিনের চালে ছালার চট ভিজিয়ে রাখার পরামর্শসহ একাধিক গাইডলাইন দেয়া হয়েছে বিভাগের প্রত্যেক মাঠ কর্মকর্তাকে। তারা খামারিদের এ বিষয়ে পরামর্শ দিচ্ছেন। তবে গরমে মুরগির মৃত্যুর বিষয়টি আমাদের অবহিত করা হয়নি এখনো। 

চট্টগ্রামের খামারিরা জানিয়েছেন, ওষুধ ও পানি স্প্রের মাধ্যমে হিটস্ট্রোক নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও প্রতিনিয়ত ব্রয়লার মুরগি মারা যাচ্ছে। আবার লেয়ার মুরগির ডিম উৎপাদন কমেছে প্রায় ১৫ শতাংশ। 

বৃহত্তর চট্টগ্রাম পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি লিটনের খামারে দেড় কেজির বেশি মুরগি ছিল প্রায় চার হাজার। কিন্তু গত দুদিনের গরমে প্রায় এক হাজার মুরগি মারা গেছে জানিয়ে তিনি বলেন, ছোট মুরগি মারা যায় কম। কিন্তু এক কেজি ওজনের বেশি মুরগি প্রচুর মারা যাচ্ছে। আমার বড় মুরগির খামারে গত দুদিনে ২৫ শতাংশই মারা গেছে। আশপাশের সবার ক্ষেত্রেই এমন হচ্ছে। যত ভালো খামার ব্যবস্থাপনাই থাকুক এ গরমে মুরগি মারা যাবেই। তবে এ বছর মৃত্যুটা বেশি। 

একই কথা জানান রাউজান উপজেলার অর্ণব পোলট্রি ফার্মের স্বাত্বাধিকারী দেবাশীষ ভট্টাচার্য্য। তিনি বলেন, গত কয়েক দিনের তীব্র তাপপ্রবাহে আমার খামারের বেশকিছু মুরগি মারা গেছে। আরো কিছু মুরগির অবস্থা সংকটাপন্ন। লেয়ার মুরগির ডিম উৎপাদন কমে গেছে। স্যালইন, ভিটামিন সি খাওয়ানোর পাশাপাশি ঠাণ্ডা পানি দিয়ে স্প্রে করে খামারের তাপমাত্রা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। অন্যদিকে গরমের কারণে ভূগর্ভস্থ পানিও তোলা যাচ্ছে না। এ কারণে পানিরও সংকট আছে। এভাবে গরম পড়তে থাকলে খামার রক্ষণাবেক্ষণ করা সম্ভব হবে না। কম দামে তখন বিক্রি করে দিতে হতে পারে।

চট্টগ্রাম প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় প্রায় চার হাজার ব্রয়লার ও পাঁচ শতাধিক লেয়ার মুরগির খামার আছে। চট্টগ্রাম আঞ্চলিক মুরগি খামারের উপপরিচালক মো. আলমগীর বণিক বার্তাকে বলেন, অনেক বেসরকারি পর্যায়ের খামারে গরমের কারণে মুরগি মারা যাওয়ার খবর শুনেছি। তবে সরকারি খামারগুলোয় এখন কোনো মুরগি মারা যাওয়ার ঘটনা ঘটেনি। খামারগুলোয় তাপমাত্রা নিয়ন্ত্রণে আমরা বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছি।

যশোরে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বোচ্চ। আগের দিন ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েক দিনের তীব্র গরমে ১০ হাজারের মতো মুরগি মারা গেছে। শহরের নাজির শংকরপুর এলাকার খামারি সানজিদা বেগম বলেন, প্রচণ্ড গরমে মুরগি মারা যাচ্ছে। আমার খামারে ৭০০ মুরগি ছিল। এখন আছে ২৫০টি। 

জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, যশোরে মুরগি খামার রয়েছে ১ হাজার ৫৩৪টি। সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তপু কুমার জানান, তার অধীনে ২৪৯টি ব্রয়লার ও ২৫টি লেয়ার মুরগির খামার রয়েছে। কয়েক দিন ধরে যশোরে প্রচণ্ড গরম পড়েছে। এতে মুরগির হিটস্ট্রোক বেড়ে গেছে। খাওয়া কমে গেছে। তবে কী পরিমাণ মুরগি মারা গেছে তার হিসাব নেই।

তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকায় রংপুরের খামারিরাও দুশ্চিন্তায় আছেন। লোডশেডিং তাদের আতঙ্ক আরো বাড়িয়ে দিয়েছে। জেলায় লেয়ার মুরগির খামার আছে দেড় শতাধিক এবং ব্রয়লার চার শতাধিক। 

রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মোস্তাফিজার রহমান বলেন, গরমে সাধারণত ৩৪ ডিগ্রি তাপমাত্রাকে সহনীয় ধরা হয়। এর ওপরে গেলে অস্বাভাবিক তাপমাত্রা বলা হয়, যা সব প্রাণীর জন্য ক্ষতিকর। হিটস্ট্রোকসহ নানা অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।

এ মুহূর্তে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর তাতেই কপালে চিন্তার ভাঁজ আরো বেড়েছে খামারিদের। এ গরম চলতে থাকলে মুরগির মৃত্যু আরো যে কত বাড়বে তা নিয়েই আতঙ্কিত তারা।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, কয়েক দিন ধরে তাপমাত্রা বেশি ছিল। কিছু স্থানে হালকা বৃষ্টি হলেও তাপমাত্রা কমেনি। আগামী দুদিন তাপমাত্রা আরো বাড়তে পারে। খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোয় বেশি গরম পড়ার আশঙ্কা রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী আবহাওয়া বিরূপ আচরণ করছে। এর সঙ্গে নগরায়ন ও গাছপালা কেটে ফেলার কারণে খারাপ হচ্ছে বাংলাদেশের আবহাওয়া।

পোলট্রি বিজ্ঞানীদের সঙ্গে কথা বলে জানা যায়, মুরগির বাচ্চার তাপমাত্রা সহ্যক্ষমতা বেশি থাকে। তবে বয়সের সঙ্গে সঙ্গে তা কমে আসে। এ কারণে বড় আকারের মুরগি হিটস্ট্রোকে বেশি মারা যায়। 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোলট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. শওকত আলী বলেন, অতিরিক্ত গরমে তুলনামূলক ব্রয়লার মুরগি বেশি মারা যায়। কারণ তাদের সহ্যক্ষমতা কম। গরমে ব্রয়লার মুরগি খাবার কমিয়ে দেয়। সে কারণে তার খাবারে এনার্জির পরিমাণ বাড়িয়ে দিতে হবে। টিনের চালে পানি বা ভেজা বস্তা দিতে হবে যেন শেড ঠাণ্ডা থাকে।


আরও খবর



নওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

প্রকাশিত:সোমবার ২২ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ |

Image

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে সালাউদ্দিন ওরফে টনি (৩৫) নামের এক ব্যক্তিকে মৃত্যুদন্ড রায় দিয়েছেন বিজ্ঞ আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। সোমবার ২২ এপ্রিল দুপুরে নওগাঁর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এই রায় দেন। 

মৃত্যুদন্ড প্রাপ্ত সালাউদ্দিন নওগাঁ জেলার পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার মুরাদপুর গ্রামের আজিজার রহমানের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে অর্থদন্ড দেওয়া হয়েছে। 

আদালত ও মামলার এজহার সূত্রে জানা গেছে, ২০১৯ সালে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ধানসা গ্রামের আবু কালামের মেয়ে তুকাজ্জেবার (২৪) সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মুরাদপুর গ্রামের সালাউদ্দিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সালাউদ্দিন তুকাজ্জেবার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করতো। ২০২০ সালের ২৯ জুন তুকাজ্জেবা স্বামী সালাউদ্দিনকে নিয়ে বাবার বাড়ি নিয়ামতপুরের ধানসা গ্রামে বেড়াতে আসেন। পারিবারিক কলহের জেরে শ্বশুড় বাড়িতে থাকা অবস্থায় ১জুলাই সালাউদ্দিন তার স্ত্রী তুকাজ্জেবার গলায় কাঁচি দিয়ে খুঁচিয়ে গুরুত্বরভাবে জখম করে। ওই দিন সকাল সাড়ে ৫টার দিকে তুকাজ্জেবা ও সালাউদ্দিনের ঘর থেকে চিৎকারের শব্দ পেয়ে তুকাজ্জেবার বাবা ও মা  বাইরে থেকে ঘরের দরজা খোলার চেষ্টা করেন। এক পর্যায়ে প্রতিবেশি রবিউল ইসলাম লাথি মেরে দরজা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে তুকাজ্জেবাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। এ সময় সালাউদ্দিনের হাতে কাপড় কাটার কাঁচি দেখতে পায় তারা। আহত অবস্থায় উদ্ধার করে তুকাজ্জেবাকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

স্ত্রীকে আহত করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন সালাউদ্দিন কে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় নিহত তুকাজ্জেবার বাবা আবু কালাম বাদীয় হয়ে সালাউদ্দিনের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে  মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা ২০২২ সালের ২২ জুন আদালতে সালাউদ্দিনের বিরুদ্ধে দন্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ পত্র দাখিল করেন। রাষ্ট্রপক্ষের মোট ১৮জন সাক্ষীর মধ্যে আদালতে ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। রাষ্ট্র ও আসামী পক্ষের দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে সালাউদ্দিনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় নওগাঁর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার আদেশ দেন। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। 

আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি শুনানি করেন জেলা ও দায়রা জজ আদালতের সরকারী কৌঁসুলি (পিপি) আব্দুল খালেক এবং আসামী পক্ষে মামলাটি শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আতিকুর রহমান। সরকারি কৌঁসুলি আব্দুল খালেক বলেন, সমস্ত সাক্ষ্য প্রমাণ শেষে আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় বিচারক আসামীকে সর্বোচ্চ শাস্তি প্রদান করেছেন। রায়ে হাইকোর্ট বিভাগে মৃত্যুদন্ড বহাল রাখা সাপেক্ষে আসামী সালাউদ্দিনকে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার কথা বলা হয়েছে। এ রায় হত্যা মামলার ক্ষেত্রে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন এই আইনজীবী।


আরও খবর



জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিলো বাংলাদেশ

প্রকাশিত:শুক্রবার ০৫ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৭ এপ্রিল ২০২৪ |

Image

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে দখলদার ইসরাইলের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ হয়েছে। শুক্রবার হওয়া এ প্রস্তাবে ইসরাইলের বিরুদ্ধে ভোট দিয়েছে বাংলাদেশসহ ২৮টি দেশ।

প্রস্তাবটির বিষয় ছিল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় করা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনা।

এছাড়া এই প্রস্তাবে ইসরাইলে সব ধরনের অস্ত্র সরবরাহ বন্ধের দাবি জানানো হয়েছে। কারণ গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইলি সেনারা।

সবসময় ফিলিস্তিনের পক্ষে থাকা বাংলাদেশ এই প্রস্তাবের পক্ষে এবং ইসরাইলের বিপক্ষে ভোট দিয়েছে। তবে এই প্রস্তাবের বিরুদ্ধে এবং ইসরাইলের পক্ষে ভোট দিয়েছে ছয়টি দেশ এবং ভোটদানে বিরত ছিল ১৩টি দেশ।

প্রস্তাবের পক্ষে এবং ইসরাইলের বিপক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ, আলজেরিয়া, বেলজিয়াম, ব্রাজিল, বুরুন্ডি, চিলি, চীন, আইভরি কোস্ট, কিউবা, ইরিত্রিয়া, ফিনল্যান্ড, গাম্বিয়া, ঘানা, হন্ডুরাস, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, কুয়েত, কিরগিজস্তান, লুক্সেমবার্গ, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, কাতার, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, সংযুক্ত আরব আমিরাত ও ভিয়েতনাম।

প্রস্তাবের বিপক্ষে ও ইসরাইলের পক্ষে ভোট দিয়েছে আর্জেন্টিনা, বুলগেরিয়া, জার্মানি, মালাউই, প্যারাগুয়ে ও যুক্তরাষ্ট্র।

ভোটদানে বিরত ছিল আলবেনিয়া, বুলগেরিয়া, ক্যামেরুন, কোস্টারিকা, ডোমিনিকান রিপাবলিক, ফ্রান্স, জর্জিয়া, ভারত, জাপান, লিথুয়ানিয়া, মন্টিনিগ্রো, নেদারল্যান্ডস ও রোমানিয়া।

যুদ্ধপরাধের দায়ে অভিযুক্ত ইসরাইলকে জবাবদিহিতার মধ্যে আনা এ প্রস্তাবটি বেশ গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য বিষয়ক সহকারী প্রফেসর মার্ক ওয়েন জোনস। তবে তিনি সঙ্গে এও জানিয়েছেন, বাস্তবে এটির খুব বেশি কার্যকারিতা নেই।

এই প্রফেসর সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেছেন, প্রতীকি অর্থে প্রস্তাবটি খুবই গুরুত্বপূর্ণ। এবারই প্রথমবার জাতিসংঘের মানবাধিকার কমিশন এই অবস্থান নিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনা এবং তাদের অস্ত্র না দেওয়ার প্রস্তাবে ইউরোপের অনেক দেশ সমর্থন জানিয়েছে। অথচ যুদ্ধের শুরুতে বেশিরভাগ ইউরোপীয়ান দেশ ইসরাইলের পক্ষে অবস্থান নিয়েছিল।

যারমধ্যে ফিনল্যান্ড, লুক্সেমবার্গ এবং বেলজিয়াম সরাসরি ইসরাইলের বিরুদ্ধে ভোট দিয়েছে এবং ফ্রান্স ভোটদানে বিরত ছিল। অর্থাৎ প্যারিসও এতে সমর্থন জানিয়েছে।

যেহেতু মানবাধিকার কাউন্সিলের মাত্র ছয়টি দেশ ইসরাইলের পক্ষে ভোট দিয়েছে। সে কারণে গাজার যুদ্ধে ইসরাইল যে কৌশল অবলম্বন করছে। সেটি পরিবর্তন করতে তাদের ওপর চাপ তৈরি হবে।


আরও খবর

ইসরায়েলে লেবাননের রকেট হামলা

মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