Logo
শিরোনাম

ওজন কমাতে লেবু পানি ?

প্রকাশিত:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১৩ অক্টোবর ২০২৪ |

Image

ওজন কমাতে সবাই কত কিছুই না করেন। এর মধ্যে লেবু পানি খেয়ে ওজন কমানোর কথা অনেকেই বলে থাকেন। ওজন কমানোর প্রচলিত পদ্ধতির মধ্যে এটি একটি।

লেবু পানি খেলে সত্যিই কি ওজন কমে? ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবুর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি রয়েছে। এই ভিটামিন শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয় বা ডিটক্সিফাই করে। কিন্তু শরীর ডিটক্সিফাই করার জন্য আরও বিশেষ দুটি অঙ্গ রয়েছে। এগুলো হচ্ছে লিভার ও অন্যটি কিডনি।

কিডনির ছাঁকনি পদ্ধতি শরীর থেকে ক্ষতিকর পদার্থ আলাদা করে বের করে দেয়। ভারতীয় পুষ্টিবিদ বাত্রা ওই প্রতিবেদনে লেবু পানির নানা উপকারিতার কথা জানিয়েছেন। তার কথায়, বিশেষ কোনও একটি পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়, এই ধারণা ঠিক নয়। তিনি জানান লেবু পানি ওজন কমায়, এর সপক্ষে যথেষ্ট তথ্যপ্রমাণ নেই। এখনও বিজ্ঞানের গবেষণা এই ব্যাপারে যথেষ্ট তথ্য দিতে পারেনি। তাই লেবু পানি খেলেই ওজন কমবে, এমন ধারণা করাটাও ঠিক হবে না।

তবে পুষ্টিবিদ বাত্রা ওজন কমানোর জন্য অন্য বেশ কিছু পানীয়ের কথা জানিয়েছেন। তার মধ্যে অন্যতম হল অ্যালোভেরার শরবত। পানিতে অ্যালোভেরার শাঁস মিশিয়ে বানাতে হয় এই শরবত। রোজ সকালে এটি খেলে দ্রুত ওজন কমবে বলেই জানিয়েছেন এই পুষ্টি বিশেষজ্ঞ।


আরও খবর

লবঙ্গ চা খেলে যেসব উপকার পাবেন

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪




রাজধানীর যানজট নিরসনে কোন অগ্রগতি নেই

প্রকাশিত:সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৩ অক্টোবর ২০২৪ |

Image

শফিক আহমেদ, সাংবাদিক :

জনস্বার্থে কিছু কথা : রাজধানীর যানজট নিরসনে অগ্রগতি নেই।এর কারন ট্রাফিক পুলিশের এক ধরনের নিষ্ক্রীয়তাকেই দায়ী করছেন অনেকেই, মাঠে কাজ করা ট্রাফিক পুলিশদের সাথে কথা বললে,নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাফিক ইন্সপেক্টর জানালেন,রাস্তায় পর্যাপ্ত নিরাপওার অভাবে তারা ঠিকমত কাজ করতে পারছেন না৷ এর কারন, থানা পুলিশের সাপোর্ট নাই, কোন কারনে,ঝামেলা হলে পুলিশ সাথে সাথে সাপোর্ট দিচ্ছেনা। তাই তারা রাস্তায় নিরাপদ মনে করছেন না। রাজধানীর অধিকাংশ থানাপুলিশ এখন তারা তাদের  নিজেদের গুছিয়ে উঠতে পারছেনা। গত ৫ আগষ্টের পর পুড়িয়ে দেয়া অধিকাংশ থানা এখন ও মেরামত করা সম্ভব হয়নি। এছাড়া জনবল সমস্যা, পুড়ে যাওয়া যানবাহন রিপ্লেস না হওয়ার কারনে মুভম্যান্ট করা যাচ্ছেনা। পুলিশের এমন অভিযোগের সত্যতা মিলল যাত্রাবাড়ী থানায়৷ গত দেড় মাসে ও থানার অবকাঠামো ঠিক হয়নি । যাত্রাবাড়ী থানাপুলিশ ডেমরা থানায় কার্য্যক্রম মামলা, জিডি নিচ্ছেন৷ যদিও বাস্তবে তার কোন কার্য্যক্রম নেই। 


এ ছাড়া বিগত সরকার ব্যাটারি রিকশা চলাচলে রাজধানীতে অনুমোতী দেয়ায়, অবাধে চলছে ব্যাটারি রিকশা। যার ফলে যানজট নিরসন করা সম্ভব হচ্ছেনা। 

তাই যানজট নিরমনে ট্রাফিক পুলিশকে নিরাপওা দেয়া সহ থানা পুলিশের কার্য্যক্রম দ্রুততম করা, ফুটপাতে বাজার, দোকান পাট, বন্ধ করা ব্যাটারি রিকশা চলাচল বন্ধ করলেই কেবল যানজট অনেকাংশেই নিরসন করা সম্ভব বলে সাধারন লোকজনের মতামত।


আরও খবর



২৮ হাজার ৬২৫ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

প্রকাশিত:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৭ অক্টোবর ২০২৪ |

Image

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশিসহ ২৮ হাজার ৬২৫ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষ হওয়ার পর তাদের নিজ দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

৯ সেপ্টেম্বর দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক রুসলিন জুসোহ এক বিবৃতিতে জানিয়েছেন, মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে সাজা শেষে তাদের নিজ নিজ দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই হওয়ার পর আকাশ ও স্থলপথে ফেরত পাঠানো হয়

