Logo
শিরোনাম

রোজার আগে পেঁয়াজ-চিনি আমদানি নিয়ে আলোচনা

প্রকাশিত:শুক্রবার ০৯ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ |

Image

রমজানের আগে ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ এবং এক লাখ টন চিনি আমদানির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ভারতের রাজ্যসভার লিডার অভ দ্য হাউস এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গয়ালের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের তিনি একথা জানান।

তিনি বলেন, ভারত থেকে যে পণ্যগুলো আমদানি করি, সেগুলো নিয়ে আলোচনা করেছি। রমজানের আগে ৫০ হাজার টন পেঁয়াজ এবং এক লাখ টন চিনি যাতে আমরা আমদানি করতে পারি সেটি বিস্তারিত আলোচনা করেছি। অন্যান্য বিষয়েও আমরা আলোচনা করেছি।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অনেক ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু ভারত সরকার জোরালোভাবে আমাদের পাশে ছিল, যে কারণে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হয়েছে।

বৈঠকে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গয়াল বলেন, বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা জরুরি। অবশ্যই ভাই হিসেবে ভারত সবসময় বাংলাদেশের পাশে থাকবে। আমাদের সরকারের সবাই এ বিষয়ে গভীরভাবে অঙ্গীকারাবদ্ধ।


আরও খবর

ত্রিপুরায় অনুপ্রবেশ ৪ বাংলাদেশি আটক

শনিবার ০৭ সেপ্টেম্বর ২০২৪

শ্রম আইনে বড় পরিবর্তন এনেছে সৌদি আরব

শুক্রবার ০৬ সেপ্টেম্বর ২০২৪




কমলার অনুদান ট্রাম্পের তিন গুণ

প্রকাশিত:শুক্রবার ০৬ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ |

Image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস গত আগস্ট মাসে ৩৬ কোটি ১০ লাখ ডলার অনুদান পেয়েছেন, যা তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের চেয়ে তিন গুণ বেশি।

ট্রাম্প সমন্বিত প্রচেষ্টায় ১৩ কোটি ডলার অনুদান সংগ্রহ করেছেন। বিপুল পরিমাণ অর্থ সংগ্রহের কারণে জোরালো প্রচারাভিযান চালাতে সক্ষম হচ্ছেন কমলা। এরই মধ্যে তিনি অনেক অঙ্গরাজ্যে নতুন নতুন নির্বাচনী অফিস খুলেছেন

শুক্রবার দ্য ওয়াশিংটন পোস্ট এ খবর জানায়। প্রচারণায় ব্যাপক অর্থ খরচের পরও কমলার হাতে অনেক অর্থ অবশিষ্ট আছে। সূত্র জানায়, আগস্ট মাসের প্রচারাভিযান শেষে তাঁর হাতে ৪০ কোটি ডলার বেশি অর্থ অবশিষ্ট আছে। অপরদিকে ট্রাম্পের অবশিষ্ট আছে ২৯ কোটি ৫০ লাখ ডলার। সেপ্টেম্বরের হিসাব জানা যাবে মাস শেষ হলেই

এ প্রসঙ্গে কমলার ডেপুটি ক্যাম্পেইন ম্যানেজার রব ফ্ল্যাহার্টি বলেন, তারা যা অনুদান সংগ্রহ করেছেন, তা তৃণমূলের উৎসাহ থেকে এসেছে। তিনি জানান, কমলার প্রচারাভিযান ব্যাপক বিস্তৃত। সেখানে ২ হাজার কর্মী, হাজার হাজার স্বেচ্ছাসেবী রয়েছেন। কার্যত নির্বাচন পরিচালনার জন্য অর্থের তো প্রয়োজন হয়ই

গত ২১ জুলাই প্রেসিডেন্ট জো বাইডেনের প্রার্থিতা প্রত্যাহারের পর লড়াইয়ে নামেন কমলা। এর পরই হু হু করে তাঁর দিকে ঝুঁকতে থাকেন দাতারা। রাতারাতি অর্থ সংগ্রহে ছাড়িয়ে যান ট্রাম্পকে। এ পর্যন্ত তাঁর সংগ্রহ অর্থের পরিমাণ ৬১ কোটি ৫০ লাখ ডলারের বেশি। আগস্টে তিনি যে অনুদান পেয়েছেন, তা এসেছে ৩০ লাখ দাতার কাছ থেকে, যার মধ্যে ১৩ লাখ দাতা প্রথমবারের মতো অর্থ দিয়েছেন। ফ্ল্যাহার্টি বলেন, নতুন দাতাদের মধ্যে তিন-চতুর্থাংশ ২০২০ সালে জো বাইডেনের নির্বাচনী প্রচারণার সময় দেননি

