Logo
শিরোনাম

বোকা শব্দটা খুব ছোট হলেও এর দর্শনটা খুব গভীর

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ জুলাই ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২৪ জুন ২০২৫ |

Image

অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরীর ফেসবুক থেকে নেয়াঃ

পৃথিবীর সবচেয়ে কমেডি চরিত্র হচ্ছে বোকা | ট্রাজিডি চরিত্রও হচ্ছে বোকা | খুব বিব্রতকর একটা চরিত্র, যেটা বহুমাত্রিক ও পরিবর্তনশীল | ঠিক নাটকের চরিত্র নয়, নাটকের বাইরের বাস্তব জীবনের চরিত্রও এটি | যেটা  গড়তে গড়তে ভেঙে যায়, ভাঙতে ভাঙতে গড়ে উঠে | 

বোকা শব্দটা খুব ছোট হলেও এর ভিতরের মনস্তত্ব ও দর্শনটা খুব গভীর | সবাই নিজেকে বোকা প্রমাণ করতে যেমন ভালোবাসে, ঠিক তেমনি অন্যকেও বোকা বানাতে ভালোবাসে | আপাতদৃষ্টিতে মনে হতে পারে, বোকা তো বোকাই, এটা প্রমাণের কি দরকার | 

তাছাড়া এটা বিজ্ঞানের কোনো সূত্রও নয় যে এটাকে প্রমাণ করে দেখাতে হবে | তারপরও বোকা প্রমাণের সুযোগটা কেউ হাতছাড়া করতে চায়না | 

মানুষ নিজের স্বার্থে বোকা সাজে, আবার নিজের স্বার্থে চালাক সাজে, নিজের স্বার্থে অন্যকে বোকা বানায়, নিজের স্বার্থে অন্যকে চালাক সাজায়  | বিষয়টা অনেকটা আয়নাবাজির মতো | যেখানে মানুষ নিজের প্রয়োজনে চরিত্র বদলায়, রং পাল্টায়, স্বার্থ উদ্ধারের পর আবার আবার পরবর্তী অভিনয়ের জন্য তৈরী হয়  | 

অভিনয় একটা কৌশল, অভিনেতা সে কৌশলের একটা অংশ মাত্র | অথচ এখন অভিনয় মানুষ নামের অভিনেতাদের পেটে ঢুকে গেছে অথচ হজম হচ্ছেনা  | মানুষ এখন খুব ক্ষুধার্ত, না কোনো খাদ্যের অভাবে নয় | বরং নিজেদের ভোগ বিলাস মেটানোর অভাবে  | 

বড় বড় মানুষরা এই রোগের নাম দিয়েছে ভোগবাদিতা | ভোগবাদী বোকাদের অভিনয় কমেছে, অভিনেতা সাজার ক্ষুধা বেড়েছে | সে ক্ষুধার পেট এতটাই বড় হচ্ছে যে তা কখন সেই  মানুষটাকেই খেয়ে ফেলবে তা হয়তো সে নিজেও জানেনা | 

তবে আমি একজন প্রকৃত বোকা খুঁজছি | কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছিনা | কাঁচের আয়নার সামনে দাঁড়িয়ে একটা বোকা মানুষকে দেখতে পেলাম | সেখানে আমি ছাড়া কেউ ছিলোনা | তবে আয়নার মানুষটা কে আমি ঠিক বলতে পারছিনা | কারণ আয়নায় যাকে দেখছি সেটা যে আমি তা কিভাবে বিশ্বাস করবো, কারণ নিজের মুখটা যে কখনো নিজে দেখা হয়ে উঠেনি | 

সব মানুষের ভিতরে নিঃস্বার্থ বোকা তৈরী হোক, যারা জানবেনা তারা কি করছে, যারা বুঝবেনা তারা কি করছে, তবে তারা যা করছে তা পৃথিবীর কোনো না কোনো কল্যাণের জন্যই করছে | স্বার্থবাদী মানুষের চোখে নিঃস্বার্থ মানুষরা বোকা হয় | এটাই পৃথিবীর নিয়ম |

