Logo
শিরোনাম

বাজারে কমেছে পেঁয়াজের দাম

প্রকাশিত:সোমবার ১১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ |

Image

দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। তবে বেড়েছে কাঁচা মরিচের দাম। কেজিপ্রতি প্রকারভেদে কমেছে ৩ থেকে ৬ টাকা। বর্তমানে প্রতিকেজি ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৬ টাকায় এবং নাসিক জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকা দরে। অন্যদিকে একদিনের ব্যবধানে বৃদ্ধি পেয়েছে ভারত থেকে আমদানিকৃত কাঁচা মরিচের দাম। কেজিপ্রতি ৩০ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে।

হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। তবে পেঁয়াজের দাম কমাতে কিছুটা স্বস্তি পেলেও কাঁচা মরিচের দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। সরবরাহ বৃদ্ধির কারণে কমেছে দাম এবং সরবরাহ কমের কারণে বেড়েছে কাঁচা মরিচের দাম বলছেন ব্যবসায়ীরা।

বগুড়া থেকে পেঁয়াজ কিনতে আসা মিনারুল ইসলাম নামে একজন পাইকার বলেন, পেঁয়াজের দাম কিছুটা কমেছে। বর্তমানে একটু খারাপ মানের পেঁয়াজ ৪০ টাকা এবং ভালো মানের পেঁয়াজ ৪৮ টাকা দরে কিনলাম। তবে দাম অনেকটাই বেশি। ২৫ থেকে ৩০ টাকার মধ্যে দাম থাকলে আমাদের খুচরা বাজারে বিক্রি করতে সুবিধা হয়।

হিলি বাজারে কাঁচা মরিচ কিনতে আসা হাফিজার রহমান বলেন, কাঁচা মরিচের দাম কিছুতেই কমছে না। একদিনের ব্যবধানে আবারও দাম বৃদ্ধি পেয়েছে। যার জন্য ২৫০ গ্রাম কাঁচা মরিচ কিনলাম। ৩০ থেকে ৪০ টাকার মধ্যে দাম থাকলে আমাদের অনেক সুবিধা হতো।

হিলি কাস্টমসের তথ্য মতে, গেল সপ্তাহের বৃহস্পতিবার ভারতীয় ৫৫ ট্রাকে ১ হাজার ৬৪২ টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।


আরও খবর

স্বস্তি ফেরেনি নিত্যপণ্যের বাজারে

শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪




ত্রিপুরায় অনুপ্রবেশ ৪ বাংলাদেশি আটক

প্রকাশিত:শনিবার ০৭ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ |

Image

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার সীমান্ত এলাকা থেকে চার বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ

শনিবার সকালের দিকে রাজ্যের ধর্মনগর এলাকা থেকে ওই বাংলাদেশিদের আটক করেছে ত্রিপুরা পুলিশ। দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে

এতে বলা হয়েছে, ত্রিপুরায় চার বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। অবৈধ উপায়ে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়েছে

ত্রিপুরা পুলিশ বলেছে, বাংলাদেশের একটি শহরের কাছের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার পর উনাকোটি জেলার কুমারঘাটে ঘুরে বেড়াতে দেখা যায় ওই চার বাংলাদেশিকে

আটককৃতরা হলেন, বাংলাদেশের বাগেরহাট জেলার মুরালগঞ্জের মোহাম্মদ হানিফ (৫০), একই জেলার গোপালপানি এলাকার মোহাম্মদ ইউসুফ আলী (৩৫), জামালটিলা এলাকার পারুল বেগম এবং জেসমিন আক্তার

ত্রিপুরা পুলিশ বলেছে, আটককৃতরা ত্রিপুরায় প্রবেশের পর সারা রাত অটোরিকশায় করে ঘুরে বেড়িয়েছেন। পরে ধর্মনগর শহরের এলআইসি অফিসের কাছে তাদের নামিয়ে দেওয়া হলে টহল কর্মকর্তাদের মাঝে সন্দেহের সৃষ্টি হয়