মার্কিন নির্বাচনে অনুদানকে জনপ্রিয়তার মাপকাঠি হিসেবেও দেখা হয়। ধারণা করা হয়, যার প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাকেই অনুদান বেশি দেন সমর্থকরা। কমলা হ্যারিসের প্রচারসংশ্লিষ্টরা বলছেন, আগস্টের দাতাদের ৬০ শতাংশের বেশি নারী এবং প্রায় এক-পঞ্চমাংশ দাতা নিবন্ধিত রিপাবলিকান বা স্বাধীন

বার্তা সংস্থা আনাদোলু জানায়, এ অবস্থায় প্রতিদ্বন্দ্বী কমলাকে আক্রমণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের শক্তিশালী ইহুদি লবিতে আকৃষ্ট করতে তিনি বলেন, যে ইহুদি মার্কিনিরা ডেমোক্র্যাটদের ভোট দেবেন, তারা যেন বিষয়টি আরেকবার ভেবে দেখেন। নাভাদার লাস ভেগাসে মার্কিন ইহুদিদের সংগঠন রিপাবলিকান জিউইস কোয়ালিশনে দেওয়া ভাষণে তিনি সতর্ক করে বলেন, আগামী নভেম্বরের নির্বাচনে কমলা জিতলে ইসরায়েল আর থাকবে না

ভিডিও কনফান্সের মাধ্যমে অংশ নিয়ে ট্রাম্প বলেন     যদি তারা (ডেমোক্র্যাট) জেতে, ইসরায়েল থাকবে না। এটা মনে রাখবেন।’ তিনি বলেন, আমি জানি না কীভাবে কেউ তাদের সমর্থন করতে পারে। আমি বারবার বলে আসছি– তাদের প্রতি যদি আপনার সমর্থন থাকে এবং আপনি একজন ইহুদি, তাহলে বিষয়টি আবার ভাবুন। তারা আপনার জন্য খুব খারাপ।’

এদিকে রসিকতার সুরে মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কমলাকে সমর্থন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার ভ্লাদিভস্তক শহরে ইস্টার্ন ইকোনমিক ফোরামে বৃহস্পতিবার পুতিনকে এ নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি কিছুটা ভ্রূ কুঁচকে বলেন,  যদি আমাদের পছন্দের কথা বলেন, তাহলে তো প্রেসিডেন্ট বাইডেন ছিলেনই। তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তিনি সমর্থকদের বলেছেন, কমলাকে যেন সমর্থন করা হয়। এ কারণে আমরা তাঁকে সমর্থন করছি। আমরা কমলাকে সমর্থন করছি।’ এর পরই পুতিন রসাত্মক ভঙ্গিতে বলেন, তিনি (কমলা) এত স্বতঃস্ফূর্ত ও মুগ্ধতা ছড়িয়ে হাসেন, যার অর্থ দাঁড়ায়– তিনি ভালোই করছেন


আরও খবর

পদত্যাগে রাজি, বললেন মমতা

শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশ সফরে আসছেন ডোনাল্ড লু

বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪




বাকৃবির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমান

প্রকাশিত:মঙ্গলবার ২০ আগস্ট ২০24 | হালনাগাদ:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ |

Image
বাকৃবি প্রতিনিধি::

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার (২০ আগষ্ট) এ বিষয়ে জারিকৃত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অধ্যাপক ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব প্রদান করা হয়। তিনি ২৮/১০/২০২৪ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমান ১৯৯৩ সনের ২০ জুন প্রভাষক হিসেবে কৃষি পরিসংখ্যান বিভাগে যোগদান করেন। পরবর্তী পর্যায়ে তিনি ১৯৯৬ সনে সহকারী অধ্যাপক, ২০০২ সনে সহযোগী অধ্যাপক ও ২০০৬ সনে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। বর্তমানে তিনি কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োজিত আছেন।

আরও খবর



রাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের সাথে বাংলাদেশ জামাত ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত:সোমবার ১৯ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ |

Image

মোঃ শাকিল আহামাদ  - রাজশাহী জেলা প্রতিনিধি


আমরা সবাই বাংলাদেশের নাগরিক সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয় এই শ্লোগানে রাজশাহীতে হিন্দুধর্মালম্বীদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


 রবিবার সন্ধ্যা ৭.৩০ মিনিট এর সময় রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন ধরমপুর এলাকার শিব মন্দিরের পাশে প্রায় দুই শতাধিক হিন্দু পরিবারের সদস্যদের সাথে এক মতবিনিময় সভা আয়োজন করা হয়। 


বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নগরীর  মতিহার থানার শাখা উদ্যোগে অনুষ্ঠিত সভায় এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক  জনাব ইমাজ উদ্দিন মন্ডল । 


উক্ত সভায় বক্তারা বলেন, জামায়াত ইসলামী কখনোই কোন সম্প্রদায়ের বিরুদ্ধে ছিলো না এখন ও নাই ভবিষ্যতে ও থাকবেও না। জামায়াত ইসলামী সকল সম্প্রদায় মানুষের সাথে সুখে দুঃখে তাদের পাশে থেকে কাজ করে যাবে। যে কোন বিপদ আপদে আপনাদের পাশে থাকবে ।