কখনো কখনো জ্ঞান আহরণের জন্য মানুষকে বোকা সাজতে হয় | এটাকে নেতিবাচক না ভেবে ইতিবাচক ভাবা যেতে পারে |  কারণ কোনো একটি বিষয়কে একজন মানুষ যেভাবে ভাবছে, অন্যরা হয়তো তাদের মতো করে ভাবছে | সে ভাবনাগুলো থেকে এমন কিছু নতুন সৃষ্টির ধারণা বেরিয়ে আসতে পারে যেটা বোকা মানুষটাকে গবেষণার কিংবা লেখার কোনো নতুন উপাদানের ভাবনায় আক্রান্ত করতে পারে |

তবে বোকা একটি শব্দ মাত্র | সে শব্দটা মানুষ হয়তো তার স্বার্থের কারণেই বানিয়েছে | তবে বোকারা সেটা  কখনো জানতেও পারেনা বা জানার চেষ্টাও করেনা  | আর সেটা  না জানাটাই হয়তো সবচেয়ে  ভালো | কারণ বোকারা কখনো ঘুমায়না,তার শরীরটা বিছানায় গা-এলিয়ে  ঘুমায় | কারণ বোকা মানুষটা তার বাইরের শরীরটাকে  ঘুমিয়ে দিয়ে নিজের ভিতরের বোকা মানুষটাকে  জাগিয়ে রাখতে ভালোবাসে | পৃথিবীতে সবাই ঘুমিয়ে পড়লে জেগে থাকার মানুষ তো আর পাওয়া যাবেনা | 

কাউকে কাউকে আজীবন নিজের সাথে যুদ্ধ করতে করতে জেগে  থাকতে হয় | মানুষের স্বার্থে তাকে ত্যাগের মূল্য দিতে হয় | সামনে এগিয়ে থেকেও সবার পিছনে পিছনে চলতে হয় | পর্দার সামনে আসার কথা থাকলেও পর্দার  পিছনে দাঁড়িয়ে ক্যামেরাম্যানের মতো কাজটা করে যেতে হয় | সবাই ক্যামেরায় বন্দি নায়ক-নায়িকাদের দেখতে ভালোবাসে, অন্তরালের বোকা মানুষটাকে কেউ হয়তো খুঁজেও দেখেনা | হয়তো বোকা মানুষটা সবকিছুই   বুঝে,  মুখটাতে বোকার হাসিটা তারপরও ধরে রাখে আমৃত্যু, তবে সে হাসির পিছনে লুকিয়ে থাকা কান্নাগুলো সে কখনো কাউকে দেখাতে চায়না | মানুষের নির্দয় পৃথিবীতে সে কান্নার মূল্যইবা কতটুকু | বাণিজ্যিক দুনিয়ার চাকচিক্যে সেটা হয়তো কখনো কারো চোখেই পড়েনা | মনকেও এতটুকু নাড়াও দেয়না | 

সব সত্য সত্য নয় , সব মিথ্যা সত্য নয়, সব সত্য মিথ্যা নয়, সব মিথ্যা মিথ্যা নয়  | সবকিছুই একটা খেলা | 


আরও খবর

অভিজাতরা কেন সালাফি হচ্ছে

শুক্রবার ২০ জুন ২০25




বিশ্বব্যাপী শিক্ষার্থীদের ভিসা বন্ধ করলো যুক্তরাষ্ট্র

প্রকাশিত:বুধবার ২৮ মে ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২৪ জুন ২০২৫ |

Image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা সাক্ষাৎকার অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে । বুধবার (২৮ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে নিশ্চিত করা হয় এ তথ্য।

এ বিষয়ে দূতাবাসগুলোতে স্মারকলিপি পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এতে পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত এই বিরতি কার্যকর থাকবে বলে উল্লেখ করা হয়। কারণ হিসেবে বলা হয়, ভিসার জন্য সোশ্যাল মিডিয়া ভেটিং বাড়ানো হবে। ফলে এটি দূতাবাস এবং কনস্যুলেটগুলোতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ বলছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের স্মারকলিপিতে গতকাল মঙ্গলবার মার্কিন দূতাবাসগুলোকে ভিসা প্রার্থী শিক্ষার্থীদের নতুন অ্যাপয়েন্টমেন্ট দিতে নিষেধ করা হয়েছে। তবে যাদের অ্যাপয়েন্টমেন্ট ইতোমধ্যে নির্ধারিত আছে, তাদের কার্যক্রম এগিয়ে নিতে বাধা নেই বলেও জানানো হয়।

