সৈয়দ মোহাম্মদ শাকিল : তিতাস
গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান
রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৩ জুন (সোমবার) ২০২৫ তারিখে বিজ্ঞ নির্বাহী
ম্যাজিস্ট্রেট মিল্টন রায়-এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন
পিএলসি-এর জোবিঅ মেঘনাঘাট- এর আওতাধীন পুরান বাউশিয়া,
মধ্য বাউশিয়া, চর বাউশিয়া, গজারিয়া, মুন্সিগঞ্জ এলাকায় অভিযান
পরিচালিত হয়েছে। উক্ত অভিযানে অবৈধ চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে
এক্সক্যাভেটর মেশিনের মাধ্যমে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হয়েছে।
এই অভিযানে অবৈধ চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এক্সক্যাভেটর (excavator)
মেশিন ব্যবহার করা হয়েছে।
এ
সময়, ২টি অবৈধ চুনা কারখানার বিরুদ্ধে পরিচালিত অভিযানে ২ ইঞ্চি ব্যাসের ২০ ফুট
এমএস পাইপ এবং ৭৫০ ফুট হোজ পাইপ অপসারন করে বিনস্ট করা হয়। এই অভিযানের মাধ্যমে
দৈনিক ২৪,০০০ ঘনফুট/ঘন্টা গ্যাস সাশ্রয় হয়েছে, যার আনুমানিক মূল্য ৩,৫১,৪৫১.০০
টাকা। অবৈ বাবে গ্যাস ব্যবহারকারী চুন কারখানার মালিকের বিরুদ্ধে গজারিয়া থানায়
২টি এফআইআর (FIR) দায়ের করা হয়েছে।
একই
দিনে, মনিজা খাতুন, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট -এর নেতৃত্বে তিতাস গ্যাস
ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিক্রয় বিভাগ, সাভার-এর
আওতাধীন রাজফুলবাড়ীয়া, ভরারী, বটতলা,ঝৃষিপাড়া, বাগবাড়ী, তেঁতুলঝোড়া ও সাভার এলাকার
৩টি স্পটে অভিযান পরিচালিত হয়েছে। উক্ত অভিযানে তেঁতুলঝোড়া, সাভার এলাকায় স্থাপিত ‘‘বেস্ট
ড্রেস ওয়্যার লিমিটেড’’ ও ‘‘মেসার্স আল-আকসা ওয়াশিং প্ল্যান্ট’’ এবং হেমায়েতপুর, সাভার
এলাকায় স্থাপিত ‘‘মেসার্স লেটেস্ট ওয়াশিং প্ল্যান্ট’’ নামক ৩টি অবৈধ শিল্প
সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এই অভিযানে আনুমানিক ২২০০ ফুট অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ
করা হয়, যার মধ্যে ১৭৫০ ফুট পাইপ অপসারণ করা হয়েছে। এই অবৈধ সংযোগ গুলোর মাধ্যমে
মাসিক ২৬,৬৫,২৮৬.০০ টাকা মূল্যের গ্যাস চুরি হচ্ছিল মর্মে ধারণা করা হচ্ছে। অভিযান
কালে ২টি শিল্প প্রতিষ্টান থেকে ১,৫০,০০০.০০ টাকা অর্থ দন্ড আদায় করা হয়েছে।
একই
দিনে, সিমন সরকার, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট -এর নেতৃত্বে তিতাস গ্যাস
ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর জোবিঅ-জয়দেবপুর, আবিবি-জয়দেবপুর-এর
আওতাধীন ভান্ডারী বাড়ি, জমিলা মেডিকেল, কুনিয়া তারগাছ, চন্দরা রোড, কুনিয়া পাচর,
মেট্রো গাছা থানা এলাকায় ৩টি স্পটে অভিযান পরিচালিত হয়েছে। এ সময় ২৫০ ফুট ৩/৪
ইঞ্চি পাইপ জব্দ সহ মোবাইল কোর্টের মাধ্যমে ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থ দন্ড
প্রদান করা হয়েছে।
একই
দিনে, হাসিবুর রহমান, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট -এর নেতৃত্বে তিতাস গ্যাস
ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-৩ এর আওতাধীন
ত্রিমোহনী খিলগাও এলাকায় অভিযান পরিচালিত হয়েছে। উক্ত অভিযানে অবৈধভাবে
পুনঃস্থাপিত ২ ইঞ্চি ডায়া ১০০০ মিটার বিতরন লাইনে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এই অভিযানে ৪০টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, যা আনুমানিক ২১০টি
অবৈধ ডাবল বার্নার চুলার প্রতিনিধিত্ব করে। এই অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে
২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়েছে।