![Image](https://cdn.bdtodays.com/images/614729a2d67b45eec6da37ce95b77c0f.jpeg)
দেড় মাস পর ব্যাট হাতে ফিরলেন তামিম ইকবাল। মিরপুরের একাডেমি
মাঠে ১৫ মিনিট ব্যাটিং অনুশীলন করেছেন সদ্য সাবেক অধিনায়ক। এসময় কোন অস্বস্তিও বোধ
করেন নি। তামিম ব্যাটিংয়ে ফেরায় স্বস্তিতে ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ড সিরিজে
ফিরবেন বলে আশাবাদী বিসিবি।
ক্রিকেট থেকে আর কতদিন দূরে থাকবেন তামিম ইকবাল? খেলাটি যে তার রক্তে মিশে
আছে। একদিন দুইদিন করে ৪৫ দিন পর ব্যাট হাতে ফিরেছেন খান সাহেব।
এর মাঝে কতকিছুই তো হলো। অবসর নিয়েছেন, আবারো ফিরেছেন। ছুটিতে যাবার
আগে গণমাধ্যমে অভিযোগ করেছেন। চিকিৎসা শেষে ফিরে পুনর্বাসন প্রক্রিয়াও শেষ করেছেন।
এবার ব্যাট হাতে স্কিলের পরীক্ষা। তবে প্রথম দিন মাত্র ১৫ মিনিটের জন্য। একাডেমি
মাঠে ফ্রন্টফুট-ব্যাকফুটে নক করেছেন। কোন অস্বস্তিবোধ করেননি এ বা হাতি ব্যাটার।
স্বস্তিতে বিসিবিও।
বিসিবির পরিচালক জালাল ইউনুস বলেন, আমরা চাচ্ছিলাম (তামিম) যত
তাড়াতাড়ি সম্ভব ফেরত আসুক। আমরা আগেই ক্যালকুলেট করেছিলাম যে ১৮-১৯ তারিখে ব্যাক
করবে, এরপর ব্যাটিং শুরু করবে। সে তাড়াতাড়ি রিকভার করে জাতীয়
দলে ফিরবে। আমরা আশা করি, সে ভালো করছে। ব্যাটিংয়ে নেমেছে,
ইন্টেন্সিটি বাড়ানোর পরে বোঝা যাবে।
দল যখন এশিয়া কাপের প্রস্তুতি নিচ্ছে তখন তামিমের লড়াইটা
নিজেকে ফিরে পাবার। ব্যাটিং করার পর, মূল মাঠে ফিটনেস নিয়ে কাজ করেন। সাথে ছিলেন
বিসিবির পুনর্বাসন কেন্দ্রের নতুন ফিজিও কিয়েরন থমস। পুরোদমে অনুশীলন শুরু করলেই
ফিরে আসার রোডম্যাপ স্পষ্ট হবে। বিসিবি আশাবাদী নিউজিল্যান্ড সিরিজেই খেলবেন তামিম
ইকবাল।