স্টুডেন্ট ভিসা সম্পর্কে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি বলেন, দেশে কে আসছে তা যাচাই করার প্রক্রিয়াটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই পদক্ষেপ নেয়া হয়েছে, আর আমরা এটি অব্যাহত রাখব।

সিদ্ধান্তটি এমন সময় আসলো, যখন আমেরিকার কিছু অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ট্রাম্পের বিরোধ তুঙ্গে। ট্রাম্প মনে করেন এই প্রতিষ্ঠানগুলো খুবই বামপন্থী। সেইসাথে তিনি অভিযোগ করেন, কিছু বিশ্ববিদ্যালয় তাদের ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী সক্রিয়তাকে মদদ দিচ্ছে। সেইসাথে, ইহুদি বিদ্বেষের বীজ রোপণের পাশাপাশি, বৈষম্যমূলক ভর্তি নীতিও বাস্তবায়ন করছে।

বর্তমানে প্রচলিত নিয়ম অনুযায়ী, যেসব বিদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে চান, তাদের আগে নিজ দেশে অবস্থিত আমেরিকান দূতাবাসে সাক্ষাৎকার দিতে হয়। এবার সেটিই মূলত বন্ধ করলো ট্রাম্প প্রশাসন।

অপরদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তাদের বাকস্বাধীনতা ক্ষুণ্ন করার অভিযোগ তুলেছে। এর মধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ট্রাম্পের ক্রোধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এর আগে, গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক ছাত্রদের ভর্তি বা বিদেশি গবেষকদের নিয়োগ দেয়ার জন্য হার্ভার্ডের যে ক্ষমতা ছিল, তা বাতিল করে। সেইসাথে প্রত্যাহার করা হয় বিশ্ববিদ্যালয়টির আনুমানিক ১০০ মিলিয়ন ডলার ফান্ড।

বিশ্লেষকগণ মনে করছেন, যদি এই পদক্ষেপ অনুমোদিত হয়, তবে এটি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। কারণ প্রতিষ্ঠানগুলোর এক-চতুর্থাংশেরও বেশি শিক্ষার্থী বিদেশি। আর অনেক প্রতিষ্ঠান তাদের তহবিলের বড় একটি অংশের জন্য এই বিদেশি শিক্ষার্থীদের ওপর নির্ভর করে। কারণ তারাই মূলত উচ্চ টিউশন ফি প্রদান করে।


আরও খবর



স্টারলিংক নিয়ে হোয়াইট হাউসের ভয়ংকর তথ্য

প্রকাশিত:রবিবার ০৮ জুন ২০২৫ | হালনাগাদ:সোমবার ২৩ জুন ২০২৫ |

Image

টেসলা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্কের উপগ্রহ-ভিত্তিক ইন্টারনেট নেটওয়ার্ক স্টারলিংকে নিরাপত্তা ঝুঁকি রয়েছে বলে হোয়াইট হাউজের কয়েকজন বিশেষজ্ঞের বরাত দিয়ে জানিয়েছে আমেরিকার জনপ্রিয় সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্ট।

এমন সময় এই তথ্য প্রকাশিত হয়েছে, যখন গত কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার বন্ধু ধনকুবের ইলন মাস্কের সম্পর্কের ফটল নিয়ে তোলপাড় বিশ্ব।

শনিবার এনবিসির সাক্ষাৎকারে খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ধনকুবের ইলন মাস্কের সঙ্গে তার সম্পর্ক শেষ। তিনি আর সম্পর্ক পুনরুদ্ধার করতে চান না।

এছাড়া সম্প্রতি ট্রাম্পের কর ও ব্যয় বিলকে জঘন্য বলে কটাক্ষ করেন মাস্ক। জবাবে ট্রাম্প বলেন, আমি ভীষণ হতাশ। কারণ, এখানে উপস্থিত অন্য যে কারও চেয়ে তিনি এ বিলের ভেতরের খুঁটিনাটি সম্পর্কে ভাল জানতেন। হঠাৎই এটি নিয়ে তার সমস্যা শুরু হয়েছে।