পুলিশের কর্মকর্তারা জিজ্ঞাসাবাদে অবৈধ অনুপ্রবেশের তথ্য পান। পুলিশ বলেছে, জিজ্ঞাসাবাদে ওই বাংলাদেশিরা জানান, রাজধানী ঢাকার রুবেল নামের এক ব্যক্তি তাদের অবৈধভাবে ভারতে প্রবেশের ব্যবস্থা করে দিয়েছেন। ভারতের বেঙ্গালুরুতে তাদের চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। তবে চুক্তি অনুযায়ী, বেঙ্গালুরুতে পৌঁছানোর পর রুবেলকে টাকা দেওয়ার কথা ছিল তাদের

ত্রিপুরা পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, কর্মসংস্থানের সন্ধানে ভারতে পাড়ি জমানো বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে। ত্রিপুরা পুলিশ তাদের আটকের পর আদালতে হাজির করেছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে


আরও খবর

শ্রম আইনে বড় পরিবর্তন এনেছে সৌদি আরব

শুক্রবার ০৬ সেপ্টেম্বর ২০২৪




ফুলবাড়িতে ১০০শত পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

প্রকাশিত:রবিবার ১৮ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ |

Image

উত্তম কুমার মোহন্ত,ফুলবাড়ী (কুড়িগ্রাম) :

কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০শত পিচ ইয়াবাসহ ট্যাবলেট সহ দুই মাদক কারবারি কে আটক করে।

জানাযায়, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নত্তয়াবুর রহমানের নেতৃত্বে, পুলিশের মাদক উদ্ধার কারী একটি চৌকস টিম শুক্রবার ১৬ (আগষ্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের সানাউল্লাহ নূরানী মাদ্রাসার দক্ষিণ দিকে কাঁচা রাস্তার উপরে দুই জন মটরসাইকেল আরোহী কে তল্লাশি করে একশত পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বহনকরা মটর সাইকেল সহ দুজনকে হাতেনাতে আটক করে। আটককৃতরা হলেন রংপুর জেলার কাউনিয়া উপজেলার টেপা মধুপুর এলাকার মোঃ নাজমুল ইসলাম (২৫)ও মোঃ জাহেদুল ইসলাম (২৩)

এব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নত্তয়াবুর রহমান জানান,আটককৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে দুপুরের দিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরও খবর



ড. ইউনূসের নেতৃত্বে অর্থনৈতিক পরিষদ গঠন

প্রকাশিত:মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ |

Image

প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূসকে চেয়ারপারসন করে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) গঠন করা হয়েছে। পরিষদে সদস্য হিসেবে থাকছেন উপদেষ্টা পরিষদের সব সদস্য। পরিষদ গঠন করে সোমবার ( সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, পরিষদকে সহায়তাদানকারী কর্মকর্তা হিসেবে থাকছেন-মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব/সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পরিকল্পনা বিভাগের সচিব, পরিকল্পনা কমিশনের সদস্যরা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের সচিবরা।

পরিষদের কার্যপরিধিতে বলা হয়, সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কিত নীতি কৌশল গ্রহণে দিক-নির্দেশনা দেওয়া; দীর্ঘমেয়াদি মধ্যমেয়াদি পরিকল্পনা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি কর্মপন্থা চূড়ান্তকরণ এবং অনুমোদন প্রদান; দীর্ঘমেয়াদি মধ্যমেয়াদি পরিকল্পনা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা; আর্থ-সামাজিক উন্নয়নে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ দিক-নির্দেশনা প্রদান এবং জাতীয় অর্থনৈতিক পরিষদের দায়িত্ব পালনে সহায়ক বিবেচিত যে কোনো কমিটি গঠন।

প্রজ্ঞাপনে বলা হয়, পরিষদের বৈঠক প্রয়োজনানুসারে অনুষ্ঠিত হবে। পরিকল্পনা বিভাগ পরিষদকে সাচিবিক সহায়তা দেবে।

বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ১৮ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।