আওয়ামীলীগ সরকার জামায়াতকে রাজাকার, জঙ্গিবাদের তকমা দিয়ে এতো দিন অন্য ধর্মের মানুষের কাছ থেকে দুরে রেখেছিলো। এখন আর সেই দিন নাই, এখন সময় সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে এগিয়ে চলা।


সম্প্রীতির মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন রাজশাহী মহানগরীর সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, মতিহার থানা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল ওয়াহাব সোহেল সহ অন্যান্য সহপাঠীরা।



আরও খবর



মাদ্রাসা শিক্ষক অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় আটক

প্রকাশিত:রবিবার ০১ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ |

Image
মাহাবুব হোসেন - কুমারখালী, কুষ্টিয়া প্রতিনিধি::

কুষ্টিয়ার কুমারখালীর সদকী ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় জনগণের হাতে আটক হয়েছেন। শুক্রবার রাতে সদকী ইউনিয়নের দক্ষিণ রামকৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে। শনিবার শিক্ষক ও নারীকে কুমারখালী থানায় সোপর্দ করেছেন স্থানীয়রা।

আটক  শিক্ষক রাজশাহী জেলার চাঁপাইনবাবগঞ্জ উপজেলার মৃত তহিমুর রহমানের ছেলে শরিফুল ইসলাম।

স্থানীয়রা জানান, ২০১১ সাল থেকে শরিফুল ইসলাম সদকী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় কর্মরত ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি মাদ্রাসায় পড়ুয়া বিভিন্ন শিক্ষার্থীর বাড়িতে  প্রাইভেট পড়াতেন। গত দুইমাস যাবত তিনি দক্ষিণ রামকৃষ্ণপুর এলাকায় মাদ্রাসার দুই  শিক্ষার্থীকে  প্রাইভেট পড়ানো অবস্থায় তাদের মায়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পরেন।  শুক্রবার রাত ১১ টার দিকে শিক্ষককে এলাকায় দেখে স্থানীয়দের  সন্দেহ হওয়ায় তারা উল্লেখিত বাড়িতে গিয়ে  অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় শিক্ষক ও গৃহকর্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় আটক করে  নারী ও পুরুষকে থানায় সোপর্দ করেন স্থানীয়রা। এ ব্যাপারে আদালতে প্রসিকিউশন পাঠানো হয়েছে। আদালত প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

আরও খবর



রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামী'র মতবিনিময় সভা

প্রকাশিত:রবিবার ০১ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ |

Image
সিহাবুল আলম সম্রাট - রাজশাহী::


বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী মহানগরী'র আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ভয়াবহ বন্যা ও রাজশাহী মহানগরীসহ দেশের রাজনৈতিক, প্রশাসনিক পরিবেশ পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়।

৩১ আগস্ট শনিবার ২০২৪ ইং সকাল ১১ ঘটিকায় রাজশাহী নগরীর কাবাব হাউজ , রানী বাজার কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী মহানগর জামায়াতে ইসলামির আমীর ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দলটির সাধারণ সম্পাদক ইমাজ উদ্দিন মন্ডল, অ্যাডভোকেট আবু ইউসুফ সেলিমসহ মহানগর জামায়াতে ইসলামি ও শিবিরের নেতৃবৃন্দ।

এসময় রাজশাহী মহানগর জামায়াতে ইসলামির নেতৃবৃন্দরা বলেন," জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির বিগত ১৫ বছরে অন্য সকল দলের চেয়ে বেশি নির্যাতিত হয়েছে প্রতিশোধ যদি নিতে হয় জামাতেরই প্রতিশোধ নেওয়া উচিত সেটা না করে আমরা দেশ গড়ার জন্য কাজ করছি"।

আরো বলেন জামায়াত প্রতিশোধ নিচ্ছে না। প্রতিশোধ নিতেও চায় না। আমাদের পরিকল্পনা কিভাবে দেশটা নতুন করে সাজানো যায়।

আওয়ামী লীগ সরকারের আমলে আন্দোলনে যারা শহীদ হয়েছে সেই পরিবারগুলোকে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। দেশ গড়তে এখন কোন সহিংসতা চায় না জামায়াত।

এ সময় তারা পুলিশের সমালোচনা করে বলেন, অধিকাংশ মামলা ও নির্যাতন রাজনৈতিক নেতৃবেৃন্দের আদেশে পুলিশের দারা সংঘটিত হয়েছে। তবে এই সকল মামলা দ্রুত সমাধান হবে বলে আশাব্যক্ত করেন তারা।

তারা বলেন, পুলিশ আমাদের নির্যাতন করেছে শুধু দেশের স্বার্থে পুলিশের থানাসহ ক্ষতিগ্রস্থ সকল সরকারি ও বেসরকারি স্থাপনাগুলো আমরা গুছিয়ে দিয়েছি।

আরও খবর