তবে ট্রাম্পের এ দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন মাস্ক। ট্রাম্পের এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একাধিক পোস্ট দিয়েছেন তিনি। এসব পোস্টে ট্রাম্পকে ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়েননি মাস্ক। মাস্ক দাবি করেছেন, ট্রাম্প এপস্টেইন ফাইল’–এ আছেন।

এরই মধ্যে মার্কিন সরকারের ওপর ভর করে ইলন মাস্কের যেসব ব্যবসাপাতি চলছে, সেগুলো নিয়ে তাকে হুমকিও দিয়েছেন সাবেক বন্ধু ডোনাল্ড ট্রাম্প। 

এদিকে দ্য ওয়াশিংটন পোস্টের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসে স্টারলিংকের ইন্টারনেট সংযোগ দেওয়ার সময় এর সঙ্গে সম্পৃক্ত এমন ৩ জনের বক্তব্যের ভিত্তিতে খবরটি প্রকাশ করেছেন তারা। স্পর্শকাতর বিষয় হওয়ায় ওই তিন ব্যক্তি নিজেদের পরিচয় প্রকাশ করেননি।

তবে ওই ৩ জনের বক্তব্য হলো, গত ফেব্রুয়ারিতে মাস্কের ডিওজিই প্রতিনিধিরা হোয়াইট হাউজের পাশের আইজেনহাওয়ার এক্সিকিউটিভ অফিস ভবনের ছাদে একটি টার্মিনাল বসান। কিন্তু ঘটনাটি হোয়াইট হাউসের যোগাযোগ ব্যবস্থার দায়িত্বে থাকা কর্তাব্যক্তিদের আগে থেকে জানানো হয়নি।

তাদের ভাষ্য, এ ধরনের সংযোগের মাধ্যমে সংবেদনশীল তথ্য বাইরে চলে যাওয়া কিংবা হ্যাকারদের অনুপ্রবেশ ঠেকানোর সক্ষমতা হোয়াইট হাউসের যোগাযোগ ব্যবস্থা দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তিদের নেই।

হোয়াইট হাউসের ওই ৩ ব্যক্তির তথ্যানুযায়ী, ফেব্রুয়ারি মাসে হোয়াইট হাউস প্রাঙ্গণে মোবাইল ফোনে স্টারলিংক গেস্ট নামে ওয়াই-ফাই নেটওয়ার্ক দেখাত, যেখানে শুধু পাসওয়ার্ডই চাইত। ব্যবহারকারীর নাম বা দ্বিতীয় স্তরের যাচাই পদ্ধতি ছিল না। এই ওয়াই-ফাই নেটওয়ার্কটি গত সপ্তাহেও হোয়াইট হাউসে পাওয়া গেছে।

ওই ৩ কর্মকর্তার একজন বলেন, কর্মীরা যেসব কম্পিউটারে কাজ করেন, সেগুলো কঠোর নিরাপত্তা প্রোগ্রাম লক করা থাকে। বাইরের জগতের সঙ্গে তাদের যে কোনো যোগাযোগও নজরদারিতে রাখা হয়। কিন্তু স্টারলিংকে কিছুই লাগে না। এটা আপনাকে এমনভাবে তথ্য পাঠাতে দেয়, যেখানে কোনো রেকর্ড বা ট্র্যাকিংয়ের সুযোগ থাকে না।

তারা আরও বলেন, নেটওয়ার্কে হোয়াইট হাউসের আইটি সিস্টেমের জোরালো নিয়ন্ত্রণ থাকে। সব সময় পুরোপুরি ভিপিএন টানেলে থাকতে হয়। আপনি ভিপিএনে না থাকলে হোয়াইট হাউসের ডিভাইসগুলো বাইরের ইন্টারনেট সংযোগে কাজ করবে না।

ওই তিনজনের একজন বলেন, স্টারলিংকের সংযোগ হোয়াইট হাউসের ডিভাইসগুলোকে বাইরের নেটওয়ার্কে যেতে বাধা দেয় না। এটি নিরাপত্তা ব্যবস্থা বাইপাস করতে সহায়তা করে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, তারা এ বিষয়ে হোয়াইট হাউসের বক্তব্য চেয়েছিল। কিন্তু তারা বিষয়টি যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসে পাঠিয়ে দেয়। সিক্রেট সার্ভিস জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে নির্দিষ্ট প্রযুক্তিগত ব্যবস্থা সম্পর্কে তাদের মন্তব্য করার এখতিয়ার নেই।

সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্টনি গুগলিয়েলমি বলেন, আমরা জানতাম ডিওজিই হোয়াইট হাউস কমপ্লেক্সে ইন্টারনেট সংযোগ উন্নত করতে চাচ্ছে এবং আমরা এটিকে নিরাপত্তার জন্য হুমকি বিবেচনা করিনি।

এছাড়া এ বিষয়ে স্টারলিংকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল বলে দাবি করা হয় ওয়াশিংটন পোস্টের পক্ষ থেকে। তবে স্টারলিংকের তরফ থেকেও কোনো সাড়া পাওয়া যাননি। 

যদিও ইলন মাস্কের প্রতিষ্ঠানটি বরাবরই বলে আসছে যে, তাদের স্যাটেলাইট সংযোগগুলো হ্যাক করা তুলনামূলক কঠিন।


আরও খবর

দেশে চালু হলো গুগল পে

মঙ্গলবার ২৪ জুন ২০২৫




ইশরাক না সরলে ঢাকার দুই সিটিতে নতুন নির্বাচন

প্রকাশিত:শুক্রবার ২০ জুন ২০25 | হালনাগাদ:মঙ্গলবার ২৪ জুন ২০২৫ |

Image

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়রের দায়িত্ব পালনের দাবিতে নগর ভবন অবরুদ্ধ করে রাখা বিএনপি নেতা ইশরাক হোসেন স্বেচ্ছায় না সরলে ঢাকার দুই সিটি করপোরেশনে নতুন নির্বাচনের পথে হাঁটবে সরকার। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’তে উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সেখানে উপস্থিত একাধিক উপদেষ্টা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সরকারের ৯ জন উপদেষ্টা অংশ নেন। বৈঠকে ইশরাকের কর্মকাণ্ড নিয়ে বিস্তর আলোচনা হয়। বিশেষ করে শপথ না নিয়েই মেয়রের ‘দায়িত্ব’ পালন এবং নগর ভবন অচল করে রাখায় উপদেষ্টারা ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেন। অনেকে সরকারপ্রধানকে কঠোর পদক্ষেপ নেওয়ারও পরামর্শ দেন।

বৈঠকে উপদেষ্টারা জানান, সরকার ইতোমধ্যেই ইশরাকের কর্মকাণ্ডে ভীষণভাবে বিরক্ত। একাধিক উপদেষ্টা বলেন, নাগরিক সেবা বন্ধ করে রেখে তিনি নগরবাসীর দুর্ভোগ বাড়িয়েছেন। সেইসঙ্গে সরকারের কর্তৃত্বকেও প্রশ্নবিদ্ধ করেছেন। এজন্য তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও উঠে আসে।

তবে বিএনপির সঙ্গে সরকারের সাম্প্রতিক আস্থার সম্পর্ক এবং লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহার এখনই না করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে আশঙ্কা করা হয়, ইশরাকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে তিনি রাজনৈতিকভাবে সহানুভূতি পেতে পারেন।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন। বিএনপির প্রার্থী ইশরাক হোসেন নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ফল বাতিল চেয়ে মামলা করেন। গত ২৭ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাককে বিজয়ী ঘোষণা করে। এরপর ইসির গেজেট প্রকাশ এবং হাইকোর্ট ও আপিল বিভাগে মামলার রায় ইশরাকের পক্ষে গেলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ পড়াতে অস্বীকৃতি জানায়।

গত ১৪ মে থেকে ইশরাকের সমর্থকরা ‘ঢাকাবাসী’ ব্যানারে নগর ভবন ঘেরাও করে রাখে। বিভিন্ন কক্ষে তালা দিয়ে নাগরিক সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এরপর তারা তিন দিন ধরে যমুনা বাসভবনও ঘেরাও করে রাখেন। ইশরাক নিজেও বিভিন্ন দপ্তরে গিয়ে সভা করেন, যেখানে তাকে ‘মাননীয় মেয়র’ হিসেবে উল্লেখ করা হয়।