এই সংখ্যায় কতজন বাংলাদেশি রয়েছেন, তা জানা যায়নি। তবে এখনো ডিটেনশন ক্যাম্পে ১৬ হাজার ৭২ অভিবাসী আটক রয়েছেন। তাদের সাজা শেষে নিজ নিজ দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাইয়ের পর ফেরত পাঠানো হবে



আরও খবর



নওগাঁয় বৈষম্য দূরীকরণে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

প্রকাশিত:মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর 20২৪ | হালনাগাদ:শনিবার ১২ অক্টোবর ২০২৪ |

Image

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ,  শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য মানববন্ধন ও স্মারক লিপি প্রদান  করেছে বেসরকারি স্কুল ও মাদরাসা শিক্ষা পরিবার। মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর বেলা ১১ টার দিকে ডিসি অফিসের সামনে প্রায় ঘন্টা ব্যাপি বেসরকারি স্কুল ও মাদরাসা শিক্ষা পরিবারের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠানের ৯৭ শতাংশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানসমুহ জাতীয়করণ করা অত্যন্ত জরুরী। বিগত দিনে ফ্যাসিষ্ট সরকার পরিকল্পিতভাবে মাধ্যমিক শিক্ষাকে ধ্বংশের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। জুলাই-আগস্ট বিপ্লবের মধ্যে দিয়ে ছাত্র-জনতার বৈষম্য বিরোধী দেশ গড়ার যে স্বপ্ন আমাদের দেখিয়েছে তাতে আমরাও নতুন করে স্বপ্ন দেখছি, আপনার গতিশীল নেতৃত্বে মাধ্যমিক শিক্ষা আবার জেগে উঠবে। আপনার এ স্বপ্নযাত্রায় আমরাও আপনার সহযাত্রী হতে প্রস্তুত, তারা আরও বলেন, শিক্ষকরা প্রশাসনে অনভিজ্ঞ, জেলা শিক্ষা অফিসার ও উপপরিচালক পদে তাঁদের পদায়ন করা হলে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক শূন্যতা যেমন সৃষ্টি হয় তেমনি ক্লাসরুম শিক্ষকতায় অভিজ্ঞ একজন শিক্ষককে উল্লেখিত পদ সমূহে পদায়ন করা হলে বিভিন্ন বিধি বিদান সম্পর্কে পূর্ব জ্ঞান না থাকায় কারণে অফিসের অভিজ্ঞয়া সম্পন্ন নিম্নপদের লোকজনের পরামর্শ দ্বারাই পরিচালিত হতে হয়। প্রশাসনিক দৃঢ় সিদ্ধান্ত তাঁরা গ্রহন করতে পারেনা। এজন্য উপজেলা, জেলা, অঞ্চল ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখায় ৩১ বছর শিক্ষা প্রশাসনের কাজের দক্ষতা সম্পন্ন ৬ষ্ঠ গ্রেড অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণের পদোন্নতি ও পদায়নের জোর দাবী করছেন এবং ৭ম গ্রেড প্রাপ্ত সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসারদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসাবে পদায়ন করার দাবি জানান তারা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াশিউর রহমান এর দিকনির্দেশনায়, অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ মাহতাফ হোসেন, সভাপতি বাংলাদেশ বেসরকারি মাধ্যমিক  শিক্ষক  কর্মচারী কল্যাণ সমিতি  নওগাঁ জেলা প্র/শি সেন্ট্রাল বালিকা উচ্চ  বিদ্যালয়, সাইফুল ইসলাম সভাপতি শিক্ষক সমিতি নওগাঁ, সদর  উপজেলার বেসরকারি শিক্ষক সমিতির আহবায়ক শালুকা উচ্চ বিদ্যালয়ের প্র/ শি, মোঃ হারুন-অর রশিদ, সদস্য সচিব চকআতিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, যুগ্ন আহবায়ক শৌলগাছি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাফফর, কোষাধ্যক্ষ আল ফারুক ইসলামী একাডেমির প্র/শি, আমিরুল মুমিনুল, পাহাড়পুর জি এম উচ্চ বিদ্যালয়ের প্র/শি আক্তারুজ্জামান  সহ প্রমুখ।

মানববন্ধন শেষে তারা জেলা প্রসাসকের প্রতিনিধি শিক্ষা ও আইসিটি শাখায় সারকলিপি প্রদান করেন।


আরও খবর



বাংলাদেশ জাসদ জাতীয় কমিটির সভায়

সংবিধান সংস্কার প্রসঙ্গে ঐক্যমতের জন্য রাজনৈতিক দলসমূহের সাথে মত বিনিময়ের সিদ্ধান্ত

প্রকাশিত:শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ |

Image

২০ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল – বাংলাদেশ জাসদ জাতীয় কমিটির তৃতীয় সভা ঢাকাতে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে দলের সভাপতি জনাব শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন দলের সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সর্বজনাব মুশতাক হোসেন, আবদুল কাদের হাওলাদার, নুরুল আলম মন্টু, হেমায়েতুল্লাহ হিরো, এটিএম মহব্বত আলী, শহীদুল ইসলাম মিরন, করিম সিকদার, রফিকুল ইসলাম খোকন, বাদল খান, আনোয়ারুল ইসলাম বাবু, নাসিরুল হক নওয়াব, মনজুর আহমেদ মনজু প্রমুখ। সভা পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী সাজু। সভায় ৩০ টি জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে জুলাই-আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানে শহীদ ও সাম্প্রতিককালে মৃত্যুবরণকারী দলের সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় জাসদ (ইনু) যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাসদে যোগদানের জন্য জনাব রোকনুজ্জামান রোকনকে সম্বর্ধিত করা হয়।