নির্বাচনের মেয়াদ শেষ হয়েছে গত ১ জুন। এরপরও ইশরাক মেয়র দাবি করে নগর ভবনে সক্রিয় আছেন। এসব ঘটনাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপিসহ আরও কয়েকটি দল সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে।

এ পরিস্থিতিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়, ইশরাক যদি স্বেচ্ছায় সরে না দাঁড়ান এবং নগর ভবনের অচলাবস্থা না সরান, তাহলে সরকার নতুন করে স্থানীয় সরকার নির্বাচনের পথে এগোবে। ইতোমধ্যে বেশিরভাগ রাজনৈতিক দল স্থানীয় সরকারের নতুন নির্বাচনের পক্ষে মত দিয়েছে।

এদিকে বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এখন আর চুপ করে থাকার সময় নেই। সরকার জানে, কী ঘটছে। সবকিছু সমন্বয়ের মাধ্যমেই হচ্ছে। তিনি বলেন, নাগরিক সেবা ব্যাহত হচ্ছে ঠিকই, তবে বাইরে থেকেও যতটা সম্ভব সেবা চালিয়ে যাওয়ার চেষ্টা চলছে।

স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, এ পরিস্থিতিতে সরকার, বিএনপি ও ইশরাক—সবপক্ষই বাড়াবাড়ি করছে। তার মতে, আইন অনুযায়ী এখন ইশরাকের মেয়র হিসেবে দায়িত্ব পালনের সুযোগ নেই। তবে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে চাইলে তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া যেতে পারে। তিনি ইশরাকের বর্তমান ভূমিকার সমালোচনা করে বলেন, এটি অনাকাঙ্ক্ষিত ও লজ্জাজনক।


আরও খবর

ইসির নিবন্ধন চায় ১৪৭টি দল

মঙ্গলবার ২৪ জুন ২০২৫




ঝালকাঠিতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রকাশিত:শনিবার ১৪ জুন ২০২৫ | হালনাগাদ:রবিবার ২২ জুন ২০২৫ |

Image

হাসিবুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (১২ জুন) দুপুরে রাজাপুর-ভাণ্ডারিয়া আঞ্চলিক সড়কের পাকাপুল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপটি ভাণ্ডারিয়া থেকে রাজাপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি দ্রুতগামী বাস পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন নিহত হন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করার চেষ্টা করছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, “ঘটনার পর পরই পুলিশ গিয়ে মরদেহ উদ্ধারের চেষ্টা করছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আরও খবর



ওএসডির তিন মাস পরও বহাল তবিয়তে বিআরটিএ’র শহীদুল্লাহ

প্রকাশিত:বুধবার ২৮ মে ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২৪ জুন ২০২৫ |

Image

পুরো নাম মোহাম্মদ শহীদুল্লাহ। কর্মরত রয়েছেন বিআরটিএর ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক পদে। উর্ধতন কতৃপক্ষকে ম্যানেজ করে ওএসডির তিন মাস পরও বহাল তবিয়তে কর্মস্থলে আছেন  সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরর আস্থাভাজন আছেন দূর্ণীতিবান  এই কর্মকর্তা ।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা বিভাগের পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাবর রোডে বি-ব্লকের ১৩/এ/১ নম্বর শেলটেক চন্দ্রমল্লিকায় তার রয়েছে আলিশান ডুপ্লেক্স এপার্টমেন্ট। এছাড়াও শ্যামলীর ২ নম্বর রোডে ১২-ঠ-৭ হোল্ডিংস্থ একটি মার্বেল পাথর খচিত বিলাসবহুল বাড়িও রয়েছে। গাজীপুরের জয়দেবপুর ও চন্দনায় রয়েছে দু'টি নজরকাড়া বাড়ি।

কার্যালয়টি ঘিরে অদৃশ্য অসীম শক্তির বলয়ে কায়েম করেছেন রামজাত্ব। প্রয়োজনে ব্যবহার করেন তার সঙ্গে ঘনিষ্ঠ বিআরটিএর প্রভাবশালী কর্তাব্যক্তিদেরও। এ খাতের অনিয়ম দেখার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির যে বিভাগটি রয়েছে, যেন সেটিও তার হাতের মুঠোয়। কথামতো না চললে অন্য সার্কেলে কর্মকর্তার বিরুদ্ধে যখন তখন ঠুকে দেন ভৌতিক কাগুজে অভিযোগ। নিজস্ব বলয়ের দাপট দেখিয়ে আদায় করেন মোটাদাগে মাসোহারা।

 বিআরটিএর চোখ ধাঁধানো সব কূটকৌশলের মাস্টার মাইন্ড এই শহিদ। সর্বোচ্চ পদে আসীনদের সঙ্গেও অন্তরঙ্গতার ওঠাবসা তার। এই পরিচালকের প্রভাব বলয় এতটাই ঊর্ধ্বগামী সংস্থাটির ঝাড়ুদার থেকে পিয়ন সব যেন তার নখ দপর্নে। ঘুষ, বদলি, কমিশন বাণিজ্য, মাসোহারা, রোড পারমিট শাখায় দালাল সিন্ডিকেটের নেতৃত্বে তার জুড়ি মেলা ভাঁড়। ঘুষ আদায়ে ঈগল চোখী এই কর্মকর্তা পরিদর্শনে যান যেই সার্কেলে, ওই সাকেল থেকে মোটাদাগে করেন নানান ফন্দি ফিকিরে ঘুষ আদায়ও।

আরো জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার জুলাই ও আগস্টের আন্দোলনকে কেন্দ্র করে বিআরটিএ তৎকালিন চেয়ারম্যেনের সাথে যোগ সাজোস করে অনেক অপকর্ম করেছে । এমনকি বর্তমানে সচিবালয় আন্দোলন আরো বোগভান করতে প্রচুর টাকা বিনোযোগ করছে এই শহীদুল্লাহ


তথ্যানুসন্ধান বলছে, চাকুরীটাইকে কখনো আলাদিনের জাদুর কাঠি, কখনো বা আলাদীনের চেরাগে রূপ দিয়ে কয়েক বছরে নামে বেনামে গড়ে তুলেছেন অসম সম্পদের পাহাড়। ২০২০-২০২১ অর্থবছরে বেতন সর্বসাকুল্যে ছিল ৬৫ হাজার ৪৬২ টাকা। যার দালিলিক প্রমাণ ও সংরক্ষিত আছে এই প্রতিবেদকের হাতে।
কিন্তু বসবাস করেন রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাবর রোডের ,বি-ব্লকের ১৩/এ/১ নম্বর সেলটেক চন্দ্রমল্লিকার চোখ ধাঁধানো আলিশান ডুপ্লেক্স এপাটমেন্টে। যার ভাড়ার মধ্যে তার প্রাপ্ত বেতনের প্রায় ৪ গুন।
এদিকে একটি বিশেষ সূত্রের বরাত, মাঝেমধ্যেই দুবাইসহ মধ্যপ্রাচ্যেরে দেশগুলোতে বিলাস ভ্রমণে পাঠান স্ত্রীসহ পরিবারের সদস্যদের।


তথ্যানুসন্ধান আরো বলছে, এই প্রভল ক্ষমতার অধিকারী এই পরিচালকের রয়েছে, শ্যামলী ০২ নম্বর রোডে একটি মাবেল পাথর খচিত বিশাল বহুল বাড়ি। যার নম্বর ১২/ঠ/৭।

ঢাকার শহরতলি গাজীপুরের জয়দেবপুর ও চন্দনায় রয়েছে আরো দুটো দৃষ্টিনন্দন বাড়ি। যার একটির নম্বর ৪১। চাকুরিতে যোগদানের গত কয়েক বছরের ব্যবধানে রহস্যজনকভাবে কারি কারি টাকার মালিক বনে গেছেন এই পরিচালক শহীদুল্লাহ। বিআরটির অঘোষিত জমিদার তিনি। তার নিয়ন্ত্রণে রয়েছে শতাধিক গাড়ির শোরুম ম্যানেজারও। এ যেন ধরাকে সারঞ্জান করার মতো অবস্থা।

এ বিষয়ে উনার মন্তব্য জানার জন্য মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।


আরও খবর

ভাতা পাবেন চব্বিশের আহতরা

মঙ্গলবার ২৪ জুন ২০২৫